২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসর যা ভারতের শিলিগুড়িতে ২৬ ডিসেম্বর ২০১৬ থেকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ আসরে সাফভুক্ত ৭টি দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে।

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশ ভারত
তারিখ২৬ ডিসেম্বর ২০১৬ – ৪ জানুয়ারি ২০১৭
দল
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৪র্থ শিরোপা)
রানার-আপ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ১২
গোল সংখ্যা৫৭ (ম্যাচ প্রতি ৪.৭৫টি)
শীর্ষ গোলদাতানেপাল সাবিত্রা ভান্দারি
(১২ গোল)

স্বাগতিক নির্বাচন

২০১৬ সালের ২ জানুয়ারি তিরুবনন্তপুরম সাফ কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য ভারতকে স্বাগতিক দেশ নির্বাচন করা হয়।[১]

অংশগ্রহণকারী দেশ

স্বাগতিক ভারত সহ দক্ষিণ এশিয়ার মোট ছয়টি জাতীয় নারী দল অংশগ্রহণ করে। পাকিস্তান অংশগ্রহণের কথা থাকলেও ৩ নভেম্বর ২০১৬ তারিখে তারা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়।[২]

দেশউপস্থিতিপূর্বের সেরা সাফল্যফিফা ক্রমস্থান
ডিসেম্বর ২০১৬
 ভারত (স্বাগতিক)4thচ্যাম্পিয়ন (2010, ২০১২, ২০১৪)৫৪
 আফগানিস্তান৪র্থ‌সেমি ফাইনালn/a
 বাংলাদেশ৪র্থ‌সেমি ফাইনাল১১৪
 ভুটান৪র্থ‌Group-stagen/a
 মালদ্বীপ৪র্থ‌Group-stage১১৬
   নেপাল৪র্থ‌Runners-up১০৫
 শ্রীলঙ্কা৪র্থ‌সেমি ফাইনাল১১৫

স্কোয়াড

মাঠ

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩]

শিলিগুড়ি
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০,০০০

গ্রুপ পর্ব

গ্রুপ পর্বের জন্য ড্র ঢাকায় অবস্থিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন এর প্রধান কার্যালয়ে ১৭ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়।[৪]

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
   নেপাল১৮+১৮নকআউট পর্বে অগ্রসর
 মালদ্বীপ১২−৪
 শ্রীলঙ্কা−২
 ভুটান১৩−১২
নেপাল    8–0  ভুটান
Bhandari  ৫'৯'২৩'৩৫'৭২'৭৭'
Thapa
Khatri  ৯০'
প্রতিবেদন
শ্রীলঙ্কা  2–5  মালদ্বীপ
Liyanage  ৪৩'
Kumudini  ৪৫+২'
প্রতিবেদনRifa  ২৪'
Zahir  ২৭'৬৪'৮০'
Shamila  ৮৮'

মালদ্বীপ  0–9    নেপাল
প্রতিবেদনBhandari  ১২'২৮'৩৯'৫০'৬৩'
Yonjan  ৫২'
Lama  ৭১'
Bhujel  ৭৪'
BK  ৯০+৩'

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 বাংলাদেশ+৬নকআউট পর্বে অগ্রসর
 ভারত (H)+৪
 আফগানিস্তান১১−১০
ভারত  ৫–১  আফগানিস্তান
যমুনা  ৩'৩২'
মালিক  ২৯'
গ্রাসি  ৪৫+২'
যাদব  ৯০+২'
প্রতিবেদনফারখুন্দা  ৮৮'

বাংলাদেশ  ৬–০  আফগানিস্তান
খাতুন  ৬'১৫'৪০'৪৪'৪৮'
স্বপ্না  ৮৫'
প্রতিবেদন

নকআউট পর্ব

ব্রাকেট

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২ জানুয়ারি
 
 
   নেপাল
 
৪ জানুয়ারি
 
 ভারত
 
 ভারত
 
২ জানুয়ারি
 
 বাংলাদেশ
 
 বাংলাদেশ
 
 
 মালদ্বীপ
 

সেমি–ফাইনাল

নেপাল    ১–৩  ভারত
ভান্দারি  ৭৫'দেবি  ৪৫'
কাথিরেসান  ৫০'
মালিক  ৮৩'

বাংলাদেশ  ৬–০  মালদ্বীপ
স্বপ্না  ১১'২২'৫৮'
সাবিনা  ৪৮'৬৪' (pen)
খাতুন  ৫২'
প্রতিবেদন

ফাইনাল

ভারত  ৩–১  বাংলাদেশ
গ্রাস  ১২'
মালিক  ৬০'
কাথিরেসান  ৬৭'
প্রতিবেদনস্বপ্না  ৪০'

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী