১৯৮২ ফিফা বিশ্বকাপ

স্পেনের আয়োজিত ১২ তম ফিফা বিশ্বকাপ আসর
(1982 FIFA World Cup থেকে পুনর্নির্দেশিত)


১৯৮২ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1982 FIFA World Cup) হল ফিফা বিশ্বকাপের ১২তম আসর যা স্পেনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ১৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণ করে ২৪টি দেশ।

১৯৮২ ফিফা বিশ্বকাপ
Copa Mundial de Fútbol – España 82
১৯৮২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো
বিবরণ
স্বাগতিক দেশ স্পেন
তারিখ১৩ জুন – ১১ জুলাই (২৯ দিন)
দল২৪ (৬টি কনফেডারেশন থেকে)
মাঠ১৭ (১৪টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ইতালি (৩য় শিরোপা)
রানার-আপ পশ্চিম জার্মানি
তৃতীয় স্থান পোল্যান্ড
চতুর্থ স্থান ফ্রান্স
পরিসংখ্যান
ম্যাচ৫২
গোল সংখ্যা১৪৬ (ম্যাচ প্রতি ২.৮১টি)
দর্শক সংখ্যা২১,০৯,৭২৩ (ম্যাচ প্রতি ৪০,৫৭২ জন)
শীর্ষ গোলদাতাইতালি পাওলো রসি (৬ গোল)
সেরা খেলোয়াড়ইতালি পাওলো রসি

বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল ইতালি (তৃতীয় শিরোপা)। [১] এই টুর্নামেন্টে বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রথম পেনাল্টি শুট-আউট হয়।[২][৩]

১৯৮২ বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে তারদেল্লির গোলেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ম্যাচের মাত্র ২১ মিনিট বাকি থাকায় বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল দেশটি। আর তাই গোল করেই পুরো মাঠ দৌড়ে বেড়িয়েছিলেন ইতালিয়ান এই খেলোয়াড়। শেষে ৩-১ ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইতালি।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী