তিউনিসিয়া

আফ্রিকার স্বাধীন দেশ
(Tunisia থেকে পুনর্নির্দেশিত)

তিউনিসিয়া (আরবি: تونس), সরকারী নাম তিউনিসীয় প্রজাতন্ত্র (আরবি: الجمهرية التونسية) উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ। দেশটির মধ্য দিয়ে এটলাস পর্বতমালা চলে গেছে এবং দেশটিকে উত্তরের উর্বর সমভূমি ও দক্ষিণের শুষ্ক, উষ্ণ মরুময় অঞ্চলে ভাগ করেছে। ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বা‌র জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ "শৈলান্তরীপ" অথবা "রাত কাটাবার স্থান"। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ। এর উত্তরে ও পূর্বে রয়েছে ভূমধ্যসাগর। এর পশ্চিমে আলজেরিয়া এবং দক্ষিণ-পূর্বে লিবিয়া। উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি দক্ষিণ তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। সামরিক কৌশলগত অবস্থানের কারণে উত্তর আফ্রিকা নিয়ন্ত্রণে অভিলাষী বহু সভ্যতার সাথে তিউনিসিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। এদের মধ্যে আছে ফিনিসীয় জাতি, কার্থেজীয় জাতি, রোমান জাতি, আরব জাতি এবং উসমানীয় তুর্কি জাতি। আরব বসন্তে জয় পেলেও এর নিরাপত্তা দুর্বল। ২০১৫ সালে এক হামলায় ৩৮ জন নিহত হয়।

তিউনিসীয় প্রজাতন্ত্র

الجمهورية التونسية
আল্‌জুম্‌হুরিয়্যাত্তূনিসিয়্যা
নীতিবাক্য: حرية، كرامة، عدالة، نظام
Hurriya, Karāma, 'Adālah, Niẓām
"freedom, dignity, Justice, Order"
" স্বাধীনতা, সম্মান, সুবিচার, ধারা"[১]
জাতীয় সঙ্গীত: হুমাত আল-হিমা
 তিউনিসিয়া-এর অবস্থান (গাঢ় নীল) – আফ্রিকা-এ (হালকা নীল & ধূসর) – আফ্রিকান ইউনিয়ন-এ (হালকা নীল)
 তিউনিসিয়া-এর অবস্থান (গাঢ় নীল)

– আফ্রিকা-এ (হালকা নীল & ধূসর)
– আফ্রিকান ইউনিয়ন-এ (হালকা নীল)

তিউনিসিয়ার অবস্থান
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
তিউনিস
সরকারি ভাষাআরবি[২]
কথ্য ভাষা
ধর্ম
জাতীয়তাসূচক বিশেষণতিউনিসিয়ান
সরকারপ্রজাতন্ত্র
• রাষ্ট্রপতি
কায়েস সাইয়েদ
• প্রধানমন্ত্রী
হিচেম মেচিচি
স্বাধীনতা
• ফ্রান্স থেকে
মার্চ ২০ ১৯৫৬
আয়তন
• মোট
১,৬৩,৬১০ কিমি (৬৩,১৭০ মা) (৯১ তম)
• পানি (%)
৫.০
জনসংখ্যা
• ২০১৪ আনুমানিক
১০,৯৮২,৭৫৪[৮] (৭৯ তম)
• ঘনত্ব
৬৩/কিমি (১৬৩.২/বর্গমাইল) (১৩৩ তম)
জিডিপি (পিপিপি)২০১৭ আনুমানিক
• মোট
$১৩৬.৭৯৭ বিলিয়ন[৯]
• মাথাপিছু
$১২,০৬৫[৯]
জিডিপি (মনোনীত)২০১৭ আনুমানিক
• মোট
$৪০.২৮৯ বিলিয়ন[৯]
• মাথাপিছু
$৩,৫৫৩[৯]
জিনি (২০১০)৩৬.১[১০]
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (2016)বৃদ্ধি ০.৭২৫[১১]
উচ্চ · 97th
মুদ্রাদিনার (TND)
সময় অঞ্চলইউটিসি+১ (CET)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+২ (CEST)
কলিং কোড২১৬
ইন্টারনেট টিএলডি

ইতিহাস

১৮৮১ সাল থেকে তিউনিসিয়া ফ্রান্সের একটি উপনিবেশ ছিল। ১৯৫৬ সালে এটি স্বাধীনতা লাভ করে। আধুনিক তিউনিসিয়ার স্থপতি হাবিব বোরগুইবা দেশটিকে স্বাধীনতায় নেতৃত্ব দেন এবং ৩০ বছর ধরে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিউনিসিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম; প্রায় সব তিউনিসীয় নাগরিক মুসলিম। কিন্তু সরকার ইসলামী মৌলবাদীদের রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে।

বর্তমানে তিউনিসিয়া পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল। এর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, নয়নাভিরাম বেলাভূমি, বিচিত্র ভূ-প্রাকৃতিক দৃশ্যাবলী, সাহারার মরূদ্যান, এবং সুরক্ষিত প্রাচীন রোমান প্রত্নস্থলগুলি বিখ্যাত।

রাজনীতি

কায়েস সাইয়েদ
২০১৯ সাল থেকে তিউনিসিয়ার রাষ্ট্রপতি
ইউসুফ শাহেদ
২০১৬ সাল থেকে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী

প্রশাসনিক অঞ্চলসমূহ

তিউনিসিয়া ২৪টি গভর্নরেট (উইলায়েত)-এ বিভক্ত। দেশটিতে মোট ২৬৪টি জেলা (মুতামাদিয়াত) রয়েছে যেগুলো আবার বিভিন্ন পৌরসভা (বালাদিয়াত)[১৩] এবং সেক্টরে (ইমাদাত) বিভক্ত।[১৪]

ভূগোল

তিউনিসিয়া উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের নীল নদের বদ্বীপ এবং ভূমধ্য উপকূলের মধ্যে অবস্থিত।

জলবায়ু

এখানকার উত্তর অংশের জলবায়ু নাতিশীতোষ্ণ। শীতকালে হালকা বৃষ্টি এবং গরমকাল শুষ্ক।[১৫] দেশটির দক্ষিণে মরুভূমি।

তিউনিসিয়া-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাসজানুফেব্রুমার্চএপ্রিলমেজুনজুলাইআগস্টসেপ্টেঅক্টোনভেডিসেবছর
সর্বোচ্চ গড় °সে (°ফা)১৪.৭
(৫৮.৫)
১৫.৭
(৬০.৩)
১৭.৬
(৬৩.৭)
২০.৩
(৬৮.৫)
২৪.৪
(৭৫.৯)
২৮.৯
(৮৪.০)
৩২.৪
(৯০.৩)
৩২.৩
(৯০.১)
২৯.২
(৮৪.৬)
২৪.৬
(৭৬.৩)
১৯.৬
(৬৭.৩)
১৫.৮
(৬০.৪)
২৩.০
(৭৩.৩)
সর্বনিম্ন গড় °সে (°ফা)৬.৪
(৪৩.৫)
৬.৫
(৪৩.৭)
৮.২
(৪৬.৮)
১০.৪
(৫০.৭)
১৩.৮
(৫৬.৮)
১৭.৭
(৬৩.৯)
২০.১
(৬৮.২)
২০.৭
(৬৯.৩)
১৯
(৬৬)
১৫.২
(৫৯.৪)
১০.৭
(৫১.৩)
৭.৫
(৪৫.৫)
১৩.০
(৫৫.৪)
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি)৫০.৫
(১.৯৯)
৪৫.৩
(১.৭৮)
৪৩.৪
(১.৭১)
৩৫.৫
(১.৪০)
২১
(০.৮)
১০.৮
(০.৪৩)
৩.৭
(০.১৫)
৮.৮
(০.৩৫)
১০.৫
(০.৪১)
৩৮.৬
(১.৫২)
৪৬.৪
(১.৮৩)
৫৬.৪
(২.২২)
৩৭০.৯
(১৪.৫৯)
উৎস: ওয়েদারবেস[১৬]

অর্থনীতি

জনসংখ্যা

জনসংখ্যা পিরামিড

২০১৭ সালের আদমশুমারী অনুসারে তিউনিসিয়ার জনসংখ্যা ১,১৪,০৩,৮০০ জন।[১৭] এর মধ্যে ৯৮% আরব, ১% ইউরোপীয় ও ১% ইহুদি এবং অন্যান্য।

ধর্ম

তিউনিসের আল-জায়তুনা মসজিদ

তিউনিসিয়ার বেশিরভাগ মানুষই (প্রায় ৯৯%) মুসলমান এবং বাকি প্রায় ১% মানুষ খ্রিস্টান, ইহুদী বা অন্যান্য ধর্মের অনুসারী। [8] মুসলমানদের মধ্যে অধিকাংশই সুন্নি ইসলামের মালিকি মাযহাবের অনুসারী। তবে তুর্কীরা হানাফি মাযহাবের অনুসারী হওয়ায় উসমানীয় আমলে তিউনিসিয়ায় এ মাযহাবের প্রচলন শুরু হয়েছিল। [১৮]

তিউনিসিয়দের ধর্ম
ইসলাম
  
৯৯%
অন্যান্য
  
১%

এছাড়াও দেশটিতে প্রায় ২৫ হাজার খ্রিস্টান রয়েছে যাদের অধিকাংশই (প্রায় ২২,০০০) ক্যাথলিক। দেশটির তৃতীয় বৃহত্তম ধর্ম হল ইহুদি ধর্ম যার অনুসারী প্রায় ৯০০ জন। এদের এক তৃতীয়াংশই রাজধানী এবং এর আশেপাশে বসবাস করে।

শিক্ষা

শিক্ষার হার
তিউনিসের সাদেকী কলেজ

২০০৮ সালে মোট প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ছিল ৭৮%।[১৯] কেবলমাত্র ১৫ থেকে ২৪ বছর বয়সী লোকদের বিবেচনায় নিলে এ হার ৯৭.৩% এ চলে যায়।[২০] ১৯৯১ সাল থেকে দেশটিতে ৬ থেকে ১৬ বছর বয়সের শিশুদের জন্য মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রণীত দ্য গ্লোবাল কম্পেটিটিভনেস রিপোর্ট ২০০৮-৯ অনুসারে "উচ্চতর শিক্ষাব্যবস্থার মানের" বিভাগে তিউনিসিয়ার অবস্থান ১৭ তম এবং "মানসম্মত প্রাথমিক শিক্ষা" বিভাগে দেশটির অবস্থান ২১ তম।

সংস্কৃতি

তিউনিসিয়ার সংস্কৃতি আফ্রিকা মহাদেশকে এর থেকে আলাদা করেছে । ১৩৫০ সালে এক দার্শনিক এর নাম দেন ত্রিপিতি।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী