২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

আফগানিস্তান ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৩ জুলাই থেকে ৪ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চারটি একদিনের আন্তর্জাতিক ও দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১] প্রকৃতপক্ষে সফরটি জানুয়ারি, ২০১৪ সালে নির্দিষ্ট করা ছিল। কিন্তু খেলোয়াড়দের ধর্মঘটের কারণে সফরটি স্থগিত রাখতে হয়েছিল।[২][৩]

২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
 জিম্বাবুয়েআফগানিস্তান
তারিখ১৩ জুলাই, ২০১৪ – ৫ আগস্ট, ২০১৪
অধিনায়কব্রেন্ডন টেলরমোহাম্মাদ নবী
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৪ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রানসিকান্দার রাজা (২১০)ওসমান গণি (১৭৫)
সর্বাধিক উইকেটডোনাল্ড তিরিপানো (৭)শরফুদ্দিন আশরাফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড়সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

দলের সদস্য

একদিনের আন্তর্জাতিকপ্রথম-শ্রেণীর ক্রিকেট
 জিম্বাবুয়ে[৪]  আফগানিস্তান[৫]  জিম্বাবুয়ে[৬]  আফগানিস্তান

প্রস্তুতিমূলক খেলা

১ম ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান

১৩ জুলাই
৯:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২০৯ (৫০ ওভার)
জিম্বাবুয়ে এ
১৯৩ (৪৮.৩ ওভার)
ওসমান গণি ৭৯ (১১০)
মাইকেল চিনোয়া ২/৩০ (১০ ওভার)
আফগানিস্তান ১৬ রানে বিজয়ী
বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ল্যাঙ্গটন রাসেরে (জিম্বাবুয়ে) ও ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শরফুদ্দিন আশরাফ (আফগানিস্তান)
  • জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফের লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে।

২য় ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান

১৫ জুলাই
৯:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৬৮/৭ (৫০ ওভার)
জিম্বাবুয়ে এ
২৭২/৩ (৪৮ ওভার)
নাসির জামিল ৬৪* (৭৬)
লুক জংউই ৩/৭৪ (১০ ওভার)
জিম্বাবুয়ে এ দল ৭ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে) ও ক্রিস্টোফার ফিরি (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ২ উইকেটে ১২৭ রানের সময় রিচমন্ড মুতুম্বামি রিটায়ার্ড হার্ট হন।

খেলা পরিচালনাকারী কর্মকর্তা

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:

আম্পায়ারসংরক্ষিত আম্পায়ারম্যাচ রেফারীচতুর্থ কর্মকর্তাঅনলাইন স্কোরার
  • দেব গোবিন্দজি (দক্ষিণ আফ্রিকা)
  • নিকোলাস সিঙ্গো (জিম্বাবুয়ে)
  • ক্রিস্টোফার ফিরি (জিম্বাবুয়ে)
  • টি ফিরি
  • ডোনাল্ড জে. নিওনি
  • টি ফিরি

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৮ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৩
আফগানিস্তান 
২২৩/৯ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২২৭/৪ (৪৫.২ ওভার)
শন উইলিয়ামস ৭০ (৬৫)
শাপুর জাদরান ১/৩২ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফ ও জিম্বাবুয়ের পক্ষে ডোনাল্ড তিরিপানো’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে

২য় ওডিআই

২০ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৪
আফগানিস্তান 
২৫৬/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৫৭/২ (৪৩.৩ ওভার)
ওসমান গণি ১১৮ (১৪৩)
সিকান্দার রাজা ২/২৫ (৫ ওভার)
জিম্বাবুয়ে ৮ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: ওয়েন চিরুম্বি (জিম্বাবুয়ে) ও যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে

৩য় ওডিআই

২২ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৫
জিম্বাবুয়ে 
২৬১/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৬৪/৮ (৪৯.৪ ওভার)
জাভেদ আহমদি ৫৬ (৫৭)
শন উইলিয়ামস ২/৩৩ (১০ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে নাসির জামালের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে।[৮]

৪র্থ ওডিআই

২৪ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৭
আফগানিস্তান 
২৫৯ (৪৯.১ ওভার)
 জিম্বাবুয়ে
১৫৯ (৩৮ ওভার)
শফিকুল্লাহ ৫৬ (৪৩)
ডোনাল্ড তিরিপানো ৫/৬৩ (৯.১ ওভার)
আফগানিস্তান ১০০ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডোনাল্ড তিরিপানো (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ের পক্ষে রিচমন্ড মুতুম্বামি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • আফগানিস্তানের ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনয়ণ।

অর্জনসমূহ

জিম্বাবুয়ে
আফগানিস্তান
  • ১ম ওডিআইয়ে দৌলত জাদরান তার চতুর্দশতম অর্ধ-শতক সংগ্রহ করেন।[৯]
  • ২য় ওডিআইয়ে ওসমান গণি তার অভিষেক ওডিআই সেঞ্চুরি করেন। গুলবাদিন নায়েবের সাথে তিনি যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[১০]
  • ৪র্থ ওডিআইয়ে জয়ের ফলে আফগানিস্তান কোন পূর্ণাঙ্গ সদস্য দলের বিপক্ষে সিরিজ ড্র করে।[১১]

পরিসংখ্যান

সর্বাধিক রান[১২]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসঅপরাজিতরানসর্বোচ্চ রানগড়বল মোকাবেলাস্ট্রাইক রেট১০০৫০
সিকান্দার রাজা২১০১৪১৭০.০০২৫৬৮২.০৩২১
হ্যামিলটন মাসাকাদজা১৮৭৯৩৬২.৩৩২২৮৮২.০১২১
ওসমান গণি১৭৫১১৮৪৩.৭৫২০৯৮৩.৭৩১৬
মোহাম্মাদ নবী১৫৫৫৪৩৮.৭৫১৪১১০৯.৯২
সামিউল্লাহ শেনওয়ারি১৫১৬৫৩৭.৭৫২২০৬৮.৬৩

বোলিং

সর্বাধিক উইকেট[১৩]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসওভারমেইডেনপ্রদেয় রানউইকেটসেরা বোলিংগড়ইকোনোমিস্ট্রাইক রেট৪ উইঃ৫ উইঃ
ডোনাল্ড তিরিপানো২৫.১১৫৪৬/৬৩২২.০০৬.১১২১.৫০-
শরফুদ্দিন আশরাফ৩৬.২১৬০৩/২৯২৬.৬৬৪.৪০৩৬.৩০--
দৌলত জাদরান২৮.০১৭১২/৩৯৩৪.২০৬.১০৩৩.৬০--
আফতাব আলম১৭.০৭৪২/৩০১৮.৫০৪.৩৫২৫.৫০--
তিনাশে প্যানিয়াঙ্গারা২৭.০১৫৪২/৫৮৩৮.৫০৫.৭০৪০.৫০--

প্রথম-শ্রেণীর ক্রিকেট সিরিজ

১ম প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ

২৭-৩০ জুলাই, ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান এ
বনাম
জিম্বাবুয়ে এ
১০৫ (৪৭.১ ওভার)
রহমত শাহ ২৭ (৫০)
টেন্ডাই চাতারা ৫/৩১ (১৬ ওভার)
১৬৫ (৪৪.৫ ওভার)
লুক জঙ্গি ৫৮ (৮৬)
ফরিদ আহমদ ৫/৫৪ (১১ ওভার)
৩২১ (৯২.৫ ওভার)
নজিবুল্লাহ জাদরান ৯৯ (১০৩)
মাইকেল চিনোয়া ৪/৯২ (১৬ ওভার)
২২৬ (৭৫.৫ ওভার)
মার্ক ভার্মিউলেন ১০৭ (১৭৪)
মিরওয়াইজ আশরাফ ৬/৩৫ (১৯ ওভার)
আফগানিস্তান এ দল ৩৫ রানে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে

আম্পায়ার: ল্যাংটন লাসেরে (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে এ দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ

২-৫ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান এ
বনাম
জিম্বাবুয়ে এ
১৬৯ (৫৪.১ ওভার)
কাশিম খান ৩৭ (৭৫)
কাথবার্ট মুসোকো ৩/৩৯ (১৩ ওভার)
১৫৭ (৪৭.৪ ওভার)
রিচমন্ড মুতুম্বামি ৪৪ (৬৯)
শরাফুদ্দিন আশরাফ ৫/৩৩ (১০ ওভার)
৯৯ (৩৮.৩ ওভার)
রহমত শাহ ২৪ (৫৬)
নাতসাই মুশাঙউই ৪/২০ (৬.৩ ওভার)
১১২/২ (২৪.৩ ওভার)
মার্ক ভার্মিউলেন ৪৭*
শরাফুদ্দিন আশরাফ ১/২৩ (৭ ওভার)
জিম্বাবুয়ে এ দল ৮ উইকেটে বিজয়ী
কান্ট্রি ক্লাব, হারারে

আম্পায়ার: ইকনাউ চবি (জিম্বাবুয়ে) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে আব্দুল্লাহ আদিল, মোহাম্মদ মুজতবা, নাসির জামাল ও শরাফুদ্দিন আশরাফে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী