সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার

সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের গায়কদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিলদৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের অ্যালবাম ও চলচ্চিত্রের গানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]

সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার
২০২৩-এর বিজয়ী: ইমরান মাহমুদুল
বিবরণতারকা জরিপে সেরা গায়কের পুরস্কার
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবেসরকারি (স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলো)
প্রথম পুরস্কৃত১৯৯৯
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতইমরান মাহমুদুল
(প্রহেলিকা-এর "মেঘের নৌকা")
ওয়েবসাইটprothom-alo.com/mpaward

১৯৯৯ সালে প্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত ১১ জন গায়ক এই পুরস্কার লাভ করেছেন। আসিফ আকবর এই বিভাগে সর্বাধিক ছয়বার পুরস্কার লাভ করেছেন এবং তিনি সর্বাধিক ১২ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী ইমরান মাহমুদুল প্রহেলিকা (২০২৩) চলচ্চিত্রের "মেঘের নৌকা" গানের জন্য এই পুরস্কার লাভ করেছেন।

বিজয়ীদের তালিকা

তপন চৌধুরী এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা।
এন্ড্রু কিশোর ২০০০ ও ২০০১ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন।
আসিফ আকবর সর্বাধিক ছয়বার (২০০১-২০০৫ পর্যন্ত টানা পাঁচবার ও ২০১৩) এই পুরস্কার লাভ করেন।
হাবিব ওয়াহিদ ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০, ও ২০১২ সালে পাঁচবার এই পুরস্কার লাভ করেন।
জেমস দেশা: দ্য লিডার (২০১৪) ও সত্তা (২০১৭)-এর গানে কণ্ঠ দিয়ে দুইবার এই পুরস্কার লাভ করেন।
তাহসান রহমান খান ছুঁয়ে দিলে মন (২০১৫)-এর গানে কণ্ঠ দিয়ে এই পুরস্কার লাভ করেন।
ইমরান মাহমুদুল বসগিরি (২০১৬), পোড়ামন ২ (২০১৮) ও বিশ্বসুন্দরী (চলচ্চিত্র) (২০২১)-এর গানে কণ্ঠ দিয়ে তিনবার এই পুরস্কার লাভ করেন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী গায়কদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ অ্যালবাম/চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৯৮-২০০৯

বছর (আয়োজন)মনোনীত গায়কগান - অ্যালবাম/চলচ্চিত্রসূত্র
১৯৯৮
(১ম)
তপন চৌধুরী
এন্ড্রু কিশোর
কুমার বিশ্বজিৎ
১৯৯৯
(২য়)
এন্ড্রু কিশোর"পদ্ম পাতার পানি নয়"
আইয়ুব বাচ্চু
তপন চৌধুরী
২০০০
(৩য়)
এন্ড্রু কিশোর
তপন চৌধুরী
রবি চৌধুরী
২০০১
(৪র্থ)
আসিফ আকবর"ও প্রিয়া তুমি কোথায়" (অ্যালবাম - ও প্রিয়া তুমি কোথায়)[২]
এন্ড্রু কিশোর"পদ্ম পাতার পানি নয়"
জেনস সুমন"একটা চাদর হবে"
হাসান"তাল"
২০০২
(৫ম)
আসিফ আকবর"তুমি কথা রাখোনি"
আইয়ুব বাচ্চু"দুটি মন"
এন্ড্রু কিশোর"তোরে ভালোবাইসা আমি" (অ্যালবাম: 'ভালোবাসার জন্মদিন)
পথিক নবী"আমার একটা নদী ছিল" (অ্যালবাম: অচেনা পথিক)
২০০৩
(৬ষ্ঠ)
আসিফ আকবর"আমার দুঃখ সারি সারি"[৩]
আকবর আলী"একদিন পাখি উড়ে"
এন্ড্রু কিশোর"গল্পের শুরুটা সুন্দর"
২০০৪
(৭ম)
আসিফ আকবর"তুমি অপরূপা"[২]
আকবর আলী"হাত পাখার বাতাসে"
এস আই টুটুলকেউ প্রেম করে..."
২০০৫
(৮ম)
আসিফ আকবর"বাঁচবো না"[৪]
নোলক বাবু"মেঘ ভাঙ্গা রোদ"
বাপ্পা মজুমদার"চাঁদের হাসি" (চলচ্চিত্র - সুভা)
রাশেদ"মা"
২০০৬
(৯ম)
হাবিব ওয়াহিদ"ভালোবাসবো বাসবোরে (চলচ্চিত্র: হৃদয়ের কথা)[৫]
আসিফ আকবরসংসার
এস আই টুটুলযায় দিন
চন্দন সিনহাতোমাকে চাই বসন্তে
২০০৭
(১০ম)
বালামবালাম[৬]
আসিফ আকবরবৈকালের চাঁদ
এস আই টুটুলপ্রশ্ন
বাপ্পা মজুমদারদিন বাড়ি যায়
২০০৮
(১১তম)
হাবিব ওয়াহিদ"বলছি তোমাকে"[৭]
আসিফ আকবরএক ফোঁটা অশ্রু
তপুবন্ধু ভাবো কি?
বালামবালাম ২
২০০৯
(১২তম)
হাবিব ওয়াহিদ"দ্বিধা" (চলচ্চিত্র: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)[৮]
আইয়ুব বাচ্চুবলিনি তোমায়
আসিফ আকবরবন্ধু খবর কি তোর
বালামস্বপ্নের পৃথিবী
হৃদয় খানবলনা তুই বলনা

২০১০-এর দশক

বছর (আয়োজন)মনোনীত গায়কগান - অ্যালবাম/চলচ্চিত্রসূত্র
২০১০
(১৩তম)
হাবিব ওয়াহিদ"প্রজাপতি" (চলচ্চিত্র: প্রজাপতি)
২০১১
(১৪তম)
আরফিন রুমিনীলাঞ্জনা[৯]
এস আই টুটুলদিন দুনিয়ার মালিক
হাবিব ওয়াহিদআহ্বান
হৃদয় খানছোঁয়া
২০১২
(১৫তম)
হাবিব ওয়াহিদস্বাধীন
আরফিন রুমিতুমি আমার
বাপ্পা মজুমদারবেঁচে থাক সবুজ
শহীদএক জীবন
২০১৩
(১৬তম)
আসিফ আকবরএক্স প্রেম[১০]
আরফিন রুমিমন ছুঁয়ে দেখো
ইমরান মাহমুদুলজনম জনম
চন্দন সিনহা"আমি নিঃস্ব হয়ে যাব" (চলচ্চিত্র: পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী)
২০১৪
(১৭তম)
জেমস"দেশা আসছে" (চলচ্চিত্র: দেশা: দ্য লিডার)[১১]
ইমরান মাহমুদুলহৃদয়ের পাতায়
তাহসান রহমান খানউদ্দেশ্য নেই
বাপ্পা মজুমদারজানিনা কোন মন্তরে
২০১৫
(১৮তম)
তাহসান রহমান খান"ছুঁয়ে দিলে মন" (চলচ্চিত্র: ছুঁয়ে দিলে মন)[১২]
ইমরান মাহমুদুল"ফিরে আসো না"
জেমস"এতো কষ্ট কষ্ট লাগে" (চলচ্চিত্র: ওয়ার্নিং)
হাবিব ওয়াহিদ"হারিয়ে ফেলা ভালোবাসা"
২০১৬
(১৯তম)
ইমরান মাহমুদুল"দিল দিল দিল" (চলচ্চিত্র: বসগিরি)[১৩]
আসিফ আকবর"তোর হাসি যেন" (চলচ্চিত্র: পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২)
তাহসান রহমান খান"ছিলে আমার"
হাবিব ওয়াহিদ"বেপরোয়া মন"
২০১৭
(২০তম)
জেমস"তোর প্রেমেতে অন্ধ হলাম" (চলচ্চিত্র: সত্তা)[১৪]
ইমরান মাহমুদুল"ধোঁয়া"
তাহসান রহমান খান"মোমের দেয়াল" (দূরবীন)
মিনার রহমান"কি তোমার নাম"
২০১৮
(২১তম)
ইমরান মাহমুদুল"ওহে শ্যাম" (চলচ্চিত্র: পোড়ামন ২)[১৫]
আরমান আলিফ"অপরাধী"
তাহসান রহমান খান"একটাই তুমি"
মিনার রহমান"যদি তুমি জানতে"
২০১৯
(২২তম)
ইমরান মাহমুদুল"তুই কি আমার হবি রে" (চলচ্চিত্র: বিশ্বসুন্দরী)[১৬]
আসিফ আকবর"শীতল পাটি" (চলচ্চিত্র: নোলক)
প্রীতম হাসান"খোকা"
হৃদয় খান"লক্ষ্মীসোনা" (চলচ্চিত্র: যদি একদিন)

২০২০-এর দশক

বছর (আয়োজন)মনোনীত গায়কগান - অ্যালবাম/চলচ্চিত্রসূত্র
২০২১
(২৩তম)
তানভীর ইভান"অভিমান" (বেস্ট ফ্রেন্ড ৩)[১৭][১৮]
অজয় রায়"রিমঝিম বৃষ্টি ঝরে যায়" (নাটক: চিরকাল আজ)
ইমরান মাহমুদুল"এক দেখায়"
তাহসান রহমান খান"একদিন"
২০২২
(২৪তম)
এরফান মৃধা শিবলু"সাদা সাদা কালা কালা" (চলচ্চিত্র: হাওয়া)[১৯][২০]
অয়ন চাকলাদার"চলো নিরালায়" (চলচ্চিত্র: পরাণ)
ইমরান মাহমুদুল"ঘুম ঘুম চোখ"
চন্দন সিনহা"ঠিকানাবিহীন তোমাকে" (চলচ্চিত্র: হৃদিতা)
২০২৩
(২৫তম)
ইমরান মাহমুদুল"মেঘের নৌকা" (চলচ্চিত্র: প্রহেলিকা)[২১]
এরফান মৃধা শিবলু"কথা কইয়ো না" (কোক স্টুডিও বাংলা)
তানজীব সারোয়ার"গা ছুঁয়ে বলো" (চলচ্চিত্র: সুড়ঙ্গ)
রিয়াদ হাসান"ঈশ্বর" (চলচ্চিত্র: প্রিয়তমা)

একাধিক জয় এবং মনোনয়ন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী