হেরমান পেসেলা

আর্জেন্টিনীয় ফুটবলার

হেরমান আলেহো পেসেলা (জন্ম ২৭ জুন ১৯৯১) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি ফিওরেন্টিনার হয়ে সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলেন।

হেরমান পেসেলা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেরমান আলেজো পেসেলা
জন্ম (1991-06-27) ২৭ জুন ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থানবাহিয়া ব্লাঙ্কা, আর্জেন্টিনা
উচ্চতা১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থানসেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফিওরেন্তিনা
(রিয়াল বেতিস থেকে লোন)
জার্সি নম্বর২০
যুব পর্যায়
কিলোমেট্রো চিনকো
ইউভেন্তা উনিদা
২০০০-২০০৫ওলিম্পো
২০০৫-২০০৯রিভার প্লেট
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৯-২০১৫রিভার প্লেট৬৯(৫)
২০১৫–রিয়াল বেতিস৬১(৪)
২০১৭–→ ফিওরেন্তিনা (ধারে)২৭(১)
জাতীয় দল
২০০৯-২০১১আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০১৫(০)
২০১১আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩(২)
২০১৭–আর্জেন্টিনা(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৯ অক্টোবর ২০১১ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ারি

প্রারম্ভিক ক্যারিয়ার

পেসেলা ক্লাব ওলিম্পোতে খেলার পর ২০০৫ সালে ১৪ বছর বয়সে রিভার প্লেটের যুবদলে যোগ ডেয়। ভালো খেলার সুবাদে কানাডায় অনুষ্ঠিত প্রাক-মৌসুমে খেলার সুযোগ পান।

রিভার প্লেট

পেসেলা ২০১১ সালের ১৮ অক্টোবরে সিনিয়র দলের হয়ে অভিষিক্ত হন, ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় তার দল।[১] একই বছরের ২ মার্চে লিগে অভিষিক্ত হন, কালমেস এথলেটিকোর বিপক্ষে ম্যাচটিতে ০-০ গোলে করে তার দল।

২০১২ সালের ২ সেপ্টেম্বর প্রথম পেশাদার গোল করেন, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।[২] ২০১৪ সালের ১০ ডিসেম্বরে পেসেলা কোপা সুদামেরিকা ফাইনালে এথলেটিকো ন্যাশিওনালের বিপক্ষে গোল করেন, এতে ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় তার দল।[৩] সেটা ছিল তার প্রথম আন্তর্জাতিক টাইটেল।

রিয়াল বেতিস

২০১৫ সালের ১০ জুলাইয়ে পেসেলা লা লিগায় সদ্য উর্ত্তীন দল রিয়াল বেতিসে ৫ বছরের চুক্তিতে যোগ দেয়।[৪] ২৩ আগস্টে ভিলারিয়ালের বিপক্ষে অভিষেক হয়, ঘরের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।[৫]

আন্তর্জাতিক ক্যারিয়ার

পেসেলা ২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে টৌলন টুর্নামেন্টে খেলেন। এছাড়াও ২০১১ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়েন্সিপ এবং ২০১১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। ২০১১ সালের ১ সেপ্টেম্বরে প্যান আমেরিকান গেমসে সুযোগ পান, ৫ ম্যাচে সেবার ২ টি গোল করেন।[৬]

২০১৮ সালের মে'তে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দলে সুযোগ ডাক পান।[৭]

অর্জন

  • প্রিমিয়ার বি ন্যাশনালঃ ২০১১-১২
  • আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনঃ ২০১৩-১৪
  • কোপা সুদামেরিকাঃ ২০১৪
  • রিকোপা সুদামেরিকাঃ ২০১৫

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী