২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের প্রতিযোগিতা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি প্রথমবার বাটারফ্লাই স্ট্রোক, দ্বিতীয়বার ব্যাকস্ট্রোক, তৃতীয়বার ব্রেস্টস্ট্রোক এবং চতুর্থবার অর্থাৎ শেষবার ফ্রিস্টাইল।সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১৩ই আগস্ট (হিট)
১৫ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৪১ টি দেশের ৪৭জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   হাঙ্গেরি
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার পুরুষ মহিলা
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
৪০০মিটারপুরুষমহিলা
৮০০মিটারমহিলা
১৫০০মিটারপুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
বাটারফ্লাই
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটারপুরুষমহিলা
৪০০মিটারপুরুষমহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটারপুরুষমহিলা
৪×২০০মিটারপুরুষমহিলা
মেডলি রিলে
৪×১০০মিটারপুরুষমহিলা
ম্যারাথন
১০কিমিপুরুষমহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:০১.৪০সেকেন্ড(A মান) এবং ২:০৫.৬৫সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  মাইকেল ফেলপস (USA)১:৫৪.৮০ওমাহা, যুক্তরাষ্ট্র৫ই জুলাই ২০০৮[১]
অলিম্পিক রেকর্ড  মাইকেল ফেলপস (USA)১:৫৭.১৪আথেন্স, গ্রীস১৯শে আগস্ট ২০০৪-

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখবিভাগনামরাষ্ট্রসময়ORWR
১৫ই আগস্টফাইনালমাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৪.২৩ORWR

হিট

ক্রমহিটলেননামদেশসময়টিকা
রায়ান লোখট  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৮.১৫Q
লাজলো শে  হাঙ্গেরি১:৫৮.২৯Q
থিয়াগো পেরেইরা  ব্রাজিল১:৫৮.৪১Q
কেন তাকাকুয়া  জাপান১:৫৮.৫১Q
ব্র্যাডলি অ্যালি  বার্বাডোস১:৫৮.৫৭Q, NR
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৮.৬৫Q
আলেসিও বোগিয়াত্তো  ইতালি১:৫৮.৮০Q
তাকুরো ফুজি  জাপান১:৫৯.১৯Q
কিথ বিভার্স  কানাডা১:৫৯.১৯Q
১০ড্যারেন টাউনসেন্ড  দক্ষিণ আফ্রিকা১:৫৯.২২Q
১১ভিটুটাস জানুসাইটিস  লিথুয়ানিয়া১:৫৯.৬৩Q
১২গ্যাল নেভো  ইসরায়েল১:৫৯.৬৬Q
১৩জেমস গডার্ড  গ্রেট ব্রিটেন১:৫৯.৭৪Q
১৪লিয়াম ট্যানকক  গ্রেট ব্রিটেন১:৫৯.৭৯Q
১৫লিথ ব্রডি  অস্ট্রেলিয়া১:৫৯.৯৬Q
১৬ডিঙ্কো জুকিচ  অস্ট্রিয়া২:০০.৫৭Q
১৭টমাস কেরেকজার্টো  হাঙ্গেরি২:০০.৬০
১৮ব্রায়ান জোন্স  কানাডা২:০০.৬৬
১৯দিয়োগো কার্ভালহো  পর্তুগাল২:০০.৬৬
২০মিহাইল আলেক্সান্দ্রভ  বুলগেরিয়া২:০০.৭০
২১ডিন কেন্ট  নিউজিল্যান্ড২:০১.১২
২২আলেক্সান্ডার টিখোনভ  রাশিয়া২:০১.২১
২৩আয়োনিস কোক্কোডিস  গ্রিস২:০১.২২
২৪জেরেমি নোউলস  বাহামা দ্বীপপুঞ্জ২:০১.৩৫NR
২৫গার্ড কভাল  নরওয়ে২:০১.৫২NR
২৬লুকাস উটজ  পোল্যান্ড২:০১.৫৪
২৭মিগুয়েল মলিনা  ফিলিপাইন২:০১.৬১
২৮ভাদিম লেপস্কি  ইউক্রেন২:০১.৭৩
২৯শাশা ইমপ্রিক  ক্রোয়েশিয়া২:০১.৮৩
৩০ওমর পিজঁ  কলম্বিয়া২:০২.২৮
৩১টমাস ফুচিক  চেক প্রজাতন্ত্র২:০২.৮৫
৩২ক্রিস ক্রিস্টেনসেন  ডেনমার্ক২:০২.৯৩
৩৩ব্রেন্টন কাবেলো  স্পেন২:০৩.০৮
৩৪জিঙ্গু কু  চীন২:০৩.১৫
৩৫মার্টিন লিভামাগি  এস্তোনিয়া২:০৩.৫৬
৩৬নিকোলাস বোভেল  ত্রিনিদাদ ও টোবাগো২:০৩.৯০
৩৭দিমিত্রি গর্ডিয়েঙ্কো  কাজাখস্তান২:০৩.৯২
৩৮আন্দ্রেজ দুদা  লাতভিয়া২:০৪.১৮
৩৯রবিন ভ্যান অ্যাগিলে  নেদারল্যান্ডস২:০৪.৩৩
৪০মার্কাস ডিবলার  জার্মানি২:০৪.৫৪
৪১মেহদি হামামা  আলজেরিয়া২:০৪.৯১
৪২সের্কান আটাসে  তুরস্ক২:০৫.২৫
৪৩লিওপোল্ডো হোসে আন্দারা গঞ্জালেজ  ভেনেজুয়েলা২:০৫.৭১
৪৪মিওম্হো পার্ক  দক্ষিণ কোরিয়া২:০৬.১৭
৪৫য়ুরি জাখারভ  কিরগিজস্তান২:০৭.০১
৪৬দানিল বুগাকভ  উজবেকিস্তান২:১০.০৪
৪৭অ্যান্ড্রু ব্রী  আয়ারল্যান্ডDNS
  • Q = যোগ্যতাঅর্জনকারী (Qualified)
  • DNS = শুরু করেননি (Did Not Start)

সেমিফাইনাল

ক্রমহিটলেননামদেশসময়টিকা
রায়ান লোখট  মার্কিন যুক্তরাষ্ট্র০:১:৫৭.৬৯Q
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র০:১:৫৭.৭০Q
থিয়াগো পেরেইরা  ব্রাজিল০:১:৫৮.০৬Q
লাজলো শে  হাঙ্গেরি০:১:৫৮.১৯Q
কেন তাকাকুয়া  জাপান১:৫৮.৪৯Q
জেমস গডার্ড  গ্রেট ব্রিটেন১:৫৮.৬৩Q
লিয়াম ট্যানকক  গ্রেট ব্রিটেন১:৫৯.৪২Q
কিথ বিভার্স  কানাডা১:৫৯.৪৩Q
ব্র্যাডলি অ্যালি  বার্বাডোস১:৫৯.৫৩
১০তাকুরো ফুজি  জাপান১:৫৯.৫৯
১১ড্যারেন টাউনসেন্ড  দক্ষিণ আফ্রিকা১:৫৯.৬৫
১২আলেসিও বোগিয়াত্তো  ইতালি১:৫৯.৭৭
১৩গ্যাল নেভো  ইসরায়েল২:০০.৪৩
১৪লিথ ব্রডি  অস্ট্রেলিয়া২:০০.৫৭
১৫ভিটুটাস জানুসাইটিস  লিথুয়ানিয়া২:০০.৭৬
১৬ডিঙ্কো জুকিচ  অস্ট্রিয়া২:০০.৯৮

ফাইনাল

ক্রমলেননামদেশসময়টিকা
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৪.২৩ডব্লিউআর
লাজলো শে  হাঙ্গেরি১:৫৬.৫২ER
রায়ান লোখট  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৬.৫৩
থিয়াগো পেরেইরা  ব্রাজিল১:৫৮.১৪
কেন তাকাকুয়া  জাপান১:৫৮.২২AS
জেমস গডার্ড  গ্রেট ব্রিটেন১:৫৯.২৪
কিথ বিভার্স  কানাডা১:৫৯.৪৩
লিয়াম ট্যানকক  গ্রেট ব্রিটেন২:০০.৭৬

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী