সেনেগাল জাতীয় ফুটবল দল

সেনেগাল জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Senegal) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সেনেগালের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সেনেগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেনেগালীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৯, ফরাসি সেনেগাল হিসেবে সেনেগাল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গাম্বিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে সেনেগাল ব্রিটিশ গাম্বিয়াকে ১–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

সেনেগাল
দলের লোগো
ডাকনামলে লায়ন্স দে লা তেরাঙ্গা
(তেরাঙ্গার সিংহ)
অ্যাসোসিয়েশনসেনেগালীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচআলিউ সিসে
অধিনায়ককালিদু কুলিবালি
সর্বাধিক ম্যাচঅঁরি কামারা (৯৯)
শীর্ষ গোলদাতাঅঁরি কামারা (২৯)
মাঠস্তাদ লেওপোলদ সেদার স্যাঁগর
ফিফা কোডSEN
ওয়েবসাইটwww.fsfoot.sn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ২০ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ২০ (জুলাই ২০১৯ – সেপ্টেম্বর ২০২০)
সর্বনিম্ন৯৯ (জুন ২০১৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩৮ হ্রাস ৩ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ২১ (জুন ২০০২)
সর্বনিম্ন১০৫ (অক্টোবর ১৯৯৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ব্রিটিশ গাম্বিয়া ১–২ ফরাসি সেনেগাল
(গাম্বিয়া; ১৯৫৯)
বৃহত্তম জয়
 সেনেগাল ৭–০ মরিশাস 
(ডাকার, সেনেগাল; ৯ অক্টোবর ২০১০)
বৃহত্তম পরাজয়
 চেকোস্লোভাকিয়া ১১–০ সেনেগাল 
(প্রাগ, চেকোস্লোভাকিয়া; ২ নভেম্বর ১৯৬৬)
বিশ্বকাপ
অংশগ্রহণ২ (২০০২-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০০২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১৬ (১৯৬৫-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০০২, ২০১৯)

৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট স্তাদ লেওপোলদ সেদার স্যাঁগরে লে লায়ন্স দে লা তেরাঙ্গা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলিউ সিসে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাপোলির রক্ষণভাগের খেলোয়াড় কালিদু কুলিবালি

সেনেগাল এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০২ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা তুরস্কের কাছে অতিরিক্ত সময়ে গোল্ডেন গোলের মাধ্যমে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে সেনেগাল এপর্যন্ত ১৬ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০২ এবং ২০১৯ আফ্রিকা কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো।

অঁরি কামারা, তনি সিলভা, জুল বোকঁদে, সাদিও মানে এবং মামাদু নিয়ংয়ের মতো খেলোয়াড়গণ সেনেগালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেনেগাল তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (২০তম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৯৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সেনেগালের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১তম (যা তারা ২০০২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১০৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১৮   সুইজারল্যান্ড১৬১৩.৪৪
১৯  ডেনমার্ক১৬০১.৩১
২০  সেনেগাল১৫৯৪.৩১
২১  ইরান১৫৬৫.০৮
২২  ইউক্রেন১৫৫৩.৩৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৩৬  আলজেরিয়া১৭৩৬
৩৭  তিউনিসিয়া১৭৩৫
৩৮  সেনেগাল১৭৩২
৩৯  গ্রিস১৭২৯
৪০ ১৫  পোল্যান্ড১৭১০
৪০  স্লোভেনিয়া১৭১০

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০উত্তীর্ণ হয়নি
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৯৪উত্তীর্ণ হয়নি১১১২
১৯৯৮
২০০২কোয়ার্টার-ফাইনাল৭ম১০১৬
২০০৬উত্তীর্ণ হয়নি১০২১
২০১০
২০১৪১১
২০১৮গ্রুপ পর্ব১৭তম১৫
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটকোয়ার্টার-ফাইনাল২/২১১১১০৬৩২৬২২১৫৯০৫৬

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী