২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল

২০১৪ ফিফা বিশ্বকাপের বিজয়ী নির্ধারণকারী ম্যাচ

২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল যা ১৩ জুলাই ২০১৪ তারিখে এস্তাদিও দো মারাকানা, রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত হয় এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের বিজয়ী নির্ধারন করে।[২][৩] ফাইনাল জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হয়। ১৯৮৬ এবং ১৯৯০ ফাইনালে পরে, এই দু'দেশের মধ্যে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল হয় যা একটি বিশ্বকাপ রেকর্ড।

২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল
বিশ্বকাপ ট্রফি হাতে লুকাস পোডলস্কি (ডান থেকে তৃতীয়)
প্রতিযোগিতা২০১৪ ফিফা বিশ্বকাপ
অতিরিক্ত সময়ের পর
তারিখ১৩ই জুলাই, ২০১৪
ম্যাচসেরামারিও গোটজে (জার্মানি)
রেফারিনিকোলা রিজ্জলি (ইতালি)
দর্শক সংখ্যা৭৪,৭৩৮
আবহাওয়াআংশিক মেঘযুক্ত
২৩ °সে (৭৩ °ফা)
৬৫% আদ্রতা[১]

এই ম্যাচের আগে জার্মানি সাত বার বিশ্বকাপের ফাইনালে খেলে (১৯৫৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পশ্চিম জার্মানি হিসাবে), এর মধ্যে তিন বার জয়ী হয় (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০) এবং চার বার পরাজিত হয় (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২); অন্যদিকে আর্জেন্টিনা চার বার বিশ্বকাপের ফাইনালে খেলে, দুই বার জয়ী হয় (১৯৭৮, ১৯৮৬) এবং দুইবার পরাজিত হয় (১৯৩০, ১৯৯০)।

ফাইনালে জার্মানি আর্জেন্টিনার সাথে ১-০ ব্যবধানে বিজয়ী হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটজে গোলটি করেন; তিনি আন্দ্রে শুর্লের একটি ক্রস বুক দিয়ে ঠেকিয়ে বাতাসে থাকায় অবস্থায় বাম পায়ে গোলতী করেন।

এটি ছিল জার্মানির চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়, জার্মান পুনঃএকত্রীকরণ পর প্রথম এবং ইউরোপের বাইরে প্রথম জয়। জার্মানির এই বিজয়ে একই মহাদেশ থেকে পরপর তিন বার দলগুলি বিশ্বকাপ জয় করে, এর আগে ২০০৬ ও ২০১০ সালে যথাক্রমে ইতালি ও স্পেন জয় করে; যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ঘটে। এছাড়াও জার্মানি প্রথম ইউরোপীয় দল যারা আমেরিকায় আয়োজিত কোন বিশ্বকাপের শিরোপা লাভ করে। মিরোস্লাভ ক্লোসা যিনি সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ স্কোরার হল, এইভাবে ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে তার জাতীয় দলের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে হয়ে শেষ করেন। জার্মানি এছাড়াও ২০১৭ ফিফা কনফেডারেশন কাপের জন্য যোগ্যতা অর্জন করে।

পটভূমি

মারাকানায় ফাইনাল ম্যাচ

এর আগে দুটি দল মোট ২০ বার মুখোমুখি হয়, যেখানে জার্মানি ৬ বার ও আর্জেন্টিনা ৯ বার জয় লাভ করে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়। ওই খেলাগুলিতে দুটি দল মোট ২৮টি গোল করে।

ফাইনালে আসার পথ

জার্মানিরাউন্ডআর্জেন্টিনা
বিপক্ষফলাফলগ্রুপ পর্ববিপক্ষফলাফল
 পর্তুগাল৪–০ম্যাচ ১  বসনিয়া ও হার্জেগোভিনা২–১
 ঘানা২–২ম্যাচ ২  ইরান১–০
 মার্কিন যুক্তরাষ্ট্র১–০ম্যাচ ৩  নাইজেরিয়া৩–২
গ্রুপ জি জয়ী
দলখেলাজয়ড্রহারস্বগোবিগোগোপা
 জার্মানি+৫
 মার্কিন যুক্তরাষ্ট্র
 পর্তুগাল−৩
 ঘানা−২
চূড়ান্ত অবস্থানগ্রুপ এফ জয়ী
দলখেলাজয়ড্রহারস্বগোবিগোগোপা
 আর্জেন্টিনা+৩
 নাইজেরিয়া
 বসনিয়া ও হার্জেগোভিনা
 ইরান−৩
বিপক্ষফলাফলনকআউট পর্ববিপক্ষফলাফল
 আলজেরিয়া২–১ (অসপ)১৬ দলের পর্ব   সুইজারল্যান্ড১–০ (অসপ)
 ফ্রান্স১–০কোয়াটার-ফাইনাল  বেলজিয়াম১–০
 ব্রাজিল৭–১সেমি-ফাইনাল  নেদারল্যান্ডস০–০ (অসপ) (৪–২ পেন.)

বেস ক্যাম্প এবং মাঠ

দলবেস ক্যাম্পম্যাচ ১ম্যাচ ২ম্যাচ ৩১৬ দলের রাউন্ডকোয়াটার-ফাইনালসেমি-ফাইনাল
 আর্জেন্টিনাভেসপাসিয়ানো (মিনাস জেরাইস)[৪]রিউ দি জানেইরু[৫]বেলো অরিজন্তে[৬]পোর্তো আলেগ্রে[৭]সাও পাওলো[৮]ব্রাসিলিয়া[৯]সাও পাওলো[১০]
 জার্মানিসান্তা ক্রুজ কাব্রালিয়া (বাইয়া)[৪]সালভাদোর[১১]ফর্তালিজা[১২]রেসিফি[১৩]পোর্তো আলেগ্রে[১৪]রিউ দি জানেইরু[১৫]বেলো অরিজন্তে[১৬]

জার্মানি ব্রাজিলের উত্তর পূর্ব অঞ্চল, বাইয়য় তাদের নিজস্ব বেস ক্যাম্প কাম্পো বাহিয়া তৈরি করে; এটি তৈরিতে £২৫ মিলিয়ন খরচ পড়ে।[১৭] তারা ৮ জুন ২০১৪ তারিখে ব্রাজিলে আসে।[১৮]

ম্যাচ

 জার্মানি১-০ (অ.স.প.)  আর্জেন্টিনা
গোটজে  ১১৩'প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৪,৭৩৮
রেফারি: নিকোলা রিজ্জলি (ইতালি)
জার্মানি
আর্জেন্টিনা
গোম্যানুএল নয়ার
রা.ব্যা১৬ফিলিপ লাম ()
সে.ব্যা২০জেরম বোয়াটেং
সে.ব্যাম্যাটস হুমেলস
লে.ব্যাবেনেডিক্ট হাফিডাস  ৩৪'
সে.মি২৩ক্রিস্টফ ক্রামা  ৩১'
সে.মিবাস্তিয়ান শোয়েনস্টেইগার  ২৯'
রা.উ১৩টমাস মুলার
অ্যা.মি১৮টনি ক্রুস
লে.উমেসুত ওজিল  ১২০'
সে.ফ১১মিরোস্লাভ ক্লোজে  ৮৮'
বদলি:
আন্দ্রে শুর্লে  ৩১'
১৯মারিও গোটজে  ৮৮'
১৭পের মের্টেজাকার  ১২০'
ম্যানেজার:
ইওয়াকিম লু
গোসার্হিও রোমেরো
রা.ব্যাপাবলো জাবালেতা
সে.ব্যা১৫মার্তিন দেমিচেলিস
সে.ব্যাএজেকিয়েল গারাই
লে.ব্যা১৬মার্কোস রোহো
সে.মি১৪হাভিয়ের মাশ্চেরানো  ৬৪'
সে.মিলুকাস বিগলিয়া
রা.উএঞ্জো পেরেস  ৮৬'
লে.ব্যা২২ইজেকিয়েল লাভেজ্জি  ৪৬'
সে.স্ট্রা১০লিওনেল মেসি ()
সে.ফগঞ্জালো ইগুয়াইন  ৭৮'
বদলি:
২০সার্হিও আগুয়েরো  ৬৫'  ৪৬'
১৮রদ্রিগো পালাসিও  ৭৮'
ফের্নান্দো গাহো  ৮৬'
ম্যানেজার:
আলেহান্দ্রো সাবেয়া

ম্যাচসেরা:
মারিও গোটজে (জার্মানি)

সহকারী রেফারিগণ:
রেনাতো ফাভেরানি (ইতালি)
আন্দ্রেয়া স্তেফানি (ইতালি)
চতুর্থ অফিসিয়াল:
কার্লোস বেরা (ইকুয়েডর)
পঞ্চম অফিসিয়াল:
ক্রিস্তিয়ান লেস্কানো (ইকুয়েডর)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী