২০২১ কোপা আমেরিকা গ্রুপ বি

২০২১ কোপা আমেরিকার গ্রুপ বি-এর (যা উত্তরাঞ্চল হিসেবেও পরিচিত) সকল ম্যাচ ২০২১ সালের ১২ হতে ২৭শে জুন তারিখ পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে।[১] এই গ্রুপে কলম্বিয়া, এই আসরের আয়োজক ও পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পেরু একে অপরের মুখোমুখি হয়েছে।[২]

মূলত, ২০২০ সালের ১৩ই জুন হতে ১লা জুলাই তারিখ পর্যন্ত এই গ্রুপের সকল ম্যাচ কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৩] তবে ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।[৪]

দল

অবস্থানদলঅংশগ্রহণসেরা সাফল্যফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
বি১  কলম্বিয়া২৩তমবিজয়ী (২০০১)৩য়
বি২  ব্রাজিল৩৭তমবিজয়ী (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯)১৫তম
বি৩  ভেনেজুয়েলা১৯তমচতুর্থ স্থান (২০১১)৩০তম
বি৪  ইকুয়েডর২৯তমচতুর্থ স্থান (১৯৫৯ (ইকুয়েডর), ১৯৯৩)৫৩তম
বি৫  পেরু৩৩তমবিজয়ী (১৯৩৯, ১৯৭৫)২৭তম

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 ব্রাজিল (H)১০+৮১০নকআউট পর্বে উত্তীর্ণ
 পেরু−২
 কলম্বিয়া−১
 ইকুয়েডর−১
 ভেনেজুয়েলা−৪

কোয়ার্টার ফাইনালে,[৫]

  • গ্রুপ বি-এর প্রথম স্থান অধিকারী দল (ব্রাজিল) গ্রুপ এ-এর চতুর্থ স্থান অধিক দলের (চিলি) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল (পেরু) গ্রুপ এ-এর তৃতীয় স্থান অধিক দলের (প্যারাগুয়ে) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর তৃতীয় স্থান অধিকারী দল (কলম্বিয়া) গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিক দলের (উরুগুয়ে) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর চতুর্থ স্থান অধিকারী দল (ইকুয়েডর) গ্রুপ এ-এর প্রথম স্থান অধিক দলের (আর্জেন্টিনা) মুখোমুখি হবে।

ম্যাচ

এই আসরের মূল সময়সূচী এবং কিক-অফের সময় যথাক্রমে ২০১৯ সালের ৩রা ডিসেম্বর এবং ২০২০ সালের ৪ঠা মার্চ তারিখে ঘোষণা করা হয়েছিল।[৩][৬] পরবর্তীকালে ২০২১ সালের জন্য ২০২০ সালের ১৩ই আগস্ট তারিখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[১][৭] কাতারের নাম প্রত্যাহারের পর, ২০২১ সালের ১৫ই মার্চ তারিখে নতুন এবং সংক্ষিপ্ত সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[৮][৯]

গ্রুপ বি-র নতুন সময়সূচীতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল মেদেয়িনের আতানাসিও গিরার্দোত স্পোর্টস কমপ্লেক্সের সকল ম্যাচ কালির অলিম্পিকো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামের স্থানান্তরিত করা।

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় ব্রাজিল সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি-৩)। কুইয়াবা একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত, এজন্য তাদের স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা

ব্রাজিল  ৩–০  ভেনেজুয়েলা
প্রতিবেদন
মানে গ্যারিঞ্চা জাতীয় স্টেডিয়াম, ব্রাসিলিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: এস্তেবান ওস্তোয়িচ (উরুগুয়ে)
ব্রাজিল
ভেনেজুয়েলা
গোআলিসন
রা.ব্যা.দানিলো
সে.ব্যা.১৪এদের মিলিতাও
সে.ব্যা.মার্কিনিয়োস
লে.ব্যা.১৬রেনান লোদি  ৩৮'  ৪৬'
সে.মি.১৭লুকাস পাকেতা  ৪৬'
সে.মি.কাজিমিরো (অধি:)
সে.মি.ফ্রেদ  ৪৬'
রা.উ.গাব্রিয়েল জেসুস  ৮৬'
সে.ফ.রিচার্লিসন  ৬৫'
লে.উ.১০নেইমার
বদলি খেলোয়াড়:
আলেক্স সান্দ্রো  ৪৬'
১১এভের্তোন রিবেইরো  ৪৬'
২১গাব্রিয়েল বারবোসা  ৬৬'  ৬৫'
১৫ফাবিনিয়ো  ৮৬'
১৮ভিনিসিউস জুনিয়র  ৮৬'
ম্যানেজার:
তিতে
গো১২ইয়োয়েল গ্রাতেরোল
রা.ব্যা.২১আলেক্সান্দের গোনসালেস  ৯০+২'
সে.ব্যা.২৮আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা.ফ্রান্সিস্কো লা মান্তিয়া
সে.ব্যা.১৪লুইস মাগো  ৮০'
লে.ব্যা.২৭ইয়োয়ান কুমানা
রা.মি.১৩হোসে আন্দ্রেস মার্তিনেস
সে.মি.জুনিয়র মোরেনো
সে.মি.২৪বের্নালদো মানসানো  ৬৯'  ৭৭'
লে.মি.২৩ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র  ৮৪'
সে.ফ.ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)  ৭৭'
বদলি খেলোয়াড়:
২৫রিচার্দ সেলিস  ৭৭'
১১সের্হিও কোর্দোভা  ৭৭'
২৬এদসোন কাস্তিয়ো  ৮৪'
২০রোনালদ এর্নান্দেস  ৯০+২'
ম্যানেজার:
জোসে পেসেইরো

সহকারী রেফারি:[১০]
কার্লোস বারেইরো (উরুগুয়ে)
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

কলম্বিয়া বনাম ইকুয়েডর

কলম্বিয়া  ১–০  ইকুয়েডর
  • কার্দোনা  ৪২'
প্রতিবেদন
এরিনা পান্তানাল, কুইয়াবা
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
কলম্বিয়া
ইকুয়েডর
গোদাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা.১৬দানিয়েল মুনিয়োস  ৭৯'
সে.ব্যা.১৩ইয়েরি মিনা
সে.ব্যা.ওস্কার মুরিয়ো  ৮২'
লে.ব্যা.১৭ইয়াইরো মোরেনো  ৪৫+৫'
রা.মি.১১হুয়ান কুয়াদ্রাদো
সে.মি.উইলমার বারিয়োস
সে.মি.১৫মাতেউস উরিবে  ২৫'  ৬১'
লে.মি.১০এদউইন কার্দোনা  ৮২'
রা.ফ.১৮রাফায়েল সান্তোস বোরে  ৯০'
লে.ফ.১৯মিগেল বোরহা  ৬১'
বদলি খেলোয়াড়:
উইলিয়াম তেসিয়ো  ৪৫+৫'
২১সেবাস্তিয়ান পেরেস  ৬১'
দুভান সাপাতা  ৬১'
২৩দাভিদসন সানচেস  ৮২'
গুস্তাভো কুয়েয়ার  ৮২'
ম্যানেজার:
রেইনালদো রুয়েদা
গো১২পেদ্রো ওর্তিস
রা.ব্যা.১৭আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা.রোবের্ত আরবোলেদা
সে.ব্যা.পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা.পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি.১৯গোনসালো প্লাতা  ৬৯'
সে.মি.২০সেবাস মেন্দেস
সে.মি.২৩মোইসেস কাইসেদো  ৮০'
লে.মি.ফিদেল মার্তিনেস  ৫৯'
রা.ফ.১১মাইকেল এস্ত্রাদা  ৬৯'
লে.ফ.১৩এনের ভালেনসিয়া (অধি:)  ৮৭'
বদলি খেলোয়াড়:
১৫আনহেল মেনা  ৫৯'
১৮আইর্তোন প্রেসিয়াদো  ৬৯'
২৬হোর্দি কাইসেদো  ৬৯'
১০দামিয়ান দিয়াস  ৮০'
ম্যানেজার:
গুস্তাভো আলফারো

সহকারী রেফারি:[১০]
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
হেসুস হিল মানসানো (স্পেন)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)

কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা

কলম্বিয়া  ০–০  ভেনেজুয়েলা
প্রতিবেদন
পেদ্রো লুদোভিকো অলিম্পিক স্টেডিয়াম, গোইয়ানিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: এবের আকিনো (প্যারাগুয়ে)
কলম্বিয়া
ভেনেজুয়েলা
গোদাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা.১৬দানিয়েল মুনিয়োস
সে.ব্যা.১৩ইয়েরি মিনা
সে.ব্যা.২৩দাভিদসন সানচেস
লে.ব্যা.উইলিয়াম তেসিয়ো
রা.মি.১১হুয়ান কুয়াদ্রাদো  ৭৭'
সে.মি.উইলমার বারিয়োস
সে.মি.১৫মাতেউস উরিবে  ৮২'
লে.মি.১০এদউইন কার্দোনা  ৬২'
রা.ফ.লুইস মুরিয়েল  ৬২'
লে.ফ.দুভান সাপাতা  ৭৩'
বদলি খেলোয়াড়:
২৭লেয়ান্দ্রো কাম্পাস  ৬২'
১৪লুইস দিয়াস  ৯০+৪'  ৬২'
১৯মিগেল বোরহা  ৭৩'
ম্যানেজার:
রেইনালদো রুয়েদা
গোউইলকের ফারিনিয়েস
রা.ব্যা.২১আলেক্সান্দের গোনসালেস  ৮৯'
সে.ব্যা.২৮আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা.ফ্রান্সিস্কো লা মান্তিয়া  ৫৫'
সে.ব্যা.১৪লুইস মাগো
লে.ব্যা.২৭ইয়োয়ান কুমানা  ৮৬'
রা.মি.১৩হোসে আন্দ্রেস মার্তিনেস  ৮১'
সে.মি.জুনিয়র মোরেনো
সে.মি.২৪বের্নালদো মানসানো  ৫৯'
লে.মি.২৩ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র  ৮৯'
সে.ফ.ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)  ৫১'  ৮৩'
বদলি খেলোয়াড়:
ইয়ানহেল এরেরা  ৭৭'  ৫৯'
১১সের্হিও কোর্দোভা  ৮৩'
২০রোনালদ এর্নান্দেস  ৮৯'
২৬এদসোন কাস্তিয়ো  ৮৯'
ম্যানেজার:
জোসে পেসেইরো

ম্যান অব দ্য ম্যাচ:
উইলকের ফারিনিয়েস (ভেনেজুয়েলা)[১১]

সহকারী রেফারি:[১২]
এদুয়ার্দো কার্দোসো (প্যারাগুয়ে)
মিলিসিয়াদেস সালদিভার (প্যারাগুয়ে)
চতুর্থ রেফারি:
দানিয়েল ফেদোরজুক (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
দের্লিস লোপেস (প্যারাগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান গাব্রিয়েল বেনিতেস (প্যারাগুয়ে)

ব্রাজিল বনাম পেরু

ব্রাজিল  ৪–০  পেরু
প্রতিবেদন
নিলতোন সান্তোস অলিম্পিক স্টেডিয়াম, রিউ দি জানেইরু
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: পাত্রিসিও লুস্তাউ (আর্জেন্টিনা)
ব্রাজিল
পেরু
গো২৩এদেরসন
রা.ব্যা.দানিলো  ৮৪'
সে.ব্যা.১৪এদের মিলিতাও
সে.ব্যা.থিয়াগো সিলভা (অধি:)
লে.ব্যা.আলেক্স সান্দ্রো  ৭৭'
রা.মি.গাব্রিয়েল জেসুস  ৫৯'  ৭২'
সে.মি.১৫ফাবিনিয়ো
সে.মি.ফ্রেদ
লে.মি.১৯এভের্তোন  ৪৬'
রা.ফ.২১গাব্রিয়েল বারবোসা  ৪৬'
লে.ফ.১০নেইমার
বদলি খেলোয়াড়:
লে.মি.১১এভের্তোন রিবেইরো  ৪৬'
রা.ফ.রিচার্লিসন  ৪৬'
রা.মি.২০রোবের্তো ফিরমিনো  ৭২'
লে.ব্যা.১৬রেনান লোদি  ৭৭'
রা.ব্যা.১৩এমের্সন  ৮৪'
ম্যানেজার:
রিকার্দো গারেকা
গোপেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা.আলদো কোরসো
সে.ব্যা.১৫ক্রিস্তিয়ান রামোস  ২৩'
সে.ব্যা.লুইস আবরাম
লে.ব্যা.১৬মার্কোস লোপেস
সে.মি.১৩রেনাতো তাপিয়া
সে.মি.১৯ইয়োশিমার ইয়োতুন  ৪৪'  ৭৪'
রা.উ.১৮আন্দ্রে কারিয়ো
অ্যা.মি.সের্হিও পেনিয়া  ৬৭'
লে.উ.১০ক্রিস্তিয়ান কুয়েভা  ৭৪'
সে.ফ.জানলুকা লাপাদুলা  ৬৭'
বদলি খেলোয়াড়:
অ্যা.মি.১৭লুইস ইবেরিকো  ৬৭'
সে.ফ.১১আলেক্স ভালেরা  ৬৭'
লে.উ.গেরালদ তারাভা  ৮২'  ৭৪'
সে.মি.২৩আলেক্সিস আরিয়া  ৭৪'
ম্যানেজার:
রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
নেইমার (ব্রাজিল)[১৩]

সহকারী রেফারি:[১২]
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর

ভেনেজুয়েলা  ২–২  ইকুয়েডর
  • কাস্তিয়ো  ৫১'
  • এর্নান্দেস  ৯০+১'
প্রতিবেদন
নিলতোন সান্তোস অলিম্পিক স্টেডিয়াম, রিউ দি জানেইরু
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: রোবের্তো তোবার (চিলি)
ভেনেজুয়েলা
ইকুয়েডর
গোউইলকের ফারিনিয়েস
রা.ব্যা.২১আলেক্সান্দের গোনসালেস
সে.ব্যা.হোসে ভেলাসকেস
সে.ব্যা.২৮আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা.১৪লুইস মাগো
লে.ব্যা.২৭ইয়োয়ান কুমানা  ৭৭'
রা.মি.১৩হোসে আন্দ্রেস মার্তিনেস  ৭৭'
সে.মি.জুনিয়র মোরেনো  ৮২'
সে.মি.২৬এদসোন কাস্তিয়ো
লে.মি.২৩ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র  ৮২'
সে.ফ.ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)  ৫৭'
বদলি খেলোয়াড়:
১১সের্হিও কোর্দোভা  ৫৭'
২০রোনালদ এর্নান্দেস  ৭৭'
১৫হান কার্লোস উর্তাদো  ৭৭'
২৪বের্নালদো মানসানো  ৮২'
২৫রিচার্দ সেলিস  ৮২'
ম্যানেজার:
জোসে পেসেইরো
গো১২পেদ্রো ওর্তিস
রা.ব্যা.১৭আঙ্গেলো প্রেসিয়াদো  ৪৫+৩'
সে.ব্যা.রোবের্ত আরবোলেদা
সে.ব্যা.পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা.পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি.১৫আনহেল মেনা  ৬৮'
সে.মি.২০সেবাস মেন্দেস  ৬৭'
সে.মি.২৩মোইসেস কাইসেদো  ৮১'
লে.মি.১৮আইর্তোন প্রেসিয়াদো  ৮৮'
রা.ফ.লেওনাদ্রো কাম্পানা
লে.ফ.১৩এনের ভালেনসিয়া (অধি:)  ২১'  ৮৩'
বদলি খেলোয়াড়:
ক্রিস্তিয়ান নোবোয়া  ৬৭'
১৯গোনসালো প্লাতা  ৬৮'
২১আলান ফ্রাঙ্কো  ৮৩'
ফিদেল মার্তিনেস  ৮৮'
ম্যানেজার:
গুস্তাভো আলফারো

ম্যান অব দ্য ম্যাচ:
গোনসালো প্লাতা (ইকুয়েডর)[১৪]

সহকারী রেফারি:[১৫]
ক্রিস্তিয়ান শিমান (চিলি)
কাউদিও রিওস (চিলি)
চতুর্থ রেফারি:
লেওদান গোনসালেস (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

কলম্বিয়া বনাম পেরু

কলম্বিয়া  ১–২  পেরু
  • বোরহা  ৫৩' (পে.)
প্রতিবেদন
পেদ্রো লুদোভিকো অলিম্পিক স্টেডিয়াম, গোইয়ানিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: এস্তেবান ওস্তোয়িচ (উরুগুয়ে)
কলম্বিয়া
পেরু
গোদাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা.স্তেফানো মেদিনা  ৮১'
সে.ব্যা.১৩ইয়েরি মিনা
সে.ব্যা.২৩দাভিদসন সানচেস
লে.ব্যা.উইলিয়াম তেসিয়ো
সে.মি.উইলমার বারিয়োস
সে.মি.২১সেবাস্তিয়ান পেরেস  ৬০'
রা.উ.১১হুয়ান কুয়াদ্রাদো
অ্যা.মি.১০এদউইন কার্দোনা  ৭০'
লে.উ.দুভান সাপাতা  ৬১'
সে.ফ.১৯মিগেল বোরহা  ২৯'
বদলি খেলোয়াড়:
গুস্তাভো কুয়েয়ার  ৬০'
লুইস মুরিয়েল  ৬১'
২৮ইমি চারা  ৭০'
২০আলফ্রেদো মোরেলোস  ৮১'
ম্যানেজার:
রেইনালদো রুয়েদা
গোপেদ্রো গায়েসে  ৫১'
রা.ব্যা.আলদো কোরসো
সে.ব্যা.১৫ক্রিস্তিয়ান রামোস
সে.ব্যা.২২আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা.১৬মার্কোস লোপেস
সে.মি.১৩রেনাতো তাপিয়া
সে.মি.১৯ইয়োশিমার ইয়োতুন (অধি:)
রা.উ.১৮আন্দ্রে কারিয়ো  ৪৩'
অ্যা.মি.সের্হিও পেনিয়া  ৮৩'
লে.উ.১০ক্রিস্তিয়ান কুয়েভা  ৯০+২'
সে.ফ.জানলুকা লাপাদুলা  ৮৩'
বদলি খেলোয়াড়:
১৪উইলদের কারতাহেনা  ৮৩'
২০সান্তিয়াগো ওরমেনিয়ো  ৮৩'
২৪রাসিয়েল গার্সিয়া  ৯০+২'
ম্যানেজার:
রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
রেনাতো তাপিয়া (পেরু)[১৬]

সহকারী রেফারি:[১৫]
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
এদোয়ার সাভেদ্রা (বলিভিয়া)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
আন্দ্রেস মাতোন্তে (বলিভিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
দানিয়েল ফেদোরসুক (প্যারাগুয়ে)

ইকুয়েডর বনাম পেরু

ইকুয়েডর  ২–২  পেরু
প্রতিবেদন
  • লাপাদুলা  ৪৯'
  • কারিয়ো  ৫৪'
পেদ্রো লুদোভিকো অলিম্পিক স্টেডিয়াম, গোইয়ানিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: হেসুস হিল মানসানো (স্পেন)
ইকুয়েডর
পেরু
গোএর্নান গালিন্দেস
রা.ব্যা.১৭আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা.রোবের্ত আরবোলেদা (অধি:)
সে.ব্যা.পিয়েরো ইঙ্কাপিয়ে  ৫৭'
লে.ব্যা.পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি.২১আলান ফ্রাঙ্কো  ৮২'
সে.মি.২০সেবাস মেন্দেস  ৮১'
সে.মি.২৩মোইসেস কাইসেদো
লে.মি.১৮আইর্তোন প্রেসিয়াদো  ৯০+২'
সে.স্ট্রা.১০দামিয়ান দিয়াস  ৬৪'
সে.ফ.লেওনাদ্রো কাম্পানা  ৬৪'
বদলি খেলোয়াড়:
১১মাইকেল এস্ত্রাদা  ৬৪'
১৫আনহেল মেনা  ৬৪'
ক্রিস্তিয়ান নোবোয়া  ৮১'
২৬হোর্দি কাইসেদো  ৮২'
ফিদেল মার্তিনেস  ৯০+২'
ম্যানেজার:
গুস্তাভো আলফারো
গোপেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা.আলদো কোরসো
সে.ব্যা.১৫ক্রিস্তিয়ান রামোস  ৮৮'
সে.ব্যা.২২আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা.মিগেল ত্রাউকো
সে.মি.১৩রেনাতো তাপিয়া
সে.মি.১৯ইয়োশিমার ইয়োতুন  ৯০+৩'
রা.উ.১৮আন্দ্রে কারিয়ো
অ্যা.মি.সের্হিও পেনিয়া  ৭৮'
লে.উ.১০ক্রিস্তিয়ান কুয়েভা  ৮৬'
সে.ফ.জানলুকা লাপাদুলা  ৭৮'
বদলি খেলোয়াড়:
১৪উইলদের কারতাহেনা  ৭৮'
২০সান্তিয়াগো ওরমেনিয়ো  ৭৮'
মিগেল আরাউহো  ৮৬'
১৭লুইস ইবেরিকো  ৯০+৩'
ম্যানেজার:
রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
জানলুকা লাপাদুলা (পেরু)[১৭]

সহকারী রেফারি:[১৮]
দিয়েগো সেভিয়া (স্পেন)
আনহেল নেভাদো (স্পেন)
চতুর্থ রেফারি:
পাত্রিসিও লুস্তাউ (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
রিকার্দো দে বুর্গোস বেঙ্গোয়েতসেয়া (কলম্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো (কলম্বিয়া)

ব্রাজিল বনাম কলম্বিয়া

ব্রাজিল  ২–১  কলম্বিয়া
প্রতিবেদন
  • দিয়াস  ১০'
নিলতোন সান্তোস অলিম্পিক স্টেডিয়াম, রিউ দি জানেইরু
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
ব্রাজিল
কলম্বিয়া
গো১২ওয়েভের্তোন
রা.ব্যা.দানিলো
সে.ব্যা.মার্কিনিয়োস (অধি:)
সে.ব্যা.থিয়াগো সিলভা
লে.ব্যা.আলেক্স সান্দ্রো  ১৪'  ৬২'
সে.মি.১১এভের্তোন রিবেইরো  ২৭'  ৪৬'
সে.মি.কাজিমিরো
সে.মি.ফ্রেদ  ৬৮'
রা.উ.গাব্রিয়েল জেসুস  ৭৭'
সে.ফ.রিচার্লিসন  ৭৭'
লে.উ.১০নেইমার  ৮৭'
বদলি খেলোয়াড়:
২০রোবের্তো ফিরমিনো  ৪৬'
১৬রেনান লোদি  ৬২'
১৭লুকাস পাকেতা  ৬৮'
১৯এভের্তোন  ৭৭'
২১গাব্রিয়েল বারবোসা  ৭৭'
ম্যানেজার:
তিতে
গোদাভিদ ওসপিনা (অধি:)  ৮১'
রা.ব্যা.১৬দানিয়েল মুনিয়োস
সে.ব্যা.১৩ইয়েরি মিনা
সে.ব্যা.২৩দাভিদসন সানচেস
লে.ব্যা.উইলিয়াম তেসিয়ো
রা.মি.১১হুয়ান কুয়াদ্রাদো  ৭০'
সে.মি.উইলমার বারিয়োস  ৯০+৯'
সে.মি.১৫মাতেউস উরিবে
লে.মি.১৪লুইস দিয়াস  ৯০+১'
রা.ফ.১৮রাফায়েল সান্তোস বোরে  ৬৪'
লে.ফ.দুভান সাপাতা  ৬৪'
বদলি খেলোয়াড়:
গুস্তাভো কুয়েয়ার  ৯০+১২'  ৬৪'
১৯মিগেল বোরহা  ৬৪'
ওস্কার মুরিয়ো  ৯০+১'
ম্যানেজার:
রেইনালদো রুয়েদা

ম্যান অব দ্য ম্যাচ:
লুইস দিয়াস (কলম্বিয়া)[১৯]

সহকারী রেফারি:[১৮]
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
হোসে আন্তেলো (বলিভিয়া)
চতুর্থ রেফারি:
লেওদান গোনসালেস (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)

ইকুয়েডর বনাম ব্রাজিল

ইকুয়েডর  ১–১  ব্রাজিল
প্রতিবেদন
  • মেনা  ৫৩'
পেদ্রো লুদোভিকো অলিম্পিক স্টেডিয়াম, গোইয়ানিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: রোবের্তো তোবার (চিলি)
ব্রাজিল
ইকুয়েডর
গোআলিসন
রা.ব্যা.১৩এমের্সন
সে.ব্যা.১৪এদের মিলিতাও
সে.ব্যা.মার্কিনিয়োস (অধি:)
লে.ব্যা.১৬রেনান লোদি  ৪৯'
সে.মি.১৫ফাবিনিয়ো
সে.মি.২৫দোগলাস লুইস  ৬৩'
রা.উ.১৭লুকাস পাকেতা  ৭৮'
অ্যা.মি.২০রোবের্তো ফিরমিনো  ৬৩'
লে.উ.১৯এভের্তোন  ৭৮'
সে.ফ.২১গাব্রিয়েল বারবোসা
বদলি খেলোয়াড়:
দানিলো  ৪৯'
কাজিমিরো  ৬৩'
১৮ভিনিসিউস জুনিয়র  ৬৩'
১১এভের্তোন রিবেইরো  ৭৮'
রিচার্লিসন  ৭৮'
ম্যানেজার:
তিতে
গোএর্নান গালিন্দেস
রা.ব্যা.১৭আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা.রোবের্ত আরবোলেদা
সে.ব্যা.পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা.পেরভিস এস্তুপিনিয়ান  ৮৩'
রা.মি.২১আলান ফ্রাঙ্কো
সে.মি.২০সেবাস মেন্দেস
সে.মি.২৩মোইসেস কাইসেদো  ১৭'
লে.মি.২৭দিয়েগো পালাসিয়োস  ৭২'
রা.ফ.১৩এনের ভালেনসিয়া (অধি:)  ৮৩'
লে.ফ.১৮আইর্তোন প্রেসিয়াদো  ৮৪'
বদলি খেলোয়াড়:
১৫আনহেল মেনা  ১৭'
১৯গোনসালো প্লাতা  ৭২'
লেওনাদ্রো কাম্পানা  ৮৩'
১৬মারিও পিনেইদা  ৮৪'
ম্যানেজার:
গুস্তাভো আলফারো

ম্যান অব দ্য ম্যাচ:
এনের ভালেনসিয়া (ইকুয়েডর)[২০]

সহকারী রেফারি:[২১]
ক্রিস্তিয়ান শিমান (চিলি)
কাউদিও রিওস (চিলি)
চতুর্থ রেফারি:
আন্দ্রেস মাতোন্তে (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

ভেনেজুয়েলা বনাম পেরু

ভেনেজুয়েলা  ০–১  পেরু
প্রতিবেদন
  • কারিয়ো  ৪৮'
মানে গ্যারিঞ্চা জাতীয় স্টেডিয়াম, ব্রাসিলিয়া
দর্শক সংখ্যা: ০[টীকা ১]
রেফারি: পাত্রিসিও লুস্তাউ (আর্জেন্টিনা)
ভেনেজুয়েলা
পেরু
গোউইলকের ফারিনিয়েস
রা.ব্যা.১৬রোবের্তো রোসালেস (অধি:)  ৬৯'
সে.ব্যা.নাউয়েল ফেরারেসি
সে.ব্যা.মিকেল ভিয়ানুয়েভা
সে.ব্যা.১৪লুইস মাগো
লে.ব্যা.২০রোনালদ এর্নান্দেস  ২১'
রা.মি.ইয়েফেরসোন সাভারিনো  ৫৯'
সে.মি.জুনিয়র মোরেনো
সে.মি.২৬এদসোন কাস্তিয়ো  ৬৯'
লে.মি.২৩ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র  ৫৯'
সে.ফ.১১সের্হিও কোর্দোভা  ৭৮'
বদলি খেলোয়াড়:
১৩হোসে আন্দ্রেস মার্তিনেস  ৫৯'
১৮রোমুলো ওতেরো  ৫৯'
২১আলেক্সান্দের গোনসালেস  ৬৯'
১০ইয়েফেরসোন সোতেলদো  ৬৯'
১৫হান কার্লোস উর্তাদো  ৭৮'
ম্যানেজার:
জোসে পেসেইরো
গোপেদ্রো গায়েসে
রা.ব্যা.আলদো কোরসো
সে.ব্যা.মিগেল আরাউহো
সে.ব্যা.২২আলেক্সান্দের কায়েন্স  ২৭'
লে.ব্যা.মিগেল ত্রাউকো
সে.মি.১৩রেনাতো তাপিয়া  ৭৩'
সে.মি.১৯ইয়োশিমার ইয়োতুন (অধি:)
রা.উ.১৮আন্দ্রে কারিয়ো  ৭৩'
অ্যা.মি.সের্হিও পেনিয়া
লে.উ.১০ক্রিস্তিয়ান কুয়েভা  ৮৩'
সে.ফ.জানলুকা লাপাদুলা  ৮৩'
বদলি খেলোয়াড়:
লুইস আবরাম  ২৭'
১৪উইলদের কারতাহেনা  ৭৩'
২৪রাসিয়েল গার্সিয়া  ৭৩'
১১আলেক্স ভালেরা  ৮৩'
২০সান্তিয়াগো ওরমেনিয়ো  ৮৩'
ম্যানেজার:
রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
আন্দ্রে কারিয়ো (পেরু)[২২]

সহকারী রেফারি:[২১]
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
এদুয়ার্দো কার্দোজো (প্যারাগুয়ে)
চতুর্থ রেফারি:
এবের আকিনো (প্যারাগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
দের্লিস লোপেজ (প্যারাগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান গাব্রিয়েল বেনিতেস (প্যারাগুয়ে)

শাস্তিমূলক পয়েন্ট

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[৫]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল১ম ম্যাচ২য় ম্যাচ৩য় ম্যাচ৪র্থ ম্যাচ৫ম ম্যাচপয়েন্ট
                   
 ব্রাজিল–৬
 কলম্বিয়া–১৪
 ভেনেজুয়েলা–৮
 ইকুয়েডর–৬
 পেরু–৬

টীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী