শিশুনাগ রাজবংশ

মগধের চতুর্থ শাসক রাজবংশ

শৈশুনাগ রাজবংশ বা শিশুনাগ রাজবংশ সম্ভবত প্রাচীন ভারতের মগধ রাজ্যের তৃতীয় শাসক রাজবংশ। বৈদিক পুরাণ অনুযায়ী, এই রাজবংশ ছিল মগধের দ্বিতীয় রাজবংশ, যা ছিল বৃহদ্রথের প্রতিষ্ঠিত রাজবংশের পরে শাসন করে। [২]

শিশুনাগ রাজবংশ

৪১৩ খ্রিস্টপূর্ব–৩৪৫ খ্রিস্টপূর্ব
রাজধানীরাজগৃহ, বৈশালী, পরবর্তীতে পাটলীপুত্র
প্রচলিত ভাষাসংস্কৃত
ধর্ম
জৈন[১]
বৌদ্ধ[তথ্যসূত্র প্রয়োজন]
বৈদিক হিন্দু
সরকাররাজতন্ত্র
• 413–৩৯৫ খ্রিস্টপূর্ব
শিশুনাগ
• 367–৩৪৫ খ্রিস্টপূর্ব
মহানন্দিন
ইতিহাস 
• প্রতিষ্ঠা
৪১৩ খ্রিস্টপূর্ব
• বিলুপ্ত
৩৪৫ খ্রিস্টপূর্ব
পূর্বসূরী
উত্তরসূরী
হরযঙ্ক রাজবংশ
নন্দ সাম্রাজ্য

শিশুনাগ ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন হরযঙ্ক রাজবংশের শেষ শাসক নাগাদাসকের আমাত্য অথবা মন্ত্রী এবং ৪১৩ খ্রিস্টপূর্বে একটি জনবিদ্রোহে সিংহাসন আরোহণ করেন।[৩] প্রথমে এই সাম্রাজ্যের এই রাজধানী ছিল রাজগির এবং পরে কাকাবর্ণের আমলে পাটালীপুত্রে(বর্তমান পাটনার কাছাকাছি) স্থানান্তর করা হয়। রীতি অনুযায়ী, কাকাবর্ণের পর তার দশ ছেলে উত্তসুরী হয়।[৪] এই সাম্রাজ্যের পর ৩৪৫ খ্রিস্টপূর্বে নন্দ সাম্রাজ্য শাসন শুরু করে।[৫] 

শিশুনাগ

শিশুনাগ ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ৪১৩ খ্রিস্টপূর্বে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে এই সাম্রাজ্যের এই রাজধানী ছিল রাজগির এবং পরে কাকবর্ণের আমলে পাটালীপুত্রে(যেটি বর্তমানে বিহার) স্থানান্তর করা হয়। বৌদ্ধসূত্র অনুযায়ী, তার দ্বিতীয় রাজধানী ছিল বৈশালীতে[৬], যেটি মগধদের রাজ্য দখলের পূর্বে বৃজির রাজধানী ছিল। এই রাজবংশ ভারতীয় উপমহাদেশের একটি বড় অংশ শাসন করেছিল। 

কাকবর্ণ কালাক 

পুরাণ অনুসারে, শিশুনাগের পর সিংহাসনে বসেন তার পুত্র কাকবর্ণ এবং সিংহল বংশাবলী অনুযায়ী তার পুত্র কালাশোক। অশোক বন্দনার সাক্ষ্য অনুযায়ী, হারমান জ্যাকোবি, উইলাম গেইজার এবং রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার এই সিদ্ধান্তে আসেন যে, কালোশোক ও কাকবর্ণ একই মানুষ ছিলেন। শিশুনাগের শাসনকালে তিনি ছিলেন বারাণসীর রাজ্যপাল। তার সময়কালে দুইটি উল্লেখযোগ্য ঘটনার একটি হলো ৩৮৩ খ্রিস্টপূর্বে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এবং অপরটি পাটলীপুত্রে রাজধানী স্থানান্তর।[৭] হরষাচরিত অনুযায়ী, রাজধানীর নিকটে তিনি গলায় ছুরির আঘাতে নিহত হন।[৮]

পরবর্তী শাসকগণ 

শাস্ত্র অনুযায়ী, কালাশোর মৃত্যুর পর তার দশ পুত্র পর্যায়ক্রমে মগধ শাসন করেন। তাদের মধ্যে মহানন্দিন ছিলেন এই রাজবংশের শেষ শাসক।[৪] পরে তার অবৈধ পুত্র মহাপদ্ম নন্দ সাম্রাজ্যের উত্তরাধিকারী হন। 

শিশুনাগ রাজবংশের শাসকগণ 

  • শিশুনাগ (৪১৩ খ্রিস্টপূর্ব - ৩৯৫ খ্রিস্টপূর্ব)
  • কাকবর্ণ কালাশোক (৩৯৫ খ্রিস্টপূর্ব - ৩৬৭ খ্রিস্টপূর্ব)
  • মহানন্দিন(৩৬৭ খ্রিস্টপূর্ব - ৩৪৫ খ্রিস্টপূর্ব)

তথ্যসূত্র 

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী