দিয়াগো কস্তা

ফুটবলার
(Diego Costa থেকে পুনর্নির্দেশিত)

দিয়াগো দা সিলভা কস্তা (স্পেনীয়: [ˈdjeɣo ða ˈsilβa ˈkosta], পর্তুগিজ: [ˈdʒjeɡu ˈsiwvɐ ˈkɔstɐ]; জন্ম ৭ই অক্টোবর ১৯৮৮) একজন ব্রাজিলে জন্মানো স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি লা লিগা দল আতলেতিকো মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলে একজন স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।

দিয়েগো কস্তা
আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলছেন কস্তা, ২০১৪ সাল।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামদিয়েগো দা সিলভা কস্তা
জন্ম (1988-10-07) ৭ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫)
জন্ম স্থানলাগার্তো, ব্রাজিল
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানস্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর১৮
যুব পর্যায়
২০০৪–২০০৬বার্সেলোনা এসপোর্তিভো ক্যাপেলা
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৬ব্রাগা(০)
২০০৬→ পেনাফিয়েল (ধারে)১৩(৫)
২০০৭–২০০৯অ্যাটলেটিকো মাদ্রিদ(০)
২০০৭→ ব্রাগা (ধারে)(০)
২০০৭–২০০৮সেলতা ভিগো (ধারে)৩০(৫)
২০০৮–২০০৯→ অ্যালবাসেট (ধারে)৩৫(৯)
২০০৯–২০১০রিয়াল ভ্যালাদোলিদ৩৪(৮)
২০১০–আতলেতিকো মাদ্রিদ৯৪(৪৩)
২০১২→ রায়ো ভায়াকানো (ধারে)১৬(১০)
২০১৪-চেলসি৮৯(৫২)
২০১৮–আতলেতিকো মাদ্রিদ২৩(৩)
জাতীয় দল
২০১৩ব্রাজিল(০)
২০১৪–স্পেন২৪(১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০শে মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১শে জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

কস্তা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন পর্তুগীজ ক্লাব ব্রাগার হয়ে। ২০০৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে চুক্তিবদ্ধ করে। এরপরে কস্তা পুনরায় ব্রাগা, সেলতা ভিগো এবং অ্যালবাসেটে ধারে খেলেন। ২০০৯ সালে তাকে রিয়াল ভ্যালাদোলিদের নিকট বিক্রি করে দেয়া হয়। এর পরের বছর তিনি পুনরায় অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে আসেন এবং অ্যাটলেটিকোর আক্রমণভাগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। ২০১৩-১৪ মৌসুমে, তার ২৭ গোলের সৌজন্যে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ বছর পর পুনরায় লা লিগা জিততে সক্ষম হয়।

আন্তর্জাতিক ফুটবলে কস্তা ব্রাজিলের হয়ে ২০১৩ সালে ২টি খেলায় অংশগ্রহণ করেন। এরপর তিনি স্পেনের প্রতিনিধিত্ব করা ইচ্ছা প্রকাশ করেন এবং ২০১৩ সালে সেপ্টেম্বর মাসে স্পেনীয় নাগরিকত্ব পান। স্পেনের হয়ে ২০১৪ সালের মার্চ মাসে তার অভিষেক ঘটে এবং তিনি স্পেনের হয়ে ২০১৪ ফিফা বিশ্বকাপ২০১৮ ফিফা বিশ্বকাপে অংশ নেন।

পরিসংখ্যান

ক্লাব

২০শে মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবমৌসুমলিগকাপইউরোপঅন্যান্যমোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
পেনাফিয়েল২০০৬-০৭লিগা দে হর্না১৩১৪
ব্রাগা২০০৬–০৭প্রিমেরা লিগা[ক]
সেলতা ভিগো২০০৭–০৮সেগুন্দা ডিভিশন৩০৩১
আলবাসেট২০০৮–০৯সেগুন্দা ডিভিশন৩৫১০৩৬১০
রিয়াল ভালোদোলিদ২০০৯–১০লা লিগা৩৪৩৬
আতলেতিকো মাদ্রিদ২০১০–১১লা লিগা২৮[ক]৩৯
রায়ো ভায়েকানো২০১১-১২লা লিগা১৬১০১৬১০
আতলেতিকো মাদ্রিদ২০১২–১৩লা লিগা৩১১০[ক]৪৪২০
২০১৩–১৪৩৫২৭[খ]৫২৩৬
মোট৯৪৪৩২১১০২০১১১৩৭৬৪
চেলসি২০১৪-১৫প্রিমিয়ার লিগ২৬২০[খ]৩৭২১
২০১-২০৬২৮১২[খ]৪১১৬
২০১৬-১৭৩৫২০৪২২২
২০১৭-২০১৮
মোট৮৯৫২১৬১৫১২০৫৯
আতলেতিকো মাদ্রিদ২০১৭-১৮লা লিগা১৫[ক]২৩
সর্বমোট৩৩২১৩৭৪৪১৮৪২১৬৪২০১৭১

আন্তর্জাতিক

২১শে জুন ২০১৮[২] পর্যন্ত হালনাগাদকৃত।
স্পেন
বছরউপস্থিতিগোল
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
সর্বমোট২৪১০

সম্মাননা

ক্লাব

আতলেতিকো মাদ্রিদ
চেলসি

ব্যক্তিগত

  • কোপা দেল রে: সর্বোচ্চ গোলদাতা ২০১২-১৩
  • লা লিগা মাস সেরা খেলোয়াড়: সেপ্টেম্বর ২০১৩
  • লা লিগা মৌসুম সেরা দল: ২০১৩-১৪
  • ট্রফিও ইএফই: ২০১৩-১৪
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুম সেরা দল: ২০১৩-১৪
  • প্রিমিয়ার লিগ মাস সেরা খেলোয়াড়: আগস্ট ২০১৪, নভেম্বর ২০১৬
  • ফিফপ্রো বিশ্ব একাদশ তৃতীয় দল: ২০১৪
  • ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল: ২০১৩
  • পিএফএ বর্ষসেরা দল: ২০১৪-১৫ প্রিমিয়ার লিগ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী