৭৪ গ্যালাটিয়া

গ্রহাণু

গ্যালাটিয়া (ইংরেজি: Galatea; গৌণ গ্রহ আখ্যা: ৭৪ গ্যালাটিয়া) হল একটি বৃহৎ সি-শ্রেণিভুক্ত প্রধান বেষ্টনী গ্রহাণু। এটির কার্বন-সমৃদ্ধ পৃষ্ঠভাগটি ঘন কালো রঙের এবং এর অ্যালবেডো মাত্র ০.০৩৪।[৭] ১৮৬২ সালের ২৯ অগস্ট ফ্রান্সের মার্সেলিসে বিশিষ্ট ধূমকেতু-আবিষ্কারক আর্নস্ট উইলহেম টেম্পল গ্যালাটিয়া আবিষ্কার করেন। এটিই ছিল তাঁর আবিষ্কৃত তৃতীয় গ্রহাণু। গ্রিক পুরাণের দুই গ্যালাটিয়ার একজনের নামানুসারে এটির নামকরণ করা হয়। ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর গ্যালাটিয়া কর্তৃক একটি নাক্ষত্রিক অদৃশ্যকরণ পর্যবেক্ষিত হয়। নেপচুনের একটি প্রাকৃতিক উপগ্রহের নামও গ্যালাটিয়া

৭৪ গ্যালাটিয়া
আবিষ্কার
আবিষ্কারকআর্নস্ট উইলহেম টেম্পল
আবিষ্কারের তারিখ২৯ অগস্ট, ১৮৬২
বিবরণ
উচ্চারণ/ɡæləˈtə/[১]
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণীপ্রধান বেষ্টনী
বিশেষণগ্যালাটিয়ান
কক্ষপথের বৈশিষ্ট্য[২]
যুগ ৩১ ডিসেম্বর, ২০০৬ (জুলিয়ান দিন ২৪৫৪১০০.৫)
অপসূর৫১৫.৩৭৬ জিএম (৩.৪৪৫ জ্যো.এ.)
অনুসূর৩১৫.৯৩৭ জিএম (২.১১২ জ্যো.এ.)
অর্ধ-মুখ্য অক্ষ৪১৫.৬৫৭ জিএম (২.৭৭৮ জ্যো.এ.)
উৎকেন্দ্রিকতা০.২৪০
কক্ষীয় পর্যায়কাল১৬৯১.৬৫৮ দিন (৪.৬৩ এ)
গড় ব্যত্যয়৩৬.৮৩৮°
নতি৪.০৭৫°
উদ্বিন্দুর দ্রাঘিমা১৯৭.৩১৩°
অনুসূরের উপপত্তি১৭৪.৫১৯°
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ১২০.৬৭ ± ৭.১৫ কিলোমিটার[৩]
ভর(৬.১৩ ± ৫.৩৬) × ১০১৮ কিলোগ্রাম[৩]
গড় ঘনত্ব৬.৬৬ ± ৫.৯৪[৩] গ্রাম/সেমি
ঘূর্ণনকাল১৭.২৭০[৪] এইচ
জ্যামিতিক অ্যালবেডো০.০৪৩ [৫]
বর্ণালীর ধরনসি[৬]
পরম মান (H)৮.৬৬

২০০৮ সালে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের অর্গান মেসা মানমন্দির থেকে কৃত একটি আলোকমিতি-সংক্রান্ত পর্যবেক্ষণ থেকে ১৭.২৭০ ± ০.০০২ ঘণ্টার একটি পর্যায়কালে গ্রহাণুটির এক আলোক বক্রতা এবং ০.০৮ ± ০.০১ মাত্রায় একটি উজ্জ্বলতার পার্থক্য দেখা যায়। বক্রতায় চারটি মিনিমা ও চারটি ম্যাক্সিমা দেখা যায়।[৪] গ্রহাণুটির বর্ণালি থেকে জলীয় বিকারজনিত পরিবর্তনের কোনও প্রমাণ পাওয়া যায় না।[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • টেমপ্লেট:AstDys
  • টেমপ্লেট:JPL small body
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী