আরবি বর্ণমালা

আরবি ও অন্যান্য ভাষা লেখার জন্য ব্যবহৃত বর্ণমালা
(Arabic script থেকে পুনর্নির্দেশিত)

আরবি বর্ণমালা (الأَبْجَدِيَّة العَرَبِيَّة আল্-আব্জাদীয়াহ্ আল্-ʻআরবীয়াহ্ বা الحُرُوف العَرَبِيَّة আল্-হুরুফ্ আল্-ʻআরবীয়াহ্) ২৮টি বর্ণ নিয়ে গঠিত একটি লিখন পদ্ধতি যা আরবিকুর্দি ভাষা লিখতে ব্যবহার করা হয়। এদের মধ্যে প্রতিটি বর্ণের একটি বিচ্ছিন্ন রূপ, আদ্য রূপ, মধ্য রূপ ও অন্ত্য রূপ হয়। আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। আরবি লিপি কখনো কখনো সোমালিমালাগাসি ভাষাও লিখতে ব্যবহার করা হয়।

আরবি বর্ণমালা
লিপির ধরন
সময়কাল৪০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত[১]
লেখার দিকডান-থেকে-বাম উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভাষাসমূহপ্রধানত আরবি ভাষা, আরো ভিন্ন ভাষা আরবি লিপির একটি পরিমার্জিত সংস্করণ ব্যবহার করে।
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি
মিশরীয় চিত্রলিপি
  • প্রত্ন-কানানীয় লিপি
    • ফিনিসীয় লিপি
ভগিনী পদ্ধতি
আইএসও ১৫৯২৪
আইএসও ১৫৯২৪Arab, , ​আরবি
ইউনিকোড
ইউনিকোড উপনাম
আরবি
ইউনিকোড পরিসীমা
U+0600 to U+06FF

U+0750 to U+077F
U+08A0 to U+08FF
U+FB50 to U+FDFF
U+FE70 to U+FEFF

U+1EE00 to U+1EEFF
এই নিবন্ধে আধ্বব চিহ্ন রয়েছে। সঠিক রেন্ডারিং সমর্থন ছাড়া, আপনি হয়ত ইউনিকোড অক্ষরের বদলে জিজ্ঞাসা চিহ্ন, বাক্স বা অন্য কোনো চিহ্ন দেখবেন।
আরবিতে কুরআনের সূরা আল-ফাতিহা

আরবি বর্ণমালাকে আবজাদ হিসেবে বিবেচনা করা হয়, শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ লিখতে হয়; স্বরবর্ণের জন্য ডায়াক্রিটিক্সের ঐচ্ছিক ব্যবহারের কারণে, এটি একটি অশুদ্ধ আবজাদ হিসাবে বিবেচিত হয়।[২]

আরবি বর্ণমালার একটি পরিমার্জিত সংস্করণ, যা "ফার্সি লিপি" হিসাবে পরিচিত হয়, তা ফার্সি, উর্দু, পশতু, কিরগিজ, উইগুর, বেলুচি, কাশ্মীরি, পাঞ্জাবী, সিন্ধিডোগরি ভাষা লিখতে ব্যবহার করা হয়।

ইতিহাস

আরবি লিপির ভৌগোলিক বিস্তার
আরবি লিপির ভৌগোলিক বিস্তার
 →  যেসব দেশে আরবি লিপি একমাত্র সরকারি লিপি
 →  যেসব দেশে অন্যান্য লিপির পাশাপাশি আরবি লিপির প্রচলন আছে

আরবি বর্ণমালার উৎপত্তি আরামীয় লিপি থেকে। আরামীয় লিপি খ্রিস্টীয় ৪র্থ শতক থেকেই প্রচলিত ছিল। কিন্তু এতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা আরবি ভাষার তুলনায় ছিল কম। তাই একই আরামীয় বর্ণ আরবি ভাষার একাধিক বর্ণ নির্দেশে ব্যবহার করা হত। এই দ্ব্যর্থতা দূর করার জন্য ৭ম শতক থেকে বর্ণগুলির নিচে বা উপরে বিভিন্ন অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা শুরু হয়। এই চিহ্নগুলিই আরবিকে স্বতন্ত্র লিপি হিসেবে অন্যান্য লিপি থেকে পৃথক করেছে। এছাড়া পবিত্র কুরআনের বিশুদ্ধ পঠন নিশ্চিত করার জন্য আরও কিছু চিহ্ন আরবি লিপিতে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে হ্রস্ব স্বরধ্বনি ও ব্যঞ্জনদ্বিত্ব নির্দেশকারী চিহ্নগুলি অন্যতম।

ইসলামের প্রথম শতকে সংঘটিত এই সংস্কারগুলির পর আরবি লিপির যৎসামান্য সংস্কার হয়েছে। তাই চিরায়ত আরবি লিপি এবং আধুনিক আরবি লিপির মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। সুবিশাল আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের আরবি ভাষায় বিস্তর ফারাক থাকলেও সর্বত্রই একই আরবি লিপি ব্যবহৃত হয়। হস্তলিপিশিল্প আরবি লিপিতে যেভাবে প্রযুক্ত হয়েছে, অন্যান্য ভাষার লিপিতে এমনটি দেখা যায় না। লিপির সৌষ্ঠব ও কারুকাজ সামগ্রিক আরবি শিল্পকলার অঙ্গাঙ্গীভূত একটি বিষয়।

আরবি বর্ণমালার বর্ণ তালিকা

আবজাদি ক্রমধারায় ২৯টি আরবি বর্ণ এবং তা‌দের বাংলা উচ্চারণ :

غظضذخثتشرقصفعسنملكيطحزوهدجبا
গাইন (গ্)জোয়া (য্/জ্/জ্ব)দোয়াদ (দ্/দ্ব)যাল (য্)খা' (খ্)সা' (স্/ছ্)তা' (ত্)শিন/শীন (শ্)রা' (র্)কফ (ক্/ক্ব/ক)ছোয়াদ/সোয়াদ (ছ্,স্)ফা' (ফ্)‘আইন (‘আ, ‘ই, ‘উ)সিন/সীন (স্)নুন (ন্)মিম (ম্)লাম (ল্)কাফ (ক্)ইয়া (ইয়্)তোয়া (ত্/ত্ব/ত)হা' (হ্)যা' (য্)ওয়াও (ওয়্)হা (হ্)দাল/দ্বাল (দ্/দ্ব্)জিম/জ্বিম (জ্/জ্ব্)বা' (ব্)আলিফ (আ, ই, উ)
২৮২৭২৬২৫২৪২৩২২২১২০১৯১৮১৭১৬১৫১৪১৩১২১১১০

আধুনিক অভিধানসমূহ ও তথ্যসূত্রের গ্রন্থসমূহ বর্ণানুক্রমিকভাবে শব্দের ক্রমধারা রক্ষার ক্ষেত্রে আবজাদি ক্রমধারা ব্যবহার করে না, এক্ষেত্রে এর পরিবর্তে তুলনামুলক নতুন হিজাজি ক্রমধারা ব্যবহার ব্যবহার করা হয়, যেখানে বর্ণগুলো বর্ণগুলোকে আকৃতির সাদৃশ্যের ভিত্তিতে আংশিকভাবে একত্রে দলবদ্ধ করা হয়েছে। হিজাজি ক্রমধারাকে কখনোই সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় না।

সাধারণ হিজাজি ক্রমধারা
يوهنملكقفغعظطضصشسزرذدخحجثتبا
ইয়া (য়ি)ওয়াও (ওয়)হা (হ)নুন (ন)মীম (ম)লাম (ল)কাফ (ক)ক্বফ (ক্ব)ফা (ফ)গ্বঈন (ঘ)আঈন (য়্ব')য্বোয়া (য্ব)ত্বোয়া (ত্ব)দ্বোয়াদ (দ্ব)সোয়াদ (অতি লঘু স ও আংশিক ছ এর সদৃশ)শীন (শ)স (লঘু স)য্ঝা (য্ঝ)র (র)য্বাল (ধ, দ,ও য এর মিশ্রণ)দ্বাল (দ্ব)খ্ব (খ্ব)হা (হ)জীম (জ)সা/থা (স ও থ এর মধ্যবর্তী)তা (ত)বা (ব)আলিফ (অ)

বিবরণ

"আল্লাহ"

আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। এবং লিপিটি পেঁচিয়ে এক বর্ণ আরেক বর্ণের সাথে সংযুক্ত করে লিখতে হয়। তবে ⟨و ز ر ذ د ا⟩ - এই ছয়টি বর্ণ এককভাবে বসে। ফলে এই বর্ণবিশিষ্ট শব্দের ক্ষেত্রে ফাঁক দেখা যায়। এই ছয়টি বর্ণ ছাড়া বাকী সমস্ত বর্ণ চার রকমের রূপ ধারণ করতে পারে: আদ্য, মধ্য, অন্ত্য এবং বিচ্ছিন্ন। এই রূপগুলিতে অনেক সময় বর্ণটির মূল রূপের অনেক বৈশিষ্ট্য বাদ যায়। এছাড়া অনেক সময় একাধিক লিপির সমন্বয়ে যুক্তলিপি ব্যবহার করা হয়।

বর্ণ

বর্ণের আধারবর্ণের নাম
বাংলায়
আরবি
নাম
বর্ণের বাংলা
মান
আ-ধ্ব-বরূপবিচ্ছিন্ন
রূপ
আসলঅভিধানেঅন্ত্যমধ্যআদ্য
 
আলিফ্ألفআ /  ’ ভিন্ন;
// -সহ[১]
ـاا
বা'باء/b/[২]ـبـبـبـب
২২তা'تاءত়/t/ـتـتـتـت
২৩ছা’ثاء/θ/ـثـثـثـث
জিম্جيم (বা )/d͡ʒ/[৩][২]ـجـجـجـج
হা’حاءহ্ব/ħ/ـحـحـحـح
২৪খ’خاءখ়/x/ـخـخـخـخ
দাল্دال/d/ـدد
২৫যাল্ذال/ð/ـذذ
২০১০র’راء/r/ـرر
১১ঝাزاي/z/ـزز
১৫১২সিন্سين/s/ـسـسـسـس
২১১৩শীন্شين/ʃ/ـشـشـشـش
১৮১৪স্বদ্صادস়//ـصـصـصـص
২৬১৫দ্বদ্ضادদ়//ـضـضـضـض
১৬ত্ব’طاء//ـطـطـطـط
২৭১৭জ্ব’ظاءয্ব/ðˤ/ـظـظـظـظ
১৬১৮‘আইন্عين ‘ /ʕ/ـعـعـعـع
২৮১৯গইন্غين/ɣ/[২]ـغـغـغـغ
১৭২০ফা’فاء/f/[২]ـفـفـفـف
১৯২১ক্বফقافক়/q/[২]ـقـقـقـق
১১২২কাফ্كاف/k/[২]ـكـكـكـك
১২২৩লাম্لام/l/ـلـلـلـل
১৩২৪মিম্ميم/m/ـمـمـمـم
১৪২৫নুন্نون/n/ـنـنـنـن
২৬হা’هاء/h/ـهـهـهـه
২৭ৱাৱ্ (ওয়াও)واوৱ / উ/w/, //[২]ـوو
১০২৮য়া’ياءয় / ই/j/, //[২]ـيـيـيـي

টীকা

  • ^১ আলিফ্ -এর ভিন্ন উচ্চারণ সম্ভব:
বিবরণরূপউচ্চারণ
কোনো অতিরিক্ত চিহ্ন ছাড়াا
  • আদ্যে: বা   /a, i/
  • মধ্যে বা অন্ত্যে:   /aː/
হামযাহ্ (همزة‎‎) -সহ - বর্ণের উপরেأ
  • আদ্যে: ʾআ, ʾউ   /ʔa, ʔu/
  • মধ্যে বা অন্ত্যে: আʾ   /ʔa/
হামযাহ্ (همزة‎‎) -সহ - বর্ণের নিছেإ
  • আদ্যে: ʾই   /ʔi/
  • মধ্যে বা অন্ত্যে বসে না
মাদ্দাহ্ (مَدَّة) -সহآʾআ   /ʔaː/
ৱাস়্​লাহ্ (وَصْلَة) - সহٱʾই   /ʔi/
  • ^২ ⟨ك⟩ ,⟨ق⟩ ,⟨غ⟩ ,⟨ج⟩ - এই বর্ণগুলি কখনো কখনো "গ" /ɡ/ বুঝাতে ব্যবহার হয় বিদেশি শব্দে। ⟨ب⟩ - এই বর্ণটি কখনো কখনো "প" /p/ এবং ⟨ف⟩ - এই বর্ণটি কখনো কখনো "ৱ" /v/ বুঝাতে ব্যবহার হয়। তেমনই ⟨و⟩ ও ⟨ي⟩ - এই দুইটি বর্ণ কখনো কখনো "ও" // ও "এ" // বিদেশি শব্দে বুঝাতে ব্যবহার হয়।
  • ^৩ ج -র উচ্চারণ আরব উপদ্বীপে "জ" /d͡ʒ/ হয়, তবে মিশর, ইয়েমেনওমানে "গ" /ɡ/ হয়।

শাদ্দাহ

শাদ্দাহ্ (شَدّة‎‎) যেকোনো আরবি বর্ণের উপরে বসালে তার উচ্চারণ দ্বিগুণ হয়।

চিহ্ননামউচ্চারণ
ّ ّ শাদ্দাহ্ (شَدّة‎‎)(ব্যঞ্জনধ্বনি দ্বিগুণ করে)

স্বর

আরবি লিপিতে ২৮টি বর্ণ আছে এবং এগুলির সবগুলিই ব্যঞ্জন নির্দেশ করে, যদিও আলিফ, ওয়াও ও য়া বর্ণ তিনটি দীর্ঘ স্বরধ্বনি নির্দেশেও ব্যবহৃত হয়। হ্রস্ব স্বরধ্বনি ও ব্যঞ্জনদ্বিত্ব নির্দেশের জন্য আরবি (এবং অন্যান্য সেমিটীয় ভাষার লিপি যেমন হিব্রু ও আরামীয় লিপিতে) ব্যঞ্জনের উপরে ও নিচে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। তবে এই চিহ্নগুলি কেবল কুরআন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ এবং ভাষাবৈজ্ঞানিকসাহিত্য গ্রন্থেই বেশি ব্যবহার করা হয়, যেখানে উচ্চারণ ভুলের পরিমাণ এড়ানো জরুরি।

দৈনন্দিন সংবাদপত্র, সাধারণ বই, নথিপত্রে এই চিহ্নগুলি ব্যবহৃত হয় না বললেই চলে। ফলে স্বরচিহ্নবিহীন শব্দগুলিতে কী স্বরচিহ্ন বসবে, এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। তাই সাধারণ আরবির পাঠকের অনেক আরবি অভিধানিক শব্দ জানা থাকতে হয়।

চিহ্ননাম বাংলায়আরবি নামবাংলা মানআ-ধ্ব-ব
َ ফাৎহ্বাহ্فتحة/a/
ُ দ়াম্মাহ্‌ضمة/u/
ِ কাস্​রাহ্كسرة/i/
ْ সুকুন্سُكُون"্" (হসন্ত)
ٰ আলিফ্ খ়ান্​জারীয়াহ্أَلِف خَنْجَرِيَّة/aː/

সংখ্যা

বাংলা সংখ্যা
(বাংলাঅসমীয়ায় ব্যবহৃত)
আরবি সংখ্যা
(বিশ্বের ভিন্ন ভাষায় ব্যবহৃত)
পূর্ব আরবি সংখ্যা
(আরবিতে ব্যবহৃত)
পরিবর্তিত পূর্ব আরবি সংখ্যা
(ফার্সিউর্দুতে ব্যবহৃত)
0٠۰۰
1١۱۱
2٢۲۲
3٣۳۳
4٤۴
5٥۵۵
6٦۶
7٧۷
8٨۸۸
9٩۹۹
১০10١٠۱۰۱۰

বর্ণের সাংখ্যিক মান

আরবি বর্ণ সংখ্যা বোঝাতেও ব্যবহৃত হয়।

বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ا1
ب2
ج3
د4
ه5
و6
ز7
ح8
ط9
   
বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ى10১০
ك20২০
ل30৩০
م40৪০
ن50৫০
س60৬০
ع70৭০
ف80৮০
ص90৯০
   
বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ق100১০০
ر200২০০
ش300৩০০
ت400৪০০
ث500৫০০
خ600৬০০
ذ700৭০০
ض800৮০০
ظ900৯০০
غ1000১০০০

উইনিকোড

আরবি[1][2][3]
আরবি ইউনিকোড তালিকা (PDF)
 0123456789ABCDEF
U+060x ؀  ؁  ؂  ؃  ؄  ؅ ؆؇؈؉؊؋،؍؎؏
U+061xؘؙؚؐؑؒؓؔؕؖؗ؛ ALM ؞؟
U+062xؠءآأؤإئابةتثجحخد
U+063xذرزسشصضطظعغػؼؽؾؿ
U+064xـفقكلمنهوىيًٌٍَُ
U+065xِّْٕٖٜٟٓٔٗ٘ٙٚٛٝٞ
U+066x٠١٢٣٤٥٦٧٨٩٪٫٬٭ٮٯ
U+067xٰٱٲٳٴٵٶٷٸٹٺٻټٽپٿ
U+068xڀځڂڃڄڅچڇڈډڊڋڌڍڎڏ
U+069xڐڑڒړڔڕږڗژڙښڛڜڝڞڟ
U+06Axڠڡڢڣڤڥڦڧڨکڪګڬڭڮگ
U+06Bxڰڱڲڳڴڵڶڷڸڹںڻڼڽھڿ
U+06Cxۀہۂۃۄۅۆۇۈۉۊۋیۍێۏ
U+06Dxېۑےۓ۔ەۖۗۘۙۚۛۜ ۝ ۞۟
U+06Exۣ۠ۡۢۤۥۦۧۨ۩۪ۭ۫۬ۮۯ
U+06Fx۰۱۲۳۴۵۶۷۸۹ۺۻۼ۽۾ۿ
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
2.^ ধূসর এলাকা অনির্ধারিত জায়গা ইঙ্গিত করে।
3.^ ইউনিকোড পয়েন্ট U+0673 ইউনিকোড সংস্করণ ৬.০ অনুসারে দেখানো হয়েছে
Arabic Supplement[1]
Official Unicode Consortium code chart (PDF)
 0123456789ABCDEF
U+075xݐݑݒݓݔݕݖݗݘݙݚݛݜݝݞݟ
U+076xݠݡݢݣݤݥݦݧݨݩݪݫݬݭݮݯ
U+077xݰݱݲݳݴݵݶݷݸݹݺݻݼݽݾݿ
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
Arabic Extended-A[1][2]
Official Unicode Consortium code chart (PDF)
 0123456789ABCDEF
U+08Ax
U+08Bx
U+08Cx
U+08Dx
U+08Ex  
U+08Fx
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
2.^ ধূসর এলাকা অনির্ধারিত জায়গা ইঙ্গিত করে।

কীবোর্ড

আরবি কীবোর্ড

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী