রি:জিরো কারা হাজিমারু ইসেকাই সেইকাতসু (মৌসুম ১)

রি:জিরো কারা হাজিমারু ইসেকাই সেইকাতসু হলো তাপ্পেই নাগাতসুকির লিখিত আর শিনিচিরু ওতসুকা দ্বারা সচিত্রিত লাইট উপন্যাসের অ্যানিমে সংস্করণ। ২৫টি পর্বের এই সিরিজ তার প্রথম ৫০ মিনিটের পর্ব নিয়ে ৪ঠা এপ্রিল ২০১৬ সাল[ক] থেকে ১৯ই সেপ্টেম্বর ২০১৬ সাল পর্যন্ত প্রচারিত হয়। এটি টিভি টোকিও, টিভি ওসাকা, টিভি এচি এবং এটি-এক্স -এ সম্প্রচারিত হয়।[১][২] এছাড়াও সিরিজটি যুগপতভাবে ক্রান্চিরোলে সম্প্রচারিত হয়েছিল।[৩] অ্যানিমেটির প্রথম ওপেনিং থিম " রিডু" গেয়েছেন কোনোমি সুজুকি এবং প্রথম এন্ডিং থিম "স্টিক্স হেলিক্স" হলো মিথ&রয়েড-এর গাওয়া, তিনি একইসাথে সপ্তম পর্বের এন্ডিং থিম "স্ট্রেট বেট"ও গান।[৪] একই শিল্পী দ্বিতীয় ওপেনিং থিম গেয়েছেন যার নাম দেওয়া হয় "প্যারাডিসাস-প্যারাডক্সম"। দ্বিতীয় এন্ডিং থিম "স্টে অ্যালাইভ"রিই তাকাহাসি সম্পাদন করেন এবং চতুর্দশ পর্বে মিথ&রয়েড -এর গাওয়া "থিয়েটার ডি" নেওয়া হয়। [৫]

রি: জিরো কারা হাজিমারু ইসেকাই সেইকাতসু
প্রথম মৌসুম
মৌসুম মৌসুম ১
ব্লু-রে সংকলনের কভার আর্ট; প্রদত্ত চরিত্রটি হলো এমিলিয়া
মূল উৎপত্তির দেশজাপান
পর্ব সংখ্যা২৫
মুক্তি
মূল চ্যানেলটিভি টোকিও
মূল মুক্তির তারিখ৪ এপ্রিল ২০১৬ (2016-04-04) –
১৯ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-19)
মৌসুম কালক্রম
পরবর্তী →
দ্বিতীয় মৌসুম

পর্ব তালিকা

নং.শিরোনাম [খ][৬]পরিচালকলেখকমূল সম্প্রচারের তারিখ
"শেষের শুরু আর শুরুর শেষ"
Transcription: "হাজিমারি নো ওয়ারি তো ওয়ারি নো হাজিমারি" (জাপানি: 始まりの終わりと終わりの始まり)
মাসাহারু ওয়াতানাবেমাসাহিরো ইয়োকোতানি৪ এপ্রিল ২০১৬ (2016-04-04)[৭][৮]
"ডাইনির সাথে পুনর্মিলন"
Transcription: "সাইকাই নো মোজো" (জাপানি: 再会の魔女)
মাসাহিরো শিনোহারামাসাহিরো ইয়োকোতানি১১ এপ্রিল ২০১৬ (2016-04-11)[৯][১০]
"শূণ্য থেকে অন্য জগতে জীবনের শুরু"
Transcription: "জিরো কারা হাজিমারু ইসেকাই সেইকাতসু" (জাপানি: ゼロから始まる異世界生活)
কাজুওমি কোগামাসাহিরো ইয়োকোতানি১৮ এপ্রিল ২০১৬ (2016-04-18)[১১][১২]
"সুখী রোজওয়াল প্রাসাদ পরিবার"
Transcription: "রোজুয়ারু-তেই নো দানরান" (জাপানি: ロズワール邸の団欒)
ইয়োশিনোবু তকুমোতোমাসাহিরো ইয়োকোতানি২৫ এপ্রিল ২০১৬ (2016-04-25)[১৩][১৪]
"আমাদের দুজনের প্রতিশ্রুতি দেওয়া সকাল এখনও অনেক দূরে রয়েছে"
Transcription: "ইয়াকুসোকু শিতা আসা ওয়া তোকু" (জাপানি: 約束した朝は遠く)
দাইসুকে তাকাশিমেমাসাহিরো ইয়োকোতানি২ মে ২০১৬ (2016-05-02)[১৫][১৬]
"শিকলের শব্দ"
Transcription: "কুশারী নো ওতো" (জাপানি: 鎖の音)
হিদেও ইয়ামামোতোইয়োশিকো নাকামুরা৯ মে ২০১৬ (2016-05-09)[১৭][১৮]
"নাতসুকি সুবারুর পুনরারম্ভ"
Transcription: "নাতসুকি সুবারু নো রিস্টাটো" (জাপানি: ナツキ・スバルのリスタート)
ইয়োশিতো মিকামোইয়োশিকো নাকামুরা১৬ মে ২০১৬ (2016-05-16)[১৯][২০]
"আমি কেঁদেছি, আমি খুব কেঁদেছি, আর তারপর কান্না থমিয়েছি"
Transcription: "নাইতে নাকি ওয়ামেইতে নাকি ইয়ানদাকারা" (জাপানি: 泣いて泣き喚いて泣き止んだから)
মানাবু ওকামোতোমাসাহিরো ইয়োকোতানি২৩ মে ২০১৬ (2016-05-23)[২১][২২]
"সাহসের অর্থ"
Transcription: "ইউকি নো ইমি" (জাপানি: 勇気の意味)
হিরোউকি সুচিয়াইয়োশিকো নাকামুরা৩০ মে ২০১৬ (2016-05-30)[২৩][২৪]
১০"দৈতদের মতো বেহদ্দ পদ্ধতি"
Transcription: "ওনি গাকাত্তা ইয়ারি কাতা" (জাপানি: 鬼がかったやり方)
ইয়োশিনোবু তোকুমোতোমাসাহিরো ইয়োকোতানি৬ জুন ২০১৬ (2016-06-06)[২৫][২৬]
১১"রেম"
Transcription: "রেমু" (জাপানি: レム)
দাইগো ইয়ামাগিশিমাসাহিরো ইয়োকোতানি১৩ জুন ২০১৬ (2016-06-13)[২৭][২৮]
১২"রাজধানীতে প্রত্যাবর্তন"
Transcription: "সাইরাই নো ওতো" (জাপানি: 再来の王都)
দাইসুকে তাকাশিমামাসাহিরো ইয়োকোতানি২০ জুন ২০১৬ (2016-06-20)[২৯][৩০]
১৩"স্ব-ঘোষিত নাইট নাতসুকি সুবারু"
Transcription: "জিশো কিশি নাতসুকি সুবারু" (জাপানি: 自称騎士ナツキ・スバル)
কাজুওমি কোগামাসাহিরো ইয়োকোতানি২৭ জুন ২০১৬ (2016-06-27)[৩১][৩২]
১৪"যন্ত্রণাটার নাম হলো "হতাশা""
Transcription: "জেতসুবো তো ইউ ইয়ামাই" (জাপানি: 絶望という病)
মামোরু তাইসুকেএইজি উমেহারা৪ জুলাই ২০১৬ (2016-07-04)[৩৩][৩৪]
১৫"পাগলামির আরেক প্রান্তে"
Transcription: "কিওকি নো সতোগাওয়া" (জাপানি: 狂気の外側)
হিরোইউকি সুচিয়াএইজি উমেহারা১১ জুলাই ২০১৬ (2016-07-11)[৩৫][৩৬]
১৬"শূকরের লোভ"
Transcription: "বুতা নো ইয়োকুবো" (জাপানি: 豚の欲望)
ইয়োশিনোবু তোকুমোতোইয়োশিকো নাকামুরা১৮ জুলাই ২০১৬ (2016-07-18)[৩৭][৩৮]
১৭"অপমানের চরম পর্যায়ে"
Transcription: "শুতায় নো হাতে নি" (জাপানি: 醜態の果てに)
ইয়োশিতো মিকামোইয়োশিকো নাকামুরা২৫ জুলাই ২০১৬ (2016-07-25)[৩৯][৪০]
১৮"শূন্য থেকে"
Transcription: "জিরো কারা" (জাপানি: ゼロから)
কাজুওমি কোগাইয়োশিকো নাকামুরা১ আগস্ট ২০১৬ (2016-08-01)[৪১][৪২]
১৯"সাদা তিমির বিরুদ্ধে যুদ্ধ"
Transcription: "হাকুগেই কোরইয়াকু সেন" (জাপানি: 白鯨攻略戦)
দাইসুকে তাকাশিমাএইজি উমেহারা৮ আগস্ট ২০১৬ (2016-08-08)[৪৩][৪৪]
২০"ইউলহেম ভ্যান অ্যাস্ট্রেয়া"
Transcription: "ভিরুহেরুমু ভ্যান অ্যাসতোরেয়া" (জাপানি: ヴィルヘルム・ヴァン・アストレア)
হিরোইউকি সুচিয়াএইজি উমেহারা১৫ আগস্ট ২০১৬ (2016-08-15)[৪৫][৪৬]
২১"যে বাজি হতাশাকে অস্বীকার করে"
Transcription: "জেতসুবো নি আরাগাউ কাকে" (জাপানি: 絶望に抗う賭け)
ইয়োশিনোবু তোকুমোতোএইজি উমেহারা২২ আগস্ট ২০১৬ (2016-08-22)[৪৭][৪৮]
২২"একটি অলসতার ঝলক"
Transcription: "তাইদে ইসসেন" (জাপানি: 怠惰一閃)
মামোরু তাইসুকে
কেঞ্জি তাকাহাশি
মাসাহিরো ইয়োকোতানি২৯ আগস্ট ২০১৬ (2016-08-29)[৪৯][৫০]
২৩"কৃপণ অলসতা"
Transcription: "আকুরাতসু নারু তাইদা" (জাপানি: 悪辣なる怠惰)
ইয়োশিনোবু তোকুমোতোমাসাহিরো ইয়োকোতানি৫ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-05)[৫১][৫২]
২৪"স্ব-ঘোষিত নাইট এবং শ্রেষ্ঠ নাইট"
Transcription: "জিশো কিশি তো সাইয়ু নো কিশি" (জাপানি: 自称騎士と最優の騎士)
ইয়োশিতো মিকামোইয়োশিকো নাকামুরা১২ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-12)[৫৩][৫৪]
২৫"আর এতটাই ছিল আমাদের গল্প"
Transcription: "তাদা সোরেদাকেনো মোনোগাতারি" (জাপানি: ただそれだけの物語)
মাসাহারু ওয়াতানাবেমাসাহিরো ইয়োকোতানি১৯ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-19)[৫৫][৫৬]

হোম ভিডিও

সেটসূচিপত্রবিশেষ দ্রষ্টব্যঅডিও কমেনটারি (ভাষ্য ব্যাখ্যান)বিক্রয়-সংখ্যা[গ]বিডি/ডিভিডি মুক্তিকালতথ্য
পর্বক্ষুদ্র পর্বব্লু-রেডিভিডি
১-২১-২
  • অরিজিনাল উপন্যাস রি:জিরো কারা হাজিমেরু জেনজিতসুতান হিয়োকেতসু নো কিজুনা (Re:ゼロから始める前日譚 氷結の絆) (লিমিটেড এডিশন)।
  • রি:ইফ কারা হাজিমেরু ইসেকাই সেইকাতসু (Re:IFから始める異世界生活) -এই উপন্যাসের (লিমিটেড এডিশন) একটি কপি জেতার টিকেট।
  • পরিষ্কার ওপেনিং "রিডু"।
পর্ব ১: ইউসুকে কোবাইয়াশি (সুবারু), রিই তাকাহাশি (এমিলিয়া), ইউমি উচিইয়ামা (পাক)৯৫৬১[৫৭]১০৩৬[৫৮]২৪ জুন, ২০১৬[৫৯]
৩-৫৩-৫
  • "রি:ইফ কারা হাজিমেরু ইসেকাই সেইকাতসু" উপন্যাসটি জেতার টিকিট (লিমিটেড এডিশন)।
  • পরিষ্কার এন্ডিং "স্টাইক্স হেলিক্স"।
  • প্রচারমূলক ভিডিও এবং বিজ্ঞাপন।
পর্ব ৫: ইউসুকে কোবায়াসি, ইনোরি মিনাসে (রেম), রিই মুরাকাওয়া (রাম)৮৩০৪[৬০]৮৬৮[৬১]২৭ জুলাই, ২০১৬[৬২]
৬-৮৬-৮
  • বিশেষ সাউন্ডট্র্যাক ১ (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৩ (লিমিটেড এডিশন)।
পর্ব ৭: ইউসুকে কোবায়াসি, রিই তাকাহাশি৮৪৯৮[৬৩]৯২৮[৬৪]২৪ আগস্ট, ২০১৬[৬৫]
৯-১১৯-১১
  • "সম্পূর্ণ নির্দেশিকা পুস্তক প্রথম অংশ" (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৪ (লিমিটেড এডিশন)।
পর্ব ১১: ইউসুকে কোবায়াসি, ইনোরি মিনাসে, রিই মুরাকাওয়া৮৮৪৮[৬৬]১০৭০[৬৭]২৮ সেপ্টেম্বর, ২০১৬[৬৮]
১২-১৪
  • অরিজিনাল উপন্যাস রি:জিরো কারা হাজিমেরু জেনজিতসুতান কাকুরেজাতো নো ওনি শিমাই (Re: ゼロから始める前日譚 隠れ里の鬼姉妹) (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৫ (লিমিটেড এডিশন)।
  • পরিস্কার দ্বিতীয় ওপেনিং।
  • পরিষ্কার দ্বিতীয় এন্ডিং।
পর্ব ১৩: ইউসুকে কোবায়াসি, রিই তাকাহাশি৮৭৬৮[৬৯]১০৬৭[৭০]২৬ অক্টোবর, ২০১৬[৭১]
১৫-১৭
  • উপন্যাস টিকিট ৬ (লিমিটেড এডিশন)।
পর্ব ১৫: ইউসুকে কোবায়াসি, ইয়োশিতসুগা মাতসুয়োকা (পেটেলগিউস)৮০৫৮[৭২]১১০৫[৭৩]২৫ নভেম্বর, ২০১৬[৭৪]
১৮-২০
  • বিশেষ সাউন্ডট্র্যাক ২ (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৭ (লিমিটেড এডিশন)।
পর্ব ১৯: ইউসুকে কোবায়াসি, ইনোরি মিনাসে৭২৯৮[৭৫]১০০৩[৭৬]২১ ডিসেম্বর, ২০২৬[৭৭]
২১-২৩
  • সম্পূর্ণ নির্দেশিকা পুস্তক অংশ ২ (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৮ (লিমিটেড এডিশন)।
পর্ব ২৩: ইউসুকে কোবায়াসি, তাকুয়া এগুচি (জুলিয়াস)৮১১৯[৭৮]১০০০[৭৯]২৫ জানুয়ারি, ২০১৭[৮০]
২৪-২৫
  • অরিজিনাল উপন্যাস রি:জিরো কারা হাজিমেরু জেনজিতসুতান জিন'ই কেসসেই হিওয়া (Re: ゼロから始める前日譚 陣営結成秘話) (লিমিটেড এডিশন)।
  • উপন্যাস টিকিট ৯ (লিমিটেড এডিশন)।
পর্ব ২৫: ইউসুকে কোবায়াসি, তাপ্পেই নাগাতসুকি (লেখক), মাসাহারু ওয়াতানাবে (পরিচালক)
পর্ব ২৫: ইউসুকে কোবায়াসি, রিই তাকাহাশি
৮৫২০[৮১]১২৭৫[৮২]২৪ ফেব্রুয়ারি, ২০১৭[৮৩]

নোট

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী