২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের অষ্টম আসর হিসেবে ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়।[৩][৪][৫] টুর্নামেন্টটি প্রথমে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা ২০২২ পর্যন্ত স্থগিত করা হয়।[৬] ২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২২ সালের টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে।[৭][৮] ২০২২ সালের জানুয়ারি মাসে টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[৯][১০] স্বাগতিক অস্ট্রেলিয়া ছিল বিগত আসরের বিজয়ী দল।[১১]

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের লোগো
তারিখ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত গ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক অস্ট্রেলিয়া
বিজয়ী ইংল্যান্ড (২য় শিরোপা)
রানার-আপ পাকিস্তান
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬[১]
খেলার সংখ্যা৪৫[২]
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ইংল্যান্ড স্যাম কারেন
সর্বাধিক রান সংগ্রহকারীভারত বিরাট কোহলি (২৯৬)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৫)
আনুষ্ঠানিক ওয়েবসাইটটি২০ বিশ্বকাপ

টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় পুরুষ টি২০ বিশ্বকাপ শিরোপা অর্জন করে।[১২] প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের স্যাম কারান[১৩][১৪]

প্রেক্ষাপট

২০১৮ সালের এপ্রিল মাসে আইসিসি ঘোষণা দেয় যে ২০২১ সালের সূচিতে থাকা চ্যাম্পিয়নস ট্রফির আসরের পরিবর্তে বিশ্বকাপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।[১৫] ২০২০ সালের জুন মাসে কোভিড-১৯ মহামারি সংক্রান্ত পরিস্থিতিতে ২০২১ সালের টি২০ বিশ্বকাপের ভবিষ্যৎ বিষয়ে আলোচনার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ২০২১ সালের আসরটি অস্ট্রেলিয়ার ও ২০২২ সালের আসরটি ভারতের আয়োজন করা উচিত বলে মন্তব্য করেন।[১৬] পরবর্তীতে আইসিসি জানায় যে যথাক্রমে ২০২০ ও ২০২১ সালের বিশ্বকাপের নির্ধারিত আয়োজক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে যেকোনও এক দেশই এ আসরটি আয়োজন করবে।[১৭]

দলসমূহ

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে স্থান পাওয়া ১২টি দল ২০২২ সালের আসরের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়।[১৮][১৯] এ ১২টি দলের মধ্যে ২০২১ সালের ১৫ নভেম্বর তারিখে র‍্যাংকিং-এ এগিয়ে থাকার কারণে স্বাগতিক অস্ট্রেলিয়াসহ আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশভারত সরাসরি এ আসরের সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।[২০] ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, শ্রীলঙ্কাস্কটল্যান্ড সুযোগ পায় প্রতিযোগিতার প্রথম পর্বে খেলার।[২১]

প্রতিযোগিতার বাকি ৪টি দল নির্ধারিত হয় দুটি বৈশ্বিক বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে, যে টুর্নামেন্টগুলোর প্রতিটি থেকে সেরা দুই দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।[২২] টুর্নামেন্টগুলোতে অংশ নেয় মোট ১৬টি দল: ২০২১ বিশ্বকাপের সুপার ১২ পর্বে উত্তীর্ণ হতে না পারা চারটি দল (আয়ারল্যান্ড, ওমান, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি), র‍্যাংকিং-এ এর পর সেরা অবস্থানে থাকা চারটি দল (জিম্বাবুয়ে, নেপাল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত) ও আঞ্চলিক বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হওয়া আটটি দল।[২৩] বৈশ্বিক বাছাইপর্ব এ থেকে উত্তীর্ণ হয় আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।[২৪][২৫] টুর্নামেন্টটিতে বিজয়ী হয়ে সংযুক্ত আরব আমিরাত স্থান পায় বিশ্বকাপের গ্রুপ এতে,[২৬] এবং আয়ারল্যান্ডের স্থান হয় গ্রুপ বিতে।[২৭] বৈশ্বিক বাছাইপর্ব বি থেকে শেষ দুই দল হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হয় জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।[২৮] বিজয়ী জিম্বাবুয়ে বিশ্বকাপের গ্রুপ বিতে ও রানার-আপ নেদার‍ল্যান্ডস বিশ্বকাপের গ্রুপ এতে স্থান পায়।[২৯][৩০]

উত্তরণের যোগ্যতাতারিখআয়োজনস্থলআসনউত্তীর্ণ দল
স্বাগতিক৭ আগস্ট ২০২০  অস্ট্রেলিয়া
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
(শেষ পুরুষ টি২০ বিশ্বকাপের সেরা ১১ দল, স্বাগতিক দল ছাড়া)
১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১ ওমান
সংযুক্ত আরব আমিরাত
১১  আফগানিস্তান
 ইংল্যান্ড
 ওয়েস্ট ইন্ডিজ
 দক্ষিণ আফ্রিকা
 নামিবিয়া
 নিউজিল্যান্ড
 পাকিস্তান
 বাংলাদেশ
 ভারত
 শ্রীলঙ্কা
 স্কটল্যান্ড
বৈশ্বিক বাছাইপর্ব এ১৮ ফেব্রুয়ারি ২০২২ – ২৪ ফেব্রুয়ারি ২০২২ ওমান  আয়ারল্যান্ড
 সংযুক্ত আরব আমিরাত
বৈশ্বিক বাছাইপর্ব বি১১ জুলাই ২০২২ – ১৭ জুলাই ২০২২ জিম্বাবুয়ে  জিম্বাবুয়ে
 নেদারল্যান্ডস
মোট১৬

বৈশ্বিক বাছাইপর্ব

বৈশ্বিক বাছাইপর্ব টুর্নামেন্টসমূহে অংশ নেয় ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে সর্বশেষ অবস্থানে থাকা চার দল, স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ বা বাছাইপর্বে উত্তীর্ণ না হওয়া দলসমূহের মধ্যে র‍্যাংকিং অনুযায়ী সেরা চার দল ও আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হওয়া আট দল।[৩১] ২০২১ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারির কারণে পূ্র্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব বাতিল হওয়ার কথা নিশ্চিত করে।[৩২] এ কারণে র‍্যাংকিং অনুযায়ী পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা দল হিসেবে ফিলিপাইন বৈশ্বিক বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[৩৩] ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের বি গ্রুপের খেলাও মহামারির কারণে বাতিল ঘোষিত হয়, যার ফলে সেরা র‍্যাংকে থাকা দল হিসেবে হংকং বৈশ্বিক বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ পায়।[৩৪] ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয় জার্সিজার্মানি[৩৫][৩৬] এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এ গ্রুপ থেকে উত্তীর্ণ হয় বাহরাইন[৩৭] আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্রকানাডা[৩৮][৩৯] বৈশ্বিক বাছাইপর্বের সর্বশেষ স্থানটি আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের আঞ্চলিক বাছাইপর্বে বিজয়ী হয়ে লাভ করে উগান্ডা[৪০]

উত্তরণের যোগ্যতাতারিখআয়োজনস্থলআসনউত্তীর্ণ দল
স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
(শেষ পুরুষ টি২০ বিশ্বকাপের সর্বশেষ অবস্থানে থাকা ৪ দল)
১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১ ওমান
সংযুক্ত আরব আমিরাত
 আয়ারল্যান্ড
 ওমান
 নেদারল্যান্ডস
 পাপুয়া নিউগিনি
আইসিসি পুরুষ টি২০আই র‍্যাংকিং
(স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হতে ব্যর্থ দলসমূহের মধ্যে সেরা ৪ দল)
 জিম্বাবুয়ে
   নেপাল
 সংযুক্ত আরব আমিরাত
 সিঙ্গাপুর
আঞ্চলিক বাছাইপর্ব থেকে উত্তীর্ণ
পূর্ব-এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জাপান  ফিলিপাইন
এশিয়া (এ)২৩ অক্টোবর ২০২১ – ২৯ অক্টোবর ২০২১ কাতার  বাহরাইন
এশিয়া (বি) মালয়েশিয়া  হংকং
ইউরোপ১৫ অক্টোবর ২০২১ – ২১ অক্টোবর ২০২১ স্পেন  জার্মানি
 জার্সি
আমেরিকা৭ নভেম্বর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১ অ্যান্টিগা ও বারবুডা  কানাডা
 মার্কিন যুক্তরাষ্ট্র
আফ্রিকা১৭ নভেম্বর ২০২১ – ২০ নভেম্বর ২০২১ রুয়ান্ডা  উগান্ডা
মোট১৬

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

২০২২ সালের ৩ অক্টোবর আইসিসি টুর্নামেন্টের ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ারদের নাম ঘোষণা করে।[৪১]

ম্যাচ রেফারি

আম্পায়ার

দলীয় সদস্য

২০২২ সালের ২২ সেপ্টেম্বরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল নিজেদের প্রাথমিক সদস্য তালিকা ঘোষণা করে।[৪২] ২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করে।[৪৩]

মাঠ

২০২১ সালের ১৫ নভেম্বর আইসিসি টুর্নামেন্টের ম্যাচ আয়োজনকারী শহরসমূহের নাম নিশ্চিত করে।[৪৪] টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করে অ্যাডিলেড, হোবার্ট, জিলং, পার্থ, ব্রিসবেন, মেলবোর্নসিডনি[৪৫] টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় সিডনি ক্রিকেট মাঠঅ্যাডিলেড ওভালে[৪৬] ফাইনাল ম্যাচ আয়োজন করে মেলবোর্ন ক্রিকেট মাঠ[৪৭]

২০২২ আইসিসি পুরুষ টি২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী মাঠ
ব্রিসবেনপার্থঅ্যাডিলেডসিডনি
ব্রিসবেন ক্রিকেট মাঠপার্থ স্টেডিয়ামঅ্যাডিলেড ওভালসিডনি ক্রিকেট মাঠ
ধারণক্ষমতা: ৪২০০০ধারণক্ষমতা: ৬১২৬৬ধারণক্ষমতা: ৫৫৩১৭ধারণক্ষমতা: ৪৮৬০১
জিলংমেলবোর্নহোবার্ট
কার্ডিনিয়া পার্কমেলবোর্ন ক্রিকেট মাঠবেলরিভ ওভাল
ধারণক্ষমতা: ২৬০০০ধারণক্ষমতা: ১০০০২৪ধারণক্ষমতা: ২০০০০

প্রস্তুতিমূলক ম্যাচ

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল (প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো প্রথম পর্বের আগে ও সুপার ১২ পর্বে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো প্রথম পর্ব চলাকালে) কিছু প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[৪৮] অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে এবং বাকি প্রতিটি দল দুটি করে ম্যাচে অংশ নেয়।[৪৯]

প্রস্তুতিমূলক ম্যাচ
১০ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫২/৯ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩৫/৬ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী
জংশন ওভাল, মেলবোর্ন
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৫১/৭ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১৩৩/৭ (২০ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৪৩ (৩৫)
ব্র্যাড হুইল ২/২৪ (৪ ওভার)
স্কটল্যান্ড ১৮ রানে জয়ী
জংশন ওভাল, মেলবোর্ন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ অক্টোবর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৮৮/৫ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৫৫/৫ (২০ ওভার)
কুশল মেন্ডিস ৫৪ (২৯)
মিল্টন শুম্বা ১/৭ (১ ওভার)
শ্রীলঙ্কা ৩৩ রানে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নামিবিয়া 
১৩৮/৪ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১২৭ (১৯.৫ ওভার)
খেরহার্ট এরাসমাস ৩৪* (৩৫)
গ্যারেথ ডেলানি ১/১১ (২ ওভার)
পল স্টার্লিং ৩৭ (৩০)
বেন শিকোংগো ৩/১১ (২ ওভার)
নামিবিয়া ১১ রানে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৩ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
জংশন ওভাল, মেলবোর্ন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৩ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
জংশন ওভাল, মেলবোর্ন
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৩ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৭ অক্টোবর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ভারত 
১৮৬/৭ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৮০ (২০ ওভার)
লোকেশ রাহুল ৫৭ (৩৩)
কেন রিচার্ডসন ৪/৩০ (৪ ওভার)
ভারত ৬ রানে জয়ী
ব্রিসবেন ক্রিকেট মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ অক্টোবর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৯৮ (১৭.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১০০/১ (১১.২ ওভার)
রাইলি রুশো ৫৪* (৩২)
ইশ সোধি ১/১৬ (২.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৬০/৮ (১৯ ওভার)
 ইংল্যান্ড
১৬৩/৪ (১৪.৪ ওভার)
শান মাসুদ ৩৯ (২২)
ডেভিড উইলি ২/২২ (২ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ব্রিসবেন ক্রিকেট মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।

১৭ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৬০/৭ (২০ ওভার)
 বাংলাদেশ
৯৮/৯ (২০ ওভার)
আফগানিস্তান ৬২ রানে জয়ী
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৫৪/৬ (২০ ওভার)
 পাকিস্তান
১৯/০ (২.২ ওভার)
ফলাফল হয়নি
ব্রিসবেন ক্রিকেট মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

১৯ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৯ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ব্রিসবেন ক্রিকেট মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

প্রথম পর্ব

২০২২ সালের ২১ মার্চ আইসিসি প্রথম পর্বের সূচি নিশ্চিত করে।[৫০]

গ্রুপ এ

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাটাইফহপয়েন্টনে.রা.রে.
 শ্রীলঙ্কা+০.৬৬৭
 নেদারল্যান্ডস−০.১৬২
 নামিবিয়া+০.৭৩০
 সংযুক্ত আরব আমিরাত−১.২৩৫

     সুপার ১২ পর্বে উত্তীর্ণ

সূচি

১৬ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৬৩/৭ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১০৮ (১৯ ওভার)
ইয়ান ফ্রাইলিংক ৪৪ (২৮)
প্রমোদ মদুশন ২/৩৭ (৪ ওভার)
দাসুন শানাকা ২৯ (২৩)
ডেভিড ভিসা ২/১৬ (৪ ওভার)
নামিবিয়া ৫৫ রানে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ান ফ্রাইলিংক (নামিবিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১১১/৮ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১১২/৭ (১৯.৫ ওভার)
নেদারল্যান্ডস ৩ উইকেটে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাস ডে লেডা (নেদারল্যান্ডস)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১২১/৬ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১২২/৫ (১৯.৩ ওভার)
নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাস ডে লেডা (নেদারল্যান্ডস)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৫২/৮ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৭৩ (১৭.১ ওভার)
আয়ান আফজাল খান ১৯ (২১)
ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা ৩/৮ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কার্তিক মেইয়াপ্পান প্রথম আমিরাতি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৫১]

২০ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৬২/৬ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১৪৬/৯ (২০ ওভার)
কুশল মেন্ডিস ৭৯ (৪৪)
পল ফন মেকারেন ২/২৫ (৪ ওভার)
শ্রীলঙ্কা ১৬ রানে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৪৮/৩ (২০ ওভার)
 নামিবিয়া
১৪১/৮ (২০ ওভার)
মুহাম্মদ ওয়াসিম ৫০ (৪১)
বেন শিকোংগো ১/৮ (১ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ রানে জয়ী
কার্ডিনিয়া পার্ক, জিলং
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফাহাদ নওয়াজ (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ বি

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাটাইফহপয়েন্টনে.রা.রে.
 জিম্বাবুয়ে+০.২০০
 আয়ারল্যান্ড+০.১০৫
 স্কটল্যান্ড+০.৩০৪
 ওয়েস্ট ইন্ডিজ−০.৫৬৩

     সুপার ১২ পর্বে উত্তীর্ণ

সূচি

১৭ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬০/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৮ (১৮.৩ ওভার)
জর্জ মানসি ৬৬* (৫৩)
জেসন হোল্ডার ২/১৪ (৩ ওভার)
জেসন হোল্ডার ৩৮ (৩৩)
মার্ক ওয়াট ৩/১২ (৪ ওভার)
স্কটল্যান্ড ৪২ রানে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ মানসি (স্কটল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ অক্টোবর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৭৪/৭ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৪৩/৯ (২০ ওভার)
জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৭৬/৫ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৮০/৪ (১৯ ওভার)
মাইকেল জোনস ৮৬ (৫৫)
কার্টিস ক্যাম্ফার ২/৯ (২ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫৩/৭ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১২২ (১৮.২ ওভার)
লুক জংওয়ে ২৯ (২২)
আলজারি জোসেফ ৪/১৬ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৪৬/৫ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৫০/১ (১৭.৩ ওভার)
পল স্টার্লিং ৬৬* (৪৮)
আকিল হোসেন ১/৩৮ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যারেথ ডেলানি (আয়ারল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৩২/৬ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৩৩/৫ (১৮.৩ ওভার)
জর্জ মানসি ৫৪ (৫১)
তেন্দাই চাতারা ২/১৪ (৪ ওভার)
ক্রেইগ আরভাইন ৫৮ (৫৪)
জশ ডেভি ২/১৬ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

সুপার ১২

গ্রুপ ১

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাটাইফহপয়েন্টনে.রা.রে.
 নিউজিল্যান্ড+২.১১৩
 ইংল্যান্ড+০.৪৭৩
 অস্ট্রেলিয়া (H)−০.১৭৩
 শ্রীলঙ্কা−০.৪২২
 আয়ারল্যান্ড−১.৬১৫
 আফগানিস্তান−০.৫৭১

     নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

২২ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২০০/৩ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১১১ (১৭.১ ওভার)
ডেভন কনওয়ে ৯২* (৫৮)
জশ হ্যাজলউড ২/৪১ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৮৯ রানে জয়ী
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
১১২ (১৯.৪ ওভার)
 ইংল্যান্ড
১১৩/৫ (১৮.১ ওভার)
ইব্রাহিম জাদরান ৩২ (৩২)
স্যাম কারান ৫/১০ (৩.৪ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যাম কারান (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • স্যাম কারান প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৫২]

২৩ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১২৮/৮ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৩৩/১ (১৫ ওভার)
হ্যারি টেকটর ৪৫ (৪২)
মহেশ তীক্ষণ ২/১৯ (৪ ওভার)
কুশল মেন্ডিস ৬৮* (৪৩)
গ্যারেথ ডেলানি ১/২৮ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ অক্টোবর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৫৭/৬ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৫৮/৩ (১৬.৩ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৫৭ (১৯.২ ওভার)
 ইংল্যান্ড
১০৫/৫ (১৪.৩ ওভার)
দাউদ মালান ৩৫ (৩৭)
জশুয়া লিটল ২/১৬ (৩ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২৬ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৮ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও আলিম দার (পাকিস্তান)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৮ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৮ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৭/৭ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১০২ (১৯.২ ওভার)
গ্লেন ফিলিপস ১০৪ (৬৪)
কসুন রজিতা ২/২৩ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৬২ রানে জয়ী
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩১ অক্টোবর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৭৯/৫ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৩৭ (১৮.১ ওভার)
লরকান টাকার ৭১* (৪৮)
গ্লেন ম্যাক্সওয়েল ২/১৪ (২.১ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৪৪/৮ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৪৮/৪ (১৮.৩ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ নভেম্বর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭৯/৬ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৫৯/৬ (২০ ওভার)
জস বাটলার ৭৩ (৪৭)
লকি ফার্গুসন ২/৪৫ (৪ ওভার)
গ্লেন ফিলিপস ৬২ (৩৬)
স্যাম কারান ২/২৬ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ নভেম্বর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৮৫/৬ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৫০/৯ (২০ ওভার)
পল স্টার্লিং ৩৭ (২৭)
লকি ফার্গুসন ৩/২২ (৪ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জশুয়া লিটল (আয়ারল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[৫৩]

৪ নভেম্বর ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬৮/৮ (২০ ওভার)
 আফগানিস্তান
১৬৪/৭ (২০ ওভার)
রাশিদ খান ৪৮* (২৩)
অ্যাডাম জাম্পা ২/২২ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৪ রানে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৪১/৮ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৪৪/৬ (১৯.৪ ওভার)
পাথুম নিশঙ্কা ৬৭ (৪৫)
মার্ক উড ৩/২৬ (৩ ওভার)
ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদিল রশিদ (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ ২

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাটাইফহপয়েন্টনে.রা.রে.
 ভারত+১.৩১৯
 পাকিস্তান+১.০২৮
 দক্ষিণ আফ্রিকা+০.৮৭৪
 নেদারল্যান্ডস−০.৮৪৯
 বাংলাদেশ−১.১৭৬
 জিম্বাবুয়ে−১.১৩৭

     নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

২৩ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৫৯/৮ (২০ ওভার)
 ভারত
১৬০/৬ (২০ ওভার)
বিরাট কোহলি ৮২* (৫৩)
হারিস রউফ ২/৩৬ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৪৪/৮ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১৩৫ (২০ ওভার)
আফিফ হোসেন ৩৮ (২৭)
পল ফন মেকারেন ২/২১ (৪ ওভার)
কলিন আকেরমান ৬২ (৪৮)
তাসকিন আহমেদ ৪/২৫ (৪ ওভার)
বাংলাদেশ ৯ রানে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাসকিন আহমেদ (বাংলাদেশ)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ অক্টোবর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৭৯/৫ (৯ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৫১/০ (৩ ওভার)
ফলাফল হয়নি
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৯ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২৭ অক্টোবর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২০৫/৫ (২০ ওভার)
 বাংলাদেশ
১০১ (১৬.৩ ওভার)
রাইলি রুশো ১০৯ (৫৬)
সাকিব আল হাসান ২/৩৩ (৩ ওভার)
লিটন কুমার দাস ৩৪ (৩১)
আনরিখ নর্টখে ৪/১০ (৩.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ অক্টোবর ২০২২
১৮:১০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৭৯/২ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
১২৩/৯ (২০ ওভার)
বিরাট কোহলি ৬২* (৪৪)
পল ফন মেকারেন ১/৩২ (৪ ওভার)
টিম প্রিংগল ২০ (১৫)
ভুবনেশ্বর কুমার ২/৯ (৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ অক্টোবর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৩০/৮ (২০ ওভার)
 পাকিস্তান
১২৯/৮ (২০ ওভার)
শান মাসুদ ৪৪ (৩৮)
সিকান্দার রাজা ৩/২৫ (৪ ওভার)
জিম্বাবুয়ে ১ রানে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ অক্টোবর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৫০/৭ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৪৭/৮ (২০ ওভার)
শন উইলিয়ামস ৬৪ (৪২)
তাসকিন আহমেদ ৩/১৯ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ অক্টোবর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৯১/৯ (২০ ওভার)
 পাকিস্তান
৯৫/৪ (১৩.৫ ওভার)
কলিন আকেরমান ২৭ (২৭)
শাদাব খান ৩/২২ (৪ ওভার)
পাকিস্তান ৬ উইকেটে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাদাব খান (পাকিস্তান)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বাস ডে লেডা (নেদারল্যান্ডস)-এর বদলি হিসেবে খেলেন লোগান ফন বেক
  • অস্ট্রেলিয়ায় এটিই ছিল পাকিস্তানের প্রথম টি২০আই আইইজয়।

৩০ অক্টোবর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৩৩/৯ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৩৭/৫ (১৯.৪ ওভার)
ডেভিড মিলার ৫৯* (৪৬)
অর্শদীপ সিং ২/২৫ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুংগিসানি ন্‌গিদি (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলেই বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

২ নভেম্বর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১১৭ (১৯.২ ওভার)
 নেদারল্যান্ডস
১২০/৫ (১৮ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৫২ (৪৭)
রিচার্ড ন্‌গারাভা ২/১৮ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ নভেম্বর ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৪/৬ (২০ ওভার)
 বাংলাদেশ
১৪৫/৬ (১৬ ওভার)
বিরাট কোহলি ৬৪* (৪৪)
হাসান মাহমুদ ৩/৪৭ (৪ ওভার)
ভারত ৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরাট কোহলি (ভারত)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৫১ নির্ধারণ করা হয়।

৩ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৮৫/৯ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১০৮/৯ (১৪ ওভার)
শাদাব খান ৫২ (২২)
আনরিখ নর্টখে ৪/৪১ (৪ ওভার)
পাকিস্তান ৩৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাদাব খান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৪ ওভারে ১৪২ নির্ধারণ করা হয়।

৬ নভেম্বর ২০২২
১০:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৫৮/৪ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৪৫/৮ (২০ ওভার)
কলিন আকেরমান ৪১* (২৬)
কেশব মহারাজ ২/২৭ (৪ ওভার)
নেদারল্যান্ডস ১৩ রানে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কলিন আকেরমান (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলে ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বাদ পড়ে।

৬ নভেম্বর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১২৭/৮ (২০ ওভার)
 পাকিস্তান
১২৮/৫ (১৮.১ ওভার)
পাকিস্তান ৫ উইকেটে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলে পাকিস্তান সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে বাংলাদেশ ও জিম্বাবুয়ে বিদায় নিয়েছে।

৬ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৬/৫ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১১৫ (১৭.২ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

নকআউট পর্ব

বন্ধনী

 
সেমিফাইনালফাইনাল
 
      
 
৯ নভেম্বর ২০২২ – সিডনি
 
 
 নিউজিল্যান্ড১৫২/৪ (২০)
 
১৩ নভেম্বর ২০২২ – মেলবোর্ন
 
 পাকিস্তান১৫৩/৩ (১৯.১)
 
 পাকিস্তান১৩৭/৮ (২০)
 
১০ নভেম্বর ২০২২ – অ্যাডিলেড
 
 ইংল্যান্ড১৩৮/৫ (১৯)
 
 ভারত১৬৮/৬ (২০)
 
 
 ইংল্যান্ড১৭০/০ (১৬)
 

সেমিফাইনাল

১ম সেমিফাইনাল

৯ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৫২/৪ (২০ ওভার)
 পাকিস্তান
১৫৩/৩ (১৯.১ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল

১০ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৬৮/৬ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৭০/০ (১৬ ওভার)
ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

১৩ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৩৭/৮ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৩৮/৫ (১৯ ওভার)
শান মাসুদ ৩৮ (২৮)
স্যাম কারান ৩/১২ (৪ ওভার)
বেন স্টোকস ৫২* (৪৯)
হারিস রউফ ২/২৩ (৪ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যাম কারান (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

একক রেকর্ড

সর্বাধিক রান

ক্রমখেলোয়াড়দলরানসংখ্যাসর্বোচ্চ স্কোর৫০১০০স্ট্রাইক রেটগড় রান
বিরাট কোহলি  ভারত২৯৬৮২*২৫১৩৬.৪০৯৮.৬৬
ম্যাক্স ও'ডাউড  নেদারল্যান্ডস২৪২৭১*২২১১২.৫৫৩৪.৫৭
সূর্যকুমার যাদব  ভারত২৩৯৬৮২৬১৮৯.৬৮৫৯.৭৫

উৎস: ইএসপিএনক্রিকইনফো

সর্বাধিক উইকেট

ক্রমখেলোয়াড়দলউইকেট সংখ্যাসেরা বোলিং ফিগারইনিংসে ৫ উইকেটইকোনমি
ওয়ানিদু হাসারাঙ্গা  শ্রীলঙ্কা১৫৩/৮৬.৪১
স্যাম কারান  ইংল্যান্ড১৩৫/১০৬.৫২
বাস ডে লেডা  নেদারল্যান্ডস১৩৩/১৯৭.৬৮

উৎস: ইএসপিএনক্রিকইনফো

হ্যাটট্রিক

ক্রমখেলোয়াড়দলপ্রতিপক্ষবোলিং বিশ্লেষণতারিখতথ্যসূত্র
কার্তিক মেইয়াপ্পান  সংযুক্ত আরব আমিরাত  শ্রীলঙ্কা৪-০-১৯-৩১৮ অক্টোবর ২০২২[৫১]
জশুয়া লিটল  আয়ারল্যান্ড  নিউজিল্যান্ড৪-০-২২-৩৪ নভেম্বর ২০২২[৫৩]

সর্বাধিক ছয়

ক্রমখেলোয়াড়দলছয় সংখ্যা
সিকান্দার রাজা  জিম্বাবুয়ে১১
অ্যালেক্স হেলস  ইংল্যান্ড১০
কুশল মেন্ডিস  শ্রীলঙ্কা১০

উৎস: ইএসপিএনক্রিকইনফো

শতরানের ইনিংস

ক্রমখেলোয়াড়দলপ্রতিপক্ষরানস্ট্রাইক রেটতারিখতথ্যসূত্র
রাইলি রুশো  দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশ১০৯ (৫৬)১৯৪.৬৪২৭ অক্টোবর ২০২২[৫৪]
গ্লেন ফিলিপস  নিউজিল্যান্ড  শ্রীলঙ্কা১০৪ (৬৪)১০১৬২.৫০২৯ অক্টোবর ২০২২[৫৫]

দলগত রেকর্ড

একক ইনিংসে সর্বাধিক রান

ক্রমদলরানপ্রতিপক্ষসর্বাধিক রান সংগ্রাহকতারিখ
 দক্ষিণ আফ্রিকা২০৫/৫ (২০)  বাংলাদেশরাইলি রুশো
১০৯ (৫৬)
২৭ অক্টোবর ২০২২
 নিউজিল্যান্ড২০০/৩ (২০)  অস্ট্রেলিয়াডেভন কনওয়ে
৯২* (৫৮)
২২ অক্টোবর ২০২২
 ভারত১৮৬/৫ (২০)  জিম্বাবুয়েসূর্যকুমার যাদব
৬১* (২৫)
৬ নভেম্বর ২০২২

উৎস: ইএসপিএনক্রিকইনফো

এক ম্যাচে সর্বোচ্চ রান

ক্রমদল ১দল ২পর্বমোট রানমাঠতারিখ
 স্কটল্যান্ড  আয়ারল্যান্ডপ্রথম পর্ব৩৫৬হোবার্ট১৯ অক্টোবর ২০২২
 ভারত  ইংল্যান্ডনকআউট৩৩৮অ্যাডিলেড১০ নভেম্বর ২০২২
 ইংল্যান্ড  নিউজিল্যান্ডসুপার ১২৩৩৮ব্রিসবেন১ নভেম্বর ২০২২

উৎস: ইএসপিএনক্রিকইনফো
বি.দ্র.: ম্যাচগুলোতে জয়ী দলের নাম বোল্ড করে দেখানো হয়েছে।

পুরস্কার মূল্য

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।[৫৬]

অবস্থানদলপুরস্কার মূল্য
(মার্কিন ডলারে)
চ্যাম্পিয়ন  ইংল্যান্ড$১,৬০০,০০০
রানার-আপ  পাকিস্তান$৮০০,০০০
সেমিফাইনালে পরাজিত  নিউজিল্যান্ড
 ভারত
$৮০০,০০০
(প্রতিটি দল $৪০০‌,০০০ করে)
সুপার ১২ পর্বে বিদায়  নেদারল্যান্ডস
 আফগানিস্তান
 আয়ারল্যান্ড
 শ্রীলঙ্কা
 অস্ট্রেলিয়া
 দক্ষিণ আফ্রিকা
 জিম্বাবুয়ে
 বাংলাদেশ
$৫৬০,০০০
(প্রতিটি দল $৭০‌,০০০ করে)
প্রথম পর্বে বিদায়  সংযুক্ত আরব আমিরাত
 নামিবিয়া
 ওয়েস্ট ইন্ডিজ
 স্কটল্যান্ড
$১৬০,০০০
(প্রতিটি দল $৪০,০০০ করে)

এছাড়াও প্রথম পর্ব ও সুপার ১২ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য জয়ী দল অতিরিক্ত $৪০‌,০০০ লাভ করে।[৫৭]

প্রতিযোগিতার সেরা একাদশ

২০২২ সালের ১৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে, যে একাদশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্যাম কারান অন্তর্ভুক্ত হন।[৫৮] একাদশে অধিনায়ক হিসেবে জস বাটলারকে রাখা হয়।[৫৯]

খেলোয়াড়ভূমিকা
অ্যালেক্স হেলসব্যাটার
জস বাটলারব্যাটার, অধিনায়ক, উইকেটরক্ষক
বিরাট কোহলিব্যাটার
সূর্যকুমার যাদবব্যাটার
গ্লেন ফিলিপসব্যাটার
সিকান্দার রাজাঅলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন)
শাদাব খানঅলরাউন্ডার (ডানহাতি লেগ স্পিন)
স্যাম কারানঅলরাউন্ডার (বাঁহাতি মিডিয়াম ফাস্ট)
আনরিখ নর্টখেবোলার (ডানহাতি ফাস্ট)
মার্ক উডবোলার (ডানহাতি ফাস্ট)
শাহিন শাহ আফ্রিদিবোলার (বাঁহাতি ফাস্ট)
হার্দিক পান্ডিয়াঅলরাউন্ডার (ডানহাতি মিডিয়াম ফাস্ট), দ্বাদশ খেলোয়াড়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী