লরেন্তিনো কর্টিজো

পানামীয় রাজনীতিবিদ

লরেন্তিনো "নিতো" কর্টিজো কোহেন (স্পেনীয় উচ্চারণ: [lauɾenˈtino koɾˈtiso ˈko.en];জন্ম ৩০ জানুয়ারি ১৯৫৩) হলো পানামার রাজনীতিবিদ ও বর্তমান রাষ্ট্রপতি। ২০১৯ সাল থেকে তিনি পানামার ৩৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্টিজো কোহেন পানামার জাতীয় পরিষদের সাবেক প্রেসিডেন্ট এবং কৃষি মন্ত্রণালয়েরও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি ১৯৯৪ ও ২০০৪ সালে পানামা ন্যাশনাল অ্যাসেম্বলির চেম্বার প্রেসিডেন্ট হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন।[২] পানামার রাজনৈতিক দল "ডেমোক্রেটিক রেভ্যুলেশনারী পার্টি"র হয়ে তিনি ২০১৯ সালে সাধারণ নির্বাচনে মোট ভোটের ৩৩.২৭% পেয়ে ৫ মে ২০১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচিত হন।[৩] বর্তমানে তিনি পানামার ৩৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লরেন্তিনো কোহেন, পানামা ও ইসরাইলের দ্বৈত নাগরিক হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিতর্কে পড়েন, পানামার সংখ্যালঘু ইহুদিরা তা জানার পর তিনি এটি তাদের থেকে লুকায়িত রাখার চেষ্টা করেন। এরপরেও তিনি নির্বাচনে জয়লাভ করে পানামার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

লরেন্তিনো কর্তিজো
পানামার ৩৮তম রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জুলাই ২০১৯
উপরাষ্ট্রপতিজোশ গ্যাব্রিয়েল কর্তিজো
পূর্বসূরীজোয়ান কারলোস ভ্যারেলা
কৃষিমন্ত্রী
কাজের মেয়াদ
১ ডিসেম্বর ২০০৪ – ১০ জানুয়ারি ২০০৬
রাষ্ট্রপতিমার্টিন টরিজোস
পূর্বসূরীজোয়ান কারলোস ভ্যারেলা
জাতীয় পরিষদের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
১ জুলাই ২০০০ – ১ জুলাই ২০০১
পূর্বসূরীএনরিক গারিদো
উত্তরসূরীরোবেন এরোসমেনা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-01-30) ৩০ জানুয়ারি ১৯৫৩ (বয়স ৭১)
পানামা সিটি, পানামা
রাজনৈতিক দলডেমোক্রেটিক রেভ্যুলেশনারী পার্টি
দাম্পত্য সঙ্গীইয়াজমিন কোলোন ডি কর্তিজো
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীনরওয়িক ইউনিভার্সিটি (বি.বি.এ)ইউনিভার্সিটি অব টেক্সাস এট অর্টিন (এম.বি.এ)
ওয়েবসাইটwww.nitocortizo.com

রাজনৈতিক জীবন

কোহেন ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত পানামার জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]তিনি ২০০০ সালে পানামার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হন এবং ২০০১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।[৫]

এছাড়াও তিনি রাষ্ট্রপতি মার্টিন টরিজোস এর অধীনে সাবেক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[৪]এবং পরবর্তীতে ২০১৯ সালে পানামার ৩৮তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী