২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ দলীয় সদস্য

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ ২০২৩ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়।[২]

অস্ট্রেলিয়া

২০২২ সালের ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করে।[৩]

কোচ: সারাহ এলি

  • রিস ম্যাককেনা (অধি.)
  • অনন্যা শর্মা
  • অ্যামি স্মিথ (উই.)
  • এলা উইলসন
  • এলা হেওয়ার্ড
  • এলেনর লারোসা
  • কেট পেল (উই.)
  • ক্লেয়ার মুর
  • ক্লোয়ি এইনসওয়ার্থ
  • চ্যারিস বেকার
  • জেড অ্যালেন
  • প্যারিস বাউডলার (উই.)
  • প্যারিস হল (উই.)
  • মিলি ইলিংওয়ার্থ
  • ম্যাগি ক্লার্ক
  • লুসি হ্যামিল্টন
  • সিয়ানা জিঞ্জার

অনন্যা শর্মা, অলিভিয়া হেনরি, প্যারিস হল, সামিরা দিমেল্যিও ও সারা কেনেডিকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৪] অনন্যা শর্মা ও প্যারিস হলকে পরবর্তীতে মূল দলে যোগ করা হয়।[৫]

আয়ারল্যান্ড

২০২২ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ড নিজেদের দল ঘোষণা করে।[৬]

কোচ: গ্লেন কুয়ের্ল

  • অ্যামি হান্টার (অধি.) (উই.)
  • শুইন উডস (সহ-অধি.) (উই.)
  • অ্যানাবেল স্কোয়ায়ারস
  • অ্যাবি হ্যারিসন
  • ইফে ফিশার
  • এইমি ম্যাগুয়ায়ার
  • এলি ম্যাকগি
  • কিয়া ম্যাককার্টনি
  • জর্জিনা ডেম্পসি
  • জারা ক্রেইগ
  • জুলি ম্যাকন্যালি
  • জেনিফার জ্যাকসন
  • জোয়ানা লোরান (উই.)
  • নিয়েউ ম্যাকনাল্টি
  • ফ্রেয়া সার্জেন্ট
  • রেবেকা গফ

অ্যালিস ওয়ালশ ও ইফে ফিশারকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[৭] টুর্নামেন্ট চলার পথে অ্যামি হান্টার চোটের কারণে দল থেকে ছিটকে গেলে শুইন উডসকে প্রতিযোগিতার বাকি সময়ের জন্য দলের অধিনায়ক মনোনীত করা হয় ও ইফে ফিশারকে মূল দলে যোগ করা হয়।[৮]

ইংল্যান্ড

২০২২ সালের ১৮ অক্টোবর ইংল্যান্ড নিজেদের দল ঘোষণা করে।[৯]

কোচ: ক্রিস গেস্ট

  • গ্রেস স্ক্রিভেনস (অধি.)
  • অ্যালেক্সা স্টোনহাউজ
  • এমা মারলো
  • এলি অ্যান্ডারসন
  • চ্যারিস পেভলি
  • জোসেফিন গ্রোভস
  • ডেভিনা পেরিন
  • নিয়েউ হল্যান্ড
  • ম্যাডি ওয়ার্ড (উই.)
  • রায়ানা ম্যাকডোনাল্ড-গে
  • লিজি স্কট
  • লিবার্টি হিপ
  • সেরেন স্মেল (উই.)
  • সোফিয়া স্মেল
  • হানা বেকার

এমিলি চার্মস, জেমিমা স্পেন্স, বেথান মাইলস, ম্যারি টেলর ও শার্লট ল্যামবার্টকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১০]

ইন্দোনেশিয়া

২০২৩ সালের ৩ জানুয়ারি ইন্দোনেশিয়া নিজেদের দল ঘোষণা করে।[১১]

কোচ: নুওয়ান শিরোমন

  • নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (অধি.)
  • তেরসিয়ানা পেনু ওয়েও (সহ-অধি.)
  • ই গুস্তি প্রতিবী (উই.)
  • ইয়েসনি জাহিলেপাং
  • কাদেক আয়ু কুর্নিয়র্তিনি
  • গুস্তি আয়ু মাদে রত্না উলনসরি
  • চাও লিয়ে
  • দেবা আয়ু সসিক্রয়োনি (উই.)
  • দেসি বুলন্দরি
  • নি কাদেক আরিয়ানি
  • নি কাদেক দেবী মুর্তিয়ারি
  • নি কাদেক দ্বি ইন্দ্রিয়ানি
  • নি পুতু চান্তিকা
  • নি মাদে সুয়ার্নিয়াসি
  • সাং আয়ু কেতুত পুষ্পিতা দেবী

ওয়েস্ট ইন্ডিজ

২০২২ সালের ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দল ঘোষণা করে।[১২]

কোচ: স্টিভ লিবার্ড

  • অশ্মিনী মুনিসার (অধি.)
  • আবিনি সেন্ট জঁ
  • আর্নিশা ফন্টেইন (উই.)
  • আসাবি ক্যালেন্ডার
  • জাইদা জেমস
  • জানিলিয়া গ্লাসগো
  • জাহজারা ক্ল্যাক্সটন
  • জেনাবা জোসেফ
  • জ্যাজ মিচেল
  • ত্রিশান হোল্ডার
  • নাইজানি কাম্বারব্যাচ
  • রিয়েলিয়ানা গ্রিমন্ড
  • লেনা স্কট (উই.)
  • শালিনী সমরু
  • শুনেল শাহ (উই.)

জিম্বাবুয়ে

২০২২ সালের ২৯ ডিসেম্বর জিম্বাবুয়ে নিজেদের দল ঘোষণা করে।[১৩]

কোচ: ট্রেভর পিরি

  • কেলিস ন্দ্‌লোভু (অধি.)
  • অলিন্ডার চারে
  • আদেল জিমুনু
  • কুদ্‌জাই চিগোরা
  • কে ন্দিরায়া
  • কেলি ন্দিরায়া
  • চিপো মোয়ো (উই.)
  • ড্যানিয়েল মিকেল
  • তাওয়ানানিয়াশা মারুমানি
  • নাতাশা ম্‌তোম্বা
  • ফেইথ ন্দ্‌লালাম্বি
  • বেটি মাগাচেনা
  • ভিম্বাই মুতুংউইন্দু (উই.)
  • মিশেল মাভুংগা
  • রুকুদ্‌জো মোয়াকায়েনি

দক্ষিণ আফ্রিকা

২০২২ সালের ৬ ডিসেম্বর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নিজেদের দল ঘোষণা করে।[১৪]

কোচ: দিনেশা দেবনারাইন

  • ওলুহ্‌লে সিয়ো (অধি.)
  • ম্যাডিসন ল্যান্ডসম্যান (সহ-অধি.)
  • আনিকা সোয়ার্ট
  • আয়ান্দা শুবি
  • এলান্দ্রি ইয়ানসে ফন রেনসবুর্খ
  • কারাবো মেসো (উই.)
  • কেইলা রাইনেকা
  • জেনা এভানস
  • জেমা বোথা
  • ন্তাবিসেং নিনি
  • মিয়ানা স্মিট
  • মোনা লিসা লেখোদি
  • রেফিলভে মোনচো
  • সিমোনা লাউরেনস (উই.)
  • সেশনি নাইডু

কেইটলিন ভাইনখর্ড ও দিয়ারা রামলক্ষ্মণকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[১৫]

নিউজিল্যান্ড

২০২২ সালের ১৩ ডিসেম্বর নিউজিল্যান্ড নিজেদের দল ঘোষণা করে।[১৬]

কোচ: সারা ম্যাকগ্লাশান

  • ইজি শার্প (অধি.) (উই.)
  • অলিভিয়া অ্যান্ডারসন
  • অ্যানা ব্রাউনিং
  • অ্যাবিগেইল হটন
  • আন্তোনিয়া হ্যামিল্টন (উই.)
  • ইসাবেলা গেজ (উই.)
  • এমা আরউইন
  • এমা ম্যাকলাওড
  • কেইলি নাইট
  • কেট আরউইন
  • কেট চ্যান্ডলার
  • জর্জিয়া প্লিমার
  • নাতাশা ওয়াকেলিন
  • নাতাশা কোডায়ার
  • পেইল লগেনবার্গ
  • ফ্র্যান জোনাস
  • ব্রিয়ার্ন ইলিং
  • লুইসা কটক্যাম্প

চোটের কারণে ব্রিয়ার্ন ইলিং ছিটকে গেলে দলে লুইসা কটক্যাম্পকে যোগ করা হয়।[১৭] টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যান জোনাসও চোটের কারণে দল থেকে ছিটকে যান, যে কারণে কেট আরউইনকে দলে নেয়া হয়।[১৮] ২০২৩ সালের ২৩ জানুয়ারি এমা আরউইনকে দলে যোগ করা হয়।[১৯]

পাকিস্তান

২০২২ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান নিজেদের দল ঘোষণা করে।[২০]

কোচ: মহসিন কামাল

  • সৈয়দা আরুব শাহ (অধি.)
  • আইমান ফাতিমা
  • আনোশা নাসির
  • আরিশা নুর ভাট্টি
  • আলিজা খান
  • ওয়ারদা ইউসুফ
  • কুরাতুলআইন আহসান
  • জমিনা তাহির (উই.)
  • জয়বুন্নেসা
  • মাহনুর আফতাব
  • রিদা আসলাম
  • লাইবা নাসির
  • শাওয়াল জুলফিকার
  • হানিয়া আমির
  • হালিমা আজিম দার

আকসা ইউসুফ, তাহজিব শাহ, দিনা রিজভি, মাহম আনিস ও মুসকান আবিদকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২১]

বাংলাদেশ

২০২২ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দল ঘোষণা করে।[২২]

কোচ: দীপু রায় চৌধুরী

  • দিশা বিশ্বাস (অধি.)
  • স্বর্ণা আক্তার (সহ-অধি.)
  • আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা
  • আশরাফি ইয়াসমিন
  • উন্নতি আক্তার (উই.)
  • জান্নাতুল মাওয়া
  • দিলারা আক্তার (উই.)
  • দীপা খাতুন
  • মারুফা আক্তার
  • মিষ্টি রানী সাহা
  • মোছাম্মৎ ইভা (উই.)
  • রাবেয়া খান
  • রিয়া আক্তার শিখা
  • লেকি চাকমা
  • সুমাইয়া আক্তার

জুয়াইরিয়া ফেরদৌস, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন ও সুবর্ণা কর্মকারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২৩]

ভারত

২০২২ সালের ৫ ডিসেম্বর ভারত নিজেদের দল ঘোষণা করে।[২৪]

কোচ: নওশিন আল কাদির

  • শেফালি বর্মা (অধি.)
  • শ্বেতা সেহরাওয়াত (সহ-অধি.)
  • অর্চনা দেবী
  • গোংগড়ি তৃষা
  • তিতাস সাধু
  • পার্শবী চোপড়া
  • ফলক নাজ
  • মন্নত কাশ্যপ
  • রিচা ঘোষ (উই.)
  • শবনম শাকিল
  • শোভাদণ্ডী যশশ্রী
  • সোনম যাদব
  • সোনিয়া মেন্ধিয়া
  • সৌম্য তিওয়ারি
  • হার্লি গালা
  • হৃষিতা বসু (উই.)

নাজলা নওশাদ, শিখা যোগেশ কুমার ও শোভাদণ্ডী যশশ্রীকে স্টান্ডবাই খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২৫] আঙুলে চোটের কারণে হার্লি গালা দল থেকে ছিটকে গেলে শোভাদণ্ডী যশশ্রীকে মূল দলে যোগ করা হয়।[২৬]

মার্কিন যুক্তরাষ্ট্র

২০২২ সালের ১৪ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দল ঘোষণা করে।[২৭]

কোচ: শিবনারায়ণ চন্দরপল

  • গীতিকা কোডালি (অধি.)
  • আনিকা কোলান (সহ-অধি.) (উই.)
  • অদিতি চুড়াসমা
  • ঈশানী বাগেলা
  • জীবন লি আরাস
  • টিয়া গনসালভেস
  • তারান্নুম চোপড়া
  • দিশা ধিংরা
  • পূজা গণেশ (উই.)
  • পূজা শাহ
  • ভূমিকা ভদ্রীরাজু
  • রিতু সিং
  • লাস্যা মুল্লপুড়ি
  • সাই তন্ময়ী এয্যুণ্ণি
  • সুহানি তদনী
  • স্নিগ্ধা পাল

কস্তুরী বেদান্তম, চেতনা প্রসাদ, টিয়া গনসালভেস, মিতালি পটবর্ধন ও লিসা রামজিতকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২৮] তারান্নুম চোপড়া পরবর্তীতে চোটের কারণে দল থেকে ছিটকে গেলে টিয়া গনসালভেসকে মূল দলে যোগ করা হয়।[২৯]

রুয়ান্ডা

২০২২ সালের ১৮ ডিসেম্বর রুয়ান্ডা নিজেদের দল ঘোষণা করে।[৩০]

কোচ: লেনার্ড নাম্বুরো

  • জিজেল ইশিমোয়ে (অধি.)
  • জুরুফাত ইশিমোয়ে
  • জেওভানিস উয়াসে (উই.)
  • ডিভাইন গিহোজো ইশিমোয়ে
  • বেলিস মুরেকাতেতে
  • মারি তুমুকুন্দে
  • মেরভেইল উয়াসে (উই.)
  • রোজিন ইরেরা
  • শাকিলা নিয়োমুহোজা
  • সিনথিয়া উয়েরা
  • সিনথিয়া তুয়িজেরে
  • সিলভিয়া উসাব্‌য়িমানা
  • সেজারি মুরাগিজিমানা
  • হেনরিয়েট ইশিমোয়ে
  • হেনরিয়েট ইসিম্বি (উই.)

শ্রীলঙ্কা

২০২৩ সালের ৫ জানুয়ারি শ্রীলঙ্কা নিজেদের দল ঘোষণা করে।[৩১]

কোচ: শশীকলা সিরিবর্দনে

  • বিশমি গুণরত্নে (অধি.)
  • উমায়া রত্নায়ক
  • দহমি সেনেত্মা
  • দুলংগা দিশানায়ক
  • দেবমি বিহঙ্গা
  • নেত্মি সেনারত্ন
  • পমোদা শয়িনি
  • বিদুশিকা পেরেরা
  • বিহারা সেব্বন্দি
  • মনুদি নানায়ক্কার
  • রশ্মি নেত্রাঞ্জলি
  • রশ্মিকা সেব্বন্দি
  • রিস্মি সঞ্জনা
  • সুমুদু নিসংসলা (উই.)
  • হরিনি পেরেরা

সংযুক্ত আরব আমিরাত

২০২২ সালের ২৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত নিজেদের দল ঘোষণা করে।[৩২]

কোচ: নাজিব আমর

  • তীর্থ সতীশ (অধি.) (উই.)
  • অবনী সুনীল পাতিল
  • অর্চনা সুপ্রিয়া
  • ইন্দুজা নন্দকুমার
  • ইশিতা জাহরা
  • ঋষিতা রজিত
  • গীতিকা জ্যোতিষ
  • বৈষ্ণবী মহেশ
  • মহিকা গৌর
  • রিনিতা রজিত
  • লাবণ্য কেনি
  • সঞ্চিন সিং (উই.)
  • সঞ্জনা রমেশ
  • সামাইরা ধরণীধরকা
  • সিয়া গোখালে

স্কটল্যান্ড

২০২২ সালের ১২ ডিসেম্বর স্কটল্যান্ড নিজেদের দল ঘোষণা করে।[৩৩]

কোচ: পিটার রস

  • ক্যাথেরিন ফ্রেজার (অধি.)
  • এইলসা লিস্টার (সহ-অধি.) (উই.)
  • অলিভিয়া বেল
  • অ্যান স্টার্জেস
  • এমা ওয়ালসিংহ্যাম
  • এমিলি টাকার
  • ওর্লা মন্টগোমারি
  • কার্স্টি ম্যাককল
  • ডার্সি কার্টার
  • নাইমা শেখ
  • নিয়েউ মুর
  • নিয়েউ রবার্টসন-জ্যাক
  • মরিয়ম ফয়সাল (উই.)
  • মলি প্যাটন
  • মলি বারবার-স্মিথ
  • মেইজি মাসেইরা

টুর্নামেন্ট শুরুর আগে আঙুলে চোটের কারণে মলি বারবার-স্মিথ দল থেকে ছিটকে গেলে কার্স্টি ম্যাককলকে দলে নেয়া হয়।[৩৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী