৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার

৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের অষ্টম আয়োজন। ২০০৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৬ সালের ১২ই মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[২]

৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ১২ মে ২০০৬
স্থানঢাকা, বাংলাদেশ
উপস্থাপকহানিফ সংকেত
আলোকপাত
আজীবন সম্মাননাফেরদৌসী মজুমদার
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দহাজার বছর ধরে
শ্রেষ্ঠ পরিচালনাকোহিনূর আক্তার সুচন্দা
হাজার বছর ধরে
শ্রেষ্ঠ অভিনেতাএটিএম শামসুজ্জামান
মোল্লা বাড়ীর বউ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনূর
মোল্লা বাড়ীর বউ
সর্বাধিক পুরস্কারহাজার বছর ধরে (৪টি)
সর্বাধিক মনোনয়নহাজার বছর ধরে (৪টি)
মোল্লা বাড়ীর বউ (৪টি)
 ← ৭মমেরিল-প্রথম আলো পুরস্কার৯ম → 

এই আয়োজনে ২৩টি পুরস্কার প্রদান করা হয়। এই বছর প্রথমবারের মত সঙ্গীত ও নৃত্য শাখায় সমালোচক পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র শাখায় হাজার বছর ধরে চারটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং চারটি বিভাগেই পুরস্কার অর্জন করে। মোল্লা বাড়ীর বউ চলচ্চিত্রটিও যৌথভাবে সর্বাধিক চারটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং দুটি পুরস্কার অর্জন করে। রিয়াজশাবনূর দুটি ভিন্ন কাজের জন্য (যথাক্রমে মোল্লা বাড়ীর বউহাজার বছর ধরে এবং মোল্লা বাড়ীর বউদুই নয়নের আলো) দুটি ভিন্ন বিভাগে (যথাক্রমে সেরা চলচ্চিত্র অভিনেতাসেরা চলচ্চিত্র অভিনেতা - সমালোচক এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রীসেরা চলচ্চিত্র অভিনেত্রী - সমালোচক) মনোনয়ন লাভ করেন এবং প্রত্যেকে একটি করে পুরস্কার অর্জন করেন।

মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৩]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

সেরা গায়ক বিভাগে বিজয়ী আসিফ
সেরা মডেল পুরুষ ও নারী বিভাগে বিজয়ী চঞ্চলদীঘি
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) বিভাগে বিজয়ী রিয়াজ
শ্রেষ্ঠ টিভি অভিনেতা ও অভিনেত্রী বিভাগে বিজয়ী আলী যাকেরশমী কায়সার

তারকা জরিপ

সেরা চলচ্চিত্র অভিনেতাসেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতাসেরা টিভি অভিনেত্রী
সেরা গায়কসেরা গায়িকা
সেরা মডেল (পুরুষ)সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ডসেরা টিভি অনুষ্ঠান (বিনোদন)
  • এলআরবি - অ্যালবাম: মনে আছে নাকি নাই
  • প্রমিথিউস - অ্যালবাম: নাগরদোলা
  • ফেস টু ফেস - অ্যালবাম: ধ্রুবতারা
  • ইত্যাদি
    • ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ
    • লেট্‌স মুভ

সমালোচক

সেরা চলচ্চিত্রসেরা পরিচালক
সেরা চলচ্চিত্র অভিনেতাসেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা নাট্যকারসেরা নির্দেশক
সেরা টিভি অভিনেতাসেরা টিভি অভিনেত্রী
সেরা সঙ্গীতশিল্পীসেরা নৃত্যশিল্পী
বিশেষ পুরস্কার - টিভিবিশেষ পুরস্কার - চলচ্চিত্র

অনুষ্ঠান

পুরস্কার প্রদান

প্রদানকারীপুরস্কারের বিভাগ
জিল্লুর রহমান সিদ্দিকী, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টুআজীবন সম্মাননা
গাজী মাজহারুল আনোয়ারসেরা সঙ্গীতশিল্পী (সমালোচক)
লুবনা মরিয়মসেরা নৃত্যশিল্পী (সমালোচক)
বেগম মমতাজ হোসেনবিশেষ পুরস্কার - টিভি
রফিকুন নবীসেরা নির্দেশক
আতিকুল হক চৌধুরীসেরা নাট্যকার
প্রিসিলা পারভীনসেরা টিভি অভিনেতা (সমালোচক)
আমিনুল হকসেরা টিভি অভিনেত্রী (সমালোচক)
মাহফুজ আনামবিশেষ পুরস্কার - চলচ্চিত্র
হাসনাত আবদুল হাইসেরা চলচ্চিত্র
আনোয়ার হোসেনসেরা পরিচালক
কবরীসেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক)
খলিল উল্লাহ খানসেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক)
শাকিলা জাফরসেরা মডেল (পুরুষ)
ডেভ হোয়াটমোরসেরা মডেল (নারী)
আমজাদ হোসেনসেরা টিভি অনুষ্ঠান (বিনোদন)
শাহনাজ রহমতুল্লাহসেরা গায়ক
নিয়াজ মোহাম্মদ চৌধুরীসেরা গায়িকা
রুনা লায়লাসেরা ব্যান্ড
আফরোজা বানুসেরা টিভি অভিনেতা
সিরাজুল ইসলামসেরা টিভি অভিনেত্রী
শবনমসেরা চলচ্চিত্র অভিনেতা
রাজ্জাকসেরা চলচ্চিত্র অভিনেত্রী

পরিবেশনা

পরিবেশকপরিবেশনা
ঈশিতা, অপি করিম, শ্রাবন্তীনৃত্য - "যারে যা চিঠি"
শামীম আরা নিপা ও তার দলনৃত্য - "সেই চিঠি ধূপের মত"
কবরীনৃত্য - "শোনেন শোনেন দেশবাসী"
শাকিলা জাফর, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চুগান - আঞ্চলিক
মাহফুজ, তুষার খান, শামীম, তারিন, সাজু খাদেম, মীর সাব্বির, আ খ ম হাসাননাটিকা - শুটিং
রিয়াজ, ফেরদৌস, মৌসুমীবিজ্ঞাপন মিক্স
তনিমা হামিদ, মাসুদ আলী খান, শর্মিলী আহমেদ, টনি ডায়েস, ফখরুল হাসান বৈরাগী, অপূর্ব, শামীম, চঞ্চল চৌধুরীনাটিকা
আহমেদ রুবেল, মুন্নী সাহানাটিকা

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী