শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
(Filmfare Award for Best Supporting Actress থেকে পুনর্নির্দেশিত)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
২০২১-এর বিজয়ী: ফররুখ জাফর
বিবরণচলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৫৫ (১৯৫৪-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতফররুখ জাফর
গুলাবো সিতাবো (২০২০)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

প্রথমবার এই পুরস্কার অর্জন করেন ঊষা কিরণনিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জীসুপ্রিয়া পাঠক যৌথভাবে সর্বাধিক তিনবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। ব্ল্যাক (২০০৫)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত আয়েশা কাপুর এই বিভাগের কনিষ্ঠতম পুরস্কার বিজেতা, অন্যদিকে বাধাই হো (২০১৮)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত সুরেখা সিক্রি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা। সাম্প্রতিক বিজয়ী ফররুখ জাফর গুলাবো সিতাবো (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন, তিনি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা।।

বিজয়ী অভিনেত্রী

ঊষা কিরণ এই বিভাগের প্রথম পুরস্কার বিজয়ী
নিরূপা রায় মুনিমজী (১৯৫৫), ছায়া (১৯৬১) ও সেহনাই (১৯৬৪)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
বৈজয়ন্তীমালা দেবদাস (১৯৫৫)-এর চন্দ্রমুখী চরিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন
শশীকলা আরতি (১৯৬২) ও গুমরাহ (১৯৬৩)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
সিমি গারেওয়াল দো বদন (১৯৬৬) ও সাথী (১৯৬৮)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
ফরিদা জালাল পারস (১৯৭১), হেনা (১৯৯১), ও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
রাখী দাগ (১৯৭৩) ও রাম লখন (১৯৮৯)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
সুপ্রিয়া পাঠক কলিযুগ (১৯৮১), বাজার (১৯৮২) ও গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
অরুণা ইরানি পেট প্যায়ার অউর পাপ (১৯৮৪) ও বেটা (১৯৯২)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
সোনু ওয়ালিয়া খুন ভরি মাঙ্গ (১৯৮৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
অমৃতা সিং আয়না (১৯৯৩)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
ডিম্পল কপাড়িয়া ক্রান্তিবীর (১৯৯৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
রেখা খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
কারিশমা কাপুর দিল তো পাগল হ্যায় (১৯৯৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
রানী মুখার্জী কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), যুবা (২০০৪), ও নো ওয়ান কিলড জেসিকা (২০১১)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
সুস্মিতা সেন বিবি নাম্বার ওয়ান (১৯৯৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
জয়া বচ্চন ফিজা (২০০০), কভি খুশি কভি গম... (২০০১), ও কাল হো না হো (২০০৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
মাধুরী দীক্ষিত দেবদাস (২০০২)-এর চন্দ্রমুখী চরিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই চরিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
আয়শা কাপুর ব্ল্যাক (২০০৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
কঙ্কনা সেন শর্মা ওমকারা (২০০৬) ও লাইফ ইন আ... মেট্রো (২০০৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
কঙ্গনা রানাওয়াত ফ্যাশন (২০০৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
কাল্কি কেকল্যাঁ দেব.ডি (২০০৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
কারিনা কাপুর উই আর ফ্যামিলি (২০১০)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
অনুষ্কা শর্মা জব তক হ্যায় জান (২০১২)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
তাবু হায়দার (২০১৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
প্রিয়াঙ্কা চোপড়া বাজীরাও মস্তানী (২০১৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
শাবানা আজমি নীরজা (২০১৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
মেহের বিজ সিক্রেট সুপারস্টার (২০১৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
সুরেখা সিকরি বাধাই হো (২০১৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
অমৃতা সুভাষ গল্লি বয় (২০১৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
  • গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

১৯৫০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
১৯৫৪
(২য়)
ঊষা কিরণঊষাবাদবাঁ[১]
১৯৫৫
(৩য়)
নিরূপা রায়মালতিমুনিমজী
গীতা বলিবাসন্তীকবি
সূর্য কুমারীরাজরানীউড়ান খাটোলা
১৯৫৬
(৪র্থ)
বৈজয়ন্তীমালাচন্দমুখীদেবদাস
১৯৫৭
(৫ম)
শ্যামাচঞ্চলশারদা
নন্দালতাভাবী
১৯৫৮
(৬ষ্ঠ)
নলিনী জয়বন্তকিশোরীকালা পানি
ললিতা পবাররুক্মিণী সিংপরবরিশ
লীলা চিটনিসমাসাধন
১৯৫৯
(৭ম)
ললিতা পবারমিসেস এল. সুজাআনাড়ি
অনিতা গুহরামকলি (রামি)গুঞ্জ উঠি সেহনাই
শশীকলারমা চৌধুরীসুজাতা

১৯৬০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
১৯৬০
(৮ম)
নন্দানন্দাআঁচল[১]
ললিতা পবারমাআঁচল
কুমকুমরাজলক্ষ্মীকোহিনূর
১৯৬১
(৯ম)
নিরূপা রায়মনোরমা / আয়াছায়া
শুভা খোটেরাগিনীঘরানা
শুভা খোটেসীতাসসুরাল
১৯৬২
(১০ম)
শশীকলাজসবন্তীআরতি
ওয়াহিদা রেহমানজবাসাহিব বিবি অউর গুলাম
ললিতা পবারসীতা দেবী বর্মাপ্রফেসর
১৯৬৩
(১১তম)
শশীকলালীলা / মিস রবার্টসগুমরাহ
অমিতানাসিমমেরে মেহবুব
নিম্মীনাজমামেরে মেহবুব
১৯৬৪
(১২তম)
নিরূপা রায়শোভাসেহনাই
ললিতা পবারদাই মাকোহরা
শশীকলারূপাআয়ে মিলন কী বেলা
১৯৬৫
(১৩তম)
পদ্মিনীভানুকাজল
শশীকলাডাক্তার নীতা বর্মাহিমালয় কী গোদ মেঁ
হেলেনমিস কিটিগুমনাম
১৯৬৬
(১৪তম)
সিমি গারেওয়ালডাক্তার অঞ্জলিদো বদন
শশীকলাঅনিতা বকশী "অ্যানি"অনুপমা
শশীকলারিতাফুল অউর পাত্থর
১৯৬৭
(১৫তম)
যমুনাগৌরীমিলন
তনুজাঅঞ্জলি "অঞ্জু" নাথজুয়েল থিফ
মুমতাজশান্তারাম অউর শ্যাম
১৯৬৮
(১৬তম)
সিমি গারেওয়ালরজনীসাথী
শশীকলাচঞ্চলনীল কমল
হেলেনবীরাশিকার
১৯৬৯
(১৭তম)
তনুজাধন্নোপয়সা ইয়া প্যায়ার
বিন্দুরেনুইত্তেফাক
ফরিদা জালালরেনুআরাধনা

১৯৭০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
১৯৭০
(১৮তম)
চাঁদ উসমানিচম্পাপেহচান[১]
বিন্দুনীলা আলোপি প্রসাদদো রাস্তে
মুমতাজরিতাআদমি অউর ইনসান
১৯৭১
(১৯তম)
ফরিদা জালালবেলা সিংপারস
অরুণা ইরানিনিশাকারবাঁ
হেলেনলিলিএলান
১৯৭২
(২০তম)
জিনাত আমানজসবীর জৈসওয়াল/জেনিসহরে রামা হরে কৃষ্ণ
নাজিমামীনাবে-ঈমান
বিন্দুমালাদাস্তান
১৯৭৩
(২১তম)
রাখীচাঁদনীদাগ: আ পোয়েম অব লাভ
অরুণা ইরানিনিমাববি
নূতনঅনু রাইঅনুরাগ
মেহজুবিসওদাগর
বিন্দুচিত্রাঅভিমান
১৯৭৪
(২২তম)
দুর্গা খোটেপার্বতীবিদাই
জয়শ্রী টি.নৃত্যশিল্পীরেশম কি ডোরি
বিন্দুকামিনি সিংহাওয়াস
রিতাইমতিহান
মৌসুমী চট্টোপাধ্যায়তুলসীরোটি কাপড়া অউর মাকান
১৯৭৫
(২৩তম)
নাদিরামার্গারেট "ম্যাগি"জুলি
অরুণা ইরানিরেখাদো ঝুট
ফরিদা জালালরেনু খান্নামজবুর
নিরূপা রায়সুমিত্রা দেবীদিওয়ার
প্রেমা নারায়ণধন্নোঅমানুষ
১৯৭৬
(২৪তম)
কাজরীচন্দ্রাবালিকা বধূ
আশা পারেখশান্তাউধার কা সিন্দুর
ওয়াহিদা রেহমানঅঞ্জলি মালহোত্রাকভি কভি
বিন্দুসরলা শুক্লাঅর্জুন পণ্ডিত
দীনা পাঠকগঙ্গু রানিমৌসম
১৯৭৭
(২৫তম)
আশা সচদেবরেনুপ্রিয়তমা
অরুণা ইরানিশান্তিমোহন শর্মা/শান্তি "শান্নো" দেবীখুন পাসিনা
নাজনীনপার্বতীদিলদার
ফরিদা জালালমিসেস সুব্রাহ্মণিয়ামশাক
রাখীনিশাদোসরা আদমি
১৯৭৮
(২৬তম)
রীনা রায়কামিনী আগরওয়ালআপনাপন
আশা পারেখতুলসী চৌহানম্যাঁয় তুলসী তেরে অঙ্গন কী
নূতনসংযুক্তা চৌহান
রঞ্জিতানির্মলা দেশপাণ্ডেপতি পত্নী অউর ও
রেখাজোহরা বেগমমুকাদ্দর কা সিকান্দর
১৯৭৯
(২৭তম)
হেলেনসুজিলহু কে দো রং
জেনিফার কেন্ডালমিসেস মরিয়ম লাবাডুরজুনুন
দীনা পাঠকমিসেস কমলা শ্রীবাস্তবগোল মাল
নীতু সিংচান্নোকালা পাত্থর
ফরিদা জালাললায়লাজুরমানা


১৯৮০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
১৯৮০
(২৮তম)
পদ্মিনী কোলহাপুরীনীতু সাক্সেনাইনসাফ কা তারাজু[১]
আশালতাসিদ্ধেশ্বরীআপনে পরায়ে
তল্লুরি রমেশ্বরীমালাআশা
দীনা পাঠকনির্মলা গুপ্তাখুবসুরত
সিমি গারেওয়ালকামিনী বর্মাকর্জ
১৯৮১
(২৯তম)
সুপ্রিয়া পাঠকসুভদ্রাকলিযুগ
অরুণা ইরানিক্যাথি ডিসুজারকি
নন্দাসঙ্গীতাআহিস্তা আহিস্তা
মাধবীসপ্নাএক দুজে কে লিয়ে
সারিকাঅনিতা কোহলিশারদা
১৯৮২
(৩০তম)
সুপ্রিয়া পাঠকশবনমবাজার
ওয়াহিদা রেহমানজ্যোতিনমকিন
কিরণ বৈরালেচিঙ্কি
নন্দাছোটি মাপ্রেম রোগ
রঞ্জিতাশান্তিতেরি কসম
১৯৮৩
(৩১তম)
রোহিণী হট্টঙ্গডিবাঈঅর্থ
পদ্মিনী কোলহাপুরীরাধাসৌতন
স্মিতা পাতিলকবিতা সান্যালঅর্থ
জিনাতমন্ডি
রেখাশকুন্তলামুঝে ইনসাফ চাহিয়ে
১৯৮৪
(৩২তম)
অরুণা ইরানিজনকী"পেট প্যায়ার অউর পাপ
রেহানা সুলতানকল্যাণী এম. শর্মাহাম রাহে না হাম
রোহিণী হট্টঙ্গডিশোভাভাবনা
শর্মিলা টাকুরসিতারাসানি
সোনি রাজদানসুজাতা সুমনসারাংশ
১৯৮৬
(৩৩তম)
নূতনআরতিমেরি জাং
অনিতা কানওয়ারনলিনীজনম
তানবী আজমীসীতাপ্যায়ারি বেহনা
মধুর জাফরীকমলা দেবীসাগর
রাখীসুজাতা শর্মাসাহেব
সুষমা শেঠআমিনা বাঈতাওয়ায়ফ
১৯৮৮
(৩৪তম)
সোনু ওয়ালিয়ানন্দিনীখুন ভরি মাঙ্গ
অনুরাধা পটেলমায়াইজাজত
পল্লবী জোশিসরোজঅন্ধ যুদ্ধ
১৯৮৯
(৩৫তম)
রাখীশারদা প্রতাপ সিংরাম লখন
অনিতা কানওয়াররেখা গোলুবসালাম বম্বে!
ওয়াহিদা রেহমানলতা খান্নাচাঁদনী
রিমা লাগুকৌশল্যা চৌধুরীম্যায়নে প্যায়ার কিয়া
সুজাতা মেহতাচঞ্চল এস যাদবইয়াতিম

১৯৯০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
১৯৯০
(৩৬তম)
রোহিণী হট্টঙ্গডিসুহাসিনী চবনঅগ্নিপথ[১]
রাধিকালক্ষ্মীআজ কা অর্জুন
রিমা লাগুমিসেস বিক্রম রায়আশিকি
সংগীতা বিজলানিগীতা সরাভাইজুর্ম
১৯৯১
(৩৭তম)
ফরিদা জালালবিবি গুলহেনা
ওয়াহিদা রেহমানদাইজানলামহে
দীপা সাহিআরতি মালহোত্রাহাম
রমা বিজসুপারইন্টেন্ডেন্ট প্রভাবতীপ্রেম কয়েদি
১৯৯২
(৩৮তম)
অরুণা ইরানিলক্ষ্মীবেটা
পূজা বেদীদেবিকাজো জিতা ওহি সিকান্দর
শিল্পা শিরোদকরইনস্পেক্টর হেনা রণবীর শেঠীখুদা গাওয়া
১৯৯৩
(৩৯তম)
অমৃতা সিংরোমা মথুরআয়না
অনু আগরওয়ালকিরণ/অনুরাধা আর. বকশিখল-নায়িকা
ডিম্পল কপাড়িয়াশান্তিগরদিশ
রাখীসাবিত্রীআনাড়ি
শিল্পা শেঠীসীমা চোপড়াবাজিগর
১৯৯৪
(৪০তম)
ডিম্পল কপাড়িয়ামেঘা দীক্ষিতক্রান্তিবীর
অরুণা ইরানিআশা শর্মাসুহাগ
রবীনা ট্যান্ডনকাজল বনসললাডলা
রিমা লাগুমধুকলা চৌধুরীহাম আপকে হ্যাঁয় কৌন..?
রেণুকা শাহানেপূজা চৌধুরী
১৯৯৫
(৪১তম)
ফরিদা জালাললাজবন্তী সিংদিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
অরুণা ইরানিগায়েত্রীদেবী সিংকর্তব্য
তানবী আজমীফরিদাঅকেলে হাম অকেলে তুম
রাখীদুর্গা সিংকরন অর্জুন
রীতা ভাদুড়ীসুমত্রা গারেওয়ালরাজা
১৯৯৬
(৪২তম)
রেখাম্যাডাম মায়াখিলাড়িওঁ কা খিলাড়ি
অর্চনা পুরন সিংশালিনী "শালু" সেহগলরাজা হিন্দুস্তানী
তাবুতুলসীবাইজিৎ
সীমা বিশ্বাসফ্ল্যাভি ব্র্যাগাঞ্জাখামোশী: দ্য মিউজিক্যাল
হেলেনমারিয়া ব্র্যাগাঞ্জা
১৯৯৭
(৪৩তম)
কারিশমা কাপুরনিশাদিল তো পাগল হ্যায়
অরুণা ইরানিভাগ্যলক্ষ্মী দীক্ষিতগুলাম-এ-মুস্তাফা
উর্মিলা মাতন্ডকরজাহ্নবী সাহনিজুদাই
পূজা বাত্রাঅনিতাবিরাসত
রাখীমিসেস সুজাতা সিংবর্ডার
১৯৯৮
(৪৪তম)
রানী মুখার্জীটিনা মালহোত্রাকুছ কুছ হোতা হ্যায়
তানবী আজমীমিসেস পূর্ণিমা সেহগলদুশমন
প্রীতি জিন্টাপ্রীতি নায়াদিল সে..
রাখীগীতা মালহোত্রাসোলজার
শেফালী শাহপ্যায়ারি মহাত্রেসত্য
১৯৯৯
(৪৫তম)
সুস্মিতা সেনরূপালি ওয়ালিয়াবিবি নাম্বার ওয়ান
মহিমা চৌধুরীকবিতা কিশোরদিল ক্যায়া করে
রিমা লাগুশান্তা শিবলখরবাস্তব: দ্য রিয়ালিটি
সুস্মিতা সেননেহাসির্ফ তুম
সুহাসিনী মুলেমালতি বর্ভেহু তু তু

২০০০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
২০০০
(৪৬তম)
জয়া বচ্চননিশতবী ইকরামুল্লাহফিজা
ঐশ্বর্যা রাইমেঘা শঙ্করমোহাব্বতে
মহিমা চৌধুরীশীতল বর্মাধড়কন
রানী মুখার্জীপূজা ওবেরয়হর দিল জো প্যায়ার করেগা
সোনালী কুলকার্নীনীলিমা খানমিশন কাশ্মীর
২০০১
(৪৭তম)
জয়া বচ্চননন্দিনী রাইচাঁদকভি খুশি কভি গম...
কারিনা কাপুরপূজা "পু" শর্মাকভি খুশি কভি গম...
প্রীতি জিন্টামধুবালাচোরি চোরি চুপকে চুপকে
মাধুরী দীক্ষিতজনকীলজ্জা
রেখারামদুলারী
২০০২
(৪৮তম)
মাধুরী দীক্ষিতচন্দ্রমুখীদেবদাস
অন্তরা মলিকান্নুকোম্পানি
কিরণ খেরসুমিত্রা চক্রবর্তীদেবদাস
শিল্পা শেঠীবৈজয়ন্তীরিশ্‌তে
সুস্মিতা সেনসিয়া শেঠফিলহাল...
২০০৩
(৪৯তম)
জয়া বচ্চনজেনিফার কাপুরকাল হো না হো
প্রিয়াঙ্কা চোপড়াজিয়া সিংহানিয়াআন্দাজ
রেখাসোনিয়া মেহরাকোই... মিল গয়া
শাবানা আজমিরুখসানা জামালতেহজাব
শেহনাজ ট্রেজারিআলিসা সাহায়ইশ্‌ক ভিশ্‌ক
২০০৪
(৫০তম)
রানী মুখার্জীশশী সিংযুবা
অমৃতা রাওসঞ্জনা বকশিম্যাঁয় হুঁ না
দিব্যা দত্তাশাবানা "শাব্বো" ইব্রাহিমবীর-জারা
প্রিয়াঙ্কা চোপড়াসোনিয়া রয়অ্যায়তরাজ
রানী মুখার্জীসামিয়া সিদ্দিকীবীর-জারা
২০০৫
(৫১তম)
আয়শা কাপুরমিশেল ম্যাকনেলিব্ল্যাক
বিপাশা বসুববিনো এন্ট্রি
শেফালী শাহসুমিত্রা ঠাকুরওয়াক্ত: দ্য রেস অ্যাগেইন্সট টাইম
শ্বেতা বসু প্রসাদখাদিজাইকবাল
সন্ধ্যা মৃদুলপার্ল সেকেইরাপেজ থ্রি
২০০৬
(৫২তম)
কঙ্কনা সেন শর্মাইন্দু ত্যাগীওমকারা
কিরণ খেরমিত্রোরং দে বাসন্তী
প্রীতি জিন্টারিয়া সরনকভি আলভিদা না কেহনা
রেখাসোনিয়া মেহরাকৃষ
সোহা আলি খানসোনিয়া দুর্গাবতী দেবী ভোহরারং দে বাসন্তী
২০০৭
(৫৩তম)
কঙ্কনা সেন শর্মাশ্রুতি ঘোষলাইফ ইন আ... মেট্রো
তিলোত্তমা সোমবনি বকশিআ ডেথ ইন দ্য গঞ্জ
কঙ্কনা সেন শর্মাশুভবরী "চুটকি" সাহায়লাগা চুনারি মেঁ দাগ
টিস্কা চোপড়ামায়া আবস্তীতারে জমিন পর
শিল্পা শুক্লাবিন্দিয়া নায়েকচাক দে! ইন্ডিয়া
২০০৮
(৫৪তম)
কঙ্গনা রানাওয়াতসোনালী গুজরলফ্যাশন
কিরণ খেরমিসেস আচার্যদোস্তানা
বিপাশা বসুরাধিকা/শ্রেয়া রাঠোড়বাচনা অ্যায় হাসিনো
রত্না পাঠক শাহসাবিত্রি রাঠোড়জানে তু... ইয়া জানে না
শাহানা গোস্বামীডেবি মাসকারেনহানরক অন!!
২০০৯
(৫৫তম)
কাল্কি কেকল্যাঁচান্দাদেব.ডি
অরুন্ধতী নাগপল্লবীপা
ডিম্পল কপাড়িয়ানীনা ওয়ালিয়ালাক বাই চান্স
দিব্যা দত্তাজালেবীদিল্লি-৬
শাহানা গোস্বামীমুনিরাফিরাক
সুপ্রিয়া পাঠকসরিতা মেহরাওয়েক আপ সিড

২০১০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
২০১০
(৫৬তম)
কারিনা কাপুরশ্রেয়া অরোরাউই আর ফ্যামিলি
অমৃতা পুরীশেফালী ঠাকুরআয়শা
প্রাচী দেসাইমুমতাজওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই
রত্না পাঠক শাহগীতা "গুড্ডি" পটনায়েকগোলমাল ৩
সুপ্রিয়া পাঠকহংস প্রফুল পারেখখিচড়ি: দ্য মুভি
২০১১
(৫৭তম)
রানী মুখার্জীমীরা গৈতিনো ওয়ান কিলড জেসিকা
কাল্কি কেকল্যাঁনাতাশা অরোরাজিন্দগি না মিলেগি দোবারা
জুহি চাওলামেঘাআই এম
পরিণীতি চোপড়াডিম্পল চড্ডালেডিস ভার্সাস রিকি বেহল
স্বরা ভাস্করপায়েলতনু ওয়েডস মনু
২০১২
(৫৮তম)
অনুষ্কা শর্মাআকিরাজব তক হ্যায় জান
ইলিয়ানা ডি'ক্রুজশ্রুতি ঘোষ সেনগুপ্তবর্ফী!
ঋচা চড্ডানাগমা খাতুনগ্যাংস অফ ওয়াসেপুর
রানী মুখার্জীরোশনি শেখাওয়াততালাশ: দি আনসার লাইজ উইদিন
হুমা কুরেশীমোহসিনা হামিদগ্যাংস অফ ওয়াসেপুর
২০১৩
(৫৯তম)
সুপ্রিয়া পাঠকধনকর "বা" সনেরাগোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা
কঙ্কনা সেন শর্মাডায়ানাএক থি ডায়ন
কাল্কি কেকল্যাঁঅদিতি মেহরাইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
দিব্যা দত্তাইশ্রি কৌরভাগ মিলখা ভাগ
স্বরা ভাস্করবিন্দিয়া ত্রিপাঠিরানঝানা
২০১৪
(৬০তম)
তাবুগজলা মীরহায়দার
অমৃতা সিংকবিতা মালহোত্রাটু স্টেটস
জুহি চাওলাসুমিত্রা দেবীগুলাব গ্যাং
ডিম্পল কপাড়িয়ারোজালিনা "রোজি" ইউক্যারিস্টিকাফাইন্ডিং ফ্যানি
লিসা হেইডোনবিজয়লক্ষ্মীকুইন
২০১৫
(৬১তম)
প্রিয়াঙ্কা চোপড়াকাশীবাঈবাজীরাও মস্তানী
অনুষ্কা শর্মাফারাহ আলিদিল ধড়কনে দো
তানবী আজমীরাধাবাঈবাজীরাও মস্তানী
তাবুইনস্পেক্টর জেনারেল মীরা দেশমুখদৃশ্যম
শেফালী শাহনীলম মেহরাদিল ধড়কনে দো
হুমা কুরেশীজনকী "জিমলি" দাগাঁওকরবদলাপুর
২০১৬
(৬২তম)
শাবানা আজমিরমা ভনোটনীরজা
ঋচা চড্ডাসুখপ্রীত কৌরসরবজিৎ
কারিনা কাপুরডক্টর প্রীত সাহনিউড়তা পাঞ্জাব
কীর্তি কুলহারিফলক আলিপিঙ্ক
রত্না পাঠক শাহসুনিতা কাপুরকাপুর অ্যান্ড সন্স
২০১৭
(৬৩তম)
মেহের বিজনাজমা মালিকসিক্রেট সুপারস্টার
তিলোত্তমা সোমবনি বকশিআ ডেথ ইন দ্য গঞ্জ
সীমা পাহওয়াসুশীলা মিশ্রবরেলি কি বরফি
মিসেস জোশিশুভ মঙ্গল সাবধান
রত্না পাঠক শাহউশা "রোজি" বাউজিলিপস্টিক আন্ডার মাই বুরখা
২০১৮
(৬৪তম)
সুরেখা সিকরিদুর্গা দেবী কৌশিকবাধাই হো[২]
ক্যাটরিনা কাইফববিতা কুমারীজিরো
গীতাঞ্জলি রাওপ্রফেসর বিদ্যা আইয়ারঅক্টোবর
যামিনী দাসনিম্মো শর্মাসুই দাগা
শিখা তালসানিয়ামীরা কৌর স্টিনসনবীরে দি ওয়েডিং
স্বরা ভাস্করসাক্ষী সোনি
২০১৯
(৬৫তম)
অমৃতা সুভাষরাজিয়া আহমেদগল্লি বয়[৩]
অমৃতা সিংরানি কৌরবদলা
কামিনী কৌশলসাধনা কৌর (দাদী)কবির সিং
জাইরা ওয়াসিমআয়শা চৌধরীদ্য স্কাই ইজ পিংক
মাধুরী দীক্ষিতবাহার বেগমকলঙ্ক
সীমা পাহওয়াআনরা (মৌসি)বালা

২০২০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র
২০২০
(৬৬তম)
ফররুখ জাফরফাতিমা বেগমগুলাবো সিতাবো[৪]
তানবী আজমীসুলক্ষণা সভরওয়ালথাপ্পড়
নীনা গুপ্তাসুনয়না ত্রিপাঠিশুভ মঙ্গল জ্যাদা সাবধান
মানবী গগরুরজনী "গুগল" ত্রিপাঠি
ঋচা চড্ডামিনাল "মিনু" সিংপাঙ্গা

বিজয়ের পরিসংখ্যান

সর্বাধিকঅভিনেত্রীরেকর্ড
সর্বাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রীনিরূপা রায়
ফরিদা জালাল
জয়া বচ্চন
রানী মুখার্জী
সুপ্রিয়া পাঠক
সর্বাধিক মনোনীত অভিনেত্রীঅরুণা ইরানী১০
সর্বাধিক মনোনীত অভিনেত্রী যিনি একবারো পুরস্কার পান নিবিন্দু
এক বছরে সর্বাধিক মনোনীত অভিনেত্রীশুভা খোটে (১৯৬১)
শশীকলা (১৯৬৬)
নূতন (১৯৭৩)
বিন্দু (১৯৭৪)
স্মিতা পাতিল (১৯৮৩)
সুস্মিতা সেন (১৯৯৯)
রানী মুখার্জী (২০০৪)
কঙ্কনা সেন শর্মা (২০০৭)
সিমা ভারগাওয়া পোওয়া (২০১৮)
প্রবীণ বিজয়ীফররুখ জাফর৮৭/৮৮ বছর বয়সে
প্রবীণ মনোনীতফররুখ জাফর৮৭/৮৮ বছর বয়সে
সর্বকনিষ্ঠ বিজয়ীআয়শা কাপুর১১
সর্বকনিষ্ঠ মনোনীতআয়শা কাপুর১১

একাধিকবার বিজয়ী

  • ৩টি বিজয়: নিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জী, সুপ্রিয়া পাঠক
  • ২টি বিজয়: শশীকলা, সিমি গারেওয়াল, রাখী, রোহিণী হট্টঙ্গডি, অরুণা ইরানী, কঙ্কনা সেন শর্মা

একাধিকবার মনোনীত


আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী