সুধা সিং

৩০০০ মিটার স্টেপলচেজ বিভাগে সুধা সিং একজন ধারাবাহিক প্রদর্শনকারী।

সুধা সিং(জন্ম ২৫শে জুন ১৯৮৬) একজন ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিকে ৩০০০ মিটার স্টেপেলচেজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সুধা সিং
Sudha Singh
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসুধা সিং
জাতীয়তাভারতীয়
জন্ম (1986-06-25) ২৫ জুন ১৯৮৬ (বয়স ৩৮)
Raebareli, Uttar Pradesh, India
উচ্চতা১.৫৮ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন৪৫ কেজি (৯৯ পাউন্ড)
ক্রীড়া
দেশIndia
ক্রীড়াTrack and field
বিভাগ3000 metres steeplechase
ক্লাবরেল
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা9:26:55 (Shanghai 2016)
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
Women's মহিলাদের অ্যাথলেটিক্‌স
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১০ Guangzhou৩০০০ মিটার স্টেপেলচেজ
Asian Championships
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০০৯ Guangzhou৩০০০ মিটার স্টেপেলচেজ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১১ Kobe৩০০০ মিটার স্টেপেলচেজ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৩ Pune৩০০০ মিটার স্টেপেলচেজ
20 May 2016 তারিখে হালনাগাদকৃত

কেরিয়ার

৩০০০ মিটার স্টেপলচেজ বিভাগে সুধা সিং একজন ধারাবাহিক প্রদর্শনকারী। এই ইভেন্টে তিনি প্রায় ৭ বছর জাতীয় রেকর্ডধারী ছিলেন এবং ২০১৬র মে মাসে আরো একবার রেকর্ড পুনরুদ্ধার করেন।

২০১৬ সালে চীনে Guangzhou এ অনুষ্ঠীত এশিয়ান গেমসে তিনি তার জীবনের সেরা পারফরমেন্স করেন। ৩০০০ মিটার স্টেপলচেজ এ ৯:৫৫.৬৭ সেকেন্ড সময় করে সবর্নপদক জয় করেন। এছাড়াও সাঙ্ঘাই তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক্‌স ফেডারেশন (IAAF) এর ডায়ামন্ড লীগ মিট এ তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েন, যা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা তার ক্রীড়াজীবনে।

২০১২ এর জুন মাসে সুধা সিং ৩০০০মিটার স্টেপেলচেজ এ নিজেরই জাতীয় রেকর্ড ভাংগেন ৯:৪৭.৭০ সেকেন্ড[১] সময়ে এবং ২০১২ র গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগ্যতা অর্জন করেন। ২০১২ অলিম্পিকে ৩০০০মিটার স্টেপেলচেজ হিটে ১৩ তম স্থানে শেষ করে ফাইনালে প্রতিদবন্ধিতা করার যোগ্যতা লাভে ব্যার্থ হন।[২]দক্ষিণ কোরিয়ার ইনচন এ অনুষ্ঠিত ২০১৪ এশিয়ান গেমসে সুধা চতুর্থ স্থানে শেষ করেন। ললিতা বাবর ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন এবং ৯:৩৫.৩৭ সেকেন্ড সময় করে সুধার জাতীয় রেকর্ড ভেংগে ফেলেন। কিন্তু ওই ইভেন্টে পদক ভাগ্য সুধার প্রতি অপ্রত্যাশিত ভাবে সুপ্রশন্ন হয় যখন স্বর্ণপদক জয়ী বাহারিনের রাথ জেবেট ফিনিশিং লাইন অতিক্রম করার সময় ট্রকের ভিতরে পদার্পণ করার কারণে বাতিল হয়ে যান[৩] এবং সুধা চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে ব্রোঞ্জ পদক লাভ করেন।[৪]২০১৫র আগস্টে বেজিং এ মহিলাদের ম্যারাথন দৌড়ে ১৯ তম নম্বরে শেষ করে সুধা ২০১৬ রিও অলিম্পিকে প্রতিনিধিতব করার সুযোগ পান ২:৩৫:৩৫ সেকেন্ড সময় করে। ভারতের ও পি জ্যাইসা তার ঠিক আগে ১৮তম স্থানে শেষ করেন।[৫]

২০১৬র মে মাসে সাঙ্ঘাই তে ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক্‌স ফেডারেশন (IAAF) ডায়ামন্ড লিগ মিট এ সুধা নতুন জাতীয় রেকর্ড তৈরী করেন।[৬]

মহারাষ্ট্রের ললিতা বাবর যিনি ২০১৬ রিও অলিম্পিকে ৩০০০ মিটার স্টেপলচেজ এবং ম্যারাথন উভয় বিভাগেই যোগ্যতামান অর্জন করেন, জাতীয় স্তরে ৯:২৭.০৯ সেকেন্ড সময় করে স্বর্ণপদক জেতেন এবং জাতীয় রেকর্ড স্থাপন করেন। উত্তরপ্রপদেশ এর মেয়ে সুধা ৯:৩১.৮৬ সময় করেন ফেডারেশন কাপ অ্যাথলেটিক্ চ্যাম্পিয়নশিপে (দিল্লী) দ্বিতীয় এবং শেষ দিনে এবং রিও র যোগ্যতা মাপকাঠি ৯:৪৫.০০সেকেন্ড এর চাইতে ভালো সময়ে শেষ করে যোগ্যতা অর্জন করেন।[৭]

প্রতিযোগিতার নথিবদ্ধ বিবরন

বছরপ্রতিযোগিতাঘটনাস্থলস্থানঘটনানোট
প্রতিনিধিত্বকারী  ভারত
২০০৯এশিয়ান চ্যাম্পিয়ানশীপGuangzhou, China২য়৩০০০ মিটার স্টেপেলচেজ10:10.77
২০১০কমনওয়েলথ গেমসDelhi, India৫ম৩০০০ মিটার স্টেপেলচেজ9:57.63
এশিয়ান গেমসGuangzhou, China১ম৩০০০ মিটার স্টেপেলচেজ9:55.67
২০১১এশিয়ান চ্যাম্পিয়ানশীপKobe, Japan২য়৩০০০ মিটার স্টেপেলচেজ10:08.52
২০১২অলিম্পিক গেমসLondon, United Kingdom২১তম (h)৩০০০ মিটার স্টেপেলচেজ9:48.86
২০১৩এশিয়ান চ্যাম্পিয়ানশীপPune, India২য়৩০০০ মিটার স্টেপেলচেজ10:09.80
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশীপMoscow, Russia২৩ তম(h)৩০০০ মিটার স্টেপেলচেজ9:51.05
২০১৪এশিয়ান গেমসIncheon, South Korea৪ত৩০০০ মিটার স্টেপেলচেজ9:35.64
২০১৫ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশীপBeijing, China১৯তমম্যারাথন2:35:35
২০১৬IAAF Diamond LeagueShanghai, China৮ম৩০০০ মিটার স্টেপেলচেজ9:26:55

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী