সর্বজনীন সমন্বিত সময়

সময়ের প্রধানতম আদর্শ মান যা বিশ্বের প্রায় সর্বত্র অনুসরণ করা হয়
(সার্বজনীন সমন্বিত সময় থেকে পুনর্নির্দেশিত)
সর্বজনীন সমন্বিত সময়
(উইকিমিডিয়া সার্ভার থেকে প্রদত্ত)
জুলাই ৮, ২০২৪ ০৩:০৯:২১ (ইউটিসি) (হালনাগাদ)

সর্বজনীন সমন্বিত সময় (ইংরেজি: Coordinated Universal Time; সংক্ষেপে UTC) এক ধরনের আদর্শ বা মান সময় যা বিশ্বের সর্বত্র অনুসরণ করা হয়। এই আদর্শ মানটি অত্যন্ত নিখুঁত আণবিক গণনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বজনীন সমন্বিত সময়ের সেকেন্ডগুলি আন্তর্জাতিক আণবিক সময় দ্বারা সংজ্ঞায়িত এবং পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতিকে দূর করার জন্য অনিয়মিত বিরতিতে অধিসেকেন্ড যোগ করা হয়। ১৯৬০ সালের ১লা জানুয়ারিতে প্রথমবারের মত এটিকে ব্যবহার করা হয়, তবে তখনও এটি বিধিবদ্ধ ছিল না। 'দিবালোক সময় সংরক্ষণ' এই সময়বিধিতে মানা হয়নি। এটি গ্রিনিচ মান সময়ের উন্নত সংস্করণ।

আন্তর্জাতিক সময় অঞ্চলসমূহ

১৯৬০ সালের ১লা জানুয়ারি তারিখে বিশ্বের সর্বত্র সময় ও কম্পাঙ্কের সম্প্রচারের সমন্বয় কার্যক্রম শুরু হয়। ১৯৬৩ সালে প্রথম আন্তর্জাতিক বেতার পরামর্শক সমিতি (সিসিআইআর, CCIR , Comité consultatif international pour la radio) সুপারিশ নং ৩৭৪ মান-কম্পাঙ্ক ও সময়-সংকেত নিঃসরণসমূহ প্রকাশের মাধ্যমে সর্বজনীন সমন্বিত সময় আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। তবে আনুষ্ঠানিক শব্দসংক্ষেপ ইউটিসি, আনুষ্ঠানিক ইংরেজি নাম কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম এবং আনুষ্ঠানিক ফরাসি নাম তঁ উ্যনিভের্সেল কোঅর্দোনে (Temps universel coordonné) ১৯৬৭ খ্রিস্টাব্দের আগে গৃহীত হয়নি।[১]

এই পদ্ধতিটিতে বেশ কয়েকবার উপযোজন সাধন করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের জন্য সময়-সমন্বয়কারী বেতার সংকেতগুলি একই সাথে সর্বজনীন সমন্বিত সময় এবং "ধাপযুক্ত পারমাণবিক সময়" (Stepped Atomic Time, SAT) উভয়ই সম্প্রচার করত। ১৯৭০ সালে নতুন একটি সর্বজনীন সমন্বিত সময় গৃহীত হয় এবং ১৯৭২ সালে এটিকে বাস্তবায়ন করা হয়। ভবিষ্যৎ উপযোজন সরল করার উদ্দেশ্যে অধিসেকেন্ডের ধারণাটি গৃহীত হয়।

সর্বজনীন সমন্বিত সময়ের বর্তমান সংস্করণটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের স্ট্যান্ডার্ড-ফ্রিকুয়েন্সি অ্যান্ড টাইম-সিগনাল এমিশনস (Standard-frequency and time-signal emissions, "মান-কম্পাঙ্ক ও সময়-সংকেত নিঃসরণসমূহ") শীর্ষক সুপারিশটিতে (সুপারিশ নং ITU-R TF.460-6) সংজ্ঞায়িত করা হয়েছে।[২] এটি আন্তর্জাতিক পারমাণবিক সময়ের উপরে ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে এবং অনিয়মিত বিরতিতে এটির সাথে এমনভাবে অধিসেকেন্ড যোগ করা হয়, যাতে আন্তর্জাতিক পারমাণবিক সময়ের সাথে পৃথিবীর ঘূর্ণনের মাধ্যমে পরিমাপকৃত সময়ের ক্রমপুঞ্জীভূত পার্থক্যগুলি দূর করা যায়।[৩] অধিসেকেন্ডগুলিকে প্রয়োজন অনুযায়ী এমনভাবে যোগ করা হয় যাতে সর্বজনীন সমন্বিত সময় সর্বজনীন সময়ের ইউটি১ প্রকারণটির সাথে ০.৯ সেকেন্ড বা তার চেয়ে কম ব্যবধান বজায় রাখে।[৪]

তথ্যসূত্র

উৎসপঞ্জি


বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী