কৈলাসনাথ মহাদেব ভাস্কর্য

কৈলাসনাথ মহাদেব ভাস্কর্য (হিন্দি: कैलाशनाथ महादेव) বিশ্বের সব চেয়ে উঁচু শিব ভাস্কর্য। এটি হিমালয় দুহিতা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২০ কিমি দূরে সাঙ্গা নামক স্থানে অবস্থিত।[১] কপার, জিংক, কংক্রিট এবং স্টিলে নির্মিত এই ভাস্কর্যটি ১৪৪ ফুট উঁচু; যা উচ্চতার দিক দিয়ে বিশ্বে চতুর্দশ।[২]

কৈলাসনাথ মহাদেব ভাস্কর্য
(कैलाशनाथ महादेव)
মানচিত্র
অবস্থানসাঙ্গা,ভক্তপুর জেলা, নেপাল
ধরনভাস্কর্য
উপাদানস্টিল বার,জিঙ্ক,কপার,কনক্রিট
উচ্চতা১৪৪ ফুট
শুরুর তারিখ২০০৩
সম্পূর্ণতা তারিখ২০১০
খোলার তারিখ২১ জুন,২০১০
নিবেদিতমহাদেব

ইতিহাস

এটির নির্মাণ কাজ ২০০৪ সালে শুরু হয় এবং ২০১১ সালে সমাপ্ত হয়। কমল জৈন নামক একজন নেপালি ব্যবসায়ী এই ভাস্কর্যটি নির্মাণে অনুদান দেন।

পর্যটন এবং দর্শনার্থী

প্রতি সপ্তাহে প্রায় ৫০০০ দর্শনার্থী এটি দেখতে আসেন। সাপ্তাহিক ছুটির দিনে এবং অন্যান্য ছুটির দিনে এটি অন্যতম একটি দর্শনিয় স্থান হিসেবে বিবেচিত হয় নেপালে।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ