লীলাবতী মিত্র

লীলাবতী মিত্র (১৮৬৪ - ১৯২৪) ছিলেন বাঙালি সমাজসেবী [১] ও বাল্যবিধবাদের আশ্রয়স্থল।

লীলাবতী মিত্র
জন্ম
লীলাবতী বসু

১৮৬৪
মৃত্যু১৯২৪
জাতীয়তাভারতীয় 
নাগরিকত্বভারতীয় 
পরিচিতির কারণসমাজসেবা
দাম্পত্য সঙ্গীকৃষ্ণকুমার মিত্র
পিতা-মাতারাজনারায়ণ বসু (পিতা)

সংক্ষিপ্ত জীবনী

লীলাবতী মিত্রের জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বোড়ালে। তিনি ছিলেন বিশিষ্ট ব্রাহ্ম নেতা, শিক্ষাবিদ ও রাজনৈতিক চিন্তাবিদ রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সবকিছুই পিতার আদর্শে। তৎকালীন জাতীয়তাবাদী বাংলা সাপ্তাহিক পত্রিকা - সঞ্জীবনী র প্রতিষ্ঠাতা ও সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে ১৮৮১ খ্রিস্টাব্দে তার ১৭ বৎসর বয়সে ব্রাহ্মরীতি অনুসারে বিবাহ হয়। সেই বিবাহ অনুষ্ঠানে তৎকালীন নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীতে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দু-টি গান পরিবেশন করেছিলেন। [২]। বিবাহের পর তিনি সমাজসেবায় স্বামীর উৎসাহ লাভ করেন। নারী অধিকার রক্ষায় তার স্বামীর গঠিত নারী রক্ষা সমিতি-র প্রধান হন। ১৮৭২ সালে কেশব সেন অসবর্ণ বিবাহকে যখন বৈধ ঘোষণা করে বিশেষ বিবাহনীতি (তিন আইন) চালু করেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অসহায় বিধবাদের লীলাবতীর কাছে পাঠান যাতে তিনি তাদের পুনর্বিবাহের ব্যবস্থা করতে পারেন। লীলাবতী সেসময় কম সাহসের পরিচয় দেননি। তিনি ১৮৮৩ থেকে ১৮৯০ খ্রিস্টাব্দের মধ্যে আটটি অসহায় বিধবার বিবাহ দিয়েছিলেন। [৩] বহু অসহায় নারী তার কাছে আশ্রয় লাভ করেছে। তার দিনপঞ্জি জীবন কথা পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। লীলাবতী ১৯২৪ খ্রিস্টাব্দে প্রয়াত হন। [১]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী