লরেন্স অব অ্যারাবিয়া (চলচ্চিত্র)

লরেন্স অব অ্যারাবিয়া (ইংরেজি: Lawrence of Arabia, অনুবাদ'আরবের লরেন্স') হল ডেভিড লিন পরিচালিত ১৯৬২ সালের ব্রিটিশ-মার্কিন মহাকাব্যিক ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এটি টি. ই. লরেন্সের জীবনের ঘটনা অবলম্বনে রচিত সেভেন পিলার্স অব উইজডম বই অবলম্বনে নির্মিত। হরাইজন পিকচার্স কোম্পানির ব্যানারে ছবিটি প্রযোজনা করেন স্যাম স্পাইজেল এবং চিত্রনাট্য রচনা করেন রবার্ট বোল্ট ও মাইকেল উইলসন। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন পিটার ওটুল। এটি বিশ্বব্যাপী চলচ্চিত্রের ইতিহাসের সর্বাকালের অন্যতম সেরা ও প্রভাবশালী চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। মরিস জেরের করা ছবিটির নাট্যধর্মী সুর ও ফ্রেডি ইয়ংয়ের সুপার প্যানাভিসন ৭০ চিত্রায়ন ব্যাপক সমাদৃত হয়।[৪]

লরেন্স অব অ্যারাবিয়া
হাওয়ার্ড টার্পনিং অঙ্কিত প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকডেভিড লিন
প্রযোজকস্যাম স্পাইজেল
চিত্রনাট্যকার
  • রবার্ট বোল্ট
  • মাইকেল উইলসন
উৎসটি. ই. লরেন্স কর্তৃক 
সেভেন পিলার্স অব উইজডম
শ্রেষ্ঠাংশে
সুরকারমরিস জের
চিত্রগ্রাহকফ্রেডি ইয়ং
সম্পাদকঅ্যান ভি. কোট্‌স
প্রযোজনা
কোম্পানি
হরাইজন পিকচার্স
পরিবেশককলম্বিয়া পিকচার্স
মুক্তি
  • ১০ ডিসেম্বর ১৯৬২ (1962-12-10)
স্থিতিকাল২২২ মিনিট
দেশ
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র[১][২]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন[৩]
আয়$৭০ মিলিয়ন[৩]

৩৫তম একাডেমি পুরস্কারে ছবিটি ৭টি বিভাগে পুরস্কার লাভ করে: শ্রেষ্ঠ চলচ্চিত্রপরিচালনা, মৌলিক সুর, চিত্রগ্রহণ, চিত্রসম্পাদনা, শিল্প নির্দেশনা ও শব্দগ্রহণ; এবং শ্রেষ্ঠ অভিনেতা, পার্শ্ব অভিনেতা ও শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য বিভাগে মনোনয়ন লাভ করে। ২০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ ৬টি বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া ১৬তম বাফটা পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র - যে কোন উৎস ও শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্রসহ ৪টি বিভাগে পুরস্কার লাভ করে।

"সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস ১৯৯১ সালে ছবিটিকে জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[৫] ছবিটি ১৯৯৮ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ১০০ বছর... ১০০ চলচ্চিত্র তালিকায় ৫ম স্থান[৬] ও ২০০৭ সালের হালনাগাদকৃত তালিকায় ৭ম স্থান অধিকার করে। ১৯৯৯ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের শীর্ষ ১০০ ব্রিটিশ চলচ্চিত্র তালিকায় ৩য় স্থান অধিকার করে।[৭]

কুশীলব

  • পিটার ওটুল - টি. ই. লরেন্স
  • আলেক গিনেজ - প্রথম ফয়সাল
  • অ্যান্থনি কুইন - অউদা আবু তাই
  • জ্যাক হকিন্স - সেনাপ্রধান এডমুন্ড অ্যালেনবি
  • ওমর শরিফ - শরিফ আলি
  • হোসে ফেরার - টার্কিশ বে
  • অ্যান্থনি কোয়ায়েল - কর্নেল হ্যারি ব্রাইটন
  • ক্লদ রেইন্স - জনাব ড্রাইডেন
  • আর্থার কেনেডি - জ্যাকসন বেন্টলি
  • ডোনাল্ড উলফিট - সেনাপ্রধান মুরে
  • মাইকেল রে - ফারাজ
  • আই. এস. জোহার - গাসিম
  • জিয়া মহিউদ্দিন - তাফাস
  • গামিল রাতিব - মাজিদ
  • ইয়ান ম্যাকনাফটন - মাইকেল জর্জ হার্টলি
  • জন ডিমেক - দাউদ
  • হিউ মিলার - কর্নেল
  • ফার্নান্দো সাঞ্চো - তুর্কি সার্জেন্ট
  • স্টুয়ার্ট সন্ডার্স - রেজিমেন্টার সার্জেন্ট মেজর
  • জ্যাক গিলিম - ক্লাব সেক্রেটারি
  • কেনেথ ফর্টেস্ক - অ্যালেনবির সহকারী
  • হ্যারি ফাউলার - কর্পোরাল পটার
  • হাওয়ার্ড মারিয়োঁ-ক্রফোর্ড - মেডিকেল অফিসার
  • জন রুডক - এল্ডার হ্যারিথ
  • নরম্যান রসিংটন - কর্পোরাল জেনকিন্স
  • জ্যাক হেডলি - প্রতিবেদক
  • হেনরি অস্কার - সিলিয়াম
  • পিটার বার্টন - দামেস্কের শেখ

পুরস্কার ও সম্মাননা

পুরস্কারবিভাগমনোনীত/বিজয়ীফলাফলসূত্র
৩৫তম একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্রস্যাম স্পাইজেলবিজয়ী[৮]
শ্রেষ্ঠ পরিচালকডেভিড লিনবিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতাপিটার ওটুলমনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাওমর শরিফমনোনীত
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্যরবার্ট বোল্ট ও মাইকেল উইলসনমনোনীত
শ্রেষ্ঠ মৌলিক সুরমরিস জেরবিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণফ্রেডি ইয়ংবিজয়ী
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনাজন বক্স, জন স্টোল ও দারিও সিমিওনিবিজয়ী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনাঅ্যান ভি. কোট্‌সবিজয়ী
শ্রেষ্ঠ শব্দগ্রহণজন কক্সবিজয়ী
১৬তম বাফটা পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্রডেভিড লিন ও স্যাম স্পাইজেলবিজয়ী
শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্রডেভিড লিন ও স্যাম স্পাইজেলবিজয়ী
শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতাপিটার ওটুলবিজয়ী
শ্রেষ্ঠ বিদেশি অভিনেতাঅ্যান্থনি কুইনমনোনীত
শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্যরবার্ট বোল্ট ও মাইকেল উইলসনবিজয়ী
২০তম গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্রডেভিড লিন ও স্যাম স্পাইজেলবিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকডেভিড লিনবিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা - নাট্য চলচ্চিত্রপিটার ওটুলমনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাওমর শরিফবিজয়ী
বর্ষসেরা নতুন তারকা - অভিনেতাপিটার ওটুলবিজয়ী
বর্ষসেরা নতুন তারকা - অভিনেতাওমর শরিফবিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণফ্রেডি ইয়ংবিজয়ী

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী