স্টিফান বার্ড

ক্রিকেটার

স্টিফান জুলিয়ান বার্ড (জন্ম ২৯ এপ্রিল ১৯৯২) একজন নামিবিয়ার ক্রিকেটার[১] ২০১৬ সালের নভেম্বর মাসে, তিনি ক্রিকেট নামিবিয়ার বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্লেয়ার্স অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন।[২] ২০১৮ জানুয়ারিতে, ২০১৮ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ টুর্নামেন্টের জন্য নামিবিয়ার স্কোয়াডে তাঁর নাম ছিল।[৩] আগস্ট ২০১৮ এ, ২০১৮ আফ্রিকা টি২০ কাপের জন্য নামিবিয়ার স্কোয়াডে তাঁর নাম ছিল।[৪]

স্টিফান বার্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
স্টিফান জুলিয়ান বার্ড
জন্ম (1992-04-29) ২৯ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)
নামিবিয়া
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬)
২৭ এপ্রিল ২০১৯ বনাম ওমান
শেষ ওডিআই২৩ সেপ্টেম্বর ২০১৯ বনাম পাপুয়া নিউ গিনি
টি২০আই অভিষেক
(ক্যাপ ১)
২০ মে ২০১৯ বনাম ঘানা
শেষ টি২০আই১ নভেম্বর ২০১৯ বনাম পাপুয়া নিউ গিনি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাওডিআইটি২০আইএফসিলিএ
ম্যাচ সংখ্যা৬৬৯২
রানের সংখ্যা১২৬২৩৫৩,২৬০২,৬০৭
ব্যাটিং গড়২৫.২০৫৮.৭৫২৫.৬৬২৮.৯৬
১০০/৫০০/১০/৩২/১৭৩/১৭
সর্বোচ্চ রান৭৩৯২১১৪১৩২
বল করেছে১,১৭৯৫০৯
উইকেট১৪১০
বোলিং গড়৫২.০০৪৩.৭০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং২/১৯২/২৭
ক্যাচ/স্ট্যাম্পিং১/–৩/–৩৭/–৩৩/–
উৎস: ক্রিকইনফো, ১ নভেম্বর ২০১৯

২০১৯ সালের মার্চ মাসে, তাকে নামিবিয়ার স্কোয়াডে রাখা হয় ২০১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য।[৫] টুর্নামেন্ট চলাকালীন ক্রীড়া নৈপুন্য প্রদর্শনকারী ঘোষিত ছয় খেলোয়াড়ের মধ্যে তার নামও দেওয়া হয়েছিল।[৬] নামিবিয়া টুর্নামেন্টের শীর্ষ চারে স্থান অর্জন করে, সুতরাং ওডিআই একদিনের আন্তর্জাতিক মর্যাদা পেয়ে যায়।[৭] টুর্নামেন্টের ফাইনালে ওমানের বিপক্ষে ২৭ এপ্রিল ২০১৮ তারিখে নামিবিয়ার হয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল বার্ডের। [৮] তিনি ছয় ম্যাচে ২৬৪ রান নিয়ে টুর্নামেন্টে নামিবিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।[৯]

২০১৯ সালের মে মাসে উগান্ডায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বের টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালের জন্য নামিবিয়ার স্কোয়াডে তার নাম পাওয়া যায় [১০][১১] তিনি তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ঘানার বিপরীতে নামিবিয়া জন্য টি২০আই ক্রিকেটে অভিষেক ঘটান ২০ মে ২০১৯।[১২]

২০১৯ সালের জুনে, তিনি ক্রিকেট নামিবিয়ার এলিট মেনস স্কোয়াডে ২০১৯-২০ আন্তর্জাতিক মৌসুমের আগে ঘোষিত পঁচিশজন ক্রিকেটারের মধ্যে তিনিও একজন ছিলেন।[১৩][১৪] ২০১৯ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য নামিবিয়ার স্কোয়াডে তাকে নাম ছিল।[১৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী