শ্যারন ডেন আদেল

ওলন্দাজ গায়িকা

শ্যারন ডেন আদেল একজন ডাচ গায়িকা যিনি হল্যান্ডের সিম্ফোনিক রক ব্যান্ড উইথইন টেম্পটেশন-এর মূল ভোকাল। তিনি মাত্র ১৩ বছর বয়স থেকে গান গাইছেন যা প্রথমে ছিল ব্লুজ রক ব্যান্ড ক্যাসিরোতে[১] এবং রবার্ট ওয়েস্টারহল্ট ১৯৯৬ সালে উইথইন টেম্পটেশন গঠন করেন।[২] তার জন্ম ১৯৭৪ সালের ১২ই জুলাই।

শ্যারন ডেন আদেল
শ্যারন ডেন আদেল ব্ল্যাক সনফোনিতে রটারড্যামে
শ্যারন ডেন আদেল ব্ল্যাক সনফোনিতে রটারড্যামে
প্রাথমিক তথ্য
জন্মনামশ্যারন জ্যানি ডেন আদেল
উপনামশ্যারন ডেন আদেল
জন্ম (1974-07-12) ১২ জুলাই ১৯৭৪ (বয়স ৪৯)
উদ্ভবদক্ষিণ হল্যান্ড, হল্যান্ড
ধরনসিম্ফোনিক মেটাল, সিম্ফোনিক রক
পেশাগায়িকা , গান লেখিকা, ফ্যাশন ডিজাইনার
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল১৯৯৬ -বর্তমান
লেবেলরোডরানার রেকর্ডস, ডিএসএফএ রেকর্ডস, গান রেকর্ডস
ওয়েবসাইটWithin Temptation Official

উইথইন টেম্পটেশন

তার ছেলেবন্ধু রবার্ট ওয়েস্টারহল্টকে সঙ্গে নিয়ে শ্যারন ডেন আদেল তাদের ব্যান্ড উইথইন টেম্পটেশন গঠন করেন। তিনি তাদের কাজকে মহাকাব্যিক ও নাটকীয় বলে বর্ণনা করেন।[৩] প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও তার গান ব্যান্ডের মূল চালিকাশক্তি।[৪] মেজ্জো সোপরানো স্তরে গান করলেও তার গলা আসলে হালকা ধরনের ও গানের কথা তার গলার সীমাকে পরিবর্তন করে।[৫] শ্যারন একটি ফ্যাশন কোম্পানীতে কাজ করত গানের জগতে আসার আগে।তার গান আইস কুইন জনপ্রিয় হওয়ার পর তিনি তার ফ্যাশন কোম্পানীর কাজ ছেড়ে দেন। তার ফ্যাশন জগতের অভিজ্ঞতাকে তিনি তার পোশাক পরিধানে ও ব্যান্ডের পোষাকের ব্যাপারে প্রয়োগ করেন।

ব্যক্তিগত জীবন

ইভা লুনা নামের তার ও তার ছেলেবন্ধুর একটি মেয়ে আছে যে ২০০৫ সালের ৭ই ডিসেম্বর জন্মগ্রহণ করে।দ্যা সাইলেন্ট ফোর্স সফরের সময় তিনি গর্ভবতী হন। হাপলো ও লোলা নামের ২টি বিড়াল নিয়ে তারা হল্যান্ডের হিলভারসামে বাস করেন। ২০০৯ সালের ৫ই ফেব্রুয়ারি শ্যারন ঘোষণা করেন তিনি আবার গর্ভবতী হয়ে পড়েছেন।[৬] ২০০৯ সালের ১লা জুন তার ছেলে রবিন আইডেন ওয়েস্টারহোল্ট জন্ম নেয়। ৩২ সপ্তাহ ৬দিনের মাথায় সে জন্ম নেয় অপরিপক্ক অবস্থায়।[৭]

স্টুডিও অ্যালবাম

  • এন্টার (১৯৯৭)
  • মাদার আর্থ (২০০০)
  • দ্যা সাইলেন্ট ফোর্স (২০০৪)
  • দ্যা হার্ট অব এভরিথিং (২০০৭)
  • টিবিএ (২০১১)

অন্যান্য অ্যালবাম

  • ব্ল্যাক সিম্ফোনি (২০০৮)
  • এন অ্যাকুস্টিক নাইট ইন থিয়েটার (২০০৯)

ইপি

  • দ্যা ডান্স (১৯৯৮)
  • রানিং আপ দ্যাট হিল (২০০৩)
  • দ্যা হাউলিং (২০০৭)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

সাক্ষাৎকার

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ