কমনওয়েলথ গেমস ফেডারেশন

(Commonwealth Games Federation থেকে পুনর্নির্দেশিত)

কমনওয়েলথ গেমস ফেডারেশন (ইংরেজি: Commonwealth Games Federation / CGF) হল কমনওয়েলথ গেমসকমনওয়েলথ যুব গেমস নামক আন্তর্জাতিক স্তরের দুটি ক্রীড়া প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংগঠন। কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনও এই সংগঠন কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়। সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত।[৯]

কমনওয়েলথ গেমস ফেডারেশন
পূর্বসূরীব্রিটিশ কমনওয়েলথ গেমস ফেডারেশন
গঠিত১৯৩২; ৯২ বছর আগে (1932)
ব্রিটিশ সাম্রাজ্য গেমস ফেডারেশন হিসেবে
ধরনক্রীড়া সংগঠন
সদরদপ্তরলন্ডন, ইংল্যান্ড
সদস্যপদ
৭১ সদস্য অ্যাসোসিয়েশন[১]
দাপ্তরিক ভাষা
ইংরেজি[২]
প্রেসিডেন্ট
স্কটল্যান্ড ডেম লুই মার্টিন[৩]
সহ-প্রেসিডেন্ট
কানাডা ব্রুস রবার্টসন[৪]
ওয়েলস ক্রিস জেনকিন্স[৫]
নিউজিল্যান্ড কেরেইন স্মিথ[৬]
প্যাট্রন
দ্বিতীয় এলিজাবেথ[৭]
উপ-প্যাট্রন
যুক্তরাজ্য রাজকুমার এডওয়ার্ড, আর্ল অব ওয়েসেক্স[৮]
ওয়েবসাইটTheCGF.com
নীতি: মনুষ্যত্ব • সাম্য • ভবিষ্যৎ
ইংরেজি: Humanity • Equality • Destiny

কার্যনির্বাহী সদস্যবৃন্দ

নিম্নলিখিত ব্যক্তিরা কমনওয়েলথ গেমস ফেডারেশনের কার্যনির্বাহী বোর্ডের সদস্য:[১০]

পদনামদেশ
উপ-প্যাট্রনরাজকুমার এডওয়ার্ড  যুক্তরাজ্য
প্রেসিডেন্টডেম লুই মার্টিন  স্কটল্যান্ড
ভাইস-প্রেসিডেন্টব্রুস রবার্টসন  কানাডা
ক্রিস জেনকিন্স  ওয়েলস
কেরেইন স্মিথ  নিউজিল্যান্ড
আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট আফ্রিকামিরিয়াম মোয়ো  জাম্বিয়া
দুই আমেরিকাজুডি সিমন্স  বারমুডা
এশিয়াক্রিস চান  সিঙ্গাপুর
ক্যারিবীয়ফর্চুনা বেলরোজ  সেন্ট লুসিয়া
ইউরোপহ্যারি মার্ফি  জিব্রাল্টার
ওশিয়ানিয়াহিউজ গ্রাহাম  কুক দ্বীপপুঞ্জ
বার্মিংহাম ২০২২ প্রতিনিধিইয়ান মেটকাল্ফ  ইংল্যান্ড
সিইওকেটি স্যাডলেয়ার  নিউজিল্যান্ড
আইনি উপদেষ্টাসান্দ্রা অসবোর্ন  বার্বাডোস
ক্রীড়াবিদ প্রতিনিধিব্রেন্ডান উইলিয়ামস  ডোমিনিকা

অনারারি সদস্যবৃন্দ:

পদনামদেশ
অনারারি লাইফ প্রেসিডেন্টঅনারেবল মাইকেল ফেনেল OJ, CD  জামাইকা
স্যার পিটার হিটলি CBE DL  স্কটল্যান্ড
HRH টুঙ্কু ইমরান  মালয়েশিয়া
অনারারি লাইফ ভাইস-প্রেসিডেন্টআলেকজান্ডার বি. চাপম্যান HBM  ত্রিনিদাদ ও টোবাগো
শরদ রাও  কেনিয়া
আর্নল্ডো দে অলিভেইরা সেলস CBE JP  হংকং
স্যার অস্টিন সিলি SCM  বার্বাডোস
ডঃ মানিকভাসাগাম জগথিশন  মালয়েশিয়া
গিডিয়ঁ স্যাম  দক্ষিণ আফ্রিকা

সংগঠন

সিজিএফ সাধারণ সভা

সাধারণ পরিষদ হল সিজিএফ-এর চূড়ান্ত শাসন ও কর্তৃত্ব যার মধ্যে কোন শহর এবং কোন কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন কমনওয়েলথ গেমস আয়োজন করবে সেই বিষয়ে সিদ্ধান্তের উপর ভোট দেওয়ার ক্ষমতা রাখে। এটি প্রতিটি সদস্য দেশ এবং অঞ্চলগুলির একটি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের ৩ বা তার বেশি প্রতিনিধি, ভাইস-প্যাট্রন, লাইফ ভাইস-প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের নিয়ে গঠিত।

সাধারণ পরিষদের অধিবেশনগুলি সিজিএফ সভাপতির সভাপতিত্বে হয়, প্রতিটি সিজিএ (কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন) এবং প্রেসিডেন্টের একটি ভোট থাকে। তবে ভাইস-প্যাট্রন, লাইফ ভাইস-প্রেসিডেন্ট, কার্যনির্বাহী বোর্ড, কমনওয়েলথ গেমসের একটি আয়োজক কমিটির (ওসি) প্রতিনিধি এবং প্রেসিডেন্ট কর্তৃক আমন্ত্রিত পর্যবেক্ষকরা ইচ্ছাকৃতভাবে করতে পারেন কিন্তু সাধারণ পরিষদে তাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই।[১১]

প্রেসিডেন্টগণ

সাধারণ সভা ও কার্যনির্বাহী বোর্ডের মুখ্য ব্যক্তি হলেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট। সাধারণ সভায় ভোট দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হন।[১২]

  1. স্যার জেমস লেউড (১৯৩০–৩৮)
  2. লর্ড ব্যারন আর্থার পোরিট (১৯৫০–৬৬)
  3. স্যার আলেকজান্ডার রস (১৯৬৮–৮২)
  4. স্যার পিটার হিটলি (১৯৮২–৯০)
  5. আর্নাল্ডো দে অলিভেইরা সেলস (১৯৯৪–৯৭)
  6. মাইকেল ফেনেল (১৯৯৭–২০১০)
  7. রাজকুমার টুঙ্কু ইমরান (২০১০–১৪)
  8. ডেম লুই মার্টিন (২০১৪–বর্তমান)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:কমনওয়েলথ গেমসটেমপ্লেট:কমনওয়েলথ যুব গেমস

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ