২য় একাডেমি পুরস্কার

২য় একাডেমি পুরস্কার অনুষ্ঠান, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) প্রদত্ত বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, য ১ আগস্ট, ১৯২৮ থেকে ৩১ জুলাই, ১৯২৯ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রকে সম্মান প্রদানের জন্য দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৯৩০ সালের ৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত হয়।লস অ্যাঞ্জেলেসের স্থানীয় বেতার তরঙ্গ কেএনএক্সে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।[১]

২য় একাডেমি পুরস্কার
তারিখ৩ এপ্রিল ১৯৩০
স্থানঅ্যাম্বাসেডর হোটেল
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
উপস্থাপকউইলিয়াম সি ডিমিল
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রদ্য ব্রডওয়ে মেলোডি
সর্বাধিক পুরস্কারসাতটি চলচ্চিত্র একটি করে পুরস্কার লাভ করে। কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি।
সর্বাধিক মনোনয়নইন ওল্ড অ্যারিজোনাদ্য প্যাট্রিয়ট (৫)
 ← ১মএকাডেমি পুরস্কার৩য় → 

এই বছর প্রথম ও শেষ (২০১৭ পর্যন্ত) কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি। দ্য ব্রডওয়ে মেলোডি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সাতটি চলচ্চিত্রের (অন্যগুলো হল উইংস, গ্র্যান্ড হোটেল, ক্যাভালকেড, হ্যামলেট, দ্য সাউন্ড অফ মিউজিক, ও টাইটানিক) দ্বিতীয় চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চিত্রনাট্যের মনোনয়ন পায় নি এবং তিনটি চলচ্চিত্রের (অন্যগুলো হল গ্র্যান্ড হোটেলমিউটিনি অন দ্য বাউন্টি) প্রথম চলচ্চিত্র যা অন্য কোন পুরস্কার লাভ করে নি। দ্য ডিভাইন লেডি একমাত্র চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন না পেয়েও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করে।

পুরস্কার

বিজয়ীরা প্রথমে উল্লেখিত ও দিয়ে নির্দেশিত।[২]

শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতাশ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য
  • হান্স ক্রালি – দ্য প্যাট্রিয়ট
    • টম ব্যারি – ইন ওল্ড অ্যারিজোনা
    • টম ব্যারি – দ্য ভ্যালিয়্যান্ট
    • এলিয়ট জে ক্লসন – দ্য কপ, দ্য লেদারনেক, সাল অফ সিঙ্গাপুর, ও স্কাইস্ক্রেপার
    • হান্স ক্রালি – দ্য লাস্ট অফ মিসেস চেনে
    • জোসেফিন লভেট – আউয়ার ড্যান্সিং ডটার্স
    • বেস মেরেডিথ – অ্যা উইমেন অফ অ্যাফেয়ার্সওয়ান্ডার অফ উইমেন
শ্রেষ্ঠ চিত্রগ্রহণশ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
  • ক্লাইদ ডি ভিনা – হোয়াইট শ্যাডোস ইন দ্য সাউথ সীজ
  • সেড্রিক গিবন্স – দ্য ব্রিজ অফ স্যান লুই রে
    • হান্স ড্রেইয়ার – দ্য প্যাট্রিয়ট
    • মিচেল লেইসেন – ডিনামাইট
    • উইলিয়াম ক্যামেরন মেঞ্জিস – অ্যালিবাইদ্য অ্যাওয়াকেনিং
    • হ্যারি অলিভার – স্ট্রীট অ্যাঞ্জেল

একাধিক মনোনয়ন ও পুরস্কার

নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক মনোনয়ন লাভ করে:

  • ৫টি: দ্য প্যাট্রিয়টইন ওল্ড অ্যারিজোনা
  • ৩টি: দ্য ব্রডওয়ে মেলোডি, অ্যালিবাই, ও দ্য ডিভাইন লেডি
  • ২টি: মাদাম এক্স, দ্য ভ্যালিয়্যান্ট, আউয়ার ড্যান্সিং ডটার্স, ও স্ট্রীট অ্যাঞ্জেল
  • এই বছর কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার লাভ করে নি।

আরও দেখুন

  • চলচ্চিত্রে ১৯২৮
  • চলচ্চিত্রে ১৯২৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী