২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক

২০১২ লন্ডন অলিম্পিক
(২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স থেকে পুনর্নির্দেশিত)

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক (ইংরেজি: 2012 Summer Olympics) ৩০তম অলিম্পিক গেমসরূপে যুক্তরাজ্যের লন্ডনে ২৭ জুলাই থেকে ১২ আগস্ট, ২০১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।[৩]

৩০তম গ্রীষ্মকালীন অলিম্পিক
আয়োজকলন্ডন, যুক্তরাজ্য
নীতিবাক্যইংরেজি: Inspire a Generation
অনু. এক প্রজন্মকে অনুপ্রাণিত করা
দেশ২০৪
ক্রীড়াবিদ১০,৭৬৯ (৫,৯৯২ পুরুষ, ৪,৭৭৬ মহিলা)
প্রতিযোগিতা৩০২ (২৬টি ক্রীড়ার ৩৯টি বিভাগে)
উদ্বোধন২৭ জুলাই ২০১২ (2012-07-27)
সমাপন১২ আগস্ট ২০১২ (2012-08-12)
উদ্বোধনকারী
মশাল বহনকারী
  • ক্যালাম এয়ারলি
  • জর্ডান ডাকিট
  • ডিজাইরি হেনরি
  • ক্যাটি কার্ক
  • ক্যামেরন ম্যাকরিচি
  • এইডান রেনল্ডস
  • এডেল ট্র্যাসি[১]
  • অস্টিন প্লেফুট (পুনরায় আলো দেত্তয়া)[২]
স্টেডিয়ামঅলিম্পিক স্টেডিয়াম
গ্রীষ্মকালীন
বেইজিং ২০০৮ রিও দি জেনেরিও ২০১৬
শীতকালীন
← ভেনকুভার ২০১০ সোচি ২০১৪ →

সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন লর্ড কো'র নেতৃত্বে ৭ জুলাই, ২০০৫ সালে লন্ডন স্বাগতিক শহরের মর্যাদা পায়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইওসি'র ১১৭তম অধিবেশনে শহরটি নিলাম ডেকে মস্কো, নিউ ইয়র্ক সিটি, মাদ্রিদ এবং প্যারিসকে পরাভূত করে।[৪]

আনুষ্ঠানিকভাবে স্বাগতিক শহরের মর্যাদা পাওয়ায় প্রথম ও একমাত্র নগর হিসেবে লন্ডন এ নিয়ে তিনবার আধুনিক অলিম্পিক গেমস আয়োজনের বিরল কৃতিত্বের দাবীদার হয়েছে।[৫][৬] এর পূর্বে নগরটি ১৯০৮ এবং ১৯৪৮ সালে অলিম্পিক ক্রীড়া সফলভাবে পরিচালনা করেছিল।[৭][৮]

নিলাম প্রক্রিয়া

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক নিলাম প্রক্রিয়ার ফলাফল
শহরএনওসি১ম রাউন্ড২য় রাউন্ড৩য় রাউন্ড৪র্থ রাউন্ড
লন্ডন  যুক্তরাজ্য২২২৭৩৯৫৪
প্যারিস  ফ্রান্স২১২৫৩৩৫০
মাদ্রিদ  স্পেন২০৩২৩১
নিউ ইয়র্ক সিটি  যুক্তরাষ্ট্র১৯১৬
মস্কো  রাশিয়া১৫

২০১২ সালের অলিম্পিকের আয়োজক হবার জন্য নিলামের আবেদনের শেষ তারিখ ছিল ১৫ই জুলাই, ২০০৩। এই নিলামে নয়টি শহর আবেদন করেছিল। এই শহরগুলো হচ্ছে হাভানা, ইস্তানবুল, লিপযিগ, লন্ডন, মাদ্রিদ, মস্কো, নিউ ইয়র্ক সিটি, প্যারিস এবং রিও ডি জানেইরো

লন্ডনের তৎকালীন মেয়র কেন লিভিংস্টোন বলেছিলেন যে তার শহরকে অলিম্পিকের আয়োজক হিসাবে নিলাম করার প্রাথমিক উদ্দেশ্য ছিল লন্ডনের পূর্ব অংশটার উন্নয়ন সাধন করা যা কিনা ত্রিশ বছরেরও বেশি সময় ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০৪ সালের ১৮ই জুলাই প্রযুক্তিগত দিক বিচার করে ইতোমধ্যেই আবেদন করা নয়টি শহর থেকে চারটি বাদ দিয়ে দেন। যে পাঁচটি শহর অবশিষ্ট ছিল সেগুলো হল: লন্ডন, মাদ্রিদ, মস্কো, নিউ ইয়র্ক এবং প্যারিস

পাঁচটি শহরই ২০০৪ সালের ১৯শে নভেম্বরের ভিতরে প্রয়োজনীয় ফাইলপত্র আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রত্যেক শহরে নিরীক্ষক দল পাঠায়। নিরীক্ষণের সময় প্যারিস দুই দিক দিয়ে বাধাগ্রস্ত হয়: নিরীক্ষক দলের ভ্রমণের সময় প্যারিসে বেশ কিছু হরতাল চলছিল এবং প্যারিস নিলাম দলের একজন সদস্য পারিসের অভ্যন্তরে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়।

৬ই জুন, ২০০৫ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিরীক্ষার ফল প্রকাশ করে। এই ফলাফলে যদিও কোন ধরনের স্কোর/মার্কিং ব্যবস্থা ছিল না তবুও পারিসের রিপোর্টই সবচেয়ে আশাব্যঞ্জক ছিল। এর পরেই অবস্থান ছিল লন্ডনের। নিউইয়র্ক এবং মাদ্রিদের ফলাফলও বেশ আশাব্যাঞ্জক ছিল।

অংশীদারীত্ব

ক্রীড়া পরিচালনার ব্যয় নির্বাহের জন্য লন্ডন অলিম্পিক সংগঠকগণ বিশ্বের বৃহদাকার প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিজ্ঞাপনচিত্র প্রচারের জন্য চারটি বিভাগে - বৈশ্বিক, গ্যালারী-১, গ্যালারী-২ এবং গ্যালারী-৩ অংশ নিয়েছে।

স্বেচ্ছাসেবক

বিনা মজুরীতে নিযুক্ত স্বেচ্ছাসেবকগণ গেমস মেকার্স নামে পরিচিত।[১০] তারা বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়া প্রতিযোগিতায় শুরু এবং খেলাধুলা চলাকালে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

২০০৪ সালের শুরুতে ৭০,০০০ স্বেচ্ছাসেবক নিযুক্তির লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল।[১১] ২০১০ সালে এসে দেখা যায় যে, স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়ায় ২৪০,০০০-এরও অধিক দরখাস্ত জমা পড়েছিল।[১২]ফেব্রুয়ারি, ২০১২ সালে আয়োজক প্রধান সেবাস্টিয়ান কো বলেন[১৩] -

আমাদের গেমস মেকার্সগণ সর্বমোট আট মিলিয়ন শ্রম ঘণ্টায় অংশগ্রহণ করবেন। ক্রীড়ানুষ্ঠানটি তাদের ছাড়া খুব সহজে সমাপণ ঘটবে না।

টিকেট

আয়োজকরা আনুমানিক ৮ মিলিয়ন টিকেট অলিম্পিক গেমস এবং ১.৫ মিলিয়ন টিকেট প্যারা অলিম্পিক গেমসে বিক্রয় করবেন। তন্মধ্যে অলিম্পিক গেমসের ৮২% টিকেট ও প্যারা অলিম্পিক গেমসের ৬৩% টিকেট বিক্রয় করা হবে। লন্ডন অলিম্পিক গেমস আয়োজক কমিটি আশা করছে যে, £৩৭৫ - £৪০০ মিলিয়ন পাউন্ড টিকেট বিক্রী থেকে আয় হবে। এছাড়াও বেশ কিছু ক্রীড়া বিষয়ে বিনামূল্যে উপভোগ করা যাবে। সর্বমোট ২৬ খেলায় ৩০২টি ক্রীড়াবিষয় অনুষ্ঠিত হবে। তন্মধ্যে - ম্যারাথন, ট্রায়াথলন এবং রোড সাইক্লিং অন্যতম।[১৪]

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো নৌকাবাহিত ক্রীড়ায় টিকেট বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।[১৫] অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে টিকেটধারী ব্যক্তিদেরকে দিনের ক্রীড়াবিষয়গুলো উপভোগের জন্য বিনামূল্যে লন্ডনের সরকারী যানবাহন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।[১৬]

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইন অনুযায়ী ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ টিকেটের জন্য নিজ দেশের জাতীয় অলিম্পিক কমিটির কাছ থেকে টিকেট সংগ্রহ করবে। ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের অধিবাসীগণ ইইউ-ভূক্ত যে-কোন দেশের টিকেটের জন্য আবেদন করতে পারবে।

গ্রেট ব্রিটেনে টিকেটের মূল্য অনেক ক্রীড়া বিষয়ের জন্য সর্বনিম্ন £২০ পাউন্ড স্টার্লিং থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় আসনের জন্য £২,০১২ পর্যন্ত ধার্য্য করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান

২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ২৭ জুলাই, ২০১২ সালে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানকে দ্বীপের বিস্ময় নামে নামাঙ্কিত করা হয়েছে।[১৭] অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক ড্যানি বোয়েল উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন। সঙ্গীত পরিচালক ছিলেন - রিক স্মিথ এবং আন্ডারওয়ার্ল্ড ব্যান্ডের কার্ল হাইড।[১৮]

অতঃপর রাণী ২য় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন।[১৯] এটি রাণী কর্তৃক ব্যক্তিগতভাবে দ্বিতীয়বারের মতো উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার ঘোষণা হয়। এরপূর্বে তিনি মন্ট্রিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার ঘোষণা করেছিলেন। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান রাণীর পক্ষে ঘোষণা করে তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ।

এছাড়াও, জেমস বন্ডখ্যাত বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকেও টেলিভিশনের রূপালী পর্দায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশগ্রহণ করতে দেখা যায়।[২০] সেখানে তিনি রাণীকে সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে প্যারাস্যুট সহযোগে লাফিয়ে পড়ার দৃশ্য উদ্বোধনী অনুষ্ঠানের সময় টেলিভিশনে প্রচার করা হয়।

ক্রীড়াসূচী

১৫ ফেব্রুয়ারি, ২০১১ সালে চূড়ান্ত ক্রীড়াসূচী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।[২১]

ওসিউদ্বোধনী অনুষ্ঠানEvent competitions1Event finalsCCClosing ceremony
জুলাই / আগস্ট২৫
বুধ
২৬
বৃহঃ
২৭
শুক্র
২৮
শনি
২৯
রবি
৩০
সোম
৩১
মঙ্গল

বুধ

বৃহঃ

শুক্র

শনি

রবি

সোম

মঙ্গল

বুধ

বৃহঃ
১০
শুক্র
১১
শনি
১২
রবি
ইভেন্ট
অনুষ্ঠানউদ্বোধনী অনুষ্ঠানসমাপণী অনুষ্ঠান
আর্চারি4
অ্যাথলেটিকস47
ব্যাডমিন্টন5
বাস্কেটবল2
মুষ্টিযুদ্ধ13
ক্যানোয়িং16
সাইক্লিং18
ডাইভিং111111118
ইকুয়েস্ট্রিয়ান116
ফেন্সিং1111111110
হকি112
ফুটবল112
জিমন্যাসটিকস1111111118
হ্যান্ডবল112
জুডো14
প্যান্টাথলন112
রোইং14
সেইলিং1110
শ্যুটিং15
সাঁতার34
সিনক্রোনাইজড সুইমিং2
টেবিল টেনিস4
তাইকোন্দো8
টেনিস5
ট্রায়াথলন2
ভলিবল4
ওয়াটার পোলো2
ভারোত্তোলন15
কুস্তি18
ইভেন্ট সংখ্যা১২১৪১২১৫২০১৮২২২৫২৩১৮২১১৭২২১৬৩২১৫৩০২
Cumulative total122638537391113138161179200217239255287302
July / August25
Wed
26
Thu
27
Fri
28
Sat
29
Sun
30
Mon
31
Tue
1
Wed
2
Thu
3
Fri
4
Sat
5
Sun
6
Mon
7
Tue
8
Wed
9
Thu
10
Fri
11
Sat
12
Sun
Events

অংশগ্রহণকারী দেশ

দলের আকার
  ৩০০+
  ১০০+
  ৩০+
  ১০+
  ৪+
  ১+

২০৪ টি জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) এর প্রায় ১০,৭০০ অ্যাথলেট অংশ নিয়েছিল, (৭৯ টি দেশ কমপক্ষে একটি পদক অর্জন করেছে: স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ)। লন্ডনে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ম্যানচেস্টারে ২০০২-এর কমনওয়েলথ গেমসকে ছাড়িয়ে গেছে। ইউনাইটেড কিংডমে অনুষ্ঠিত হবে সর্বকালের বৃহত্তম মাল্টি-স্পোর্ট ইভেন্ট।

২০১১ সালে আইওসি'র ১২৩তম অধিবেশনে নেদারল্যান্ড এন্টিলেস অলিম্পিক কমিটির সদস্যপদ কেড়ে নেয়ার পর এ কমিটি ৩জন ক্রীড়াবিদ প্রেরণ করে। এছাড়াও, দক্ষিণ সুদানের পক্ষ থেকে একজন ক্রীড়াবিদ প্রেরণ করা হয়; যদিও ঐ দেশের স্বীকৃতিপ্রাপ্ত কোন জাতীয় অলিম্পিক কমিটি নেই। কিন্তু স্বাধীনভাবে ঐ দেশের একজন প্রতিযোগী অলিম্পিক পতাকা বহন করে এ আসরে অংশগ্রহণ করছেন।[২২]

অংশগ্রহণকারী এসওসিএস

সৃষ্ট বিশ্বরেকর্ডসমূহ

তারিখবিষয়খেলোয়াড়দেশরেকর্ডের বিবরণতথ্যসূত্র
২৭শে জুলাই, ২০১২আর্চারি - পুরুষ (ব্যক্তিগত)ইম ডং-হিউন  দক্ষিণ কোরিয়া র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৯৯ পয়েন্টে বিশ্বরেকর্ড[২৩০]
২৭শে জুলাই, ২০১২আর্চারি - পুরুষ (দলগত)ইম ডং-হিউন, কিম বুব-মিন, ওহ জিন-হায়েক  দক্ষিণ কোরিয়া র‌্যাঙ্কিং রাউন্ডে ২০৮৭ পয়েন্টে বিশ্বরেকর্ড[২৩০]
২৮শে জুলাই, ২০১২রোইং - পুরুষ (দ্বৈত)এরিক মারে
হামিশ বন্ড
 নিউজিল্যান্ড হিটে ৬:০৮.৫০ সময়ে বিশ্বরেকর্ড[২৩১]
২৮শে জুলাই, ২০১২ভারোত্তোলন - মহিলা (৫৩ কেজি)জুলফিয়া চিনশানলো  কাজাখস্তান ১৩১ কেজি - ক্লিন এন্ড জার্কে বিশ্বরেকর্ড[২৩২]
২৮শে জুলাই, ২০১২সাঁতার - মহিলা ৪০০ মিটার মিডলে (ব্যক্তিগত)ইয়ে শিউইন  চীন ফাইনালে ৪:২৮.৪৩ সময়ে বিশ্বরেকর্ড[২৩৩]
২৯শে জুলাই, ২০১২সাঁতার - মহিলা ১০০ মিটার বাটারফ্লাইডানা ভলমার  মার্কিন যুক্তরাষ্ট্র ৫৫.৯৮ সময়ে বিশ্বরেকর্ড[২৩৪]
২৯শে জুলাই, ২০১২সাঁতার - পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকক্যামেরন ভ্যান ডার বার্গ  দক্ষিণ আফ্রিকা ৫৫.৪৬ সময়ে বিশ্বরেকর্ড[২৩৫]
৩০শে জুলাই, ২০১২ভারোত্তোলন - পুরুষ ৬২ কেজিকিম উন-গুক  উত্তর কোরিয়া সর্বমোট ৩২৭ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড[২৩৬]
১লা আগস্ট, ২০১২সাঁতার - পুরুষ ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকড্যানিয়েল গুর্তা  হাঙ্গেরি ২:০৭.২৮ সময়ে বিশ্বরেকর্ড[২৩৭]
১লা আগস্ট, ২০১২ভারোত্তোলন - পুরুষ ৭৭ কেজিলু জিয়াওজুন  চীন স্ন্যাচে ১৩৭ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
সর্বমোট ৩৭৯ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
[২৩৮]
১লা আগস্ট, ২০১২সাঁতার - মহিলা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকরেবেকা সনি  মার্কিন যুক্তরাষ্ট্র সেমি-ফাইনালে ২:২০.০০ সময়ে বিশ্বরেকর্ড[২৩৭]
২রা আগস্ট, ২০১২সাইক্লিং - মহিলা (দলগত)ভিক্টোরিয়া পেন্ডেলটন
জেসিকা ভার্নিস
 গ্রেট ব্রিটেন যোগ্যতা নির্ধারণী পর্বে ৩২.৫২৬ সময়ে বিশ্বরেকর্ড
২রা আগস্ট, ২০১২সাইক্লিং - মহিলা (দলগত)গং জিনজি
গু শুয়াং
 চীন যোগ্যতা নির্ধারণী পর্বে ৩২.৪৪৭ সময়ে বিশ্বরেকর্ড
পরবর্তীতে ১ম পর্বে ৩২.৪২২ সময়ে বিশ্বরেকর্ড
[২৩৯]
২রা আগস্ট, ২০১২সাইক্লিং - পুরুষ (দলগত)এড ক্ল্যান্সি
গিরেইন্ট থমাস
স্টিভেন বার্ক
পিটার কেন্নাঘ
 গ্রেট ব্রিটেন যোগ্যতা নির্ধারণী পর্বে ৩:৫২.৪৯৯ সময়ে বিশ্বরেকর্ড
চূড়ান্ত পর্বে ৩:৫১.৬৫৯
[২৪০]
২রা আগস্ট, ২০১২সাইক্লিং - পুরুষ (দলগত)ফিলিপ হিন্ডেস
ক্রিস হয়
জেসন কেনি
 গ্রেট ব্রিটেন ১ম পর্বে ৪২.৭৪৭ সময়ে বিশ্বরেকর্ড
চূড়ান্ত পর্বে ৪২.৬০০ সময়ে বিশ্বরেকর্ড
[২৪১]
২রা আগস্ট, ২০১২সাঁতার - মহিলা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকরেবেকা সনি  মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত পর্বে ২:১৯.৫৯ সময়ে বিশ্বরেকর্ড[২৪২]
৩রা আগস্ট, ২০১২সাইক্লিং - মহিলা (দলগত)ড্যানিয়েল কিং
লরা ট্রোট
জোয়ানা রোসেল
 গ্রেট ব্রিটেন যোগ্যতা নির্ধারণী পর্বে ৩:১৫.৬৬৯ সময়ে বিশ্বরেকর্ড
৩রা আগস্ট, ২০১২শ্যুটিং - পুরুষ ৫০ মিটার রাইফেলসার্গেই মার্তিনোভ  বেলারুশ ৭০৫.৫ স্কোর করে বিশ্বরেকর্ড
চূড়ান্ত পর্বে ৯৯ স্কোর করে বিশ্বরেকর্ড
৩রা আগস্ট, ২০১২সাঁতার - মহিলা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকমিসি ফ্রাঙ্কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৪.০৬ সময়ে বিশ্বরেকর্ড
৪ঠা আগস্ট, ২০১২শ্যুটিং - মহিলা ট্র্যাপজেসিকা রোসি  ইতালি

যোগ্যতা নির্ধারণী পর্বে ৭৫ স্কোর করে বিশ্বরেকর্ড
চূড়ান্ত পর্বে ৯৯ স্কোর করে বিশ্বরেকর্ড

৪ঠা আগস্ট, ২০১২সাইক্লিং - মহিলা (দলগত)ড্যানিয়েল কিং
লরা ট্রোট
জোয়ানা রোসেল
 গ্রেট ব্রিটেন ১ম পর্বে ৩:১৪.৬৮২ সময়ে বিশ্বরেকর্ড
চূড়ান্ত পর্বে ৩:১৪.০৫১ সময়ে বিশ্বরেকর্ড
৪ঠা আগস্ট, ২০১২সাঁতার - পুরুষ ১৫০০ মিটার ফ্রিস্টাইলসান ইয়াং  চীন ১৪:৩১.০২ সময়ে বিশ্বরেকর্ড[২৪৩]
৪ঠা আগস্ট, ২০১২সাঁতার - মহিলা ৪×১০০ মিটার মিডলে রীলেমিসি ফ্রাঙ্কলিন
রেবেকা সনি
ডানা ভলমার
এলিসন স্মিত
 মার্কিন যুক্তরাষ্ট্র ৩:৫২.০৫ সময়ে বিশ্বরেকর্ড
৪ঠা আগস্ট, ২০১২ভারোত্তোলন - পুরুষ ৯৪ কেজিইলিয়া ইলিন  কাজাখস্তান ক্লিন এবং জার্কে ২৩৩ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
সর্বমোট ৪১৮ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
[২৪৪]
৫ই আগস্ট, ২০১২ভারোত্তোলন - মহিলা ৭৫ কেজিতাতিয়ানা কাশিরিনা  রাশিয়া স্ন্যাচে ১৫১ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
৫ই আগস্ট, ২০১২ভারোত্তোলন - মহিলা +৭৫ কেজিঝো লুলু  চীন সর্বমোট ৩৩৩ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড
৯ই আগস্ট, ২০১২অ্যাথলেটিক্স - পুরুষ ৮০০ মিটারডেভিড রুডিশা  কেনিয়া চূড়ান্ত পর্বে ১:৪০.৯১ সময়ে বিশ্বরেকর্ড
১০ই আগস্ট, ২০১২অ্যাথলেটিক্স - মহিলা ৪ × ১০০ মিটার রিলেতিয়ান্না ম্যাডিসন
এলিসন ফেলিক্স
বিয়ানকা নাইট
কামেলিটা জেটার
 মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত পর্বে ৪০.৮২ সময়ে বিশ্বরেকর্ড।
১১ই আগস্ট, ২০১২অ্যাথলেটিক্স - মহিলা ২০ কিলোমিটার হাঁটাএলিনা লেশমানোভা  রাশিয়া ১:২৫:০২ সময়ে বিশ্বরেকর্ড।
১১ই আগস্ট, ২০১২অ্যাথলেটিক্স - পুরুষ ৪ × ১০০ মিটার রিলেনেস্তা কার্টার
মাইকেল ফ্রেটার
যোহান ব্লেক
উসেইন বোল্ট
 জ্যামাইকা চূড়ান্ত পর্বে ৩৬.৮৪ সময়ে বিশ্বরেকর্ড।
১১ই আগস্ট, ২০১২আধুনিক প্যান্টাথলন - পুরুষনিকোলা বেনেদেত্তি  ইতালি দৌড় পর্যায়ে ৯:২৩.৬৩ সময়ে বিশ্বরেকর্ড।[২৪৫]
১২ই আগস্ট, ২০১২আধুনিক প্যান্টাথলন - মহিলাআনাস্তাসিয়া প্রোকোপেঙ্কো  বেলারুশ দৌড় পর্যায়ে ১০:২০.৯০ সময়ে বিশ্বরেকর্ড[২৪৬]

পদক সংখ্যা

  *   স্বাগতিক জাতি (গ্রেট ব্রিটেন)

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক তালিকা[২৪৭]
অবএনওসিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ৪৬২৮২৯১০৩
 চীন (CHN) ৩৮৩১২২৯১
 গ্রেট ব্রিটেন (GBR)*২৯১৭১৯৬৫
 রাশিয়া (RUS) ২০২০৩০৭০
 দক্ষিণ কোরিয়া (KOR) ১৩৩০
 জার্মানি (GER) ১১২০১৩৪৪
 ফ্রান্স (FRA) ১১১১১৩৩৫
 অস্ট্রেলিয়া (AUS) ১৫১২৩৫
 ইতালি (ITA)১১২৮
১০  হাঙ্গেরি (HUN) ১৮
১১–৮৬অবশিষ্ট১১০১৩৯১৯৩৪৪২
মোট (৮৬টি এনওসি)৩০২৩০৩৩৫৬৯৬১

নারী প্রতিযোগী

১২ জুলাই, ২০১২ সালে সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তারা দু'জন নারী অ্যাথলেটকে লন্ডন অলিম্পিকে প্রেরণ করবে। তারা হলেন - ওদজান আলী সেরাজ আবদুলরাহিম শারখানি (জুডো) এবং ১৭ বছর বয়সী সারাহ আত্তার (দৌড়)। এর মাধ্যমে নারীর সমতায়ণ বিধানে প্রথমবারের মতো অলিম্পিক সদস্যভূক্ত প্রত্যেক দেশের জাতীয় অলিম্পিক কমিটি তাদের পক্ষ থেকে লন্ডন অলিম্পিকে নারী প্রতিযোগীদের অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করে।[২৪৮] এরফলে অলিম্পিকের ইতিহাসে আরো একটি মাইলফলক অর্জিত হলো।

চার বৎসর পূর্বে অলিম্পিকের বেইজিং আসরে তিনটি দেশ থেকে নারী প্রতিনিধি অংশ নেয়নি। দেশগুলো ছিল ব্রুনেই দারুসসালাম, কাতার এবং সৌদি আরব। ১৯০৮, ১৯৪৮ এবং ২০০৮ সালের অলিম্পিক আসরে নারী প্রতিযোগীর হার ছিল যথাক্রমে ১.৮%, ৯.৫% এবং ৪২% ভাগ। আশা করা যাচ্ছে এবারের প্রতিযোগিতায় এ হার আরও বৃদ্ধি পাবে। এছাড়াও, মহিলাদের মুষ্টিযুদ্ধে নারীদের অংশগ্রহণের মাধ্যমে অলিম্পিকের ১১৬ বছরের ইতিহাসের প্রতিটি খেলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হলো।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

দাপ্তরিক
সংবাদ মাধ্যম
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
বেইজিং
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
লন্ডন

২০১২
উত্তরসূরী
রিও দি জেনেরিও
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী