মিস ইন্টারন্যাশনাল

(Miss International থেকে পুনর্নির্দেশিত)

মিস ইন্টারন্যাশনাল (মিস ইন্টারন্যাশনাল বিউটি অথবা আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা) হচ্ছে টোকিও ভিত্তিক একটি আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা এবং এটি পরিচালনা করে আন্তর্জাতিক সাংষ্কৃতিক সংস্থা।[১][২] মিস ওয়ার্ল্ড,মিস ইউনিভার্স, মিস আর্থ এর পাশাপাশি বড় চারটি আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা মধ্যে এটি একটি।[৩]

মিস ইন্টারন্যাশনাল
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার লোগো
নীতিবাক্যভালবাসা, শান্তি এবং সৌন্দর্য
গঠিত১৯৬০
ধরনসৌন্দর্য প্রতিযোগিতা
সদরদপ্তরটোকিও
অবস্থান
দাপ্তরিক ভাষা
ইংরেজি ভাষা
প্রেসিডেন্ট
আকেমি শিমোমুরা
অনুমোদনমিস প্যারিস গ্রুপ [১]
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

বর্তমান মিস ইন্টারন্যাশনাল হচ্ছেন ফিলিপাইনের কাইলি ভারসোজা যিনি মুকুটটি জিতেন অক্টোবর ২৭,২০১৬-এ টোকিও,জাপানে।

ইতিহাস

প্রতিযোগিতাটির সূচনা হয় ১৯৬০ সালে লং বীচ,ক্যালিফোর্নিয়া,যুক্তরাষ্ট্রে।[৪] মিস ইউনিভার্স প্রতিযোগিতা মিয়ামি বীচে চালু হলে ১৯৬৭ পর্যন্ত এটি লং বীচে অনুষ্ঠিত হয়।[৫][৬] প্রতিযোগিতাটি ১৯৬৮-১৯৭০ পর্যন্ত জাপানে স্থান্তারিত হয় এবং প্রতি বছর এক্সপো ৭০ নামে অনুষ্ঠিত হয়। ১৯৭১-এ এটি আবার লং বীচে হয়,কিন্তু সেই সময় থেকে ২০০৩ পর্যন্ত এটি জাপানেই অনুষ্ঠিত হতে থাকে। ২০০৪ থেকে প্রতিযোগিতাটি জাপান অথবা চীনেই অনুষ্ঠিত হয়। [৭]

প্রতিযোগিতাটি মিস ইন্টারন্যাশনাল বিউটি নামেও ডাকা হয়।[৮] প্রতিযোগিদের মনে করা হয় "শান্তি ও সৌন্দর্যের দূত", তারা প্রদর্শক আবেগপ্রবণতা, দয়াশীলতা, বন্ধুত্ব, সৌন্দর্য, বুদ্ধিমত্তা, ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, একটি মহান আন্তর্জাতিক সংবেদনশীলতা পরিবেশন করবে বলে আশা করা হয়। প্রতিযোগিতাটির মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি, মঙ্গলকামনা এবং বোঝা।[৭]

বর্তমান মুকুটধারী

বছরদেশমিস ইন্টারন্যাশনালজাতীয় খেতাবস্থানসমাগম সংখ্যা
২০১৬  ফিলিপাইনকাইলি ভারসোজাবিনিবিনিং ফিলিপিনাসটোকিও, জাপান৬৯
২০১৫  ভেনেজুয়েলাএডিমার মার্টিনেজমিস ভেনেজুয়েলাটোকিও, জাপান৭০
২০১৪  পুয়ের্তো রিকোভালিরাই হান্নার্দিনেজমিস পুয়ের্তো রিকোটোকিও, জাপান৭৩
২০১৩  ফিলিপাইনবিয়া সান্তিয়াগোবিনিবিনিং ফিলিপিনাসটোকিও, জাপান৬৭
২০১২  জাপানইকুমি ইয়োমাৎসুমিস ইন্টারন্যাশনাল জাপানওকিনওয়া, জাপান৬৯

বিজয়ীদের চিত্রমালা

আরো দেখুন

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ