সম্বর হরিণ

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি

বড় শিংঘা বা সম্বর হরিণ বা সম্বর (ইংরেজি: Sambar deer, বৈজ্ঞানিক নাম: Rusa unicolor) হরিণ প্রজাতিসমূহের মধ্যে অন্যতম বৃহৎ সদস্য। দক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ এলাকাজুড়ে সম্বর হরিণ দেখা যায়। এর একাধিক উপপ্রজাতি রয়েছে।

সম্বর হরিণ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Animalia
পর্ব:কর্ডাটা
শ্রেণী:Mammalia
বর্গ:Artiodactyla
উপবর্গ:Ruminantia
পরিবার:Cervidae
উপপরিবার:Cervinae
গণ:Rusa
প্রজাতি:R. unicolor
দ্বিপদী নাম
Rusa unicolor
(Kerr, 1792)
প্রতিশব্দ
  • Cervus unicolor

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[২]

আবাসস্থল

পুরুষ সম্বর.

দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশশ্রীলঙ্কায় সম্বর হরিণ দেখতে পাওয়া যায়।[১] বাংলাদেশের পূর্ব ও উত্তর- পূর্বাঞ্চলীয় পাহাড়ী বনভূমিতে সম্বর হরিণ আছে বলে জানা যায়। ভারত ও শ্রীলঙ্কার জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলগুলোতে বড় বড় পালে সম্বর হরিণের দেখা মেলে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়ার সুমাত্রাবোর্নিও দ্বীপ সম্বর হরিণের আবাসস্থল। চীনের দক্ষিণাঞ্চল, হাইনান দ্বীপ ও তাইওয়ানেও এদের দেখতে পাওয়া যায়।

এদের শিঙের জন্য তাইওয়ানে বিভিন্ন খামারে সম্বর হরিণ বাণিজ্যিকভাবে পালন করা হয়। এদের শিং ছোরার বাট আর আগ্নেয়াস্ত্রের হাতল তৈরীতে ব্যবহৃত হয়।[৩] এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডে এদের স্থানান্তর ঘটানো হয়েছে।

বিবরণ

অঞ্চলভেদে সম্বর হরিণের আকার ও ওজনের বিভিন্নতা দেখা যায়। পূর্বাঞ্চলীয় উপপ্রজাতিগুলোর তুলনায় পশ্চিমাঞ্চলীয় উপপ্রজাতিগুলো অপেক্ষাকৃত বৃহদাকৃতির।[৪] একটি পূর্ণবয়স্ক হরিণের উচ্চতা কাঁধ পর্যন্ত ৪০ থেকে ৬৩ ইঞ্চি ও ওজন ১৫০ থেকে ৩২০ কেজি পর্যন্ত হয়।[৫] এদের দেহ ছোট ছোট মেটে বা হলদে মেটে বর্ণের লোম দ্বারা আবৃত থাকে। পুরুষ হরিণের শাখাযুক্ত বৃহৎ শিং (প্রায় ৪৩ ইঞ্চি লম্বা) থাকে।[৪]

উপপ্রজাতি

এ পর্যন্ত সম্বর হরিণের সাতটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।[৬] এগুলো হচ্ছে -

উপ-প্ৰজাতিসাধারণ নামআবাসস্থল
R. u. boninensisবনিন সম্বর হরিণ (বিলুপ্ত) (Bonin Sambar Deer)বনিন দ্বীপ
R. u. brookeiবোর্নিও
R. u. cambojensisইন্দোনেশিয়া আর মালয়েশিয়া
R. u. dejeaniদক্ষিণ চীনের সম্বর হরিণদক্ষিণ তথা দক্ষিণ-পশ্চিম চীন
R. u. equinaমালয়ান সম্বর হরিণ (Malayan Sambar Deer)সুমাত্ৰা
R. u. hainanaহাইনান সম্বর হরিণ (Hainan Sambar Deer)হাইনান দ্বীপ, চীন
R. u. swinhoiiফরমোজান সম্বর হরিণ (Formosan Sambar Deer)তাইওয়ান
R. u. unicolorশ্ৰীলঙ্কার সম্বর হরিণ (Sri Lankan Sambar Deer)ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা

চিত্ৰসম্ভার

তথ্যসূত্ৰ

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী