২০২৩–২৪ স্পেনীয় সুপার কাপ


২০২৩–২৪ স্পেনীয় সুপার কাপ হচ্ছে স্পেনীয় সুপার কাপ-এর ৪০তম সংস্করণ, যেটি স্পেনীয় ফুটবল লিগ ব্যবস্থার আওতায় থাকা ক্লাবগুলোর মধ্যে বড় প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট গুলোতে সফল ক্লাব গুলোর জন্য একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা।

২০২৩–২৪ স্পেনীয় সুপার কাপ
বিবরণ
স্বাগতিক দেশ সৌদি আরব
তারিখ১০–১৪ জানুয়ারি ২০২৪
দল
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ (১৩তম শিরোপা)
রানার-আপবার্সেলোনা
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১৫ (ম্যাচ প্রতি ৫টি)
দর্শক সংখ্যা৭১,৮৯১ (ম্যাচ প্রতি ২৩,৯৬৪ জন)
শীর্ষ গোলদাতাভিনিসিউস জুনিয়র
(৩ গোল)
২০২৪–২৫

রিয়াল মাদ্রিদ এই আসরে বিজয়ী হয়, যা ক্লাবটির ১৩ তম শিরোপা।

যোগ্যতা

এই প্রতিযোগিতায় ২০২২–২৩ লা লিগা এবং ২০২২–২৩ কোপা দেল রেইতে বিজয়ী এবং রানার্স আপ দল অংশগ্রহণ করবে।[১]

যোগ্য দল

নিম্নোক্ত চারটি দল এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে।[২]

দলযোগ্যতা অর্জন পদ্ধতিউপস্থিতিশেষবারের অবস্থানপূর্ব অর্জন
বিজয়ীরানার-আপসেমি-ফাইনাল
বার্সেলোনা২০২২–২৩ লা লিগা বিজয়ী২৮তম২০২২–২৩ বিজয়ী১৪১১
রিয়াল মাদ্রিদ২০২২–২৩ কোপা দেল রেই বিজয়ী এবং ২০২২–২৩ লা লিগা রানার-আপ২০ তম২০২২–২৩ রানার-আপ১২
আতলেতিকো মাদ্রিদ২০২২–২৩ লা লিগা তৃতীয় স্থান৯ম২০২১–২২ সেমি-ফাইনাল
ওসাসুনা২০২২–২৩ কোপা দেল রেই রানার-আপ১ম (অভিষেক)

মাঠ

এই টুর্নামেন্টের তিনটি ম্যাচই সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩]

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ২৫,০০০

ম্যাচ

বন্ধনী

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১০ জানুয়ারি ২০২৪ – রিয়াদ
 
 
রিয়াল মাদ্রিদ (অ.স.প.)
 
১৪ জানুয়ারি ২০২৪ – রিয়াদ
 
আতলেতিকো মাদ্রিদ
 
রিয়াল মাদ্রিদ
 
১১ জানুয়ারি ২০২৪ – রিয়াদ
 
বার্সেলোনা
 
বার্সেলোনা
 
 
ওসাসুনা
 

সেমি-ফাইনাল

রিয়াল মাদ্রিদ৫–৩ (অ.স.প.)আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম, রিয়াদ
দর্শক সংখ্যা: ২৩,৯৮২[৪]
রেফারি: হাভিয়ের আলবেরোলা রোয়াস (কাস্তিয়া–লা মাঞ্চা)

বার্সেলোনা২–০ওসাসুনা
প্রতিবেদন
কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম, রিয়াদ
দর্শক সংখ্যা: ২৩,৯৩২[৫]
রেফারি: আলেহান্দ্রো মুনিস রুইস (গ্যালিসিয়া)

ফাইনাল

রিয়াল মাদ্রিদ৪–১বার্সেলোনা
প্রতিবেদন
কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম, রিয়াদ
দর্শক সংখ্যা: ২৩,৯৭৭[৬]
রেফারি: হুয়ান মার্তিনেস মুনুয়েরা (ভালেনসিয়ান কমিউনিটি)

আরো দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী