স্ক্যান্ডিনেভিয়া

স্ক্যান্ডিনেভিয়া (ইংরেজি: Scandinavia) (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা রাজতন্ত্র-- নরওয়ে, সুইডেনডেনমার্কের জন্য দেয়া নাম। এদের মধ্যে নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠন করেছে। দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত। অনেক সময় আইসল্যান্ড , ফারো দ্বীপপুঞ্জ, ডেনমার্ক এর অধীনস্থ গ্রীণল্যান্ড কেও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত করা হয়। কখনো কখনো ফিনল্যান্ডকেও স্ক্যান্ডিনেভিয়ার অংশ মনে করা হয়, যদিও বাকী দেশগুলির সাথে ফিনল্যান্ডের কোন ভাষাগত সাদৃশ্য নেই। অধুনা উত্তর ইউরোপের পাঁচটি দেশ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ডআইসল্যান্ডের জন্য নর্ডীয় রাষ্ট্রসমূহ পরিভাষাটি বেশি ব্যবহৃত হয়। দেশগুলি ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে পরস্পর একতাবদ্ধ।

স্ক্যান্ডিনেভিয়া

স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ,২০০২ সালে
স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ,২০০২ সালে
ভাষা
আঞ্চলিক ভাষা
জাতীয়তাসূচক বিশেষণস্ক্যান্ডিনেভিয়ান
Composition ডেনমার্ক
 নরওয়ে
 সুইডেন[৩]
মাঝে মাঝে:
 ফিনল্যান্ড
 আইসল্যান্ড
 ফ্যারো দ্বীপপুঞ্জ
 অলান্দ দ্বীপপুঞ্জ[৪]

নর্ডীয় রাষ্ট্রসমূহ যারা এর অংশ নয়:

ইয়ান মায়েন
স্‌ভালবার্দ
 গ্রিনল্যান্ড
আয়তন
• মোট
৯,২৮,০৫৭ কিমি (৩,৫৮,৩২৫ মা)
জনসংখ্যা
• 2017 আনুমানিক
~21 millionটেমপ্লেট:Fact?
• ঘনত্ব
২২.৭/কিমি (৫৮.৮/বর্গমাইল)
সময় অঞ্চলইউটিসি+1 (Central European Time)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+2 (কেন্দ্রীয় ইউরোপিয় সময়)
ইন্টারনেট টিএলডি
লাল: যে তিনটি রাজতন্ত্র (ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে) নিয়ে স্ক্যান্ডিনেভিয়া গঠিত; কমলা: কিছু কিছু সংজ্ঞায় ফিনল্যান্ড ও আইসল্যান্ডকেও গণনায় ধরা হয়; হলুদ: ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ডকে গণনায় ধরে (নর্ডীয় রাষ্ট্রসমূহ)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী