সেইনাইয়োকি ফুটবল ক্লাব

সেইনাইয়োকি ইয়ালকাপাল্লোকেরহো (ফিনীয়: Seinäjoen Jalkapallokerho, ইংরেজি: Seinäjoki Football Club; এছাড়াও এসজেকে সেইনাইয়োকি, সেইনাইয়োকি ফুটবল ক্লাব, সেইনাইয়োকি এফসি অথবা শুধুমাত্র এসজেকে নামে পরিচিত) হচ্ছে সেইনাইয়োকি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ২০০৭ সালের ৫ই নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসজেকে তাদের সকল হোম ম্যাচ সেইনাইয়োকির অমাএসপি স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,৮১৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ানি হোঙ্কাভারা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রাইমো সারায়ারভি। ফিনীয় মধ্যমাঠের খেলোয়াড় মেহমেত হেতেমায় এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

এসজেকে
পূর্ণ নামসেইনাইয়োকি ইয়ালকাপাল্লোকেরহো
ডাকনামএসজেকে, কেরহো (ক্লাব)
প্রতিষ্ঠিত৫ নভেম্বর ২০০৭; ১৬ বছর আগে (5 November 2007)
মাঠঅমাএসপি স্তাদিওন[১]
ধারণক্ষমতা৫,৮১৭
সভাপতিফিনল্যান্ড রাইমো সারায়ারভি
ম্যানেজারফিনল্যান্ড ইয়ানি হোঙ্কাভারা[২]
লিগভেইক্কাউসলিগা
২০১৯৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এসজেকে এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ভেইক্কাউসলিগা, ১টি ফিনীয় কাপ এবং ১টি ফিনীয় লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

বিজয়ী (১): ২০১৫
রানার-আপ (১): ২০১৪
  • ফিনীয় কাপ
বিজয়ী (১): ২০১৬
রানার-আপ (১): ২০১৭
  • ফিনীয় লীগ কাপ
বিজয়ী (১): ২০১৪
রানার-আপ (১): ২০১৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:সেইনাইয়োকি ফুটবল ক্লাবটেমপ্লেট:ভেইক্কাউসলিগা

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী