২০২৩ কোপা দেল রেই ফাইনাল

ফুটবল ম্যাচ

২০২৩ কোপা দেল রেই ফাইনাল ছিল একটি ফুটবল ম্যাচ যা স্পেনের প্রাথমিক ফুটবল কাপ ২০২২–২৩ কোপা দেল রেইর ১২১তম সংস্করণের বিজয়ী নির্ধারণ করেছিল। ম্যাচটি ২০২৩ সালের ৬ মে সেভিলের এস্তাদিও দে লা কার্তুজাতে রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনার মধ্যে খেলা হয়েছিল।[৩][৪]

২০২৩ কোপা দেল রেই ফাইনাল
সেভিলের লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালের আয়োজন করা হয়েছিল
প্রতিযোগিতা২০২২–২৩ কোপা দেল রেই
তারিখ৬ মে ২০২৩ (2023-05-06)
ম্যাচসেরারদ্রিগো (রিয়াল মাদ্রিদ)[১]
রেফারিজোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (মুর্সিয়া)[২]
দর্শক সংখ্যা৫৫,৫৭৯
২০২২
২০২৪

রিয়াল মাদ্রিদের জন্য ২০১৪ সালের পর এটি ছিল তাদের প্রথম ফাইনালে উপস্থিতি, এর আগে তারা ১৯ বার শিরোপাটি জিতেছে। ওসাসুনা ২০০৫ সালে পরাজিত হয়ে ইতিহাসে দ্বিতীয়বার কোপা দেল রেই ফাইনালে উঠেছিল।

রিয়াল মাদ্রিদ ম্যাচটি ২–১ গোলো জিতে তাদের ২০তম কোপা দেল রেই খেতাব অর্জন করেছে।[৫]

ফাইনালের পথ

রিয়াল মাদ্রিদপর্বওসাসুনা
প্রতিপক্ষফলাফলপ্রতিপক্ষফলাফল
বিদায়প্রথম পর্বফুয়েন্তেস৪–১ (অ)
বিদায়দ্বিতীয় পর্বআর্নেডো৩–১ (অ)
ক্যাসেরেনো১–০ (অ)রাউন্ড অফ ৩২জিমন্যাস্টিক২–১ (অ.স.প.) ) (অ)
ভিলারিয়াল৩–২ (অ)রাউন্ড অব ১৬রিয়েল বেটিস২–২ (4–2 পে.) (অ)
অ্যাটলেটিকো মাদ্রিদ৩–১ (অ.স.প.) ) (নি)কোয়ার্টার ফাইনালসেভিলা২–১ (অ.স.প.) ) (নি)
বার্সেলোনা০–১ (নি), ৪–০ (অ)সেমিফাইনালঅ্যাথলেটিক বিলবাও১–০ (নি), ১–১ (অ.স.প.) ) (অ)

সংক্ষেপ: (নি) = নিজস্ব মাঠে; (অ) = অন্যের মাঠে

ম্যাচ

বিস্তারিত

রিয়াল মাদ্রিদ২–১ওসাসুনা
প্রতিবেদন
  • তোরো  ৫৮'
লা কার্তুজা, সেভিল
দর্শক সংখ্যা: ৫৫,৫৭৯
রেফারি: জোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (মুর্সিয়া)
রিয়াল মাদ্রিদ
ওসাসুনা
GK তিবো কুর্তোয়া  ৯০+৪'
RB দানি কারভাহাল
CB এদের মিলিতাও  ৪১'
CB ডেভিড আলাবা
LB১২ এদুয়ার্দো কামাভিঙ্গা  ৭৫'
DM১৮ ওরেলিয়াঁ চুয়ামেনি  ৬৯'
CM১৫ ফেদেরিকো ভালভের্দে  ৯০'
CM টনি ক্রুস  ৮২'
RW২১ রদ্রিগো  ৮৯'
CF করিম বেনজেমা ()
LW২০ ভিনিসিউস জুনিয়র  ৪৫'
প্রতিস্থাপন:
GK১৩ আন্দ্রি লুনিন
DF হেসুস ভায়েহো
DF নাচো ফের্নান্দেস
DF১৬ আলভারো ওদ্রিওসোলা
DF১৭ লুকাস ভাসকেস
DF২২ আন্টোনিও রুডিগার  ৬৯'
MF১০ লুকা মদরিচ  ৮২'
MF১৯ দানি সেবায়োস
FW এদেন আজার
FW১১ মার্কো আসেন্সিও  ৮৯'
FW২৪ মারিয়ানো দিয়াস
ম্যানেজার:
কার্লো আনচেলত্তি
GK সের্হিও হেরেরা
RB১৫ রুবেন পেনিয়া  ৭৫'
CB২৩ আরিদানে হের্নান্দেজ
CB ডেভিড গার্সিয়া ()  ৩৭'
LB জুয়ান ক্রুজ
DM লুকাস তোরো  ৮৬'
CM জন মনকায়োলা  ২১'
CM২২ আইমার ওরোজ
RW১৬ মোই গোমেজ  ৮৬'
CF১৭ আন্তে বুদিমির  ৭০'
LW১২ আব্দে এজালজৌলি  ৭৫'
প্রতিস্থাপন:
GK২৫ আইতোর ফেরনান্দেজ
DF উনাই গার্সিয়া
DF২০ মনু সানচেজ
DF৩১ জর্জ হেরান্দো
DF৩৫ ডিয়েগো মোরেনো
MF১১ কিকে বার্জা  ৮৩'  ৭৫'
MF১৪ রুবেন গার্সিয়া  ৭৫'
MF১৯ পাবলো ইবানেজ  ৯০+৪'  ৮৬'
MF৩৪ ইকার মুনোজ
FW চিমি আভিলা  ৭০'
FW১৮ কিকে গার্সিয়া  ৮৬'
ম্যানেজার:
হাগোবা আরাসাতে

ম্যান অব দ্য ম্যাচ: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)[১]

সহকারী রেফারি:[২] রাউল কাবানেরো মার্টিনেজ (মুর্সিয়া অঞ্চল) হোসে এনরিক পেরেজ নারাঞ্জো (লাস পালমাস) চতুর্থ রেফারি :[২] জুয়ান মার্টিনেজ মুনুয়েরা (ভ্যালেন্সিয়া) রিজার্ভ সহকারী রেফারি:[২] জুয়ান হোসে লোপেজ মির (মুরসিয়া অঞ্চল) ভিডিও সহকারী রেফারি :[২] সান্তিয়াগো জাইমে লাত্রে (আরাগন) সহকারী ভিডিও সহকারী রেফারি :[২] দিয়েগো বারবেরো সেভিলা (আন্দালুসিয়া)

ম্যাচের নিয়ম

টীকা

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী