সুপ্রিয়া পাঠক

ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী

সুপ্রিয়া পাঠক কাপুর (জন্ম ৭ জানুয়ারি ১৯৬১) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী। তিনি হংস পারেখের খিচড়ি ফ্র্যাঞ্চাইজি ও সঞ্জয় লীলা ভন্সালীর গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা চলচ্চিত্রে ধনকর সনেরা চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার ও দুটি ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড।

সুপ্রিয়া পাঠক
২০১২ সালে সুপ্রিয়া পাঠক
জন্ম
সুপ্রিয়া পাঠক

(1961-01-07) ৭ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
জাতীয়তাভারতীয়
শিক্ষাচারুকলায় স্নাতক (নৃত্য)
মাতৃশিক্ষায়তননালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার, মুম্বই বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮১-বর্তমান
দাম্পত্য সঙ্গীপঙ্কজ কাপুর (বি. ১৯৮৮)
সন্তানসানা কাপুর
রুহান কাপুর
পিতা-মাতা
  • দিনা পাঠক (মাতা)
আত্মীয়রত্না পাঠক (বোন)
নাসিরুদ্দিন শাহ্ (ভগ্নীপতি)
শাহিদ কাপুর (সৎ-ছেলে)
ইমাদ শাহ (বোনপো)
বিবান শাহ (বোনপো)
পুরস্কারফিল্মফেয়ার পুরস্কার (৩ বার)

গুজরাতি পরিবারে জন্মগ্রহণকারী সুপ্রিয়া মঞ্চে অভিনয়ের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি কলিযুগ (১৯৮১) ও বাজার (১৯৮২) চলচ্চিত্রে অভিনয় করে টানা দুবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তিনি ওয়েক আপ সিড (২০০৯) ও খিচড়ি: দ্য মুভি (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালের গোলিয়োঁ কী রাসলীলা রামলীলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার[১] এবং শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে জি সিনে পুরস্কার অর্জন করেন।[২]

প্রারম্ভিক জীবন

সুপ্রিয়া পাঠক ১৯৬১ সালের ৭ই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বলদেব পাঠক একজন পোশাক নির্মাতা এবং মাতা দিনা পাঠক মঞ্চ অভিনেত্রী। তার পিতা পাঞ্জাবি ও মাতা কাথিয়াবাদি গুজরাতি।[৩] তার বড় বোন রত্না পাঠকও একজন মঞ্চ ও চলচ্চিত্র অভিনয়শিল্পী। তিনি মুম্বইয়ের দাদারের পার্সি কলোনিতে বেড়ে ওঠেন,[৪] এবং জে. বি. বচ্ছা হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের নালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন, তার বিশেষ ক্ষেত্র হল ভারতনাট্যম[৪][৫]

পুরস্কার ও মনোনয়ন

ফিল্মফেয়ার পুরস্কার
বছরবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
১৯৮২শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীকলিযুগবিজয়ী
১৯৮৩বাজার
২০১০ওয়েক আপ সিডমনোনীত
২০১১খিচড়ি: দ্য মুভি[৬]
২০১৪গোলিয়োঁ কী রাসলীলা রামলীলাবিজয়ী[৭]
অন্যান্য চলচ্চিত্র পুরস্কার
বছরপুরস্কারবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
২০০৯অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্স গিল্ড পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীসরকার রাজমনোনীত[৮]
২০১০ওয়েক আপ সিড[৯]
২০১০আইফা পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
২০১০স্টারডাস্ট পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
২০১১খিচড়ি: দ্য মুভি
২০১৪অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্স গিল্ড পুরস্কারশ্রেষ্ঠ খল অভিনয়শিল্পীগোলিয়োঁ কী রাসলীলা রামলীলাবিজয়ী
২০১৪স্ক্রিন পুরস্কারশ্রেষ্ঠ খল অভিনয়শিল্পীমনোনীত[১০]
২০১৪জি সিনে পুরস্কারশ্রেষ্ঠ খল অভিনয়শিল্পীবিজয়ী[১১]
২০১৪আইফা পুরস্কারশ্রেষ্ঠ খল অভিনয়মনোনীত[১২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী