হেমিপটেরা

হেমিপটেরা (ইংরেজি: Hemiptera) ইনসেক্ট শ্রেনীর অন্তর্ভুক্ত অন্যতম বৃহৎ একটি বর্গ। হেমিপটেরা বর্গের প্রায় ৫০,০০০-৮০,০০০ প্রজাতি বিদ্যমান।[২] হেমিপটেরা বর্গের কীটপতঙ্গ সাধাণত বাগ (ইংরেজি: bug) বা গান্ধিপোকা, গাছের উকুন (ইংরেজি: plant lice), আইশ পোকা প্রভৃতি নামে পরিচিত। এ বর্গের কীটপতঙ্গে দু’জোড়া ডানা বিদ্যমান যার সামনের ডানার অগ্রাংশ শক্ত ও স্ক্লেরোটিক যুক্ত এবং পেছনের অংশ মেমব্রেনাস।[৩] এ বর্গের কীটপতঙ্গেরা অধিকাংশ ফসলের ক্ষতিকর পেষ্ট হিসেবে সরাসরি আক্রমণ করে মারাত্বক ক্ষতি করে থাকে।[৩]

হেমিপটেরা
Hemiptera
সময়গত পরিসীমা: Moscovian–recent
কা
পা
ক্রি
প্যা
Acanthosoma haemorrhoidale, a shield bug
Aphids
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Animalia
পর্ব:Arthropoda
শ্রেণী:Insecta
অধঃশ্রেণী:Neoptera
মহাবর্গ:Paraneoptera
বর্গ:Hemiptera
Linnaeus, 1758
Suborders[১]
  • Auchenorrhyncha
  • Coleorrhyncha
  • Heteroptera
  • Sternorrhyncha

নামকরণ

১৭৫৮ সালে বিজ্ঞানী লিনিয়াস সর্বপ্রথম এ বর্গের কীটপতঙ্গের নাম রাখেন হেমিপটেরা। এরপর ল্যাট্রেইলি ১৮১০ সালে এগুলোর দুটি উপবর্গ হেটারোপটেরা ও হোমপটেরা এ ভাগ করেন।[৪] Hemiptera শব্দটি দুটি গ্রিক শব্দ Hemi = half বা অর্ধ এবং pteron = wing বা ডানা থেকে উদ্ভূত।

স্বভাব ও বাসস্থান

এ বর্ঘের অধিকাংশ কীটপতঙ্গ স্থলবাসী; কিন্তু অনেকে আবার পানি বা পানির মতো পরিবেশে বাস করে। বেশিরভাগ সদস্য উদ্ভিদের পাতার রস খেয়ে জীবন-ধারণ করে আবার অনেকগুলো শিকারি বা পরজীবী হিসেবে অন্যের দেহে বাস করে। কৃষি ক্ষেতে বিভিন্ন ফসলের পেস্ট হিসেবে মারাত্বক ক্ষতি করে।[৩]

বিস্তৃতি

হেমিপটেরা বর্গের কীটপতঙ্গ পৃথিবীর সর্বত্রই বিস্তৃত। তবে নাতিশীতোষ্ঞমন্ডলের দেশগুলোতে এগুলোর সংখ্যা বেশি।

আরো দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ