৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ২০১৭ সালের ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।[১]

৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা১৮ মে, ২০১৭
প্রদান২৪ জুলাই, ২০১৭
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননাফেরদৌসী রহমানশাবানা
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রঅনিল বাগচীর একদিনবাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রএকাত্তরের গণহত্যা ও বধ্যভূমি
শ্রেষ্ঠ অভিনেতামাহফুজ আহমেদশাকিব খান
জিরো ডিগ্রীআরো ভালোবাসবো তোমায়
শ্রেষ্ঠ অভিনেত্রীজয়া আহসান
জিরো ডিগ্রী
সর্বাধিক পুরস্কারবাপজানের বায়স্কোপ (৮)
 ← ৩৯তমজাতীয় চলচ্চিত্র পুরস্কার৪১তম → 

তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৭ সালের ১৮ মে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫' ঘোষণা করা হয়। এই বছর ২৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।[২] এই বছর সর্বোচ্চ ৮টি পুরস্কার পায় রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’। আজীবন সম্মাননা গ্রহণ করেন সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমান এবং অভিনেত্রী শাবানা[৩] প্রথমবারের মত এই পুরস্কার গ্রহণ করেন তমা মির্জা, ইরেশ যাকের, সানী জুবায়েরপ্রিয়াংকা গোপ। তমা নদীজন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে, ইরেশ ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে, সানী অনিল বাগচীর একদিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং প্রিয়াংকা অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে "আমার সুখ সে তো" গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে এই পুরস্কার লাভ করেন।[৪]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নামবিজয়ীচলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রমোরশেদুল ইসলাম
রিয়াজুল রিজু
অনিল বাগচীর একদিন
বাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রচলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরএকাত্তরের গণহত্যা ও বধ্যভূমি
শ্রেষ্ঠ পরিচালকমোরশেদুল ইসলাম
রিয়াজুল রিজু
অনিল বাগচীর একদিন
বাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ অভিনেতামাহফুজ আহমেদ
শাকিব খান
জিরো ডিগ্রী
আরো ভালোবাসবো তোমায়
শ্রেষ্ঠ অভিনেত্রীজয়া আহসানজিরো ডিগ্রী
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাগাজী রাকায়েতঅনিল বাগচীর একদিন
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীতমা মির্জানদীজন
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতাইরেশ যাকেরছুঁয়ে দিলে মন
শ্রেষ্ঠ শিশু শিল্পীযারা যারিবপ্রার্থনা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসানী জুবায়েরঅনিল বাগচীর একদিন
শ্রেষ্ঠ সুরকারএস আই টুটুলবাপজানের বায়স্কোপ (গানঃ "উথাল পাতাল জোয়ার")
শ্রেষ্ঠ গীতিকারআমিরুল ইসলামবাপজানের বায়স্কোপ (গানঃ "উথাল পাতাল জোয়ার")
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীসুবীর নন্দী
এস আই টুটুল
মহুয়া সুন্দরী (গানঃ "তোমারে ছাড়িতে বন্ধু")
বাপজানের বায়স্কোপ (গানঃ "উথাল পাতাল জোয়ার")
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীপ্রিয়াংকা গোপঅনিল বাগচীর একদিন (গানঃ "আমার সুখ সে তো")

কারিগরী পুরস্কার

পুরস্কারের নামবিজয়ীচলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারমাসুম রেজাবাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারমাসুম রেজা ও মেহেদি রনিবাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাহুমায়ূন আহমেদঅনিল বাগচীর একদিন
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খানপদ্ম পাতার জল
শ্রেষ্ঠ চিত্রসম্পাদকমেহেদী রনিবাপজানের বায়স্কোপ
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমারুফ সামুরাইজিরো ডিগ্রী
শ্রেষ্ঠ শব্দগ্রাহকরতন পালজিরো ডিগ্রী
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জামুসকান সুমাইকাপদ্ম পাতার জল
শ্রেষ্ঠ রূপসজ্জাশফিকজালালের গল্প

বিশেষ পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী