হাসসান আল-বলকিয়াহ মসজিদ, মেনতিরি

ব্রুনেইয়ের ব্রুনেই-মুয়ারা'র জেলার মেনতিরি শহরের একটি মসজিদ

হাসসান আল-বলকিয়াহ মসজিদ (মালয়: মসজিদ হাসসান আল-বলকিয়াহ) হলো ব্রুনাইয়ের ব্রুনাই–মুয়ারা জেলার মেনতিরি নামক স্থানে অবস্থিত একটি মসজিদ

হাসসান আল-বলকিয়াহ মসজিদ
মসজিদ হাসসান আল-বলকিয়াহ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানমেনতিরি, ব্রুনাই–মুয়ারা
দেশব্রুনাই
স্থানাঙ্ক৪°৫৮′০০.৫″ উত্তর ১১৫°০১′৪৭.৮″ পূর্ব / ৪.৯৬৬৮০৬° উত্তর ১১৫.০২৯৯৪৪° পূর্ব / 4.966806; 115.029944
স্থাপত্য
সম্পূর্ণ হয়২০১৭

ইতিহাস

২০১৭ সালের ২রা মে তারিখে এই মসজিদটির নির্মাণকাজ শুরু হয়েছিল, যার তিন দিন পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।[১][২] ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহর নির্দেশে এই মসজিদটি এর পূর্ববর্তী মাসের ৫ তারিখে আগুনে ধ্বংস হয়ে যাওয়া পূর্বে বিদ্যমান মসজিদ, কাম্পং মেনতিরি জাতীয় আবাসন প্রকল্প মসজিদটির পরিবর্তিতে নির্মান করা হয়েছিল।[১][২][৩] নির্মাণ কাজ মাত্র ৪৯ দিনের মধ্যে শেষ হয়েছিল।[১][২] ২০১৭ সালের ২৩শে জুন তারিখে জুমার নামাজের পরে সুলতান মসজিদটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।[১][২]

আরো দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী