২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৪তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৭তম আসর ছিল।

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় এই আসরের ফাইনাল অনুস্থিত হবে
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২৬ জুন – ২৯ আগস্ট ২০১৮
চূড়ান্ত পর্ব:
১৮ সেপ্টেম্বর ২০১৮ – ১ জুন ২০১৯
দলচূড়ান্ত পর্ব: ৩২
মোট: ৭৯ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নইংল্যান্ড লিভারপুল (৬ষ্ঠ শিরোপা)
রানার-আপইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
পরিসংখ্যান
ম্যাচ১২৪
গোল সংখ্যা৩৬৪ (ম্যাচ প্রতি ২.৯৪টি)
দর্শক সংখ্যা৬১,৬৩,০৪৪ (ম্যাচ প্রতি ৪৯,৭০২ জন)
শীর্ষ গোলদাতাআর্জেন্টিনা লিওনেল মেসি (১২টি গোল)

২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয়[১] টটেনহ্যাম হটস্পার এবং লিভারপুলের ম্যাচের মাধ্যমে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এটি ২০০৮ সালে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির মধ্যকার ফাইনালের পর, প্রথম ফাইনাল যেখানে দুটি ইংরেজ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছে।[২] ফাইনালে, লিভারপুল টটেনহ্যাম হটস্পারকে ০–২ গোলে হারিয়ে ২০১৯ উয়েফা সুপার কাপে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দল চেলসির বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করে এবং একই সাথে তারা ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে; যেহেতু উভয় দল তাদের লিগের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরের জন্য সরাসরি উত্তীর্ণ হয়, তাই তাদের জন্য সংরক্ষিত আসনটি ২০১৮–১৯ অস্ট্রিয়ান বুন্দেসলিগা বিজয়ী দলকে দিয়ে দেওয়া হয়েছে।[৩]

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের ১৬ দলের পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[৪]

রিয়াল মাদ্রিদ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রেকর্ড টানা ৩ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।[৫] তারা এই আসরের ১৬ দলের পর্বে আয়াক্সের কাছে হেরে দীর্ঘ ৯ বছর পর সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়।[৬][৭][৮]

বিন্যাস পরিবর্তন

২০১৬ সালে ৯ই ডিসেম্বর তারিখে, উয়েফা ২০১৮–২০২১ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য নতুন বিন্যাস ঘোষণা করে, যেটি ২০১৬ সালের ২৬শে আগস্ট তারিখে ঘোষণা করা হয়।[৯][১০] নতুন নিয়ম অনুসারে, পূর্ববর্তী মৌসুমের উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল স্বয়ংক্রিয়ভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (পূর্বে উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল প্লে-অফ রাউন্ডের জন্য উত্তীর্ণ হতে পারত, কিন্তু সেই দলটি গ্রুপ পর্বের জন্য তখনই উত্তীর্ণ হতে পারত যখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের স্থানটি শূন্য হয়ে যেত; যদিও উক্ত নিয়মের অধীনে হওয়া তিন মৌসুমেই উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়েছিল।)। উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী শীর্ষ ৪ জাতীয় এসোসিয়েশনের লিগের শীর্ষ ৪ দল স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।[৯] বাছাইপর্বের মাধ্যমে মাত্র ছয়টি দল গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (যেখানে পূর্বে দশটি দল উত্তীর্ণ হত)।[১১]

এসোসিয়েশন দল বণ্টন

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)।[৪] উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[১১][১২]

  • এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৫–৬হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।
    • ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী, রিয়াল মাদ্রিদ, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য রিয়াল মাদ্রিদের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়নি।
    • ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী, আতলেতিকো মাদ্রিদ, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য আতলেতিকো মাদ্রিদের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়নি।

এসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৭ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১২–১৩ হতে ২০১৬–১৭ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[১৩]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:

  • (ইউসিএল) – ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য এসোসিয়েশন র‍্যাঙ্কিং
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
স্পেন১০৪.৯৯৮
জার্মানি৭৯.৪৯৮
ইংল্যান্ড৭৫.৯৬২
ইতালি৭৩.৩৩২
ফ্রান্স৫৬.৬৬৫
রাশিয়া৫০.৫৩২
পর্তুগাল৪৯.৩৩২
ইউক্রেন৪২.৬৩৩
বেলজিয়াম৪২.৪০০
১০ তুরস্ক৩৯.২০০
১১ চেক প্রজাতন্ত্র৩৩.১৭৫
১২ সুইজারল্যান্ড৩২.০৭৫
১৩ নেদারল্যান্ডস৩১.০৬৩
১৪ গ্রিস২৭.৯০০
১৫ অস্ট্রিয়া২৫.৩৫০
১৬ ক্রোয়েশিয়া২৫.২৫০
১৭ রোমানিয়া২৪.৩৫০
১৮ ডেনমার্ক২৪.০০০
১৯ বেলারুশ১৯.৮৭৫
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
২০ পোল্যান্ড১৯.৭৫০
২১ সুইডেন১৯.৭২৫
২২ ইসরায়েল১৯.৩৭৫
২৩ স্কটল্যান্ড১৮.৯২৫
২৪ সাইপ্রাস১৮.৫৫০
২৫ নরওয়ে১৮.৩২৫
২৬ আজারবাইজান১৭.৭৫০
২৭ বুলগেরিয়া১৫.৮৭৫
২৮ সার্বিয়া১৫.৩৭৫
২৯ কাজাখস্তান১৫.২৫০
৩০ স্লোভেনিয়া১৩.১২৫
৩১ স্লোভাকিয়া১১.৭৫০
৩২ লিশটেনস্টাইন১১.০০০
৩৩ হাঙ্গেরি৯.৫০০
৩৪ মোল্দোভা৯.৫০০
৩৫ আইসল্যান্ড৮.৩৭৫
৩৬ ফিনল্যান্ড৭.৬৫০
৩৭ আলবেনিয়া৬.৬২৫
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
৩৮ আয়ারল্যান্ড প্রজাতন্ত্র৬.৫৭৫
৩৯ বসনিয়া ও হার্জেগোভিনা৬.৫০০
৪০ জর্জিয়া৬.৩৭৫
৪১ লাটভিয়া৬.১২৫
৪২ ম্যাসেডোনিয়া৫.৬২৫
৪৩ এস্তোনিয়া৫.২৫০
৪৪ মন্টিনিগ্রো৫.২৫০
৪৫ আর্মেনিয়া৫.১২৫
৪৬ লুক্সেমবুর্গ৪.৮৭৫
৪৭ উত্তর আয়ারল্যান্ড৪.৫০০
৪৮ লিথুনিয়া৪.১২৫
৪৯ মালটা৪.০০০
৫০ ওয়েলস৩.৮৭৫
৫১ ফারো দ্বীপপুঞ্জ৩.৫০০
৫২ জিব্রালটার২.৫০০
৫৩ অ্যান্ডোরা১.১৬৫
৫৪ সান মারিনো০.৩৩৩
৫৫ কসোভো০.০০০

বিন্যাস

সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[১১][১৪] যাহোক, যেহেতু রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগায় ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[১৫]

  • এসোসিয়েশন ১১-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৩-এর (নেদারল্যান্ডস) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৫-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ডেনমার্ক এবং বেলারুশ) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[১৪] যাহোক, যেহেতু [[আতলেতিকো মাদ্রিদ] ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগা]]য় ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[১৫]

  • এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রবেশাধিকার তালিকা
পর্বসমূহযেসকল দল এই পর্বে প্রবেশ করেযেসকল দল পূর্ববর্তী পর্ব হতে প্রবেশ করে
প্রাথমিক পর্ব
(৪টি দল)
  • এসোসিয়েশন ৫২–৫৫ থেকে ৪টি চ্যাম্পিয়ন
প্রথম বাছাইপর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ২০–৫১ থেকে ৩১টি চ্যাম্পিয়ন (ব্যতিক্রম লিশটেনস্টাইন)
  • প্রাথমিক পর্ব থেকে ১টি বিজয়ী
দ্বিতীয় বাছাইপর্বচ্যাম্পিয়নস পথ
(২০টি দল)
  • এসোসিয়েশন ১৬–১৯ থেকে ৪টি চ্যাম্পিয়ন
  • প্রথম বাছাইপর্ব থেকে ১৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • এসোসিয়েশন ১২–১৫ থেকে ৪টি রানার-আপ
তৃতীয় বাছাইপর্বচ্যাম্পিয়নস পথ
(১২টি দল)
  • এসোসিয়েশন ১৪–১৫ থেকে ২টি চ্যাম্পিয়ন
  • দ্বিতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ১০টি বিজয়ী
লিগ পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ৭–১১ থেকে ৫টি রানার-আপ
  • এসোসিয়েশন ৬ থেকে ১টি ৩য় স্থান অধিকারী
  • দ্বিতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ২টি বিজয়ী
প্লে-অফ পর্বচ্যাম্পিয়নস পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ১২–১৩ থেকে ২টি বিজয়ী
  • তৃতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • তৃতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ৪টি বিজয়ী
গ্রুপ পর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ১–১১ থেকে ১১টি বিজয়ী
  • এসোসিয়েশন ১–৬ থেকে ৬টি রানার্স-আপ
  • এসোসিয়েশন ১–৫ থেকে ৫টি তৃতীয় স্থান অধিকারী
  • এসোসিয়েশন ১–৪ থেকে ৪টি চতুর্থ স্থান অধিকারী
  • প্লে-অফ পর্ব থেকে ৪টি বিজয়ী (চ্যাম্পিয়নস পথ)
  • প্লে-অফ পর্ব থেকে ২টি বিজয়ী (লিগ পথ)
নকআউট পর্ব
(১৬টি দল)
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ বিজয়ী
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ রানার্স-আপ

দলসমূহ

গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১৬]

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে)গ্রুপ পর্ব
রিয়াল মাদ্রিদচ্যা (৩য়) বরুসিয়া ডর্টমুন্ড (৪র্থ) রোমা (৩য়) পোর্তো (১ম)
আতলেতিকো মাদ্রিদইউ(২য়) ম্যানচেস্টার সিটি (১ম) ইন্টার মিলান (৪র্থ) শাখতার দোনেৎস্ক (১ম)
বার্সেলোনা (১ম) ম্যানচেস্টার ইউনাইটেড (২য়) পারি সাঁ-জেরমাঁ (১ম) ক্লাব ব্রুজ (১ম)
ভালেনসিয়া (৪র্থ) টটেনহ্যাম হটস্পার (৩য়) মোনাকো (২য়)[নোট ফ্রান্স] গালাতাসারায় (১ম)
বায়ার্ন মিউনিখ (১ম) লিভারপুল (৪র্থ) লিঁও (৩য়) ভিক্টোরিয়া প্লজেন (১ম)
শালকে ০৪ (২য়) ইয়ুভেন্তুস (১ম) লকোমাটিফ মস্কো (১ম)
১৮৯৯ হোফেনহেইম (৩য়) নাপোলি (২য়) সিএসকেএ মস্কো (২য়)
প্লে-অফ পর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
ইয়াং বয়েস (১ম) পিএসভি আইন্দোভেন (১ম)
তৃতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
এইকে এথেন্স (১ম) রেড বুল সালজবুর্গ (১ম) স্পার্তাক মস্কো (৩য়) স্ট্যান্ডার্ড লিজ (২য়)
বেনফিকা (২য়) ফেনারবাহচে (২য়)
দিনামো কিভ (২য়) স্লাভিয়া প্রাগ (২য়)
দ্বিতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
দিনামো জাগরেব (১ম) মিদতজিল্যান্ড (১ম) বাজেল (২য়) পাওক (২য়)
সিএফআর ক্লুজ (১ম) বেট বারিসাফ (১ম) আয়াক্স (২য়) স্টার্ম গ্রাজ (২য়)
প্রথম বাছাইপর্ব
লেগিয়া ওয়ারশ (১ম) রেড স্টার বেলগ্রেড (১ম) কুকেসি (২য়)[নোট আলবেনিয়া] আলাশকার্ট (১ম)
মালমো এফএফ (১ম) আস্তানা (১ম) কর্ক সিটি (১ম) এফ৯১ দিদলিয়াজ (১ম)
হাপোয়েল বিয়ার শেভা (১ম) অলিম্পিয়া লিউব্লিয়ানা (১ম) জ্রিন্সকি মোস্তার (১ম) ক্রুসাডার্স (১ম)
সেল্টিক (১ম) স্পার্তাক ত্রোনাভা (১ম) তোরপেদো কুতাইসি (১ম) সুদুভা (১ম)
আপোয়েল (১ম) এমওএল ভিদি (১ম) স্পার্তাকস জুরমালা (১ম) ভালেতা (১ম)
রুসনবর্গ (1st) শেরিফ তিরাস্পোল (১ম) শকেন্দিয়া (১ম) দ্য নিউ সেইন্টস (১ম)
গারাবায় (১ম) ভালুর (১ম) ফ্লোরা তাল্লিন (১ম) ভাইকিঙ্গুর গোতা (১ম)
লুডোগরেটস রাজগ্রাড (১ম) এইচজেকে (১ম) সুতজেস্কা নিকশিচ (১ম)
প্রাথমিক পর্ব
লিঙ্কন রেড ইম্পস (১ম) ফুটবল ক্লাব সান্তা কুলোমা (১ম) লা ফিওরিতা (১ম) দ্রিতা (১ম)
নোট

পর্ব এবং ড্রয়ের তারিখ

এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[১৮]

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচী
ধাপপর্বড্রয়ের তারিখপ্রথম লেগদ্বিতীয় লেগ
বাছাইপর্বপ্রাথমিক পর্ব১২ জুন ২০১৮২৬ জুন ২০১৮ (সেমি-ফাইনাল পর্ব)২৯ জুন ২০১৮ (ফাইনাল পর্ব)
প্রথম বাছাইপর্ব১৯ জুন ২০১৮১০–১১ জুলাই ২০১৮১৭–১৮ জুলাই ২০১৮
দ্বিতীয় বাছাইপর্ব২৪–২৫ জুলাই ২০১৮৩১ জুলাই – ১ আগস্ট ২০১৮
তৃতীয় বাছাইপর্ব২৩ জুলাই ২০১৮৭–৮ আগস্ট ২০১৮১৪ আগস্ট ২০১৮
প্লে-অফপ্লে-অফ পর্ব৬ আগস্ট ২০১৮২১–২২ আগস্ট ২০১৮২৮–২৯ আগস্ট ২০১৮
গ্রুপ পর্বম্যাচদিন ১৩০ আগস্ট ২০১৮
(মোনাকো)
১৮–১৯ সেপ্টেম্বর ২০১৮
ম্যাচদিন ২২–৩ অক্টোবর ২০১৮
ম্যাচদিন ৩২৩–২৪ অক্টোবর ২০১৮
ম্যাচদিন ৪৬–৭ নভেম্বর ২০১৮
ম্যাচদিন ৫২৭–২৮ নভেম্বর ২০১৮
ম্যাচদিন ৬১১–১২ ডিসেম্বর ২০১৮
নকআউট পর্ব১৬ দলের পর্ব১৭ ডিসেম্বর ২০১৮১২–১৩ এবং & ১৯–২০ ফেব্রুয়ারি ২০১৯৫–৬ এবং ১২–১৩ মার্চ ২০১৯
কোয়ার্টার-ফাইনাল১৫ মার্চ ২০১৯৯–১০ এপ্রিল ২০১৯১৬–১৭ এপ্রিল ২০১৯
সেমি-ফাইনাল১৯ এপ্রিল ২০১৯৩০ এপ্রিল – ১ মে ২০১৯৭–৮ মে ২০১৯
ফাইনালস্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় ১ জুন ২০১৯

এই মৌসুম থেকে, গ্রুপ পর্বের সকল খেলা এক ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে; সকল খেলা ১৮:৫৫ সিইটি এবং ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের সকল খেলা ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে।[১৪]

প্রাথমিক পর্ব

প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৯] এবং পরবর্তীতে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। ২০১৮ সালে ১২শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২০] এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৬শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৯শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই জিব্রালটারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[২১] সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল ১ ফলাফল দল ২
সেমি-ফাইনাল পর্ব
ফুটবল ক্লাব সান্তা কুলোমা ০–২ (অ.স.প.) দ্রিতা
লা ফিওরিতা ০–২ লিঙ্কন রেড ইম্পস
দল ১ ফলাফল দল ২
ফাইনাল পর্ব
লিঙ্কন রেড ইম্পস ১–৪ (অ.স.প.) দ্রিতা

২০১৮ সালের ২৬শে জুন তারিখে, দ্রিতা প্রথম কসোভো দল হিসেবে উয়েফা প্রতিযোগিতায় এক ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়।

বাছাইপর্ব

বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৯] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।

প্রথম বাছাইপর্ব

২০১৮ সালে ১৯শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২২] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ১০ এবং ১১ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৭ এবং ১৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, ব্যক্তিক্রম শুধু কর্ক সিটি / লেগিয়া ওয়ারশ যারা এলোমেলোভাবে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
তোরপেদো কুতাইসি ২–৪ শেরিফ তিরাস্পোল২–১০–৩
স্কেন্দারবেউ ৫–৪ দ্য নিউ সেইন্টস৫–০০–৪
সুদুভা ৩–২ আপোয়েল৩–১০–১
অলিম্পিয়া লিউব্লিয়ানা ০–১ গারাবায়০–১০–০
এফ৯১ দিদলিয়াজ ২–৩ এমওএল ভিদি১–১১–২
দ্রিতা ০–৫ মালমো এফএফ০–৩০–২
ভাইকিঙ্গুর গোতা ২–৫[ক] এইচজেকে১–২১–৩
লুডোগরেটস রাজগ্রাড ৯–০ ক্রুসাডার্স৭–০২–০
কর্ক সিটি ০–৪ লেগিয়া ওয়ারশ০–১০–৩
ভালুর ২–৩ রুসনবর্গ১–০১–৩
কুকেসি ১–১ (অ্যা) ভালেতা০–০১–১
ফ্লোরা তাল্লিন ২–৭ হাপোয়েল বিয়ার শেভা১–৪১–৩
স্পার্তাকস জুরমালা ০–২ রেড স্টার বেলগ্রেড০–০০–২
আলাশকার্ট ০–৬ সেল্টিক০–৩০–৩
স্পার্তাক ত্রোনাভা ২–১ জ্রিন্সকি মোস্তার১–০১–১
আস্তানা ৩–০ সুতজেস্কা নিকশিচ১–০২–০
নোট

দ্বিতীয় বাছাইপর্ব

দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২২] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২৪ এবং ২৫শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ৩১শে জুলাই এবং ১লা আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
আস্তানা ২–১ মিদতজিল্যান্ড২–১০–০
লুডোগরেটস রাজগ্রাড ০–১ এমওএল ভিদি০–০০–১
কুকেসি ০–৩ গারাবায়০–০০–৩
সিএফআর ক্লুজ ১–২ মালমো এফএফ০–১১–১
দিনামো জাগরেব ৭–২ হাপোয়েল বিয়ার শেভা৫–০২–২
রেড স্টার বেলগ্রেড ৫–০ সুদুভা৩–০২–০
বেট বারিসাফ ২–১ এইচজেকে০–০২–১
শকেন্দিয়া ১–০ শেরিফ তিরাস্পোল১–০০–০
লেগিয়া ওয়ারশ ১–২ স্পার্তাক ত্রোনাভা০–২১–০
সেল্টিক ৩–১ রুসনবর্গ৩–১০–০
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
পাওক ৫–১ বাজেল২–১৩–০
আয়াক্স ৫–১ স্টার্ম গ্রাজ২–০৩–১

তৃতীয় বাছাইপর্ব

তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ২৩শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৩] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ৭ এবং ৮ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৪ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
সেল্টিক ২–৩ এইকে এথেন্স১–১১–২
রেড বুল সালজবুর্গ ৪–০ শকেন্দিয়া৩–০১–০
রেড স্টার বেলগ্রেড ৩–২ স্পার্তাক ত্রোনাভা১–১২–১ (অ.স.প.)
গারাবায় ১–২ বেট বারিসাফ০–১১–১
আস্তানা ০–৩ দিনামো জাগরেব০–২০–১
মালমো এফএফ ১–১ (অ্যা) এমওএল ভিদি১–১০–০
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
স্ট্যান্ডার্ড লিজ ২–৫ আয়াক্স২–২০–৩
বেনফিকা ২–১ ফেনারবাহচে১–০১–১
স্লাভিয়া প্রাগ ১–৩ দিনামো কিভ১–১০–২
পাওক ৩–২ স্পার্তাক মস্কো৩–২০–০

প্লে-অফ পর্ব

প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ৬ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৪] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২১ এবং ২২শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ২৮ এবং ২৯শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
রেড স্টার বেলগ্রেড ২–২ (অ্যা) রেড বুল সালজবুর্গ০–০২–২
বেট বারিসাফ ২–৬ পিএসভি আইন্দোভেন২–৩০–৩
ইয়াং বয়েস ৩–২ দিনামো জাগরেব১–১২–১
এমওএল ভিদি ২–৩ এইকে এথেন্স১–২১–১
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
বেনফিকা ৫–২ পাওক১–১৪–১
আয়াক্স ৩–১ দিনামো কিভ৩–১০–০

গ্রুপ পর্ব

ভিক্তোরিয়া
ম্যানচেস্টার
হোফেনহেইম
শালকা
এইকে
রোমা
মস্কো
মাদ্রিদ
ইয়াং বয়েস
মাদ্রিদের দলসমূহ
আতলেতিকো মাদ্রিদ
রিয়াল মাদ্রিদম্যানচেস্টারের দলসমূহ
ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার ইউনাইটেডমস্কোর দলসমূহ
সিএসকেএ মস্কো
লকোমটিভ মস্কো
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা দলগুলোর অবস্থান।
বাদামী: গ্রুপ এ; রেড: গ্রুপ বি; কমলা: গ্রুপ সি; হলুদ: গ্রুপ ডি;
সবুজ: গ্রুপ ই; নীল: গ্রুপ এফ; বেগুনী: গ্রুপ জি; গোলাপী: গ্রুপ এইচ।

২০১৮ সালে ৩০শে আগস্ট, উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৫] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। এই ড্রয়ের অন্যতম প্রধান নিয়ম হচ্ছে যে, একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (এই মৌসুমের শুরু উপস্থাপিত):[১২]

  • পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শিরোপাধারী দল এবং ২০১৭ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে। যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
  • পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৯]

প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৮–১৯ সেপ্টেম্বর, ২–৩ অক্টোবর, ২৩–২৪ অক্টোবর, ৬–৭ নভেম্বর, ২৭–২৮ নভেম্বর এবং ১১–১২ ডিসেম্বর ২০১৮।

যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৮–১৯ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।

সর্বমোট ১৫টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। ১৮৯৯ হোফেনহেইম, রেড স্টার বেলগ্রেড (১৯৯১ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন) এবং ইয়াং বয়েস এইবারের আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে (যদিও রেড স্টার বেলগ্রেড ইউরোপিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনডর্টমুন্ডআতলেতিকোব্রুজমোনাকো
বরুসিয়া ডর্টমুন্ড১০+৮১৩[ক]নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৪–০০–০৩–০
আতলেতিকো মাদ্রিদ+৩১৩[ক]২–০৩–১২–০
ক্লাব ব্রুজ+১ইউরোপা লিগে অবনমিত০–১০–০১–১
মোনাকো১৪−১২০–২১–২০–৪

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনবার্সেলোনাটটেনহ্যামইন্টারপিএসভি
বার্সেলোনা১৪+৯১৪নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–১২–০৪–০
টটেনহ্যাম হটস্পার১০−১[ক]২–৪১–০২–১
ইন্টার মিলান−১[ক]ইউরোপা লিগে অবনমিত১–১২–১১–১
পিএসভি আইন্দোভেন১৩−৭১–২২–২১–২

গ্রুপ সি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনপারিলিভারপুলনাপোলিবেলগ্রেড
পারি সাঁ-জেরমাঁ১৭+৮১১নকআউট পর্বের জন্য উত্তীর্ণ২–১২–২৬–১
লিভারপুল+২[ক]৩–২১–০৪–০
নাপোলি+২[ক]ইউরোপা লিগে অবনমিত১–১১–০৩–১
রেড স্টার বেলগ্রেড১৭−১২১–৪২–০০–০

গ্রুপ ডি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনপোর্তুশালকেগালাতাসারায়লকোমাটিফ
পোর্তু১৫+৯১৬নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৩–১১–০৪–১
শালকে ০৪+২১১১–১২–০১–০
গালাতাসারায়−৩ইউরোপা লিগে অবনমিত২–৩০–০৩–০
লকোমাটিফ মস্কো১২−৮১–৩০–১২–০

গ্রুপ ই

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনবায়ার্নআয়াক্সবেনফিকাএইকে
বায়ার্ন মিউনিখ১৫+১০১৪নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–১৫–১২–০
আয়াক্স১১+৬১২৩–৩১–০৩–০
বেনফিকা১১−৫ইউরোপা লিগে অবনমিত০–২১–১১–০
এইকে এথেন্স১৩−১১০–২০–২২–৩

গ্রুপ এফ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনসিটিলিঁওশাখতারহোফেনহেইম
ম্যানচেস্টার সিটি১৬+১০১৩নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–২৬–০২–১
লিঁও১২১১+১২–২২–২২–২
শাখতার দোনেৎস্ক১৬−৮ইউরোপা লিগে অবনমিত০–৩১–১২–২
১৮৯৯ হোফেনহেইম১১১৪−৩১–২৩–৩২–৩

গ্রুপ জি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনরিয়ালরোমাপ্লজেনসিএসকেএ
রিয়াল মাদ্রিদ১২+৭১২নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৩–০২–১০–৩
রোমা১১+৩০–২৫–০৩–০
ভিক্টোরিয়া প্লজেন১৬−৯[ক]ইউরোপা লিগে অবনমিত০–৫২–১২–২
সিএসকেএ মস্কো−১[ক]১–০১–২১–২

গ্রুপ এইচ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনইয়ুভেন্তুসইউনাইটেডভালেনসিয়াবয়েস
ইয়ুভেন্তুস+৫১২নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–২১–০৩–০
ম্যানচেস্টার ইউনাইটেড+৩১০০–১০–০১–০
ভালেনসিয়াইউরোপা লিগে অবনমিত০–২২–১৩–১
ইয়াং বয়েস১২−৮২–১০–৩১–১

নকআউট পর্ব

নকআউট পর্বে, প্রত্যেক দল বিপরীত দলের সাথে দুই লেগের হোম-এন্ড-অ্যাওয়ে খেলায় অংশগ্রহণ করবে (শুধুমাত্র ফাইনাল ব্যতীত)। এই পর্বের নিয়মাবলী নিম্নরুপ:

  • ১৬ দলের পর্বের ড্রয়ের ক্ষেত্রে, ৮ গ্রুপের চ্যাম্পিয়ন হবে সবীজ, এবং ৮ গ্রুপের রানার-আপ হবে অবীজ। সবীজ দলগুলো অবীজ দলের বিরুদ্ধে ড্র হবে, যেখানে সবীজ দলগুলো প্রথমে হোম ম্যাচ খেলবে। একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হবে না।
  • কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্রয়ের ক্ষেত্রে, কোনো সবীজ দল থাকবে না এবং একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হতে পারবে।

বন্ধনী

 ১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল (১ জুন – মাদ্রিদ)
                     
   টটেনহ্যাম হটস্পার 
   বরুসিয়া ডর্টমুন্ড 
    টটেনহ্যাম হটস্পার (অ্যা) 
    ম্যানচেস্টার সিটি 
   শালকে ০৪
   ম্যানচেস্টার সিটি১০ 
    টটেনহ্যাম হটস্পার (অ্যা) 
    আয়াক্স 
   আয়াক্স 
   রিয়াল মাদ্রিদ 
    আয়াক্স
    ইয়ুভেন্তুস 
   আতলেতিকো মাদ্রিদ
   ইয়ুভেন্তুস 
    টটেনহ্যাম হটস্পার
    লিভারপুল
   ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যা) 
   পারি সাঁ-জেরমাঁ 
    ম্যানচেস্টার ইউনাইটেড
    বার্সেলোনা 
   লিঁও
   বার্সেলোনা 
    বার্সেলোনা
    লিভারপুল 
   লিভারপুল 
   বায়ার্ন মিউনিখ 
    লিভারপুল
    পোর্তো 
   রোমা
   পোর্তো (অ.স.প.) 

১৬ দলের পর্ব

২০১৮ সালের ১৭ই ডিসেম্বর তারিখে, এই আসরের ১৬ দলের পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৬] ২০১৯ সালের ১২, ১৩, ১৯ এবং ২০শে ফেরুয়ারি তারিখে ১৬ দলের পর্বের প্রথম লেগ ও ৫, ৬, ১২ এবং ১৩ই মার্চ তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
শালকে ০৪ ২–১০ ম্যানচেস্টার সিটি২–৩০–৭
আতলেতিকো মাদ্রিদ ২–৩ ইয়ুভেন্তুস২–০০–৩
ম্যানচেস্টার ইউনাইটেড ৩–৩ (অ্যা) পারি সাঁ-জেরমাঁ০–২৩–১
টটেনহ্যাম হটস্পার ৪–০ বরুসিয়া ডর্টমুন্ড৩–০১–০
লিওঁ ১–৫ বার্সেলোনা০–০১–৫
রোমা ৩–৪ পোর্তো২–১১–৩ (অ.স.প.)
আয়াক্স ৫–৩ রিয়াল মাদ্রিদ১–২৪–১
লিভারপুল ৩–১ বায়ার্ন মিউনিখ০–০৩–১

কোয়ার্টার-ফাইনাল

২০১৯ সালের ১৫ই মার্চ তারিখে, এই আসরের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৭] ২০১৯ সালের ৯ এবং ১০ই এপ্রিল তারিখে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ও ১৬ এবং ১৭ই এপ্রিল তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
আয়াক্স ৩–২ ইয়ুভেন্তুস১–১২–১
লিভারপুল ৬–১ পোর্তো২–০৪–১
টটেনহ্যাম হটস্পার ৪–৪ (অ্যা) ম্যানচেস্টার সিটি১–০৩–৪
ম্যানচেস্টার ইউনাইটেড ০–৪[ক] বার্সেলোনা০–১০–৩

নোট

সেমি-ফাইনাল

২০১৯ সালের ১৯শে এপ্রিল তারিখে, এই আসরের সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৮] ২০১৯ সালের ৩০শে এপ্রিল এবং ১লা মে তারিখে সেমি-ফাইনালের প্রথম লেগ ও ৭ এবং ৮ই মে তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
টটেনহ্যাম হটস্পার ৩–৩ (অ্যা) আয়াক্স০–১৩–২
বার্সেলোনা ৩–৪ লিভারপুল৩–০০–৪

ফাইনাল

২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের ড্রয়ের পর একটি আলাদা ড্রয়ের মাধ্যমে "হোম" দল (প্রশাসনিক উদ্দেশ্যের জন্য) নির্ধারণ করা হয়েছে।

টটেনহ্যাম হটস্পার ০–২ লিভারপুল
প্রতিবেদন
ওয়ান্দা মেত্রপলিতানো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৬৩,২৭২[২৯]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

পরিসংখ্যান

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:২০১৮–১৯ সালে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী