হুলিয়ান আলভারেস

আর্জেন্টিনীয় ফুটবলার

হুলিয়ান আলভারেস (স্পেনীয়: Julián Álvarez; জন্ম: ৩১ জানুয়ারি ২০০০) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[৩] তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪][৫] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

হুলিয়ান আলভারেস
২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে আলভারেস
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-01-31) ৩১ জানুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থানকোর্দোবা প্রদেশ, আর্জেন্টিনা[১]
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[২]
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর১৯
যুব পর্যায়
আতলেতিকো কালচিন
২০১৬–২০১৮রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৮–২০২২রিভার প্লেত৫৭(২৩)
২০২২–ম্যানচেস্টার সিটি৫৯(১৭)
২০২২রিভার প্লেত (ধার)১৭(১১)
জাতীয় দল
২০১৯আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০১৫(৩)
২০১৯–২০২০আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩(২)
২০২১–আর্জেন্টিনা১৯(৭)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী২০২২ কাতার
কোপা আমেরিকা
বিজয়ী২০২১ ব্রাজিল
কনমেবল–উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স
বিজয়ী২০২২ ইংল্যান্ড
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১২, ২২ মার্চ ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১২, ২২ মার্চ ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আতলেতিকো কালচিনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলভারেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিভার প্লেতের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[৬][৭] ২০১৮–১৯ মৌসুমে, আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; রিভার প্লেতের হয়ে চার মৌসুমে ৫৭ ম্যাচে ২৩টি গোল করার পর ২০২১–২২ মৌসুমে তিনি প্রায় ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।[৮][৯]

২০১৯ সালে, আলভারেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে ৭টি গোল করেছেন। তিনি আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, উভয় প্রতিযোগিতায়ই তিনি লিওনেল স্কালোনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

হুলিয়ান আলভারেস ২০০০ সালের ৩১শে জানুয়ারি তারিখে আর্জেন্টিনার কোর্দোবা প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

আলভারেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২০শে জানুয়ারি তারিখে তিনি ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১০][১১] আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[১২][১৩]

২০২১ সালের ৪ঠা জুন তারিখে, ২১ বছর, ৪ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলভারেস চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১৪][১৫] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আনহেল দি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[১৬] ম্যাচে তিনি ৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১৭] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[১৮] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলভারেস সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯ মাস ও ২৬ দিন পর, আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[১৯] ২০২২ সালের ৩০শে মার্চ তারিখে, ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের ২৪তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[২০][২১]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
আর্জেন্টিনা২০২১
২০২২১৪
সর্বমোট১৯

আন্তর্জাতিক গোল

গোলতারিখমাঠপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতাসূত্র
৩০ মার্চ ২০২২ইসিদ্রো রোমেরো কার্বো স্টেডিয়াম, গুয়াইয়াকিল, ইকুয়েডর  ইকুয়েডর–০১–১২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব[১৯][২১][২২]
২৭ সেপ্টেম্বর ২০২২রেড বুল এরিনা, হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্র  জ্যামাইকা–০৩–০প্রীতি ম্যাচ[২৩][২৪]
১৬ নভেম্বর ২০২২জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত  সংযুক্ত আরব আমিরাত–০৫–০[২৫][২৬]
৩০ নভেম্বর ২০২২স্টেডিয়াম ৯৭৪, দোহা, কাতার  পোল্যান্ড–০২–০২০২২ ফিফা বিশ্বকাপ[২৭][২৮]
৩ ডিসেম্বর ২০২২আহমদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান, কাতার  অস্ট্রেলিয়া–০২–১[২৯][৩০]
১৩ ডিসেম্বর ২০২২লুসাইল স্টেডিয়াম, লুসাইল, কাতার  ক্রোয়েশিয়া–০৩–০[৩১][৩২]
–০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী