মিসবাহ-উল-হক

এইচ এম মিজবা

মিসবাহ-উল-হক খান নিয়াজী (পশতু: مصباح الحق خان نیازی; জন্ম: ২৮ মে, ১৯৭৪) পাঞ্জাবে জন্মগ্রহণকারী পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারটেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। মধ্যমসারির ব্যাটসম্যানরূপে খেলতেই তিনি অধিক পছন্দ ও স্বাচ্ছ্যন্দবোধ করেন। অত্যন্ত স্থির মেজাজ নিয়ে মাঠে নামেন মিসবাহ। পাকিস্তানের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন তিনি।

মিসবাহ-উল-হক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মিসবাহ-উল-হক খান নিয়াজী
জন্ম (1974-05-28) ২৮ মে ১৯৭৪ (বয়স ৫০)
মিয়ানওয়ালী, পাঞ্জাব, পাকিস্তান
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান, অধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৬৬)
৮ মার্চ ২০০১ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২৩-২৬ অক্টোবর ২০১৩ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৪২)
২৭ এপ্রিল ২০০২ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২০ ডিসেম্বর ২০১৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং২২
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৭)
২ সেপ্টেম্বর ২০০৭ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই২৭ ফেব্রুয়ারি ২০১২ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮–বর্তমানবালুচিস্তান
২০০৬–২০০৮পাঞ্জাব
২০০৩–বর্তমানফয়সালাবাদ
২০০৩–বর্তমানসুই নর্দান গ্যাস পাইপলাইন
২০০০–২০০৩খান রিচার্চ ল্যাবরেটরিজ ক্রিকেট টিম
১৯৯৮–২০০১সারগোদা ক্রিকেট দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইটি২০আইএফসি
ম্যাচ সংখ্যা৪৪১৪১৩৯১৮৯
রানের সংখ্যা২,৯৮৯৪,৩৮৪৭৮৮১৩,৭২৭
ব্যাটিং গড়৪৭.৪৪৪৫.১৯৩৭.৫২৫০.৪৬
১০০/৫০৫/২২০/৩৩–/৩৩৭/৭৩
সর্বোচ্চ রান১৬১*৯৬*৮৭*৭৮৪
বল করেছে২৪৩১৮
উইকেট
বোলিং গড়৮০.৬৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং১/২
ক্যাচ/স্ট্যাম্পিং৩৭/–৬১/–১৪/–১৭৭/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১২ জানুয়ারি ২০১৪

ক্রিকেট জীবন

২০১০ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার পর থেকে মিসবাহ বাদ পড়ে যান।[১] এরফলে তিনি ২০১০ সালের আগস্ট মাসে বিতর্কিত ইংল্যান্ড সফরে দলে অংশগ্রহণ করতে পারেননি। এ সফরে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে পড়েছিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দলকে পুনরায় নেতৃত্ব দেন। অনেক ক্রিকেটানুরাগীই মিসবাহকে অধিনায়ক হিসেবে মনোনয়ন দেয়ায় বিস্মিত হয়েছিলেন। ওয়াসিম আকরাম তার অংশগ্রহণকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে সবকিছুই সঠিকভাবে ও পরিকল্পনামাফিক সম্পন্ন হবে।[২] পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসনও বিশ্বাস করেন যে এরফলে মিসবাহ পাকিস্তানের জন্যে তার সেরা খেলা উপহার দিতে সক্ষম হবেন এবং তার অধিনায়কত্বও আরো স্বয়ংসম্পূর্ণ হবে।[৩]

পরিসংখ্যান

মিসবাহ-উল-হকের টেস্ট শতকের পরিসংখ্যান নিম্নে প্রদান করা হলো:[৪]

  • * অপরাজিত থাকার চিহ্ন বহন করে
মিসবাহ-উল-হকের টেস্ট সেঞ্চুরি
#রানখেলা নংপ্রতিপক্ষশহর/দেশমাঠসাল
[১]১৬১*  ভারতকলকাতা, ভারতইডেন গার্ডেনস২০০৭
[২]১৩৩*১০  ভারতব্যাঙ্গালোর, ভারতএম. চিনাস্বামী স্টেডিয়াম২০০৭
[৩]১০২*২৫  ওয়েস্ট ইন্ডিজব্যাসেতেরে, সেন্ট কিটসওয়ার্নার পার্ক২০১১
[৪]১০০৩৯  দক্ষিণ আফ্রিকাআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ আবু জায়েদ স্টেডিয়াম২০১৩
[৫]১৩৫৪৩  শ্রীলঙ্কাআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ আবু জায়েদ স্টেডিয়াম২০১৪
[৬]১০১৫০  অস্ট্রেলিয়াআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ আবু জায়েদ স্টেডিয়াম২০১৪
[৭]১০১৫০  অস্ট্রেলিয়াআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ আবু জায়েদ স্টেডিয়াম২০১৪

টি-২০ আন্তর্জাতিক অর্ধ-শতক

ম্যাচরানবলঅবস্থাবিরুদ্ধেশহর/দেশমাঠবছর
৫৫৩৫রান আউট  ভারতডারবান, দক্ষিণ আফ্রিকাকিংস মিড ক্রিকেট স্টেডিয়াম২০০৭
৬৬*৪২অপরাজিত  অস্ট্রেলিয়াজোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাদি ওয়ান্ডারার্স২০০৭
১০৮৭*৫৩অপরাজিত  বাংলাদেশকরাচি, পাকিস্তানজাতীয় স্টেডিয়াম, করাচি২০০৮

পুরস্কার

টেষ্ট পুরস্কার

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার

ক্রমিকবিপক্ষমাঠতারিখম্যাচ পারফরমেন্সফলাফল
 নিউজিল্যান্ডবেসিন রিজার্ভ, ওয়েলিংটন,১৫ জানুয়ারি ২০১১প্রথম ইনিংস: ৯৯(১৬×৪); ২ ক্যাচ
দ্বিতীয় ইনিংস: ৭০* (৭×৪)
ড্র[৫]

ম্যান অব দ্য সিরিজ পুরস্কার

ক্রমিকবিপক্ষেমৌসুমঅবদান
পিএসও কেনিয়া ত্রি-দেশীয় প্রতিযোগিতা

 অস্ট্রেলিয়া;  কেনিয়া

২০২
১৩৯ রান (৩ ম্যাচ);

ব্যাট করেননি;

পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে

 ওয়েস্ট ইন্ডিজ

২০১৩
২৬০ রান (৫ ম্যাচ এবং ৫ ইনিংস);

ব্যাট করেননি;

ওডিআই পুরস্কার

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার

সিরি. নংরিরুদ্ধেমাঠতারিখম্যাচে অবদানফলাফল
 নিউজিল্যান্ডম্যাকলিন পার্ক, নেপিয়ার১ ফেব্রুয়ারি ২০১১৯৩* (৭×৪, ১×৬)জয়ী[৬]
 ওয়েস্ট ইন্ডিজকিংস্টন ওভাল, ব্রিজটাউন২৮ এপ্রিল ২০১১৬২*; DNB;জয়ী[৭]
 দক্ষিণ আফ্রিকাকিংসমেড ডারবান২১ মার্চ ২০১৩৮০; DNB;জয়ী[৮]
 ওয়েস্ট ইন্ডিজবিউসেজর, গ্রস ইজলেট১৯ জুলাই ২০১৩৭৫; DNB;টাই[৯]
 ওয়েস্ট ইন্ডিজবিউসেজর, গ্রস ইজলেট২৪ জুলাই ২০১১৬৩; DNB;জয়ী[১০]
 জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব, হারারে৩১ আগস্ট ২০১৩৬৭; DNB;জয়ী[১১]

ম্যান অব দ্য সিরিজ পুরসআর

ক্রমিকবিরুদ্ধেমৌসুমসিরিজের অবদান
পিএসও কেনিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্ট

 অস্ট্রেলিয়া;  কেনিয়া

২০০২
১৩৯ রান (৩ ম্যাচে);

DNB;

ওয়েস্ট ইন্ডিজে পাকিস্তান

 ওয়েস্ট ইন্ডিজ

২০১৩
২৬০ রান (৫ ম্যাচ এবং ৫ ইনিংস);

DNB;

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী