হুসনা আহমেদ

হুসনা পারভীন আহমেদ ২৮ জুন জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনে জন্মগ্রহণকারী একজন লেখিকা । তিনি ওয়াল্ড মুসলিম লিডারশীপ ফোরামের সেক্রেটারি জেনারেল। তিনি ফেইথ রিগেন ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

হোসনা আহমদ

ওবিই
হুসনা পারভীন আহমেদ
জন্ম
হুসনা পারভীন আহমেদ

(1964-06-28) ২৮ জুন ১৯৬৪ (বয়স ৬০)
জাতীয়তাব্রিটিশ
শিক্ষাপিএইচডি
পেশামানবতাবাদী, লেখক
কর্মজীবন২০০৬-বর্তমান
উপাধিসেক্রেটারি জেনারেলl,ওয়াল্ড মুসলিম লিডারশীপ ফোরাম
দাম্পত্য সঙ্গীশরীফ উদ্দীন আহমদ
সন্তান
ওয়েবসাইটglobalone.org.uk

ব্যক্তিগত জীবন

আহমেদ তার স্বামীসহ লন্ডনে বসবাস করেন। তার স্বামী সারিফ উদ্দীন আহমদ ,আল খায়ের ফাউন্ডেশন এর সিইও। তার ছয় ছেলেমেয়ে।

শৈশব কাল

আহমেদ তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন, পরে তিনি যুক্তরাজ্যে স্থান্তরিত হন।[১] সেখানে তিনি পরিবেশ আইনের উপর পিএইচডি ড্রিগ্রি অর্জন করেন।

পেশা

২০০৬- ২০১৩ সাল পর্যন্ত আহমদ ফেইথ রিগেন ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। গবেষণায় ভাল দক্ষতা থাকায় তিনি এসপিএইস হাউজিং (লন্ডন সরকারি অফিসে) এর বোর্ড মেম্বার হন। তিনি ফেইথ এন্ড বিলভ ইন ফিউচার এডুকেশন-এর কো-চেয়ার।[২][৩]

পুরস্কার এবং সম্মান

২০০৪ সালে আহমেদ, ইউরোপ ফেডারেশন অব ব্ল্যাক ওমেন বিজনেস ওনার'স থেকে জাতিগত এ্যাওয়ার্ড লাভ করেন। এই এ্যাওয়ার্ডটিটি যারা কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালগু জজাতি, কিন্ত ব্যবসা পরিচালনা করে তাদের সম্মানে দেওয়া হয়।[৪] ২০১০ সালে তিনি ইউনিভার্সাল পিস ফেডারেশন থেকে এম্বাসেডর পিস এ্যাওয়ার্ড লাভ করেন।[৫][৬][৭]

ব্যক্তিগত জীবন

অহমেদ ক্রিকলহেড , লন্ডনে বসবাস করেন। তার স্বামী আল খায়ের ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ৬ সন্তান।[২]

বই

YearTitlePublisher
2011গ্রীন গাইড টু হজগ্লোবাল ওয়ান
2012ইসলাম এবং পানিIএলিয়েন্স অফ রিলিজিয়ন এবং কনজারভেশন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী