২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি উরুগুয়ে, কোস্টারিকা, ইংল্যান্ড, এবং ইতালিকে নিয়ে গঠিত। এটিই একমাত্র গ্রপ যেখানে এক এর অধিক পূর্বে বিশ্বকাপ বিজয়ী দল রয়েছে। গ্রুপ ডিতে তিনটি বিশ্বকাপজয়ী দল রয়েছে যাদের মধ্যে কমপক্ষে একটি দল গ্রুপ পর্ব হতে বাদ পড়বে। এই গ্রুপের খেলা ১৪ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন ২০১৪ পর্যন্ত চলেছে।

দলসমূহ

ড্র স্থানদলবাছাইয়ের
পদ্ধতি
বাছাইয়ের
তারিখ
চূড়ান্তপর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা
র‍্যাঙ্কিং
[দ্রষ্টব্য ১]
ডি১  উরুগুয়েএএফসি বনাম কনমেবোল প্লে-অফ বিজয়ী২০ নভেম্বর ২০১৩১২তম২০১০বিজয়ী (১৯৩০, ১৯৫০)
ডি২  কোস্টা রিকাকনকাকাফ ৪র্থ রাউন্ড ২য় রানার আপ১০ সেপ্টেম্বর ২০১৩চতুর্থ২০০৬১৬ দলের রাউন্ড (১৯৯০)৩১
ডি৩  ইংল্যান্ডউয়েফা গ্রুপ এইচ বিজয়ী১৫ অক্টোবর ২০১৩১৪তম২০১০বিজয়ী (১৯৬৬)১০
ডি৪  ইতালিউয়েফা গ্রুপ বি বিজয়ী১০ সেপ্টেম্বর ২০১৩১৮তম২০১০বিজয়ী (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)

অবস্থান

ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 কোস্টা রিকা+৩
 উরুগুয়ে
 ইতালি−১
 ইংল্যান্ড−২

খেলাসমূহ

উরুগুয়ে বনাম কোস্টারিকা

দুই দল এর আগে আটটি খেলায় মুখোমুখি হয়েছে। সর্বশেষ তারা ২০০৯ সালে মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের কনকাকাফ - কনমেবল প্লে-অফে। যেখানে উরুগুয়ে দুই লেগ মিলিয়ে ২-১ গোল ব্যবধানে জয় লাভ করে এবং ২০১০ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।[১] এই প্রথম বিশ্বকাপের এক খেলায়তেই কোস্টা রিকা তিন গোল করে এবং উরুগুয়েও প্রথমবারের মত বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বা ইউরোপের বাহিরের কোন দলের বিপক্ষে পরাজিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

উরুগুয়ে  ১–৩  কোস্টা রিকা
কাভানি  ২৪' (পে.)প্রতিবেদনকাম্পবেল  ৫৪'
দুয়ার্তে  ৫৭'
উরেনিয়া  ৮৪'
দর্শক সংখ্যা: ৫৮,৬৭৯
রেফারি: ফেলিক্স ব্রাইচ (জার্মানি)[২]
উরুগুয়ে
কোস্টা রিকা
গোফের্নান্দো মুসলেরা
রা.ব্যা১৬মাক্সি পেরেইরা  ৯০+৪'
সে.ব্যাদিয়েগো লুগানো ()  ৫০'
সে.ব্যাদিয়েগো গদিন
লে.ব্যা২২মার্তিন কাসেরেস  ৮১'
রা.মি১১ক্রিস্তিয়ান স্তুয়ানি
সে.মি১৭এহিদিও আরেবালো রিওস
সে.মিওয়াল্তের গারগানো  ৫৬'  ৬০'
লে.মিক্রিস্তিয়ান রোদ্রিগেস  ৭৬'
সে.ফ১০দিয়েগো ফরলান  ৬০'
সে.ফ২১এদিনসন কাভানি
বদলি:
১৪নিকোলাস লদেরিও  ৬০'
২০আলবারো গোঞ্জালেস  ৬০'
আবেল এর্নান্দেস  ৭৬'
ম্যানেজার:
অস্কার তাবারেস
গোকেইলর নাবাস
সে.ব্যাঅস্কার দুয়ার্তে
সে.ব্যাহিয়ানকার্লো গোঞ্জালেজ
সে.ব্যামাইকেল উমানিয়া
রা.উ.ব্যা১৬ক্রিস্তিয়ান গাম্বোয়া
লে.উ.ব্যা১৫হুনিয়র দিয়াস
সে.মিসেলসো বোর্হেস
সে.মি১৭ইয়েলৎসিন তেহেদা  ৭৫'
অ্যা.মি১০ব্রায়ান রুইজ ()  ৮৩'
অ্যা.মিক্রিস্তিয়ান বোলানিয়োস  ৮৯'
সে.ফজোয়েল কাম্পবেল
বদলি:
২২হোসে মিগুয়েল কুবেরো  ৭৫'
২১মার্কো উরেনিয়া  ৮৩'
১১মাইকেল বারান্তেস  ৮৯'
ম্যানেজার:
হোর্হে লুইস পিন্তো

ম্যচসেরা:
জোয়েল কাম্পবেল (কোস্টা রিকা)

সহকারী রেফারি:
মার্ক বশ (জার্মানি)
স্তেফান লুপ (জার্মানি)
চতুর্থ অফিসিয়াল:
বিক্তোর উগো কারিয়ো (পেরু)
পঞ্চম অফিসিয়াল:
রোদনি আকিনো (প্যারাগুয়ে)

ইংল্যান্ড বনাম ইতালি

দুইটি দল এর আগে ২৪টি খেলায় মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৯৯০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি উল্লেখযোগ্য, যেখানে ইতালি ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।[৩] দল দুইটি সাম্প্রতিক মুখোমুখি হয় উয়েফা ইউরো ২০১২ এর কোয়ার্টার-ফাইনালে। খেলাটি গোলশুন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় লাভ করে ইতালি।

ইংল্যান্ড  ১–২  ইতালি
স্টারিজ  ৩৭'প্রতিবেদনমার্কিজিও  ৩৫'
বালোতেল্লি  ৫০'
অ্যারেনা দা আমাজনিয়া, মানাউশ
দর্শক সংখ্যা: ৩৯,৮০০
রেফারি: বিওয়ের্ন কাইপার্স (নেদারল্যান্ডস)[২]
ইংল্যান্ড
ইতালি
গোজো হার্ট
রা.ব্যাগ্লেন জনসন
সে.ব্যাগ্যারি কাহিল
সে.ব্যাফিল জাগিয়েল্কা
লে.ব্যালেইটন বেইন্স
ডি.মিস্টিভেন জেরার্ড ()
ডি.মি১৪জর্ডান হেন্ডারসন  ৭৩'
রা.উ১১ড্যানি ওয়েলব্যাক  ৬১'
অ্যা.মি১৯রাহিম স্টার্লিং  ৯০+২'
লে.উ১০ওয়েইন রুনি
সে.ফড্যানিয়েল স্টারিজ  ৮০'
বদলি:
২১রস বার্কলি  ৬১'
জ্যাক উইলশেয়ার  ৭৩'
২০অ্যাডাম লালানা  ৮০'
ম্যানেজার:
রয় হজসন
গো১২সালভাতোরে সিরিগু
রা.ব্যামাত্তেও দারমিয়ান
সে.ব্যা১৫আন্দ্রেয়া বার্জায়লি
সে.ব্যা২০গাব্রিয়েল পালেত্তা
লে.ব্যাজর্জো কিল্লিনি
রা.মিক্লাউদিও মার্কিজিও
সে.মি১৬দানিয়েলে দে রোসি
লে.মি২৩মার্কো ভেররাত্তি  ৫৭'
অ্যা.মি২১আন্দ্রেয়া পিরলো ()
সে.স্ট্রাআন্তনিয়ো কান্দ্রেভা  ৭৯'
সে.ফমারিও বালোতেল্লি  ৭৩'
বদলি:
থিয়াগো মত্তা  ৫৭'
১৭চিরো ইম্মবিলে  ৭৩'
১৮মার্কো পারোলো  ৭৯'
ম্যানেজার:
সিজারে প্রানদেল্লি

ম্যাচসেরা:
মারিও বালোতেল্লি (ইতালি)

সহকারী রেফারিগণ:
সান্দের ফন রুকেল (নেদারল্যান্ডস)
এরবিন জেইনস্ত্রা (নেদারল্যান্ডস)
চতুর্থ অফিসিয়াল:
ওয়াল্তের লোপেজ (গুয়াতেমালা)
পঞ্চম অফিসিয়াল:
লেওনেল লেয়াল (কোস্টা রিকা)

উরুগুয়ে বনাম ইংল্যান্ড

উরুগুয়ে  ২-১  ইংল্যান্ড
সুয়ারেজ  ৩৯'  ৮৫'রুনি  ৭৫'
আরেনা ডি সাও পাওলো, সাও পাওলো
দর্শক সংখ্যা: ৬২,৫৭৫
রেফারি: কার্লোস ভেলাসকো কার্বালো (স্পেন)

ইতালি বনাম কোস্টারিকা

ইতালি  ০-১  কোস্টা রিকা
রুইজ  ৪৪'
Arena Pernambuco, Recife
দর্শক সংখ্যা: ৪০,২৮৫
রেফারি: এনরিকে ওজেস (চিলি)

ইতালি বনাম উরুগুয়ে

ইতালি  ০-১  উরুগুয়ে
গোডিন  ৮১'
Arena das Dunas, Natal
দর্শক সংখ্যা: ৩৯,৭০৬
রেফারি: মার্কো রদ্রিগেজ (মেক্সিকো)

কোস্টারিকা বনাম ইংল্যান্ড

কোস্টা রিকা  ০-০  ইংল্যান্ড
Estádio Mineirão, Belo Horizonte
দর্শক সংখ্যা: ৫৭,৮২৩
রেফারি: জামেল হামুদি (আলজেরিয়া)

নোটস

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী