স্বানন্দ কিরকিরে

ভারতীয় অভিনেতা

স্বানন্দ কিরকিরে (মারাঠি: स्वानंद किरकिरे; জন্ম ১৯৭২) হলেন একজন ভারতীয় গীতিকার, নেপথ্য সঙ্গীতশিল্পী, চিত্রনাট্যকার, অভিনেতা ও সহকারী পরিচালক। তিনি মারাঠিহিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন।[১]

স্বানন্দ কিরকিরে
स्वानंद किरकिरे
Kirkire in 2012
জন্ম১৯৭২
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনন্যাশনাল স্কুল অব ড্রামা
পেশাগীতিকার, নেপথ্য সঙ্গীতশিল্পী, চিত্রনাট্যকার, অভিনেতা, সহকারী পরিচালক
কর্মজীবন২০০৩-বর্তমান

কিরকিরে লাগে রাহো মুন্না ভাই (২০০৬) চলচ্চিত্রের "বন্দে মে থা দম" এবং থ্রি ইডিয়টস (২০০৯) চলচ্চিত্রের "বেহতি হাওয়া সা থা ও" গানের জন্য দুইবার শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং মারাঠি ভাষার চুম্বক (২০১৭) চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি পরিণীতা (২০০৫) চলচ্চিত্রের "পিয়ু বলে" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

স্বানন্দ কিরকিরে মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন।[২] তার পিতা চিন্তামণি এবং মাতা নীলাম্বরী, তারা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। কিরকিরে বাণিজ্যে স্নাতক ডিগ্রির জন্য দিল্লিতে স্থানান্তরিত হন। ১৯৯৬ সালে তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন এবং মঞ্চনাটকে কাজ শুরু করেন।[৩]

কর্মজীবন

কিরকিরে মঞ্চনাটকে কাজ করা অবস্থায় "বাওরা মান দেখনে চলা" গান লিখেন। সুধীর মিশ্র এই গানটি শোনার পর তার হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি চলচ্চিত্রে ব্যবহারের সিদ্ধান্ত নেন। সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এটি কিরকিরের নিজের কণ্ঠেই রেকর্ড করেন। গানটি প্রকাশিত হলে তা জনপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্রটি মুক্তি পেতে দেরি হলেও গানটি জনপ্রিয়তা অর্জন করে এবং সঙ্গীত কোম্পানি এটি চলচ্চিত্র মুক্তির সময় পুনঃপ্রকাশ করে।[৪] এরপর তিনি পরিণীতা (২০০৫) চলচ্চিত্রের "পিয়ু বলে" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি লাগে রাহো মুন্না ভাই (২০০৬) চলচ্চিত্রের "বন্দে মে থা দম" গানের গীত রচনা করেন।[৫] এই গানটির জন্য তিনি শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন[৬] থ্রি ইডিয়টস (২০০৯) চলচ্চিত্রের "বেহতি হাওয়া সা থা ও" গানের জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৭] এছাড়া তিনি এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন।[৮]

কিরকিরে ২০১৩ সালে কায় পো ছে! চলচ্চিত্রের গীত রচনা করেন। এই চলচ্চিত্রে "মঞ্জা" গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[৯] ২০১৭ সালে তিনি মারাঠি ভাষার চুম্বক চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১০]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী