শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৬৮ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
সাম্প্রতিক বিজয়ীদের একজন: হর্ষবর্ধন কুলকার্নি
বিবরণশ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৬৯
সর্বশেষ পুরস্কৃত২০১৯
বর্তমানে আধৃতহর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী
বাধাই দো (২০২২)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

এই বিভাগে সর্বাধিক তিনবার করে পুরস্কার অর্জন করেছেন সলিম-জাভেদ, বাসু চ্যাটার্জীরাজকুমার হিরানী। এই বিভাগে সাম্প্রতিক বিজয়ী হর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী বাধাই দো (২০২২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য এই পুরস্কার অর্জন করেন।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

হৃষিকেশ মুখোপাধ্যায় অনোখি রাত (১৯৬৯)-এর জন্য পুরস্কৃত হন।
বিজয় আনন্দ জনি মেরা নাম (১৯৭০)-এর জন্য পুরস্কৃত হন।
বাসু চ্যাটার্জী সারা আকাশ (১৯৭০), ছোটি সি বাত (১৯৭৬) ও কমলা কী মউত (১৯৯০)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
বিজয় তেন্ডুলকর আক্রোশ (১৯৮০) ও অর্ধ সত্য (১৯৮৪)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
কে. বালাচন্দর এক দুজে কে লিয়ে (১৯৮১)-এর জন্য পুরস্কৃত হন।
সুরজ বড়জাত্যা হাম আপকে হ্যাঁয় কৌন..! (১৯৯৪)-এর জন্য পুরস্কৃত হন।
আদিত্য চোপড়া দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)-এর জন্য পুরস্কৃত হন।
রাজকুমার সন্তোষী ঘাতক: লিথাল (১৯৯৬)-এর জন্য পুরস্কৃত হন।
মণি রত্নম সাথিয়া (২০০২) ও যুবা (২০০৪)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
রাজকুমার হিরানী মুন্না ভাই এম.বি.বি.এস. (২০০৩), থ্রি ইডিয়টস (২০০৯) ও পিকে (২০১৪)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
বিধু বিনোদ চোপড়া মুন্না ভাই এম.বি.বি.এস. (২০০৩) ও থ্রি ইডিয়টস (২০০৯)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
অনুরাগ কশ্যপ উড়ান (২০১০)-এর জন্য পুরস্কৃত হন।
তিগমাংশু ধুলিয়া পান সিং তোমার (২০১২)-এর জন্য পুরস্কৃত হন।
শ্রীরাম রাঘবন আন্ধাধুন (২০১৮)-এর জন্য পুরস্কৃত হন।
রীমা কাগতিজোয়া আখতার গল্লি বয় (২০১৯)-এর জন্য পুরস্কৃত হন।

১৯৬৮-১৯৭৯

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
১৯৬৮
(১৬তম)
নবেন্দু ঘোষমঝলি দিদি[১]
১৯৬৯
(১৭তম)
হৃষিকেশ মুখোপাধ্যায়অনোখি রাত[২]
১৯৭০
(১৮তম)
বিজয় আনন্দজনি মেরা নাম[৩]
১৯৭১
(১৯তম)
বাসু চ্যাটার্জীসারা আকাশ[৪]
১৯৭২
(২০তম)
অরবিন্দ মুখোপাধ্যায়অমর প্রেম[৫]
১৯৭৩
(২১তম)
সলিম-জাভেদজঞ্জীর[৬]
১৯৭৪
(২২তম)
শামা জাইদিকাইফি আজমিগর্ম হাওয়া[৭]
১৯৭৫
(২৩তম)
সলিম-জাভেদদিওয়ার[৮]
১৯৭৬
(২৪তম)
বাসু চ্যাটার্জীছোটি সি বাত[৯]
১৯৭৭
(২৫তম)
লেখ ট্যান্ডন, ব্রজেন্দ্র কৌর, মধুসুদন কালেকরদুলহন ওহি জো পিয়া মন ভায়ে[১০]
১৯৭৮
(২৬তম)
কমলেশ্বরপতি পত্নী অউর ওহ[১১]
১৯৭৯
(২৭তম)
গিরিশ কারনাড ও বি. ভি. কারন্তগোধূলি[১২]

১৯৮০-এর দশক

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
১৯৮০
(২৮তম)
বিজয় তেন্ডুলকরআক্রোশ[১৩]
১৯৮১
(২৯তম)
কে. বালাচন্দরএক দুজে কে লিয়ে[১৪]
১৯৮২
(৩০তম)
সলিম-জাভেদশক্তি[১৫]
১৯৮৩
(৩১তম)
বিজয় তেন্ডুলকরঅর্ধ সত্য[১৬]
১৯৮৪
(৩২তম)
মৃণাল সেনকন্ধার[১৭]
১৯৮৫
(৩৩তম)
গৌতম ঘোষ ও পার্থ ব্যানার্জীপার[১৮]
১৯৮৬পুরস্কার দেওয়া হয়নি
১৯৮৭পুরস্কার দেওয়া হয়নি
১৯৮৮
(৩৪তম)
নাসির হুসাইনকেয়ামত সে কেয়ামত তক[১৯]
১৯৮৯
(৩৫তম)
শিব কুমার সুব্রাহ্মণ্যমপরিন্দা[২০]

১৯৯০-এর দশক

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
১৯৯০
(৩৬তম)
বাসু চ্যাটার্জীকমলা কী মউত[২১]
১৯৯১
(৩৭তম)
তপন সিংহএক ডক্টর কী মউত[২২]
১৯৯২
(৩৮তম)
আজিজ মির্জা ও মনোজ লালওয়ানিরাজু বন গয়া জেন্টলম্যান[২৩]
১৯৯৩
(৩৯তম)
রবিন ভাট, জাভেদ সিদ্দিকী, আকাশ খুরানাবাজীগর[২৪]
১৯৯৪
(৪০তম)
সুরজ বড়জাত্যাহাম আপকে হ্যাঁয় কৌন..![২৫]
১৯৯৫
(৪১তম)
আদিত্য চোপড়াদিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে[২৬]
১৯৯৬
(৪২তম)
রাজকুমার সন্তোষীঘাতক: লিথাল[২৭]
১৯৯৭
(৪৩তম)
সুভাষ ঘাইপরদেশ[২৮]
১৯৯৮
(৪৪তম)
করণ জোহরকুছ কুছ হোতা হ্যায়[২৯]
১৯৯৯
(৪৫তম)
জন ম্যাথু মাথনসরফরোশ[৩০]

২০০০-এর দশক

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
২০০০
(৪৬তম)
হানি ইরানি ও রবি কাপুরকাহো না... প্যায়ার হ্যায়[৩১]
২০০১
(৪৭তম)
ফারহান আখতারদিল চাহতা হ্যায়[৩২]
২০০২
(৪৮তম)
মণি রত্নমসাথিয়া[৩৩]
২০০৩
(৪৯তম)
রাজকুমার হিরানী, বিধু বিনোদ চোপড়া, লাজন জোসেফমুন্না ভাই এম.বি.বি.এস.[৩৪]
২০০৪
(৫০তম)
মণি রত্নমযুবা[৩৫]
২০০৫
(৫১তম)
নীনা অরোড়া ও মনোজ ত্যাগীপেজ থ্রি[৩৬]
২০০৬
(৫২তম)
জয়দীপ সাহনিখোসলা কা ঘোসলা[৩৭]
২০০৭
(৫৩তম)
অনুরাগ বসুলাইফ ইন আ... মেট্রো[৩৮]
২০০৮
(৫৪তম)
যোগেন্দ্র বিনায়ক জোশী ও উপেন্দ্র সিধায়েমুম্বই মেরি জান[৩৯]
২০০৯
(৫৫তম)
রাজকুমার হিরানী, বিধু বিনোদ চোপড়া, অভিজাত জোশীথ্রি ইডিয়টস[৪০]

২০১০-এর দশক

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
২০১০
(৫৬তম)
অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোটবানিউড়ান[৪১]
২০১১
(৫৭তম)
অক্ষত বর্মাদিল্লি বেলি[৪২]
২০১২
(৫৮তম)
সঞ্জয় চৌহান ও তিগমাংশু ধুলিয়াপান সিং তোমার[৪৩]
২০১৩
(৫৯তম)
চেতন ভগত, অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও পূবালি চৌধরীকায় পো ছে![৪৪][৪৫]
নিখিল আডবানী, রিতেশ শাহ, সুরেশ নায়র ও নিরঞ্জন আয়ঙ্গারডি-ডে
নীরজ পাণ্ডেস্পেশাল ২৬
সোমনাথ দে ও শুভেন্দু ভট্টাচার্যমাদ্রাজ ক্যাফে
সুভাষ কাপুরজলি এলএলবি
২০১৪
(৬০তম)
রাজকুমার হিরানীঅভিজাত জোশীপিকে[৪৬]
২০১৫
(৬১তম)
জুহি চতুর্বেদীপিকু[৪৭]
২০১৬
(৬২তম)
শকুন বত্রা ও আয়েশা দেবিত্রেকাপুর অ্যান্ড সন্স[৪৮]
২০১৭
(৬৩তম)
শুভাশীষ ভুটিয়ানিমুক্তি ভবন[৪৯][৫০]
অদ্বৈত চন্দনসিক্রেট সুপারস্টার
অমিত জোশী ও হার্দিক মেহতাট্র্যাপড
ময়ঙ্ক তেওয়ারি ও অমিত ভি. মসুরকরনিউটন
সুভাষ কাপুরজলি এলএলবি ২
২০১৮
(৬৪তম)
শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লধা সুরতি, যোগেশ চান্দেকর, হেমন্ত এম. রাওআন্ধাধুন[৫১][৫২]
অনুভব সিনহামুল্‌ক
নন্দিতা দাসমান্টো
ভবানী আইয়ার ও মেঘনা গুলজাররাজী
রাজ ও ডিকেস্ত্রী
২০১৯
(৬৫তম)
জোয়া আখতাররীমা কাগতিগল্লি বয়[৫৩]
অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কিআর্টিকেল ১৫
জগন শক্তি, আর. বাল্কি, ধর্ম, নিধি সিং, সাকেত কোডিপার্থিমিশন মঙ্গল
বলবিন্দর সিং জাঞ্জুয়াষান্ড কি আঁখ
মনীষ গুপ্ত ও অজয় বহলসেকশন ৩৭৫
সুদীপ শর্মাসোনচিড়িয়া

২০২০-এর দশক

বছরচিত্রনাট্যকারচলচ্চিত্রসূত্র.
২০২০
(৬৬তম)
রোহেনা গেরাস্যার[৫৪][৫৫]
অনুভব সিনহা ও মৃন্ময়ী লাগু ওয়াইকুলথাপ্পড়
অনুরাগ বসুলুডো
কপিল সাওয়ান্ত ও রাজেশ কৃষ্ণনলুটকেস
প্রকাশ কপাড়িয়া ও ওম রাউততানহাজী
২০২১
(৬৭তম)
শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহসর্দার উধম[৫৬]
অনিরুদ্ধ গুহরশমি রকেট
আস্থা টিকুশেরনী
কবির খান, সঞ্জয় পূরণ সিং চৌহান ও বসন বালা৮৩
দীবাকর ব্যানার্জি ও বরুণ গ্রোবরসন্দীপ অউর পিঙ্কি ফরার
সন্দীপ শ্রীবাস্তবশেরশাহ
২০২২
(৬৮তম)
হর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারীবাধাই দো[৫৭][৫৮]
আকাশ কৌশিকভুল ভুলাইয়া ২
জসপাল সিং সন্ধু ও রাজীব বার্নওয়ালবধ
নীরজ যাদবঅ্যান অ্যাকশন হিরো
বিবেক রঞ্জন অগ্নিহোত্রীদ্য কাশ্মীর ফাইলস
সঞ্জয় লীলা ভন্সালী ও উৎকর্ষিনী বশিষ্ঠগঙ্গুবাই কাঠিয়াওয়াডি

একাধিকবার বিজয়ী

৩ বার
২ বার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী