সুন্যা বারিস্ট্রম

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

কার্ল সুন্যা ডেটলফ বারিস্ট্রম (১০ জানুয়ারি ১৯১৬- ১৫ আগস্ট ২০০৪) ছিলেন একজন সুইডিশ বায়োকেমিস্ট।

সুন্যা বারিস্ট্রম
জন্ম(১৯১৬-০১-১০)১০ জানুয়ারি ১৯১৬
মৃত্যু১৫ আগস্ট ২০০৪(2004-08-15) (বয়স ৮৮)
জাতীয়তাসুইডিশ
পরিচিতির কারণপ্রোস্টাগ্ল্যান্ডিন
পুরস্কারGairdner Foundation International Award (১৯৭২)
Nobel Prize Medicine
Louisa Gross Horwitz Prize (১৯৭৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রবায়োকেমিস্ট্রি

১৯৭৫ সালে সুইডেনের নোবেল ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে তাকে নিয়োগ দেয়া হয়।[১]

১৯৭৫ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাকে বেংট স্যামুয়েলসনের সাথে লুইজা গ্রস হরউইটজ প্রাইজ এ পুরস্ককৃত করা হয়। ১৯৮২ সালে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এর সাথে সম্পর্কিত বস্তুসমূহ আবিষ্কারের জন্য বেংট স্যামুয়েলসন, জন আর ভেইন এবং তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৬৫ সালে বারিস্ট্রম রয়্যাল সুইডিশ একাডেমী অফ সাইন্স এর সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৩ সালে এটির সভাপতি হন। ১৯৬৫ সালে তিনি রয়্যাল সুইডিশ একাডেমী অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এরও সদস্য নির্বাচিত হন। ১৯৬৬ সালে সে আমেরিকান একাডেমী অফ আর্টস অ্যান্ড সাইন্স এর বৈদেশিক সদস্য হিসেবে নির্বাচিত হন।[২] ১৯৮৫ সালে সে পন্টিফিকাল একাডেমী অফ সাইন্স এর সদস্য হিসেবে নিয়োগ পান।[৩]

বারিস্ট্রম বিবর্তনীয় প্রজনন বিশেষজ্ঞ সভান্তে প্যাবো এবং ব্যবসায়ী রুরিক বারস্ট্রমের (দুইজনেরই জন্ম ১৯৫৫ সালে) পিতা। তিনি আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমী এর একজন সদস্য ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী