হারুন (নবি)

(হারোণ থেকে পুনর্নির্দেশিত)

হারোণ[১] বা অ্যারন[২] (হিব্রু ভাষায়: אַהֲרֹן′Ahărōn;[৩] আরবি: هارون, প্রতিবর্ণীকৃত: Hārūn, প্রাচীন গ্রিকἈαρών), যিনি যাজক হারোণ (אֵהֲרֹן הֵכֹּהֵן‬) বা লেবীয় হারোণ (אַהֲרֹן הַלֵּוִי‬)[৪] নামেও পরিচিত, ছিলেন অব্রাহামীয় ধর্মসমূহের একজন ভাববাদী বা নবী, মহাযাজক এবং মোশির বড় ভাই।[৫][৬][৭][৮][৯][১০][১১][১২] তার ভাই মোশির পাশাপাশি হারোণ সংক্রান্ত তথ্য কেবল বাইবেলকোরআনের মতো ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত।

ভাববাদী
মহাযাজক

হারোণ
אַהֲרֹן
هارون
Ἀαρών
হারোণের ১৭শ শতাব্দীর রুশ প্রতিকৃতি
জন্ম
হারোণ

গোশন প্রদেশ, প্রাচীন মিশর
মৃত্যু
হোর পর্বত, ইদোম দেশ
অথবা
মোষেরোৎ
সমাধিহারোণের সমাধি, পেত্রা, যর্দন
অন্যান্য নামহারুন (হিব্রু ভাষায়: هارون‎)
পিতা-মাতাঅম্রম (পিতা)
যোকেবদ (মাতা)
আত্মীয়মোশি (ভাই)
মরিয়ম (বোন)

ইসলামে তিনি হারুন হিসেবে পরিচিত এবং তাঁকে মুসার কনিষ্ঠ ভ্রাতা হিসাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে তাঁকে নবী হিসাবে উল্লেখ করা হয়েছে।[৮][৯][১০][১১][১২] মোশির মতো হারোণ মিসর দেশের রাজপ্রাসাদে বেড়ে ওঠেননি। মোশি যখন ফরৌণের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তখন হারোণ তার মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১৩] তোরাহ গ্রন্থের মাধ্যমে ঈশ্বর হারোণ এবং তার সকল পুরুষ বংশধরদের নবী হিসাবে ঘোষণা করেন। সেই সাথে হারোণ ইস্রায়েলীয় জাতির প্রথম মহাযাজক হিসাবে নিযুক্ত হন।[১৪] ইস্রায়েলীয়রা উত্তর যর্দন নদী পার হবার পূর্বেই হারোণ মারা যান। তাঁকে ইদোম দেশের সীমার নিকটস্থ হোর পর্বতে সমাহিত করা হয়।[১৫][১৬][১৭] অন্য সূত্র অনুসারে তিনি মোষেরোতে মারা যান বলে জানা যায়।[১৫][১৮] বাইবেলের নূতন নিয়মেও হারোণের উল্লেখ রয়েছে।[১৯][২০][২১][২২][২৩]

হিব্রু বাইবেলে অ্যারন

বুক অব এক্সডাস অনুসারে, অ্যারনের প্রধান কাজ ছিল মোজেসকে সাহায্য করা। মোজেস ঈশ্বরের নিকট আবেদন করেন যে তিনি পরিষ্কার উচ্চারনে কথা বলতে পারতেন না। এর পরিপ্রেক্ষিতে ঈশ্বর অ্যারনকে তার সাহায্যকারী “নবী” হিসাবে নিযুক্ত করেন। (এক্সডাস ৪:১০-১৭; ৭:১)।[note ১] মোজেসের আদেশে অ্যারন তার লাঠিকে সাপে রূপান্তর করতেন।[২৪][২৫][২৬][২৭] এরপর অ্যারন মোজেসের পক্ষ হয়ে কথাবার্তা বলতে থাকেন।[২৮][২৯][৩০]

বংশতালিকা

তেরহ
সারা[৩১]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[৩২]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন
যাকোবলেয়া
লেবি
গের্শোনকহাৎমরারি
লিব্‌নিশিমিয়িযিষ্‌হরহিব্রোণউষীয়েলমহলিমূশি
যোকেবদঅম্রমমীশায়েলইল্‌সাফনসিথ্রি
মরিয়মহারোণমোশিসিপ্পোরা
গের্শোমইলীয়েষর

তথ্যসূত্র

পাদটীকা

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী