সোনাক্ষী সিনহা

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

সোনাক্ষী সিনহা (ইংরেজি: Sonakshi Sinha; জন্ম: ২ জুন ১৯৮৭) পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তাঁর অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।[৩][৪][৫]

সোনাক্ষী সিনহা
Sonakshi Sinha snapped at Krome Studio in Bandra (5).jpg
২০২৩ সালে
জন্ম
সোনাক্ষী সিনহা

(1987-06-02) ২ জুন ১৯৮৭ (বয়স ৩৭)[১][২]
পাটনা, বিহার, ভারত,
শিক্ষাএসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি
পেশাঅভিনেত্রী, কণ্ঠ অভিনেত্রী, পোশাক ডিজাইনার
কর্মজীবন২০১০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজাহির ইকবাল (বি. ২০২৪)
পিতা-মাতাশত্রুঘ্ন সিনহা
পুনম সিনহা
আত্মীয়লভ সিনহা (ভাই)
কুশ সিনহা (ভাই)

প্রাথমিক জীবন

অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা এর কন্যা সোনাক্ষী। তিনি লব সিনহাকুশ সিনহা দুই যমজ ভাইদের সাথে তিন সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। সোনাক্ষী মুম্বই এর আর্য বিদ্যা মন্দির থেকে তাঁর মাধ্যমিক জীবন সম্পন্ন করেন এবং মুম্বই এর মহারাষ্ট্রের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৬]

অভিনয় জীবন

সোনাক্ষী সিনহা বিগ্‌ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার(২০১৪) অনুষ্ঠানে।

সোনাক্ষী ২০০৫ সালে মেরা দিল লেকে দেখো ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন,[৭] এবং ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর র‍্যাম্প হিসেবে তার পদচারণা শুরু হয়।[৮] এবং এরপর আবার তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ (২০০৯) যোগ দেন।[৮]

চলচ্চিত্রের তালিকা

চাবি
যে সকল ছবিগুলো এখনও মুক্তিপ্রাপ্ত নয়
বছরচলচ্চিত্রভূমিকানোট
২০১০দাবাংরাজ্জো পান্ডে
২০১২রাওডি রাঠোরপারু
২০১২জোকারদিবা
২০১২ওএমজি – ও মাই গড"গো গো গো গোবিন্দা" গানে বিশেষ উপস্থিতি
২০১২সন অব সর্দারসুখমিত কর সান্ধু
২০১২দাবাং ২রাজ্জো পান্ডে
২০১৩হিম্মতওয়ালা"থ্যাংক গড় ইট'স ফ্রাইডে" গানে বিশেষ উপস্থিতি
২০১৩লুটেরাপাখী রায় চৌধুরী
২০১৩ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইজেসমিন শেখ
২০১৩বস"পার্টি অল নাইট" গানে বিশেষ উপস্থিতি
২০১৩বুলেট রাজামিতালী
২০১৩আর... রাজকুমারচন্দা
২০১৪হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটিসাঁইবা থাপর
২০১৪অ্যাকশন জ্যাকসনখুশী[৯]
২০১৪লিঙ্গামনি ভারতীতামিল ছবি
২০১৪অনজনতামিল সিনেমা
বিশেষ উপস্থিতি
২০১৫তেভাররাধিকা মিশ্‌রা
২০১৫অল ইজ ওয়েলনিজ চরিত্রে"নাচন ফাররাতে" গানে বিশেষ উপস্থিতি
২০১৬আকিরাআকিরা
২০১৬ফোর্স ২কমলজিত কর
২০১৭নূরনূর[১০]
২০১৯দাবাং ৩রাজ্জো পান্ডে

ডিস্কোগ্রাফি

একক

নং.এককলেবেলমুক্তিপ্রাপ্ত
১.আজ মুড ইশকোহোলিক হ্যায়টি-সিরিজ২৩শে ডিসেম্বর ২০১৫

পুরস্কার এবং মনোনয়ন

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০১১অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড এ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশদাবাংবিজয়ী[১১]
ফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকবিজয়ী[১২]
দ্যা গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টিভি অনার্সমোস্ট প্রমিসিং ফ্রেশ নিউ ফেস ফেমেলবিজয়ী[১৩]
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসআইফা এ্যাওয়ার্ড ফর স্টার ডেবুট অব দ্যা ইয়ার  – ফেমেলবিজয়ী[১৪]
লায়ন্স গোল্ড এ্যাওয়ার্ডসফেবারেট ডেবুটেন্ট একট্রেসবিজয়ী[১৫]
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসমোস্ট প্রমিজিং নিউকামার – ফেমেলবিজয়ী[১৬]
স্টারডাস্ট অ্যাওয়ার্ডসসুপারস্টার অব টুমোরো – ফেমেলবিজয়ী[১৭]
বেস্ট থ্রিলার/এ্যাকশন এ্যাকট্রেসমনোনীত[১৮]
জি সিনে অ্যাওয়ার্ডসবেস্ট ফেমেল ডেবুটবিজয়ী[১৯]
বেস্ট ইন্টারন্যাশনাল ফেমেল আইকনমনোনীত[১৯]
এফআইসিসিআই ফ্রেম এক্সিল্যান্স এ্যাওয়ার্ডসবেস্ট ডেবুট এ্যাক্ট্রেসবিজয়ী[২০][২১]
আজ তাক অ্যাওয়ার্ডসবেস্ট ডেবুটেন্ট এ্যাক্ট্রেসবিজয়ী[২২]
দাদাসাহেব ফালকে পুরস্কারবেস্ট ডেবুটেন্ট এ্যাক্টর – ফেমেলবিজয়ী[২৩]
বলিউড হাঙ্গামা সাফার্স চয়েস মুভি অ্যাওয়ার্ডবেস্ট ডেবুট এ্যাক্ট্রেসবিজয়ী[২৪]
২০১২ইটিসি বিজনিস এ্যাওয়ার্ডসহাইস্ট গ্রসিং এ্যাক্ট্রেসসিনহাস ২০১২ ফিল্মবিজয়ী[২৫]
২০১৩স্টারডাস্ট অ্যাওয়ার্ডসবেস্ট থ্রিলার/এ্যাকশন এ্যাক্ট্রেসরাউডি রাথোড়,
দাবাং ২
মনোনীত[২৬]
বেস্ট কমেডী / রোমান্স একট্রেসসন অব সর্দারমনোনীত[২৬]
নিকেলোদিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ভারতসেরা চলচ্চিত্র অভিনেত্রীসিনহার ২০১৩ ছায়াছবিমনোনীত[২৭]
বিগ স্টার এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডসমোস্ট ইন্টার্টেইনিং একটর হন রোমান্স রোল - মহিলালুটেরাবিজয়ী[২৮]
মোস্ট এন্টার্টেইনিং ফিল্ম এক্টর – মহিলামনোনীত[২৯]
২০১৪ফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রীমনোনীত[৩০]
অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড এ্যাওয়ার্ডসপ্রধান চরিত্রে সেরা অভিনেত্রীমনোনীত[৩১]
স্ক্রিন অ্যাওয়ার্ডসসেরা অভিনেত্রীমনোনীত [৩২]
জনপ্রিয়তার বিচারে (মহিলা)মনোনীত [৩৩]
জি সিন এওয়ার্ডসসেরা অভিনেত্রী (সমালোচক)বিজয়ী[৩৪]
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কারসেরা অভিনেত্রীমনোনীত[৩৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী